আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৬
১) ভারতের প্রথম রাষ্ট্রীয় উদ্যান কোনটি?
ক) জিম কর্বেট √
খ)জলদাপাড়া
গ)মানস
ঘ)পেরিয়ার
*জিম কর্বেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড অবস্থিত
২)দারকেশ্বর নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়ে রুপনারায়ন সৃষ্টি হয়েছে?
ক) কাসাই
খ)কেলেঘাই
গ)কংসাবতী
ঘ) সিলাই√
৩) বিখ্যাত একটি পাখিরালয়ের নাম করো-
ক) কেওলাদেও ঘানা অভয়ারণ্য√
খ) গির অভয়ারণ্য
গ) ভিতর কণিকা
ঘ)বন্দিপুর জাতীয় উদ্যান
*এটি ভরতপুর রাজস্থানে অবস্থিত
*গির অরণ্য গুজরাট অবস্থিত
*বন্দিপুর জাতীয় উদ্যান কর্নাটকে অবস্থিত
৪) কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বেষ্টিত?
ক) ছোটনাগপুর
খ) দার্জিলিং
গ) পূর্বঘাট পর্বত
ঘ)কচ্ছ√
৫)ভূপৃষ্ঠে কোন ধাতুটি সবচেয়ে বেশি পাওয়া যায়?
ক)অ্যালুমিনিয়াম√
খ)ক্যালসিয়াম
গ)ম্যাগনেশিয়াম
ঘ)লোহা
৬)বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত?
ক) কথ্যক √
খ)ভারতনাট্যম
গ)কথাকলি
ঘ)মোহিনী নাট্যম
৭)কর্ণম মলেস্বরি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক)ব্যাডমিন্টন
খ)অ্যাটলেটিক
গ)কবাডি
ঘ)ভারউত্তোলন√
৮)সোশ্যাল নেটওয়ার্কিং সাইট Twitter লঞ্চ করেছিল কত সালে?
ক) 2005
খ)2006√
গ)2007
ঘ)2008
৯) ফ্রান্স এবং জার্মানি মধ্যে সীমারেখা কোনটি?
ক) 38 প্যারালাল লাইন
খ) ডুরান্ড লাইন
গ) ম্যাকমোহন লাইন
ঘ) ম্যাগিনট লাইন√
*38 প্যারালাল লাইন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে
*ডুরান্ড লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে
*ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে
১০)সুশাসন দিবস( Good Governance Day) কোন দিন পালন করা হয়?
ক)22 ডিসেম্বর
খ)25 ডিসেম্বর √
গ)25 জানুয়ারি
ঘ) 22 ফেব্রুয়ারি
অটল বিহারি বাজপেয়ির Birth Anniversary হিসেবে এই দিনটি পালন করা হয়
১১)"বেসবল "খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?
ক) 6 জন
খ) 7 জন
গ) 9 জন√
ঘ)15 জন
১২)ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
ক) খেলাধুলা
খ) বিজ্ঞান √
গ)সাহিত্য
ঘ)সংগীত
*বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার।প্রথম শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় 1958 সালে।পুরস্কার মূল্য পাঁচ লক্ষ টাকা।
১৩)"কুইন বেরি রুল"-কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত?
ক) বক্সিং√
খ) রোইং
গ) বিলিয়ার্ডস
ঘ) হকি
১৪)বিখ্যাত আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
ক) শ্রীলংকা
খ)মায়ানমার
গ)ইন্দোনেশিয়া
ঘ) কম্বোডিয়া√
১৫) "ঝাড়খণ্ডের সিমলা" কাকে বলে?
ক) হাজারীবাগ
খ)বোকারো
গ)রাচি √
ঘ)মুঙ্গের
*ঝাড়খন্ডের রাজধানী রাঁচি
১৬) " City of Water" কাকে বলে?
ক) জয়পুর
খ) মৌসিনরাম
গ) ভেনিস√
ঘ) টোকিও
১৭) দক্ষিণ মেরুতে পদার্পণ কারী প্রথম মানুষ কে?
ক) আমুন্ডসেন √
খ)রবার্ট পিয়েরি
গ)ইউরি গ্যাগারিন
ঘ)ভ্যালেন্তিনা তেরেসকোভা
*উত্তর মেরুতে পদার্পণ কারী প্রথম মানুষ রবার্ট পিয়েরি
*ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মহাকাশচারী
*ভ্যালেন্তিনা তেরেসকোভা প্রথম মহিলা মহাকাশচারী
১৮)কলকাতা ও এলাহাবাদে স্থানের সময়ের পার্থক্য কত?
ক) 20 মিনিট
খ)24মিনিট√
গ)60মিনিট
ঘ) কোনোটিই নয়
১৯) 21 শে মার্চ কোন দিন?
ক) বিষুব দিবস
খ)মহাবিষুব √
গ)জলবিষুব
ঘ)উত্তর অয়নন্ত দিবস
*23 সেপ্টেম্বর জলবিষুব দিবস
২০) পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি?
ক) আনাইমুদি
খ)কলসুবাই
গ)মহেন্দ্রগীরি √
ঘ)ধূপগড়
*আনাইমুদি আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
*কলসুবাই পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
*ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ
২১)OPV টিকা কোন রোগ প্রতিরোধ করে?
