WBPSC MISCELLANEOUS PREPARATION
SET -16
১)কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবথেকে বেশি?
ক) পাঞ্জাব√
খ) গুজরাট
গ)রাজস্থান
ঘ) উত্তর প্রদেশ
২)কোন ধরনের কয়লায় 90 % কার্বন থাকে?
ক) পিট
খ)লিগনাইট
গ) বিটুমিনাস
ঘ)অ্যানথ্রাসাইট√
৩)কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত?
ক) আসাম
খ)ছত্রিশগড় √
গ)কর্ণাটক
ঘ) উড়িষ্যা
৪)একশৃঙ্গ গন্ডার কোন জাতীয় উদ্যানে দেখা যায়?
ক) গরুমারা
খ) জলদাপাড়া
গ) কাজিরাঙা √
ঘ) সুন্দরবন
৫)"সিটি অফ সেভেন হিলস "নামে পরিচিত-
ক) রোম√
খ)লাসা
গ)সোমালিয়া
ঘ)কানাডা
৬)বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়?
ক) 5 সেপ্টেম্বর
খ) 15 সেপ্টেম্বর
গ)16 সেপ্টেম্বর√
ঘ)19 সেপ্টেম্বর
৭)"আধুনিক শিল্প দানব" বলা হয় কোন শিল্পকে?
ক)মোটর গাড়ি নির্মাণ শিল্প
খ) পেট্রো রসায়নিক শিল্প√
গ)বৈদ্যুতিক তার নির্মাণ
ঘ) সিমেন্ট শিল্প
৮)খনিজ তেল কোন শিলার তরল রূপ?
ক) আগ্নেয় শিলা
খ)রূপান্তরিত শিলা
গ)পাললিক শিলা √
ঘ)চূর্ণকময় শিলা
৯)ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়?
ক) আন্দামান দ্বীপ
খ)নিকোবর দ্বীপ
গ) ব্যারেন দ্বীপ √
ঘ)লাক্ষাদ্বীপ
১০)ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন টি?
ক) নারুয়া উত্তর প্রদেশ
খ) তারাপুর- মহারাষ্ট্র√
গ) কোটা -রাজস্থান
ঘ) কাকড়া -পাড়া গুজরাট
১১)প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি?
ক) স্নায়ু কোষ √
খ)রক্তকোষ
গ)পেশী কোষ
ঘ) যকৃত কোষ
১২)যে সকল উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতায় বিভেদ দেখা যায় না তাদের কি বলে?
ক) গুপ্তবীজী
খ)ব্যক্তবীজী
গ)টেরিডোফাইটা
ঘ)শৈবাল√
১৩) সালোকসংশ্লেষ পাতার কোন কলায় ঘটে?
ক) মেসোফিল কলা √
খ)ভাজক কলা
গ)সংবহন কলা
ঘ)কোনোটিই নয়
১৪)কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গের মৃত্যু ঘটে?
ক) বলিভিয়ান
খ)পলিভিয়ান
গ)প্যারাথিয়ন √
ঘ) মনোথিয়ন
*আঞ্চলিক ভাষায় একে ফলিডল বলে
১৫)মানব দেহের তাপমাত্রা কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক)পিটুইটারি গ্রন্থি
খ)থাইরয়েড গ্রন্থি
গ) হাইপোথ্যালামাস গ্রন্থি √
ঘ)অ্যাড্রিনাল গ্রন্থি
১৬)কোষ কথাটি প্রবর্তন করেন কে?
ক) রবার্ট হুক√
খ) রবার্ট ব্রাউন
গ)পারকিনজি
ঘ) সোয়ান ও স্লেইডেন
১৭)দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য ?
ক) কার্বোহাইড্রেট
খ) প্রোটিন √
গ) ফ্যাট
ঘ) ভিটামিন
১৮)ভিলাই কোথায় অবস্থিত ?
ক) বৃক্কে
খ) মুখগহ্বরে
গ) ফুসফুসে
ঘ) ক্ষুদ্রান্ত্রে √
১৯) কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না ?
ক) যকৃত√
খ) অগ্ন্যাশয়
গ) লালাগ্রন্থি
ঘ) আন্ত্রিক গ্রন্থি
২০ )মানবদেহে পৌষ্টিকতন্ত্রের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় ?
