WBPSC MISCELLANEOUS PREPARATION
SET -17
১) ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত?
ক) রাশিয়া
খ)জাপান
গ) আফ্রিকা√
ঘ)জার্মানি
২) অলিম্পিক পতাকার পাঁচটি বৃত্ত কিসের প্রতীক?
ক) দেশ
খ) বিশ্বশান্তি
গ) মহাদেশ√
ঘ) ক্রিয়া
৩)দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে বিশ্ব ঐতিহ্য স্থান আখ্যা পায়?
ক)1987
খ)1984
গ)1999√
ঘ)2002
*সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল1987 সালে।
*1984 সালে কোনারকের সূর্য মন্দির কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষনা করা হয়েছেএবং মহাবলীপুরমকেও 1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষনা করা হয়েছে।
*2002 সালে বুদ্ধগয়ায় মহাবোধি মন্দির কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষনা করা হয়েছে।
৪) কাবেরী নদীর জল বিতর্ক কোন দুই রাজ্যের মধ্যে?
ক) তামিলনাড়ু ও কর্ণাটক√
খ)কর্ণাটক ওকেরালা
গ)কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ
ঘ)তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ
৫) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত?
ক) পুরুলিয়া
খ) মালদা
গ) বীরভূম√
ঘ)বাঁকুড়া
৬) পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিশিষ্ট?
ক) খেয়াল
খ) ভজন
গ)ঠুমরী
ঘ)গজল√
৭)"বগলিহার বাঁধ" কোন রাজ্যে অবস্থিত?
ক) জম্মু-কাশ্মীর √
খ) অন্ধ্রপ্রদেশ
গ)রাজস্থান
ঘ) গুজরাট
*বগলিহার বাঁধ চেনাব নদীর উপর গড়ে উঠেছে
*অন্ধ্রপ্রদেশে আছে নাগার্জুন সাগর বাঁধ যেটা কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে
*রাজস্থানে আছে রানা প্রতাপ সাগর ড্যাম যেটা চম্বল নদীর উপর গড়ে উঠেছে
*গুজরাটে আছে সর্দার সরোবর ড্যাম যেটা নর্মদা
নদীর উপর গড়ে উঠেছে
৮) হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
ক) ব্রাহ্মণী
খ) মুঁশি √
গ)মহানদী
ঘ)গোমতী
*গোমতী নদী লখনও শহরের পাশে অবস্থিত
*ব্রাহ্মণীনদী রাউরকেল্লা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে
৯) "আদ্দিস আবাবা" কোন দেশের রাজধানী?
ক) ইরান
খ)ইথিওপিয়া √
গ)লিমা
ঘ) লিসবন
১০)"A Century Is Not Enough"কার আত্মজীবনী?
ক) শচীন টেন্ডুলকার
খ) মহেন্দ্র সিং ধোনি
গ) সৌরভ গাঙ্গুলী √
ঘ)রাহুল দ্রাবিড়
১১) রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ক্রিকেট
খ)ফুটবল √
গ)ব্যাডমিন্টন
ঘ)হকি
১২)2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
ক) দক্ষিণ কোরিয়া
খ)জাপান √
গ)চীন
ঘ)ভারত
*জাপানের টোকিও
*2018 সালের শীতকালীন অলিম্পিক হয়েছিল দক্ষিণ কোরিয়া
*2022 সালে শীতকালীন অলিম্পিক হবে চীনের বেইজিং শহরে
১৩) Global Climate Risk Index 2020 এ ভারতের Rank কত?
ক)5√
খ)63
গ)110
ঘ)141
১৪) কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়?
ক) পরিবহন
খ) পরিচলন
গ)বিকিরণ√
ঘ)কোনোটিই নয়
১৫) LED অর্থ হলো-
ক) light Emitting Device
খ)Light Emitting Diode√
গ)Light Emitting Disc
ঘ)Light Emitting Dot
১৬) বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে?
ক) ট্রপোস্ফিয়ার
খ)থার্মোস্ফিয়ার
গ)স্ট্রাটোস্ফিয়ার√
ঘ)মেসোস্ফিয়ার
১৭) অপটিক্যাল ফাইবার এর কার্যনীতি কোনটি?
ক) প্রতিসরণ
খ)অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন √
গ)বিক্ষেপ
ঘ) প্রতিফলন
১৮) কম্পাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য?
