Wednesday, March 4, 2020

SLST/ NET/SET HISTORY MCQ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস Set-4


SLST/ NET/SET HISTORY MCQ
             মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস
                              Set-4

১) দিওয়ান -ই -খয়রাত নামক পৃথক দপ্তর কি উদ্দেশ্যে নির্মিত হয়?

ক) জনগণের উন্নতি সাধন√ 
খ)দাস দের জন্য 
গ)কৃষি কাজের জন্য 
ঘ)বৈদেশিক নীতির জন্য


২) দাস বংশের নির্মিত কোয়াত -উল -ইসলাম মসজিদ প্রকৃতপক্ষে একটি-

ক) বিষ্ণু মন্দির
খ) শিব মন্দির
গ) বৌদ্ধ বিহার
ঘ) জৈন মন্দির√

৩) মোহাম্মদ গজনীর সভাকবি যিনি "শাহনামা" রচনা করেন তার নাম কি?

ক) অলবিরুনি 
খ)ইবন বতুতা 
গ)মৌলানা খাজাজি 
ঘ)ফিরদৌসী√

৪) প্রথম কোন ভারতীয় রাজা মোহাম্মদ ঘোরি কে পরাজিত করেছিলেন?

ক) পৃথ্বীরাজ চৌহান, আজমিরের শাসক√ খ)জয়চন্দ্র ,কনৌজের শাসক
গ) লক্ষণ সেন, বাংলার শাসক
ঘ) মুলারাজা, সোলাঙ্কি বংশীয় গুজরাটের শাসক

৫) সুলতানি যুগের তিন মুদ্রা যথা তঙ্কা ,শাহ গানি ও জিতল  যথাক্রমে কোন ধাতু দিয়ে তৈরি ছিল?

ক) রূপা- রূপা - তামা√
খ) সোনা- রূপা -তামা
গ) রুপা- সোনা -তামা
ঘ) তামা-সোনা -রুপা


৬) এক তঙ্কা কত জিতলের সমান?

ক) 41 
খ)45 
গ)46 
ঘ)48√


৭) কুতুবমিনার এর নামকরণ কোন সুফি সন্তের নামে নামকরণ করা হয়েছে?

ক) নিজামুদ্দিন আউলিয়া
খ) মইনুদ্দিন চিশতী 
গ)কুতুবউদ্দিন বখতিয়ার কাকী√ 
ঘ)সেলিম চিশতী


৮) কোন খলিফা মোহাম্মদ গজনী কে "সুলতান "বলে অভিহিত করেছিলেন?

ক) আল্ নাজির
খ) কোয়াদির√
গ) আল মুক্তাফি
ঘ) আল কোয়াইম

৯) সিন্ধুর রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন?

ক) ক্ষত্রিয় বংশ 
খ)প্রতিহার বংশ 
গ)ব্রাহ্মণ বংশ√ 
ঘ)বকাটক বংশ

১০) আরব আক্রমণের পর দাক্ষিণাত্যে 900 A.D .তে  কোন বংশ প্রাধান্য লাভ করে?

ক) পল্লব  
খ)পান্ড্যা 
গ)চোল √
ঘ)চেরা

১১) রাজেন্দ্র চোল কোন পাল বংশের রাজা কে পরাজিত করে?

ক) গোপাল
খ) দেবপাল 
গ)প্রথম মহিপাল√ 
ঘ)ধর্মপাল

১২) নিম্নের কোনটি সর্বপ্রাচীন বংশ?

ক) রাষ্ট্রকূট
খ) চোল
গ) চালুক্য √
ঘ)সাতবাহন

১৩) চাঁদ বরদাই কোন রাজার সভাকবি ছিলেন?

ক) হর্ষবর্ধন
খ) গোপাল
গ) পৃথ্বীরাজ চৌহান√
ঘ) শিবাজী

১৪) জিয়াউদ্দিন বরনী কার সমসাময়িক ছিলেন?

ক) রাজিয়া
খ) ফিরোজ শাহ তুঘলক
গ) মহম্মদ বিন তুঘলক√
ঘ) বলবন

১৫) সংস্কৃত কবি শ্রীহর্ষ কোন রাজার সভাকবি ছিলেন?