ক) যক্ষা
খ)পোলিও √
গ)জলাতঙ্ক
ঘ)হাম
২২)নিচের কোনটি The Heart ,Soul and Brain of the Computer নামে পরিচিত?
ক) সি.পি.ইউ√
খ)সফটওয়্যার
গ) কিবোর্ড
ঘ)হার্ডওয়ার
২৩)এক্সপানশন কার্ড হল একটি-
ক)ইলেকট্রিক বোর্ড
খ)সার্কিট বোর্ড√
গ) পাওয়ার সাপ্লাই বোর্ড
ঘ)এক্সপেনশন প্লট
২৪)ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা কে?
ক) টরিসেলি√
খ)পাস্ক্যাল
গ) বারনৌলি
ঘ) কোনোটিই নয়
২৫)ট্যাক্সোনমির জনক কে?
ক) মেন্ডেল
খ)অ্যারিস্টোটল
গ) লিনিয়াস √
ঘ)চার্লস ডারউইন
২৬) ডিনামাইট আবিষ্কার করেন কে?
ক) আলফ্রেড নোবেল √
খ)জে .জে .টমসন
গ)টরিসেলি
ঘ)স্যাদউইক
২৭) তুলা যন্ত্র কোন নীতির উপর কাজ করে?
ক)বয়েলের সূত্র
খ) হুকের সূত্র√
গ)বার্নোলির নীতি
ঘ)পাস্কাল এর সূত্র
২৮)কোন বস্তুর ভর স্থির রেখে গতি বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কি হবে?
ক)চার গুণ বৃদ্ধি পাবে√
খ) দ্বিগুণ বৃদ্ধি পাবে
গ)দ্বিগুণ হ্রাস পাবে
ঘ)একই থাকবে
২৯) মোটর গাড়ি চালকের পেছনে যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণ টি কি রূপ?
ক) সমতল
খ)অবতল
গ)উত্তল√
ঘ)অধিবৃত্তাকার
৩০) নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু?
ক) রুপা
খ)সোনা √
গ)তামা
ঘ)লোহা
৩১) অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত?
ক) 8
খ)16 √
গ)32
ঘ)64
৩২) কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?
ক)49.2°F
খ)69.2°F
গ)8.2°F
ঘ)39.2°F√
৩৩) সুপ্রিমকোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে?
ক)রাষ্ট্রপতি √
খ)উপরাষ্ট্রপতি
গ)ভারতের প্রধান বিচারপতি
ঘ) প্রধানমন্ত্রী
৩৪)ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণে কথা বলা হয়েছে?
ক) 12 নং ধারা
খ)15 নং ধারা
গ)16 নং ধারা
ঘ)17 নং ধারা√
৩৫) রাজ্যসভার সদস্য পদে থাকার মেয়াদ কত বছর?
ক) চার বছর
খ)পাঁচ বছর
গ)ছয় বছর√
ঘ)আটবছর
*লোকসভা সদস্য পদে থাকার মেয়াদ 5 বছর
*রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন 30 বছর বয়স হতে হবে
*লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন 25 বছর বয়স হতে হবে
*রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন 35 বছর বয়স হতে হবে
*প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন 25 বছর বয়স হতে হবে
৩৬)মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে কোন বছর অন্তর্ভুক্ত হয়েছিল?
ক) 1950
খ) 1960
গ)1978
ঘ)1976√
৩৭) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার শাসনকালে প্রতিষ্ঠিত হয়?
ক) আকবর √
খ)জাহাঙ্গীর
গ)শাহজাহান
ঘ) শেরশাহ
*আকবর এর শাসনকালে 1556 থেকে 1605
*31 শে ডিসেম্বর 1600খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়
৩৮) মিনি তাজমহল কাকে বলে?
ক)লালকেল্লা
খ) বিবি কা মকবরা√
গ)আড়াই দিন কা ঝোপড়া
ঘ)হাওয়া মহল
*বিবি কা মকবরা নির্মাণ করেছিলেন ওরঙ্গজেব 1679 সালে। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এ অবস্থিত।
৩৯)ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
ক) দাদাভাই নওরোজি√
খ)বদরুদ্দীন তৈয়বজী
গ)উমেশচন্দ্র ব্যানার্জি
ঘ)মোহাম্মদ আলী জিন্নাহ
*ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালেন অক্টোভিয়ান হিউম। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। প্রথম অধিবেশন বসেছিল বোম্বেতে। দ্বিতীয় অধিবেশনে দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেন এবং অধিবেশন টা হয়েছিল কলকাতায়। তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বদ্রুদ্দিন ত্যাবজি ,মাদ্রাজ অধিবেশন।
৪০)নিম্নলিখিত দের মধ্যে কে ঘোষণা করেছিলেন যে "স্বরাজ একশত বছর ধরে আসবে না, যদি অস্পৃশ্যতা বাদ না দেওয়া হয়"।
ক) খান আবদুল গফফর খান
খ)মহাত্মা গান্ধী √
গ)ডঃ বি আর আম্বেদকর
ঘ)বাবা রামচন্দ্র
2nd অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। তার সমাধিস্থল রাজঘাট।
https://drive.google.com/file/d/1Q66poEb5HEGdlucC_tzn8aXPuUglcfQy/view?usp=drivesdk
No comments:
Post a Comment