WBPSC MISCELLANEOUS PREPARATION
SET -15
SET -15
১) ভারতের "সুপার কম্পিউটারের জনক " কাকে বলে?
ক) বিজয় ভটকর √
খ)আর্যভট্ট
গ)চার্লস ব্যাবেজ
ঘ)কোনটি সঠিক নয়
খ)আর্যভট্ট
গ)চার্লস ব্যাবেজ
ঘ)কোনটি সঠিক নয়
২) পশ্চিমবঙ্গে পডসল মৃত্তিকা কোথায় দেখা যায়?
ক)দার্জিলিংয়ের উত্তরাংশ√
খ) পুরুলিয়ার পশ্চিমাংশ
গ)কোচবিহারের উত্তরাংশ
ঘ)মালদা
খ) পুরুলিয়ার পশ্চিমাংশ
গ)কোচবিহারের উত্তরাংশ
ঘ)মালদা
৩) ভৈরব রাগ সাধারণত গাওয়া হয় কখন?
ক) গোধূলি
খ) দুপুর
গ)বিকেল
ঘ) ভোরবেলা√
খ) দুপুর
গ)বিকেল
ঘ) ভোরবেলা√
৪) বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত?
ক)মার্কিন যুক্তরাষ্ট্র
খ)সুইজারল্যান্ড√
গ)জার্মানি
ঘ)হল্যান্ড
খ)সুইজারল্যান্ড√
গ)জার্মানি
ঘ)হল্যান্ড
৫) ইহুদি মেনুহিন কোন যন্ত্রের সঙ্গে সম্পর্কিত?
ক) সেতার
খ) বেহালা√
গ)গিটার
ঘ)বাঁশি
খ) বেহালা√
গ)গিটার
ঘ)বাঁশি
৬) ভারতের সংরক্ষিত পক্ষী কোনটি?
ক) মোনালি
খ)ইমু
গ) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড √
ঘ)পেঙ্গুইন
খ)ইমু
গ) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড √
ঘ)পেঙ্গুইন
৭)বায়ুযান ও রকেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
ক) সীসা
খ) নিকেল
গ)তামা
ঘ) অ্যালুমিনিয়াম√
খ) নিকেল
গ)তামা
ঘ) অ্যালুমিনিয়াম√
৮)নিচের কোন রাজ্য ভুটানের সঙ্গে কোন সীমানা স্পর্শ করেনি?
ক) অরুণাচল প্রদেশ
খ) আসাম
গ)সিকিম
ঘ)বিহার√
খ) আসাম
গ)সিকিম
ঘ)বিহার√
*ভুটান চারটে ভারতীয় রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করে অরুণাচল প্রদেশ,সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ
৯)হাওড়া কে" ভারতের গ্লাসগো "বলার কারণ কি?
ক) হাওড়ার বসতি এলাকা বেশি
খ) হাওড়া তে বহু শিল্পের অবস্থান√
গ) হাওড়া হুগলি নদী তীরবর্তী
ঘ) ওপরের কোনোটিই নয়
খ) হাওড়া তে বহু শিল্পের অবস্থান√
গ) হাওড়া হুগলি নদী তীরবর্তী
ঘ) ওপরের কোনোটিই নয়
১০) "সিলি পয়েন্ট "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ফুটবল
খ)ক্রিকেট√
গ)দাবা
ঘ)গলফ
খ)ক্রিকেট√
গ)দাবা
ঘ)গলফ
১১) ভারতের কোন উপকূল ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়?
ক) কঙ্কন উপকূল
খ)মালাবার উপকূল
গ)গুজরাট উপকূল
ঘ)অন্ধ্র উপকূল√
খ)মালাবার উপকূল
গ)গুজরাট উপকূল
ঘ)অন্ধ্র উপকূল√
১২)পং বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
ক) ইরাবতী
খ)নর্মদা
গ)বিপাশা√
ঘ)শতদ্রু
খ)নর্মদা
গ)বিপাশা√
ঘ)শতদ্রু
১৩)নিচের কোন পুরস্কারটি "বিজ্ঞান ও প্রযুক্তি" বিষয়ে দেয়া হয়?
