আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭
১)কোন শহরে আধুনিককালে প্রথম অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?
ক) লন্ডন
খ)প্যারিস
গ)এথেন্স√
ঘ) হল্যান্ড
*6 এপ্রিল 1896
২) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস এ কোন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ধরা পড়ে?
ক)বর্ধমান জেলা
খ) মুর্শিদাবাদ জেলা
গ)বীরভূম জেলা√
ঘ)পুরুলিয়া জেলা
৩) "গোদান "এর লেখক কে?
ক) নাগার্জুন
খ)রহুল সংকৃত্যায়ান
গ) শ্রী লাল শুক্লা
ঘ) প্রেমচাঁদ√
৪) কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত?
ক) স্তন্যপায়ী প্রাণী
খ) পক্ষী√
গ)বানর
ঘ)সৌরজগৎ
৫)কল্লোল নাটকটির রচয়িতা কে?
ক) শম্ভু মিত্র
খ)উৎপল দত্ত √
গ)রুদ্রপ্রসাদ সেনগুপ্ত
ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
৬) ডান্ডিয়া নৃত্য কোন রাজ্যের?
ক) রাজস্থান
খ)ঝাড়খন্ড
গ)গুজরাট√
ঘ)পাঞ্জাব
৭)ক্যান্টারবেরি টেলস এর লেখক কে?
ক) জণ মিল্টন
খ) জিওফ্রে চসার √
গ)স্পেন্ডার
ঘ) হারম্যান
৮)কোন দেশে pangolin দেখা যায়?
ক) আফ্রিকা
খ)এশিয়া
গ)অস্ট্রেলিয়া
ঘ)আফ্রিকা ও এশিয়া√
৯) "সূর্যকিরণ "ভারতে কোন দেশের মধ্যে সামরিক মহড়া?
ক) নেপাল√
খ) ভুটান
গ)বাংলাদেশ
ঘ) ওমান
*ভারত এবং বাংলাদেশের মধ্যে সামরিক মহড়া সম্প্রীতি
১০) বিশ্ব ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয়?
ক) 9 জানুয়ারি
খ) 4 ফেব্রুয়ারি √
গ)3 মার্চ
ঘ)5 এপ্রিল
* 9 জানুয়ারি পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস
* 3 মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড লাইফ ডে
১১)"ফ্লোকেটিং" কোন দেশের সংসদের নাম?
ক) ডেনমার্ক √
খ)সুইডেন
গ) রাশিয়া
ঘ) নেসেট
*সুইডেনের সংসদের নাম রিক্সডাক
*রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা
১২) রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে?
ক) কৃষ্ণা
খ) চম্বল √
গ) কাবেরী
ঘ) মহানদী
*কৃষ্ণা নদীর উপর নাগার্জুন বাঁধ আলমাটি বাঁধ
*কাবেরী নদীর উপর মেত্তুর বাঁধ
১৩)ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?
ক) তারাপুর√
খ) নারোরা
গ) কোটা
ঘ)কাল পক্কম
১৪) পুরানো পলির আরেক নাম আরেক নাম কি?
ক) ভাঙ্গর √
খ)খাদর
গ) ভাবর
ঘ) বরেন্দ্র
১৫) কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়?
ক)আগ্নেয় শিলা
খ)পাললিক শিলা√
গ)রূপান্তরিত শিলা
ঘ)কোনোটিই নয়
*পাললিক শিলার উদাহরণ চুনাপাথর ,বেলেপাথর কাদা পাথর
১৬)নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী?
ক) মহানন্দা
খ) কামেং√
গ)রবি
ঘ)কয়না
১৭)বাণিজ্যিক দিক থেকে সবথেকে ব্যস্ততম মহাসাগর কোনটি?
ক)ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) আটলান্টিক মহাসাগর√
ঘ)সুমেরু মহাসাগর
১৮) কোন নদীকে হলুদ নদী বলা হয়?
ক) হোয়াংহো√
খ) ইয়াংসিকিয়াং
গ)ইনিসি
ঘ)অ্যামাজন
হোয়াংহো নদী চীনে অবস্থিত। এটি চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। একে পীত নদী ও বলা হয়।
১৯) সালমা বাঁধ কোথায় অবস্থিত?
ক) পাকিস্তান
খ) আফগানিস্তান √
গ)ভারত
ঘ)বাংলাদেশ
*এর অন্য নাম AIFD বা আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম
২০)কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি?
ক) গুজরাট
খ)পশ্চিমবঙ্গ
গ)রাজস্থান
ঘ)উড়িষ্যা√
*ভারতবর্ষে আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এটি একটি কাল্পনিক রেখা। আটটি রাজ্য হল রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড,পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম
২১)বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য আছে?
ক) দশটি
খ)এগারটি√
গ)বারটি
ঘ)তেরো টি
*মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের পার্ট lV-A
তে আছে
*মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে 51(A) আর্টিকেল আছে
*মৌলিক কর্তব্য রাশিয়া (USSR) সংবিধান থেকে নেওয়া হয়েছে
*42 তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে মৌলিক কর্তব্য কে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়
২২)সংবিধানের মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি কত সালে অন্তর্ভুক্ত হয়েছে?
ক) 1976 √
খ)1978
গ)1970
ঘ)1972
*42 তম সংশোধনী
২৩)নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়?
ক)জনসাধারণের সম্পত্তি রক্ষা
খ) পিতা-মাতার আনুগত্য√
গ) 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান
ঘ)জনগণের মধ্যে ভাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া
২৪) নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়?
ক)শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার খ)সমকাজে সমবেতন √
গ)আইনের চোখে সবাই সমান
ঘ) ধর্মীয় স্বাধীনতা
*মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে USA থেকে
২৫) জেলা জর্জ দের কে নিয়োগ করেন?
ক) রাষ্ট্রপতি
খ)হাইকোর্টের প্রধান বিচারপতি
গ)রাজ্যপাল√
ঘ)মুখ্যমন্ত্রী
২৬) অর্থ কমিশন কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠন করা হয়?
ক) 257
খ)245
গ)280√
ঘ)কোনোটিই নয়
*অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে
২৭) কোন যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্য কে পতনের দিকে নিয়ে গিয়েছিল?
ক) খানুয়ার যুদ্ধ
খ)পানিপথের যুদ্ধ
গ)তালিকোটার যুদ্ধ√
ঘ)কোনোটিই নয়
*26 জনুয়ারি 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়।
২৮) আকবরের নির্মিত বুলন্দ দরওয়াজা কোন প্রদেশের স্মৃতি বহন করে?
ক) গুজরাট √
খ)সিন্ধু
গ)পাঞ্জাব
ঘ)লাহোর
*বুলন্দ দরওয়াজা উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রি তে অবস্থিত। ১৬০১ খ্রিষ্টাব্দ বুলন্দ দরওয়াজা নির্মিত হয়।
২৯) কে "সিরির দুর্গ" তৈরি করেছেন?
ক) বলবন
খ)আলাউদ্দিন খলজী √
গ)ফিরোজ শাহ তুঘলক
ঘ)আকবর
৩০) চরক কার দরবারে বিখ্যাত ডাক্তার ছিলেন?
ক) হর্ষ বর্ধন
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) অশোক
ঘ) কনিষ্ক√
https://drive.google.com/file/d/1QEKf-hKQ05akOrOgH91dXoyo9Gl2kNgh/view?usp=drivesdk
No comments:
Post a Comment