আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-২১
১) পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
ক) বন্যা
খ)ভূমিকম্প √
গ)খরা
ঘ) ঘূর্ণিঝড়
২)আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?
ক) নাইজেরিয়া
খ) জিম্বাবুয়ে
গ) দক্ষিণ আফ্রিকা √
ঘ)বতসোয়ানা
৩)ভারতে মুক্তা চাষ অধিক পরিমাণে কোথায় হয়?
ক) সুন্দরবন
খ)গোয়া
গ)করমন্ডল উপকূল √
ঘ)গুজরাট
৪)বৃষ্টি বহুল জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশি কার্যকরী ?
ক) রাসায়নিক আবহবিকার √
খ)যান্ত্রিক আবহবিকার
গ)উভয় আবহবিকার
ঘ)কোনটাই নয়
৫) বাংলার মুদ্রণ শিল্পের জন্মদাতা কে ছিল?
ক) পঞ্চানন কর্মকার
খ)চার্লস উইলকিন্স√
গ) মার্শম্যান
ঘ)গঙ্গাকিশোর ভট্টাচার্য
৬)ভারতীয় সমাজকে মেগাস্থিনিস কতো ভাগে ভাগ করেছিলেন?
ক)৪
খ)৫
গ)৬√
ঘ)৭
৭) চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
ক)৬৪০০ কিলোমিটার√
খ)৫৬০০ কিলোমিটার
গ)৬৯০০ কিলোমিটার
ঘ)৫৩০০ কিলোমিটার
৮) কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন?
ক) গোপাল সিং
খ)হরি সিং √
গ)কিরণ সিং
ঘ) রঞ্জিত সিং
৯) কোন নদীর নাম প্রাচীন বেদে নেই?
ক) সিন্ধু
খ)গঙ্গা√
গ)শতদ্রু
ঘ)ইরাবতী
১০) আয়ুর্বেদের জনক কাকে বলা হয়?
ক) ধন্বন্তরি
খ)পতঞ্জলি
গ)সুশ্রুত
ঘ)চরক√
১১) সুখ সেন কোন সম্রাটের দরবারে সাহিত্যিক ছিলেন?
ক) আকবর
খ) শাহজাহান √
গ)বাবর
ঘ)জাহাঙ্গীর
১২) কার রচিত দোহা হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ?
ক) গুরু নানক
খ) মীরাবাঈ
গ) কবীর√
ঘ)গুরু অর্জুন সিং
১৩) কার্লাইল সার্কুলার কবে জারি হয়?
ক)1908
খ)1910
গ)1903
ঘ)1905√
১৪)কার্লাইল সার্কুলার জারি হয়1905 খ্রিস্টাব্দের কোন তারিখে?
ক)10 অক্টোবর √
খ)10 ডিসেম্বর
গ)28 নভেম্বর
ঘ)17 সেপ্টেম্বর
১৫) আকবরের সর্বশেষ অভিযান কোনটি?
ক) আশিরগড় দুর্গ জয় √
খ)গন্ডোয়ানা জয়
গ)মেবার জয়
ঘ) গুজরাট জয়
১৬) ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
ক)দ্বারকানাথ ঠাকুর
খ) কেশবচন্দ্র সেন√
গ)ডিরোজিও
ঘ)কেউ নয়
১৭) কোন মুঘল রাজা তামাক ব্যবহার বন্ধ করেন?
ক) মোহাম্মদ শাহ
খ)আকবর
গ)জাহাঙ্গীর √
ঘ)ওরঙ্গজেব
১৮)নীল বিদ্রোহের নেতা ছিলেন --
ক) দিগম্বর বিশ্বাস√
খ) বুদ্ধু ভগত
গ) নোয়া মিঞা
ঘ) তিতুমীর
১৯) টাইপ মেটালে কি কি থাকে?
ক) লেড, তামা ও অ্যান্টিমনি
খ) লেড ,টিন ও অ্যান্টিমনি √
গ) লেড ,তামা ও ক্রোমিয়াম
ঘ) লেড ,তামা ও ম্যাগনেসিয়াম
২০) নিম্নের কোন ধাতুকে ধাতুরাজ বলা হয়?
ক) ক্লোরিন
খ) ব্রোমিন
গ) ম্যাগনেসিয়াম√
ঘ) হিলিয়াম
২১)SI পদ্ধতিতে বলের পরম একক কি?