ক) অর্জুন
খ)ভারতরত্ন
গ) পদ্মভূষণ
ঘ)শান্তি স্বরূপ ভাটনগর√
খ)ভারতরত্ন
গ) পদ্মভূষণ
ঘ)শান্তি স্বরূপ ভাটনগর√
১৪) লোহিত সাগরের বর্ণ লাল হওয়ার কারণ কি?
ক) মস
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) শৈবাল√
খ) ব্যাকটেরিয়া
গ) ছত্রাক
ঘ) শৈবাল√
১৫) নোয়াখাই উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
ক) উড়িষ্যা√
খ)উত্তরপ্রদেশ
গ) রাজস্থান
ঘ)মধ্যপ্রদেশ
খ)উত্তরপ্রদেশ
গ) রাজস্থান
ঘ)মধ্যপ্রদেশ
১৬)ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
ক) চম্পারন√
খ)আমেদাবাদ
গ) সবরমতী
ঘ) বারানসি
খ)আমেদাবাদ
গ) সবরমতী
ঘ) বারানসি
১৭)স্থল সেনা দিবস কবে পালন করা হয়?
ক) 15 জানুয়ারি √
খ)12 ই জানুয়ারি
গ) 23 শে জানুয়ারি
ঘ)26 শে জানুয়ারি
খ)12 ই জানুয়ারি
গ) 23 শে জানুয়ারি
ঘ)26 শে জানুয়ারি
১৮)কোন শহরকে "ভুটানের প্রবেশদ্বার "বলা হয়?
ক) শিলিগুড়ি
খ) আলিপুরদুয়ার √
গ)দার্জিলিং
ঘ) কোচবিহার
খ) আলিপুরদুয়ার √
গ)দার্জিলিং
ঘ) কোচবিহার
১৯)পাখি সম্পর্কিত অধ্যায়ন কে কি বলা হয়?
ক) অর্নিথলজি√
খ) ফাইকোলজি
গ)মাইকোলজি
ঘ) ইকোলজি
খ) ফাইকোলজি
গ)মাইকোলজি
ঘ) ইকোলজি
২০)যে উদ্ভিদটি পুষ্টির জন্য পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেন গ্রহন করে তা হল—
ক) মটর গাছ
খ) আম গাছ
গ) কলসপত্রী উদ্ভিদ √
ঘ) লাইকেন
খ) আম গাছ
গ) কলসপত্রী উদ্ভিদ √
ঘ) লাইকেন
২১)প্রোটিনের একক হল—
ক) নাইট্রোজেন
খ) অ্যামাইনো অ্যাসিড √
গ) ফ্যাটি অ্যাসিড
ঘ) ল্যাকটিক অ্যাসিড
খ) অ্যামাইনো অ্যাসিড √
গ) ফ্যাটি অ্যাসিড
ঘ) ল্যাকটিক অ্যাসিড
২২)নিম্নলিখিত ভিটামিন গুলির মধ্যে কোনটি জলে দ্রবনীয় ?
ক) ভিটামিন- A
খ) ভিটামিন- C √
গ) ভিটামিন- D
ঘ) ভিটামিন- E
খ) ভিটামিন- C √
গ) ভিটামিন- D
ঘ) ভিটামিন- E
২৩)মানব হৃদপিন্ডের প্রাকৃতিক পেসমেকার টি হলো-
ক)SA নোড√
খ)AV নোড
গ)PVনোড
ঘ) ওপরের কোনোটিই নয়
খ)AV নোড
গ)PVনোড
ঘ) ওপরের কোনোটিই নয়
২৪)কোন রক্তকণিকা দেহের প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত?
ক)WBC√
খ) RBC
গ) অনুচক্রিকা
ঘ) কোনোটিই নয়
খ) RBC
গ) অনুচক্রিকা
ঘ) কোনোটিই নয়
২৫)লেজার আলোক রূপে ব্যবহৃত হয় কোনটি?