ক)দুটি লেন্স√
খ) অতিবেগুনি রশ্মির প্রয়োজন
গ) বৃহৎ জায়গার প্রয়োজন
ঘ) সবকটি সত্য
১৯) যখন কোন প্লেন ভূমি থেকে ওপরে ওঠে তখন যে শব্দের তীব্রতার মাত্রা উৎপন্ন করে তা হল-
ক) 100 db
খ) 150 db√
গ) 200 db
ঘ) 250 db
২০) শিল্পে ব্যবহৃত বিদ্যুতের ইউনিট কত?
ক) কিলোওয়াট
খ) ওয়াট
গ)হর্সপাওয়ার√
ঘ) জুল
২১) কোন সুরযুক্ত শব্দের গুন (quality) নির্ভর করে কিসের উপর?
ক) মূল কম্পাঙ্কের উপর
খ) সমমেল এর উপর√
গ) তরঙ্গের বিস্তার এর উপর
ঘ)শব্দের গতিবেগ এর উপর
২২)RADAR এর পুরো কথা কি?
ক) radio Device and Ranging
খ)Region Device and Ranging
গ)Radio Detection and Ranging√
ঘ)Radio Detects and Ranges
২৩) শব্দ নিম্নের কোন মাধ্যমের মধ্যে দিয়ে প্রসারিত হতে পারে না?
ক) কঠিন
খ) তরল
গ)বায়ু
ঘ)শূন্য মাধ্যম√
২৪) যে সকল শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20,000 Hz এর বেশি তাদের কি বলে?
ক) আল্ট্রাসনিক √
খ)সুপারসনিক
গ)মাইক্রোওয়েভ
ঘ)মিসমিক
২৫)Co2 তে কত শতাংশ কার্বন থাকে?
ক) 44
খ)14.9
গ) 27.3 √
ঘ)11.2
২৬)পৃথিবী সূর্যের শক্তির মুখ্য অংশ যে পদ্ধতির দ্বারা গ্রহণ করে তা হল-
ক) অবলোহিত এবং তাপশক্তি √
খ)গামা রশ্মি
ঘ)UV রশ্মি
ঘ)X রশ্মি
২৭)কোন মানুষের শরীরে বন্দুকের গুলি লাগার পর সেই গুলি যদি বার করা না যায় তাহলে নিচের কোন ধাতুর জন্য সেই ক্ষতস্থান বিষাক্ত হয়ে উঠবে?
ক) পারদ
খ) সীসা√
গ)লোহা
ঘ)আর্সেনিক
২৮)যান্ত্রিক তরঙ্গ-
ক) সর্বদাই অনুদৈর্ঘ্য
খ)সর্বদা তির্যক
গ) শূন্য মাধ্যমে বিস্তার লাভ করতে পারে
ঘ)মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে পারে না√
২৯)লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে ভাসে কারণ কি?
ক) ডিমের ওজন প্লবতা র চেয়ে বেশি
খ) ডিমের ওজন প্লবতার চেয়ে কম
গ) ডিমের ওজন প্লবতা বলের মান সমান√
ঘ) সবকটি সত্যি
৩০) পৃথিবীর সর্বাধিক নিউজপ্রিন্ট কাগজ কোথা থেকে আসে?
ক) পর্ণমোচী অরণ্য √
খ)মৌসুমী অরণ্য
গ)ম্যানগ্রোভ অরণ্য
ঘ) বৃষ্টি অরণ্য
৩১) ভারতের কোন রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়?
ক) পাঞ্জাব ও হরিয়ানা√
খ)বিহার ও পশ্চিমবঙ্গ
গ)কেরালা ও কর্ণাটক
ঘ)মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ
৩২) উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কারণে কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়?
ক) পশ্চিমবঙ্গ
খ)অসম
গ) কেরালা
ঘ)তামিলনাড়ু√
৩৩)সুন্দরবন কোথায় অবস্থিত?
ক) কচ্ছ উপকূলে
খ)পশ্চিমঘাটে
গ)কঙ্কন উপকূলে
ঘ)পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে√
৩৪) লোনার হ্রদ কোথায় অবস্থিত?
ক) তামিলনাড়ু
খ)কর্ণাটক
গ)মহারাষ্ট্র√
ঘ)গুজরাট
৩৫)নিম্নলিখিত কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়?