ক) কিলোগ্রাম ভার
খ) ডাইন
গ) গ্রাম ভার
ঘ)নিউটন√
২২)টেলিস্কোপ এর নলের উভয় প্রান্তে কোন লেন্স থাকে?
ক) সমঅবতল লেন্স
খ)অবতল লেন্স
গ)উত্তল লেন্স √
ঘ)সমউত্তল লেন্স
২৩)নিম্নলিখিত কোনটি এয়ারক্রাফট এবং রকেট তৈরিতে ব্যবহৃত হয়?
ক) সীসা
খ)নিকেল
গ)তামা
ঘ)অ্যালুমিনিয়াম√
২৪) দুপুরবেলায় নিঃশব্দে এলাকায় শব্দের মাত্রা গ্রহণযোগ্য-
ক) 50 ডেসিবেল
খ) 60 ডেসিবেল
গ) 65 ডেসিবেল
ঘ)75 ডেসিবেল√
২৫) রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হল-
ক) উচ্চ আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা
খ) উচ্চ আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা
গ) নিম্ন আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা
ঘ) নিম্ন আপেক্ষিক তাপ ও উচ্চ পরিবাহিতা√
২৬)মিশ্র অক্সাইড জ্বালানি কোথায় ব্যবহৃত হয়?
ক) বায়ু ইঞ্জিন
খ)ইলেকট্রিক ইঞ্জিন
গ)ক্রায়ো জেনিক ইঞ্জিন√
ঘ) ম্যাগনেটিক ইঞ্জিন
*রকেট প্রযুক্তি তে দেখতে পাওয়া যায়
২৭)বুলেট প্রুফ জিনিস তৈরির জন্য কোন পলিমার ব্যবহার করা হয়ে থাকে?
ক) পলিথিন
খ)পলিইথিলিন √
গ)পলিভিনাইল
ঘ)পলিস্টেরণ
২৮)ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে?
ক)সোভিয়েত রাশিয়া
খ) দক্ষিণ আফ্রিকা√
গ) জার্মানি
ঘ)আয়ারল্যান্ড
২৯)পার্লামেন্টের সদস্য পদের জন্য নুন্যতম কত বয়স হওয়া উচিত?
ক) 21 বছর
খ)15 বছর
গ)30 বছর √
ঘ)35 বছর
৩০)ভারতের সংবিধানের কত নং ধারা অনুযায়ী পার্লামেন্ট জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে?
ক) 247 নং
খ) 248 নং
গ)249 নং√
ঘ)250নং
৩১)সংবিধানের অর্থ বিশ্লেষণে চূড়ান্ত ক্ষমতা কার?
ক) রাষ্ট্রপতি
খ) লোকসভা
গ) সুপ্রিমকোর্ট√
ঘ) স্পিকার
৩২)গণ পরিষদের মোট কত জন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন ?
ক) 13 জন
খ) 83 জন
গ) 93 জন ✓
ঘ) 97 জন
৩৩)" মার্জিনাল ম্যান "গ্রন্থটির রচয়িতা কে?
ক) শক্তি চট্টোপাধ্যায়
খ) প্রফুল্ল চক্রবর্তী√
গ)অরবিন্দ ঘোষ
ঘ)উৎপল বন্দ্যোপাধ্যায়
৩৪) আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
ক) পশ্চিমবঙ্গ√
খ) হায়দ্রাবাদ
গ) সেকেন্দ্রাবাদ
ঘ) গুজরাট
৩৫) বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-
ক) 4 অক্টোবর√
খ) 10 ডিসেম্বর
গ) 5 সেপ্টেম্বর
ঘ)16 অক্টোবর
৩৬) মংডু কোন দুটি দেশের সীমারেখা?
ক) বাংলাদেশ- মায়ানমার √
খ)মায়ানমার- চীন
গ)বাংলাদেশ -
ঘ) ভারত -মায়ানমার
৩৭) কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া?
ক) লিবিয়া
খ) ইথিওপিয়া√
গ) মিশর
ঘ)ইরাক
৩৮) পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে?
ক) জাপান
খ)দক্ষিণ কোরিয়া
গ)চীন
ঘ)তাইওয়ান√
৩৯) পোলাস্কা কোন দেশের পূর্ব নাম?
ক) পর্তুগাল
খ)পোল্যান্ড √
গ)পাপুয়া নিউগিনি
ঘ)কোনোটিই নয়
৪০) ওয়াটার পোলো টিমে কতজন খেলোয়াড় থাকে?
ক) 6
খ)7√
গ)8
ঘ)11
No comments:
Post a Comment