Wednesday, March 4, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৫

আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৫

১)নিচের কোনটি সময়ের একক নয়?

ক) চন্দ্রমাস 
খ)লিপিয়ার
গ) পারসেক√ 
ঘ)সৌর দিন

*পারসেক মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক

২)সূর্যের চারদিকে পৃথিবীর গতি কিরূপ গতি?

ক) ঘূর্ণন গতি 
খ)বৃত্তীয় গতি√ 
গ)চলন গতি 
ঘ)দোলন গতি

৩)বায়োমাস শক্তির উৎস নয় নিম্নের কোনটি?

ক) গোবর
খ) পারমাণবিক শক্তি√ 
গ)পশুর মলমূত্র 
ঘ)কাঠ

৪)সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে?

ক) দৃশ্যমান আলোক রস্মি 
খ)অতিবেগুনি রশ্মি 
গ)অবলোহিত রশ্মি √
ঘ)গামা রশ্নি

৫)সোলার কুকার এর উপরিভাগ একটি কাচের প্লেট দ্বারা আবৃত রাখা হয় কেন?

ক) যাতে হাতে গরম না লাগে 
খ)ধুলোবালি না লাগে
গ) তাপের সহজে বিকিরণ হয়
ঘ)ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পায়√

৬)সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী টির নাম কি?

ক) কার্বন
খ) সিলিকন √
গ)গ্যালিয়াম 
ঘ)আর্সেনিক

৭)গ্রীনহাউজ ইফেক্টের জন্য দায়ী কোন রশ্মি?

ক) গামা রশ্মি 
খ)আল্ট্রাভায়োলেট রশ্মি
গ) ইনফ্রারেড রশ্মি √
ঘ)এক্সরশ্মি

৮)কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক) কয়লা 
খ)ডিজেল 
গ)সৌরশক্তি √
ঘ)পেট্রোল

৯)কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?

ক) কয়লা√
খ) ডিজেল 
গ)প্রাকৃতিক গ্যাস 
ঘ)পেট্রোল

১০)নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি প্রথম GSTচালু করে?

ক) আমেরিকা যুক্তরাষ্ট্র
খ) চীন 
গ)সুইজারল্যান্ড
ঘ) ফ্রান্স√

*সারা বিশ্বের মধ্যে ফ্রান্স প্রথমGST চালু করে
*কানাডাতে দ্বৈত GSTমডেল চালু রয়েছে যেমন ভারতে চালু আছে কেন্দ্রের জন্য এবং রাজ্যের জন্য আলাদা আলাদা

১১)বর্তমানে কতগুলি দেশে GST চালু আছে?

ক) 126 
খ)133
গ) 160 √
ঘ)111

১২) কোন রাজ্য গুলির মধ্যে দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে?

ক) মধ্যপ্রদেশ ,রাজস্থান, গুজরাট
খ) উত্তর প্রদেশ ,বিহার ,রাজস্থান
গ) রাজস্থান, ছত্রিশগড় ,গুজরাট
ঘ) উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ,রাজস্থান√

১৩)কোনটি খারিফ ঋতুতে চাষ হয় না?

ক) বাজরা এবং ধান
খ) ভুট্টা এবং জোয়ার
গ)  বার্লিএবং সরিষা√
ঘ) জোয়ার এবং ধান

১৪)মর্লেমিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়?

ক)1906
খ)1907
গ)1909√
ঘ)1908

১৫) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?

ক)সত্যেন্দ্রনাথ ঠাকুর 
খ)অবনীন্দ্রনাথ ঠাকুর 
গ)স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়√ 
ঘ)জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর

১৬)'বাংলার মুকুটহীন রাজা’ বলে কাকে অভিহিত করা হয়  ?

ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী  √    
খ) অরবিন্দ ঘোষ      
গ) উমেশচন্দ্র ব্যানার্জী      
ঘ) সুভাষচন্দ্র বসু

১৭) ‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) কৃষ্ণকুমার মিত্র   √    
খ) ভুপেন্দ্রনাথ দত্ত     
গ) প্রমথনাথ মিত্র      
ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়

১৮) ভারতের সর্বোচ্চ রেলস্টেশন কোনটি?