ক) গোবিন্দ চন্দ্র√
খ) জয় চন্দ্র
গ) বিজয় চন্দ্র 
ঘ)হরিশচন্দ্র

১৬) রাষ্ট্রকূট বংশের রাজধানী কি ছিল?

ক) মান্যক্ষেত √
খ)কল্যাণী 
গ)ভেঙ্গি 
ঘ)বাতাপি

১৭) হিন্দুদের ইতিহাস সম্পর্কে জানা যায় কি থেকে?

ক) চাচনামা√ 
খ)তারিখ- ই -সিন্ধ 
গ)সিন্ধ নামা
ঘ) জাহানামা

১৮) প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক কে?

ক) দ্বিতীয় নাগভট্ট 
খ)দন্তিদুর্গ
 গ)বৎস রাজ 
 ঘ)মিহির ভোজ√


১৯) মোহাম্মদ ঘোরি ভারতের কোন অঞ্চলে প্রথম আক্রমণ করেন?

ক) সিন্ধু√ 
খ)মুলতান 
গ)পাঞ্জাব 
ঘ)গুজরাট


২০) কোন হিন্দু শাহী শাসক মামুদের কাছে পরাজিত হয়ে নিজেকে আত্মাহুতি দেয়?

ক) জয়পাল √
খ)আনন্দপাল 
গ)ত্রিলোচন পাল 
ঘ)ভীমা

২১) নিম্নের কোন শাসক মিনহাজুল সিরাজ এর পৃষ্ঠপোষক ছিলেন?

ক) বলবন
খ) ইলতুৎমিস √
গ)আইবক 
ঘ)শেরশাহ

২২) কোন সুলতানের শাসনকালে মোঙ্গলরা সর্বাধিকবার আক্রমণ করে?

ক) বলবন 
খ)ফিরোজ শাহ তুঘলক
গ) মুহাম্মদ বিন তুঘলক 
ঘ)আলাউদ্দিন খলজী√

২৩) গজপতি বংশ স্থাপন করেন কে?

ক) কপিলেন্দ্র√ 
খ)প্রতাপ রুদ্র 
গ)প্রথম নরসিংহ 
ঘ)পুরুষোত্তম

২৪) সুলতানি যুগে গুজরাট সম্পদশালী হওয়ার কারণ কি?

ক)খনিজ সম্পদ থাকার কারণে√ 
খ)মাটির উর্বরতার জন্য 
গ)হস্ত শিল্পের জন্য
ঘ) সমুদ্রবন্দরের বিস্তারের জন্য

২৫) কোন ইলিয়াস শাহী সুলতান চীনের মিন বংশের সম্রাটের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন?

ক) গিয়াসউদ্দিন আজমশাহ √
খ)সিকান্দার শাহ 
গ)শামসুদ্দিন ইলিয়াস শাহ
ঘ) নাসিরুদ্দিন মাহমুদ শাহ

২৬) দিল্লির কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন?

ক) বলবন 
খ)আলাউদ্দিন খলজী
গ) ফিরোজ শাহ তুঘলক √
ঘ)মুহাম্মদ বিন তুঘলক

২৭)ফিরোজ শাহ তুঘলকের কোন স্থপতি অনেক ঘরবাড়ি, খাল ,সেতু জলাধার প্রভৃতির নকশা তৈরি করেছিলেন?

ক) মালিক গাজী শাহানা√
খ) আব্দুল হক খান ই 
গ)জাহান মকবুল
ঘ) খালিদ খানি 

২৮) নিম্নের কোন দুর্গ সম্পর্কে আমির খসরু বলেছিলেন "এটি হিন্দুদের স্বর্গ যা সপ্তস্বর্গের থেকেও সুন্দর"?

ক) রনথম্বোর 
খ)চিতোর দুর্গ√ 
গ)কালিঞ্জর দুর্গ 
ঘ)গোয়ালিয়র দুর্গ

২৯)নিম্নের কোন সুলতান একটি নতুন ধর্ম প্রবর্তন করতে চেয়েছিলেন ,
কিন্তু উলেমারা তার বিরোধিতা করেন?

ক) বলবন 
খ)আলাউদ্দিন খলজি √
গ)মহম্মদ বিন তুঘলক
ঘ) ইলতুৎমিস

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...