আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪
১)জংসং পিক কোন রাজ্যে অবস্থিত?
ক) আসাম
খ)পশ্চিমবঙ্গ
গ) মনিপুর
ঘ) সিকিম√
২)অনূর্ধ্ব 15 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারত কটি স্বর্ণ পদক জিতেছে?
ক) 10
খ)15
গ)13 √
ঘ)8
ভারত মোট 28 টি পদক জিতেছে ।তারমধ্যে 13টি গোল্ড 14 টি সিলভার এবং 1টি ব্রোঞ্জ
৩)মিশনারিজ অফ চ্যারিটি কার সংস্থা?
ক) সরোজিনী নাইডু
খ) সিস্টার নিবেদিতা
গ) মাদার টেরিজা √
ঘ) অ্যানি বেসান্ত
এটি কলকাতায় অবস্থিত। বর্তমানে এর নাম ক্যাথলিক চার্চ। 1950 সালে মাদারটেরেজা কলকাতায় এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। মাদারটেরেজা1997 সালে মারা যান। 1979 সালে মাদার টেরিজা নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে।
৪)কোন বছর ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল?
ক) 1962
খ) 1972
গ) 1974 √
ঘ)1982
*রাজস্থানের পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল।
*Smiling Buddha coad name
৫)কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা কে?
ক) অ্যালবার্ট আইনস্টাইন
খ)মালালা ইউসুফজাই √
গ)নেলসন ম্যান্ডেলা
ঘ)স্টিফেন হকিং
৬)"বন্ধন এক্সপ্রেস "যাত্রীবাহী ট্রেন চলাচল করে-
ক)কলকাতা থেকে রায়গঞ্জ
খ)শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি গ)হাওড়া থেকে নিউ দিল্লি
ঘ) কলকাতা থেকে খুলনা√
৭)জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হল-
ক) প্যালিঅন্টোলজি√
খ)আর্কিওলজি
গ) সাইটোলজি
ঘ) মাইকোলজি
৮)কেন্দ্রীয় আলু অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত?
ক) সিমলা√
খ)রাজগীর
গ)উত্তর প্রদেশ
ঘ)পাঞ্জাব
৯)ভুটানের রাষ্ট্রীয় খেলার নাম কি?
ক) ধনুর্বিদ্যা√
খ) ক্রিকেট
গ)ভলিবল
ঘ)কবাডি
১০)ওস্তাদ বড়ে গোলাম আলি খান কোন ঘরানার প্রতিনিধি ছিলেন?
ক) সেনি
খ) পাটিয়ালা √
গ)বিষ্ণুপুর
ঘ)গোয়ালিয়র
১১)রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বাল্মিকী প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয় তখন বাল্মিকী ভূমিকায় অভিনয় করেছিলেন কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর √
খ)জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
গ) অক্ষয় দত্ত
ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১২)রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) নাইরোবি
খ)জাপান
গ) ব্রাজিল
ঘ) নিউইয়র্ক√
* 1945 সালের 24 শে অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়
১৩)"The argumentative Indian"গ্রন্থের রচয়িতা কে?
ক) বিমল জালান
খ) বিক্রম শেঠ
গ)অমর্ত্য সেন√
ঘ) খুশবন্ত সিং
১৪)হাভানা কোন দেশের রাজধানী?
ক) ব্রাজিল
খ) কিউবা √
গ)জিম্বাবুয়ে
ঘ)উরুগুয়ে
১৫)BWF এর সদর দপ্তর কোথায়?
ক) বেজিং
খ) সৌদিআরব
গ) কুয়ালালামপুর√
ঘ)ওসাকা
*BWF- Badminton World Federation
*এটি প্রতিষ্ঠিত হয় 1934 সালে
*কুয়ালালামপুর মালয়েশিয়া তে অবস্থিত
১৬)ভারতে কোথায় হীরা পাওয়া যায়?
ক) ক্ষেত্রী
খ)পান্না√
গ) কুলটি
ঘ)কোলার
*পান্না মধ্যপ্রদেশে অবস্থিত
১৭)ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) আসাম
খ)দার্জিলিং√
গ)পাঞ্জাব
ঘ)কটক
*দার্জিলিঙের সিদ্রাপং। 1896 সালে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়
১৮)ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
ক) পুন্দলিক
খ)আলম আরা√
গ)রাজা হরিশচন্দ্র
ঘ)সদগতি
*1931সালে সিনেমাটি মুক্তি পায়
১৯)দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি?
ক) পুন্দলিক
খ)আলম আরা
গ)রাজা হরিশচন্দ্র√
ঘ)সদগতি
*1913 সালে সিনেমাটি মুক্তি পায়
২০)গান্ধীজীর সমাধিস্থল এর নাম কি?
ক) রাজঘাট√
খ) বিজয়ঘাট
গ)শান্তিবন
ঘ) বীরভূমি
*বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল
*শান্তি বন জহরলাল নেহেরুর সমাধিস্থল
*বীরভূমি হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল এর নাম
২১)আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র?
ক) ভূমি থেকে ভূমি
খ) ভূমি থেকে আকাশ√
গ) আকাশ থেকে আকাশ
ঘ) এন্টি মিসাইল ট্যাংক
২২)প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
ক) জাপান
খ) ফ্রান্স
গ)রাশিয়া√
ঘ) আমেরিকা
২৩)এশিয়ার রোম কাকে বলা হয়?
ক) কাবুল
খ) মুম্বাই
গ)বেজিং
ঘ)দিল্লি√
২৪)হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কি?
ক) গীতা মুখার্জি
খ)লীলা শেঠ√
গ) রিতা ফারিয়া
ঘ)ফাতেমা বিবি
২৫)নিচের কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়?
ক) কলকাতা
খ)রবীন্দ্রভারতী
গ)বিশ্বভারতী√
ঘ)যাদবপুর
২৬)আশাপূর্ণা দেবী কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পান?
ক) 1975
খ)1974
গ)1976√
ঘ) 1978
২৭)পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
ক) তবলা
খ) সন্তুর
গ) বাঁশি√
ঘ) সেতার
২৮)ক্যাপার্ট কি?
ক)রপ্তানি বৃদ্ধির জন্য পরামর্শ পরিষেবা
খ) বড় শিল্প দূষণ নিয়ন্ত্রণ
গ) গ্রামীণ কল্যাণ কর্মসূচিকে সাহায্য এবং মূল্যায়ন√
ঘ)কম্পিউটার হার্ডওয়ার
২৯)প্রোটেম স্পিকারের কাজ কি?
ক)অধ্যক্ষ নির্বাচনের আগে পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা
খ)সদস্যদের শপথবাক্য পাঠ করানো এবং অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা√
গ)অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভার কাজ পরিচালনা করা নির্বাচিত
ঘ)সদস্যদের শংসাপত্র পরীক্ষা করা
৩০)কোন বছরে দক্ষিণ আফ্রিকা BRIC এর সদস্য হিসেবে যোগদান করেছিল?
ক) 2009
খ) 2010 √
গ)2011
ঘ) 2012
BRIC- Brazil Russia India China
BRIC তৈরি হয়েছিল 2009 সালে।
2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করে তখন সেটা হয় BRICS
BRICS সদস্য ভুক্ত দেশ মোট পাঁচটি।
Brazil, Russia, India, China ,South Africa
https://drive.google.com/file/d/1PuirMc_6Qu7HD3VTCrrl6l7yM-jBR_4d/view?usp=drivesdk
No comments:
Post a Comment