ক) গ্রাসনালি
খ) যকৃত
গ) অগ্ন্যাশয়
ঘ) ক্ষুদ্রান্ত √
২১)ইলেকট্রিশিয়ান কাজ করার সময় হাতে রাবারের গ্লাভস পরে। তার কারণ কি?
ক) রাবার হলো ভালো পরিবাহী
খ) রাবার হলো একটি অন্তরক √
গ)গ্লাভস পরে কাজ করলে কাজটি তাড়াতাড়ি হয়
ঘ)কোনোটিই নয়
২২) পরমাণুর বিক্রিয়ায় গ্রাফাইট কি হিসেবে ব্যবহৃত হয়?
ক)পিচ্ছিলকারক পদার্থ
খ)জ্বালানি
গ)বিক্রয় কর সমতুল্য
ঘ) মাধ্যম√
২৩)অ্যালুমিনিয়ামের কোন সংকর ধাতু বিমান তৈরি করার জন্য ব্যবহৃত হয়?
ক) জার্মান সিলভার
খ)ডুরালুমিন√
গ)গানমেটাল
ঘ)কোনোটিই নয়
২৪)বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশ কে কেমন দেখাতো?
ক) নীল
খ) বেগুনী
গ) লাল
ঘ)কালো√
২৫) কোনটি উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র?
ক) ইন্সিনেরেটর √
খ)স্কাবার
গ) ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর
ঘ) ব্লাস্ট ফার্নেস
২৬)নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ ভারতীয় সুপ্রিম কোর্টের উপদেশমূলক মতামত চাইতে সক্ষম?
ক) ভারতের রাষ্ট্রপতি√
খ)ভারতের প্রধানমন্ত্রী
গ)রাজ্যের রাজ্যপাল
ঘ)ভারতের সংসদ
২৭) ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কাল কত?
ক) 58 বছর
খ)60 বছর
গ) 62 বছর
ঘ) 65 বছর√
২৮) ভারতীয় সংবিধান প্রণেতাদের দর্শন এবং মূল্যবোধ প্রতিফলিত হয়-
ক) মৌলিক অধিকারে
খ)রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি তে গ)প্রস্তাবনায় √
ঘ)মৌলিক কর্তব্য
২৯)কত তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখন্ডতা শব্দের সঙ্গে যুক্ত হয়?
ক) 42 তম√
খ) 44 তম
গ)52 তম
ঘ) কোনোটিই নয়
৩০)‘সন্ধ্যা’ পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
ক) অরবিন্দ ঘোষ
খ) পুলিনবিহারী দাশ
গ) আনন্দমোহন বসু
ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়√
৩১) বিহারের সমস্তিপুরে ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ওয়ার্কশপের শ্রমিকরা যে ধর্মঘট করে, সেটিই প্রথম রেল ধর্মঘট –এই ধর্মঘটটি কবে হয়েছিল ?
ক) ১৯০৭ খ্রীস্টাব্দে √
খ) ১৯০৮ খ্রীস্টাব্দে
গ) ১৯০৯ খ্রীস্টাব্দে
ঘ) ১৯১০ খ্রীস্টাব্দে
৩২) লালা লাজপত রায়ের সভাপতিত্বে AITUC বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে তৈরী হয়েছিল ?
ক) ১৯২১ সালে
খ) ১৯২০ সালে √
গ) ১৯১৯ সালে
ঘ) ১৯১৮ সালে
৩৩) গণপতি ও শিবাজী উৎসব চালু করেন কে?
ক)বালগঙ্গাধর তিলক√
খ) রাজা রামমোহন রায়
গ)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ) স্বামী দয়ানন্দ সরস্বতী
৩৪)‘ভারতের আত্মা’ বইটির লেখক কে ?
ক) অরবিন্দ ঘোষ
খ) বিপিনচন্দ্র পাল √
গ) সুভাষচন্দ্র বসু
ঘ) মৌলানা আবুল কালাম আজাদ
৩৫) বাংলার প্রথম গুপ্ত সমিতি ‘অনুশীলন সমিতি’ কাদের দ্বারা প্রতিষ্ঠিত ?
ক) পুলিনবিহারী দাশ, প্রমথনাথ মিত্র
খ) সতীশচন্দ্র বসু, পুলিনবিহারী দাশ
গ) সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র √
ঘ) এরা কেউ নয়
No comments:
Post a Comment