ক) কালিংপং
খ) দক্ষিণ 24 পরগনা সজনেখালি অরণ্য√
গ) ওড়িশার অরণ্য
ঘ) করবেট ন্যাশনাল পার্ক
৩৬)বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে ভারতে কি অনুপাতে অরণ্য আচ্ছাদন থাকা উচিত?
ক)11.1%
খ)22.2%
গ)33.3% √
ঘ)44.4%
৩৭) লোকটাক কি?
ক) উপত্যকা
খ) নদী
গ)হ্রদ √
ঘ)পর্বতশ্রেণী
৩৮) অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত?
ক) বিষ্ণু প্রয়াগ
খ) দেব প্রয়াগ√
গ)রুদ্র প্রয়াগ
ঘ) অশ্রু প্রয়াগ
৩৯) কোন গ্রন্থ নীলচাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়?
ক) দিনবন্ধু
খ)নীলদর্পণ√
গ)নীল দর্শন
ঘ)আনন্দমঠ
৪০) "অ্যান্টি সার্কুলার সোসাইটি"কে প্রতিষ্ঠা করেন?
ক) শচীন্দ্র প্রসাদ বসু √
খ)কৃষ্ণ কুমার মিত্র
গ)অরবিন্দ ঘোষ
ঘ)সতীশচন্দ্র সামন্ত
৪১)গদর দলের নেতা কে ছিলেন?
ক) ভগৎ সিং
খ) লালা হরদয়াল √
গ)বালগঙ্গাধর তিলক
ঘ)বিডি সাভারকার
*1913 সালে সানফ্রান্সিসকো তে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়
৪২) অভিনব ভারত নামক একটি বিপ্লবী সভা কে প্রতিষ্ঠা করেন?
ক) ক্ষুদিরাম বোস
খ)বিনায়ক দামোদর সাভারকার √
গ)প্রফুল্ল চাকী
ঘ)ভগৎ সিং
৪৩) মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই UPSC র সদস্যরা তাদের কার্যালয় থেকে অপসারিত হতে পারে-
ক) প্রধানমন্ত্রী কর্তৃক
খ)UPSC র সভাপতি কর্তৃক
গ)সুপ্রিম কোর্টের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি কর্তৃক√ ঘ)সুপ্রিম কোর্টের সুপারিশ ক্রমে প্রধানমন্ত্রী কর্তৃক
৪৪)UPSC র সদস্যরা স্বপদে অধিষ্ঠিত থাকেন-
ক) রাষ্ট্রপতি সম্মতিক্রমে
খ) সংসদের আস্থাভাজন থাকা পর্যন্ত
গ) সারা জীবনের জন্য
ঘ)কার্যকালের মেয়াদ 6 বছর পর্যন্ত বা 65 বছর বয়স পর্যন্ত√
৪৫)কেন্দ্রীয় এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ও অন্যান্য সদস্যরা নিযুক্ত হন-
ক) রাষ্ট্রপতি কর্তৃক
খ) রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল কর্তৃক√
গ) প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক
ঘ) ক এবং খ উভয়
৪৬) জিরো আওয়ার কি?
ক) যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়
খ)যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপিত হয়√
গ) সকালে ও বিকালে সেশন এর মধ্যবর্তী সময়
ঘ) লোকসভা তে যখন কোন অর্থ বিল পেশ করা হয়
*দুপুর 12 টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টাকেও জিরো আওয়ার বলা হয়
৪৭)জরুরি অবস্থা জারি হলে কোন মৌলিক অধিকার বাতিল করা যায় না?
ক)জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার √
খ)সংঘ ও সমিতি গঠন
গ)বাকস্বাধীনতা
ঘ) সমবেত হবার অধিকার
*এটি সংবিধানের আর্টিকেল 21 এ বর্ণিত আছে।
৪৮)ভারতীয় সংবিধানের দশম তপশিল নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক) অর্থ কমিশন
খ) নির্বাচন কমিশন
গ) অন্যান্য অগ্রসর সম্প্রদায়সমূহ
ঘ) দলত্যাগ√
৪৯)সংবিধানের মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি কত সালে অন্তর্ভুক্ত হয়েছে?
ক) 1976 √
খ)1978
গ)1970
ঘ)1972
*42 তম সংশোধনী
৫০) নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়?
ক)শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার খ)সমকাজে সমবেতন √
গ)আইনের চোখে সবাই সমান
ঘ) ধর্মীয় স্বাধীনতা
*মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে USA থেকে
No comments:
Post a Comment