Tuesday, March 3, 2020

WBPSC MISCELLANEOUS PREPARATION SET -14

WBPSC  MISCELLANEOUS PREPARATION
SET -14

১)  পোঙ্গল কোন রাজ্যের উৎসব?

ক) তামিলনাড়ু√ 
খ)কেরালা 
গ)অন্ধপ্রদেশ 
ঘ)উড়িষ্যা

২) বেথুয়া ডহরি অরণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

ক) মুর্শিদাবাদ
খ) বর্ধমান 
গ)নদীয়া√ 
ঘ)বীরভূম

৩)" স্বদেশ বান্ধব" সমিতি কে প্রতিষ্ঠা করেছেন?

ক) বারিন্দ্র ঘোষ
খ) সূর্যসেন 
গ)পুলিন দাস
ঘ) অশ্বিনী কুমার দত্ত√

৪)কুচিপুরি নাচটির জন্ম হলো-

ক) কেরালা 
খ)কর্ণাটক 
গ)অন্ধ্রপ্রদেশ√ 
ঘ)বিহার

৫)কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত?

ক) মনিপুর√ 
খ)রাজস্থান 
গ)উত্তর প্রদেশ 
ঘ)পাঞ্জাব


৬)"বাংলার মাটি বাংলার জল "গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর রচনা করেছিলেন?

ক) 1900
খ)1905√
গ)1917
ঘ)1920

* 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন

৭)স্যার টমাস রো কার রাষ্ট্রদূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আসেন?

ক) প্রথম জেমস√
খ) দ্বিতীয় চার্লস
গ) প্রথম এলিজাবেথ 
ঘ)ভিক্টোরিয়া

৮)বিদেশের মাটিতে কোথায় প্রথম ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়?

ক) বার্লিন
খ) জার্মানির স্টুটগার্ট √
গ)লন্ডন 
ঘ)ক্যালিফর্নিয়া

৯)ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় ?

ক) মুখ্য প্রোটিন √
খ)গৌণপ্রোটিন
গ)লাইপো প্রোটিন
ঘ) উপরের কোনোটিই নয়

১০)মানুষের দেহের কোন পাচকরস টি তে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে ?   

ক) লালারস    
খ)অগ্ন্যাশয় রস  
গ)পাকস্থলী রস  √   
ঘ) পিত্ত রস 

১১)নীচের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে ?

ক)কার্বোহাইড্রেট  √    
খ) ভিটামিন    
গ) খনিজ লবন      
ঘ)জল  

 ১২)দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য ?

ক) কার্বোহাইড্রেট   
খ) প্রোটিন √    
গ) ফ্যাট     
ঘ) ভিটামিন  

 ১৩)মানব শরীরের কোন অংশ অ্যালজাইমার রোগ দ্বারা আক্রান্ত হয়?

ক) হূৎপিণ্ড
খ) বৃক্ক 
গ)যকৃত 
ঘ)মস্তিষ্ক√

১৪)প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি?

ক) পা 
খ)ফ্লাজেলা
গ) সিলিয়া√
ঘ) সিটা

১৫)সালোকসংশ্লেষ হল-

ক)তাপমোচী পদ্ধতি
খ) উপচিতি পদ্ধতি√ 
গ)অপচিতি পদ্ধতি 
ঘ)তাপগ্রাহী পদ্ধতি

১৬)কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা হয়?

ক) ম্যাগনেসিয়াম 
খ)লোহা √
গ)ক্যালসিয়াম 
ঘ)আয়োডিন

১৭)নার্ভ ও পেশীর দুর্বলতা জনিত রোগ কোনটি?

ক) পোলিও 
খ)প্যারালাইসিস√ 
গ)পাইরিয়া 
ঘ)হাঁপানি

১৮)সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি?

ক) আর্কিওপ্টেরিক্স
খ) প্লাটিপাস 
গ)পেরিপেটাস√ 
ঘ)অক্টোপাস

১৯)লোকসভায় একটি রাজনৈতিক দলের মর্যাদা পেতে হলে নূন্যতম কত শতাংশ আসন পেতে হয়?

ক) 5 %
খ) 10%√
গ) 15% 
ঘ) 20%


২০)রাষ্ট্রপতি তাঁর পদ ছেড়ে যেতে চাইলে নিজের পদত্যাগপত্র কাকে প্রদান করবে?

ক) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খ)প্রধানমন্ত্রী 
গ)লোকসভার স্পিকার 
ঘ)উপরাষ্ট্রপতি√

২১)ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নতুন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা বলা হয়েছে?

ক) অনুচ্ছেদ 2
খ)অনুচ্ছেদ 3√ 
গ)অনুচ্ছেদ 6
ঘ) অনুচ্ছেদ 10


২২)সংবিধান দিবস কোন দিন পালন করা হয়?

ক)24 নভেম্বর
খ) 26 নভেম্বর √ 
গ)22 ফেব্রুয়ারি
ঘ) 23 জানুয়ারি

1949 সালের 26 শে জানুয়ারি সংবিধান গৃহীত হয় এবং কার্যকর হয় 1950 সালের 26 শে জানুয়ারি


২৩)কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে প্রস্তাবটিকে লোকসভায় কমপক্ষে কত জনের সমর্থন থাকতে হবে?

ক) 50√
খ)100
গ) 150 
ঘ) 200

২৪)প্রথম গোল টেবিল বৈঠকের সময়(১৯৩০) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) ম্যাকডোনাল্ড√
খ) চেম্বারলিন
গ) চার্চিল
ঘ) বল্ড উইন

২৫) কোন ব্যক্তি ভারতের সর্বপ্রথম উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন?

ক) মোরারজি দেশাই 
খ)এল কে আদভানি 
গ)চরণ সিং 
ঘ)সর্দার বল্লভ ভাই প্যাটেল√

২৬)কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল" ফাদার মার্টিন"?

ক) যতীন মুখার্জি
খ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য√ 
গ)হেমচন্দ্র কানুনগো 
ঘ)ভগৎ সিং

২৭)কার্নালাইট কিসের আকরিক?

ক) সিসা 
খ)দস্তা 
গ)লোহা
ঘ) ম্যাগনেসিয়াম√

২৮)দারিদ্রসীমা নির্ধারণের ভিত্তি অনুসারে "কনজংশন এক্সপেন্ডিচার "কে গ্রহণের সুপারিশ করেছিল?

ক) রঙ্গরাজন কমিটি
খ) মিহির শাহ কমিটি
গ) টেন্ডুলকার কমিটি√
ঘ) উপরের কোনোটিই নয়

২৯)লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

ক) ব্যাডমিন্টন √
খ)টেবিল টেনিস
গ) হকি 
ঘ)ক্রিকেট

৩০)উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

ক) ফুটবল
খ) ব্যাডমিন্টন√
গ) ক্রিকেট
ঘ) হকি

*থমাস কাপ এবং উবের কাপ দুটোই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। কিন্তু থমাস কাপ পুরুষদের এবং উবের কাপ মহিলাদের ক্ষেত্রে

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...