ক) হিলিয়াম
খ)নিয়ন√
গ)জেনন
ঘ)রেডন
খ)নিয়ন√
গ)জেনন
ঘ)রেডন
২৬)তড়িৎ বিশ্লেষণ হয়না কোন পদার্থের?
ক) যৌগিক পদার্থ
খ)মৌলিক পদার্থ √
গ)মিশ্র পদার্থ
ঘ) কোনোটিই নয়
খ)মৌলিক পদার্থ √
গ)মিশ্র পদার্থ
ঘ) কোনোটিই নয়
২৭)মিউরিয়েটিক এসিডের অপর নাম কি?
ক) নাইট্রিক এসিড
খ) সালফিউরিক অ্যাসিড
গ)হাইড্রোক্লোরিক অ্যাসিড√
ঘ)ওপরের কোনোটিই নয়
খ) সালফিউরিক অ্যাসিড
গ)হাইড্রোক্লোরিক অ্যাসিড√
ঘ)ওপরের কোনোটিই নয়
২৮)জীব বিদ্যার জনক বলা হয় কাকে?
ক) ডারউইন
খ) ল্যামার্ক
গ) অ্যারিস্টোটল √
ঘ)মেন্ডেল
খ) ল্যামার্ক
গ) অ্যারিস্টোটল √
ঘ)মেন্ডেল
২৯)হিটারের কয়েল রূপে ব্যবহৃত হয় কোনটি?
ক) টাংস্টেন
খ) তামা
গ)নাইক্রোম√
ঘ)রুপা
খ) তামা
গ)নাইক্রোম√
ঘ)রুপা
৩০)উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ির কি পরিবর্তন হয়?
ক) ফাস্ট হয়
খ) স্লো হয় √
গ)কোন পরিবর্তন হয় না
ঘ) বন্ধ হয়ে যায়
খ) স্লো হয় √
গ)কোন পরিবর্তন হয় না
ঘ) বন্ধ হয়ে যায়
৩১)সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন ?
ক) ১৯৩৯ সালে √
খ) ১৯৪০ সালে
গ) ১৯৪১ সালে
ঘ) ১৯৪২ সালে
খ) ১৯৪০ সালে
গ) ১৯৪১ সালে
ঘ) ১৯৪২ সালে
*৩ রা মে
৩২) দ্বিজাতিতত্ত্বের ধারণাটি কার ?
৩২) দ্বিজাতিতত্ত্বের ধারণাটি কার ?
ক) হুমায়ুন কবীর
খ) আগা খাঁ
গ) সলিমউল্লাহ
ঘ) মহম্মদ আলি জিন্নাহ্√
খ) আগা খাঁ
গ) সলিমউল্লাহ
ঘ) মহম্মদ আলি জিন্নাহ্√
৩৩) ‘ডন সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?
ক) শচীন্দ্র প্রসাদ বসু
খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় √
গ) সুবোধচন্দ্র মল্লিক
ঘ) চিত্তরঞ্জন দাশ
খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় √
গ) সুবোধচন্দ্র মল্লিক
ঘ) চিত্তরঞ্জন দাশ
৩৪)‘বাঘাযতীন’ নাম কে পরিচিত ?
ক) যতীন্দ্রনাথ ভট্টাচার্য
খ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় √
গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
ঘ) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
খ) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় √
গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
ঘ) যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩৫) ১৯১৫ সালে জাপানে পালানোর সময় রাসবিহারী বসু কোন ছদ্মনাম গ্রহণ করেন ?
ক) পি.এন.ঠাকুর √
খ) হেমচন্দ্র কানুনগো
গ) বিমল দাসগুপ্ত
ঘ) লোকনাথ বল
খ) হেমচন্দ্র কানুনগো
গ) বিমল দাসগুপ্ত
ঘ) লোকনাথ বল
* প্রিয় নাথ ঠাকুর নামে পাসপোর্ট সংগ্রহ করেন
No comments:
Post a Comment