ক) লে
খ) জম্মু 
গ)ঘুম√ 
ঘ)পাঠানকোট

১৯) লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কি বলে?

ক) মেসোফাইট 
খ) হ্যালোফাইট√ 
গ)হাইড্রোফাইট 
ঘ) থ্যালোফাইট

২০) নিচের কোন শিল্পে চুনাপাথর, সিলিকা, অ্যালুমিনিয়াম ,জিপসাম প্রয়োজন?

ক) এ্যালমুনিয়াম শিল্প 
খ)লৌহ ইস্পাত শিল্প
গ) সিমেন্ট শিল্প ✓
ঘ)রাসায়নিক সার শিল্প

২১) ডানকান গিরিপথ নিচের কোন রাজ্যে অবস্থিত?

ক) হিমাচল প্রদেশ 
খ)পন্ডিচেরি 
গ)আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ√
ঘ) মিজোরাম

২২)"কালো বিপ্লব "নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?

ক) দুধ উৎপাদন
খ) ডিম উৎপাদন 
গ) জাতীয় দ্রব্য উৎপাদন√ 
ঘ)মাছউৎপাদন

২৩)রামধনু দুই প্রান্তে কি কি রং দেখতে পাওয়া যায়?

ক) লাল ও বেগুনি √
খ)বেগুনি ও সবুজ 
গ)লাল ও সবুজ 
ঘ) লাল ও নীল

২৪) কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়?

ক) ক্যান্ডেলা
খ) ডায়াপ্টার √
গ)হার্জ
ঘ) ডিগ্রী

২৫) মোমবাতি তৈরির জন্য প্যারাফিন কোথা থেকে পাওয়া যায়?

ক) শৈবাল
খ) মিথেন
গ) পেট্রোলিয়াম√ 
ঘ) খনিজ তেল

২৬) পাট চাষের ক্ষেত্রে হলো-

ক) বর্ধমান
খ) নদীয়া √
গ)বাঁকুড়া 
ঘ)পুরুলিয়া

২৭)নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ কিসের উপর নির্ভর করে?

ক) ঘনত্ব √
খ)বায়ুচাপ 
গ)বস্তুর আয়তন 
ঘ)বস্তুর ভর

২৮)কোন পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক?

ক) পরিবাহীর দৈর্ঘ্য √
খ)তড়িৎ প্রবাহ 
গ)বিভব 
ঘ)পরিবাহীর আয়তন

২৯)দাঁতের চিকিৎসায় ব্যবহৃত দর্পণ কোন প্রকৃতির?

ক) উত্তল 
খ)অধিবৃত্তীয় 
গ)সমতল দর্পণ 
ঘ)অবতল√

৩০)গভীরতা বাড়লে তরলের চাপ এর কি পরিবর্তন হয়?

ক) কমে
খ) বাড়ে√ 
গ)একই থাকে 
ঘ)কোনোটিই নয়

৩১)বায়ুচাপ কোথায় সব থেকে বেশি?

ক) দার্জিলিং 
খ)কলকাতা 
গ)সমুদ্রপৃষ্ঠ√ 
ঘ)কোনোটিই নয়

৩২)ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়লে কিসের ইঙ্গিত দেয়?

ক) ঝড় আসছে
খ) পরিষ্কার শুষ্ক আবহাওয়া√ 
গ)বৃষ্টির সম্ভাবনা 
ঘ)কোনোটিই নয়

৩৩)বায়ো গ্যাসের প্রধান উপাদান কি?

ক) হাইড্রোজেন 
খ)বিউটেন 
গ)হাইড্রোজেন সাল ফাইড
ঘ) মিথেন√

৩৪)সরু ব্যাস যুক্ত নলে তরলের উপরে ওঠার প্রবণতা কে কি বলে?

ক) পৃষ্ঠটান 
খ)সান্দ্রতা 
গ)কৈশিক ক্রিয়া√ 
ঘ)স্থিতিস্থাপকতা

৩৫)নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

ক) মিথেন 
খ)জলীয়বাষ্প 
গ)কার্বন-ডাই-অক্সাইড 
ঘ)অক্সিজেন√

https://drive.google.com/file/d/1Q0VjHz8f_yE9pkcN1jfZki1GSlqhOIvm/view?usp=drivesdk

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...