আধুনিক যুগের ভারতীয় ইতিহাস
পর্ব -১
১) প্রথম কোন ইউরোপীয় শক্তি পন্ডীচেরি দখল করে?
ক) ব্রিটিশ
খ) পর্তুগিজ √
গ)ফরাসি
ঘ)ওলন্দাজ
২) করমন্ডল উপকূল এর বন্দর গুলি থেকে ওলন্দাজদের প্রধান রপ্তানি দ্রব্য কি ছিল?
ক) বস্ত্র√
খ) মসলা
গ) নীল
ঘ) লবণ
৩) পূর্ব ভারতের কোন রাজ্যে ব্রিটিশরা প্রথম কারখানা স্থাপন করে?
ক) বাংলা
খ)আসাম
গ) বিহার
ঘ)উড়িষ্যা√
৪) মহাবিদ্রোহের সূত্রপাত ঘটে কোথায়?
ক) ব্যারাকপুর
খ) কানপুর
গ) দিল্লি
ঘ) বহরমপুর√
৫) বেনারসের সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
ক) 1781
খ) 1783
গ)1791√
ঘ)1773
৬) মীর কাসিম অস্ত্র কারখানা নির্মাণ করেন কোথায়?
ক) মুর্শিদাবাদ
খ)আলিনগর
গ) মুঙ্গের√
ঘ)পলাশী
৭) ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় কত সালে?
ক) 1600
খ)1700
গ)1800√
ঘ)1854
৮)অমৃতসরের সন্ধি অনুযায়ী রণজিৎ সিংহের সাম্রাজ্যে সীমানা নির্ধারিত হয় কোন নদী দ্বারা?
ক) ইরাবতী
খ) সিন্ধু√
গ) বিতস্তা
ঘ) শতদ্রু
৯) কাদের সঙ্গে যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশরা শহীদ মিনার নির্মাণ করে?
ক) নেপাল√
খ)ব্রহ্মদেশ
গ)পাঞ্জাব
ঘ) বাংলা
১০) উডের ডেসপ্যাচ অনুসারে কত সালে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
ক) 1854
খ) 1855
গ) 1856
ঘ) 1857√
১১) মহাবিদ্রোহের অব্যাহতি পরে কোন বিদ্রোহ হয়েছিল?
ক) সাঁওতাল
খ)কোকা
গ) কোল
ঘ)নীল√
১৩) ব্রিটিশরা সর্বাধিক অর্থ বরাদ্দ করেছিল কোন ক্ষেত্রে?
ক) চা ও নীল চাষে
খ)রেলওয়ে, ব্যাংক ,নৌবাণিজ্য√
গ)বস্ত্র শিল্প
ঘ)পাট শিল্প
১৪) কোন প্রথার মাধ্যমে ব্রিটিশরা সরাসরি কৃষকদের থেকে রাজস্ব সংগ্রহ করত?
ক) রায়তওয়ারি√
খ)জমিদারি
গ) মহলওয়ারি
ঘ)আন্নায়ারী
১৫) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রার্থনা সমাজের দাবি ছিল না?
ক)মহিলাদের শিক্ষা
খ) বিধবা বিবাহ
গ)পুরুষ ও মহিলা উভয়ের বিবাহের বয়স সীমা বৃদ্ধি করা
ঘ) অস্পৃশ্যতা বর্জন√
১৬)"ধর্ম সভা" কে প্রতিষ্ঠা করেন?
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) রামমোহন রায়
গ)কেশবচন্দ্র সেন
ঘ)রাধাকান্ত দেব√
১৭) আনন্দমোহন বসু" সাধারণ ব্রাহ্মসমাজ" প্রতিষ্ঠা করেন কত সালে?
ক) 1861
খ) 1875
গ)1878 √
ঘ)1866
১৮)"Drain of Wealth "থিওরি কোন পত্রিকা থেকে জানা যায়?
ক) On the Commerce of India
খ) Poverty and unbritish rule in India√
গ) The wants once and means of India
গ) England's Debt to India
১৯) বোম্বাই ত্রিমূর্তি -এর মধ্যে কে ছিলেন না?
ক) বদ্রুদ্দিন তৈয়বজি
খ) এম জি রানাডে √
গ)কে .টি তেলাঙ্গ
ঘ)ফিরোজশাহ মেহেতা
২০) মহা বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে আখ্যা দিয়েছেন?
ক) এমজি রানাডে
খ)দাদাভাই নওরোজি
গ)আর সি মজুমদার
ঘ) সাভারকার√
২১) রামমোহন রায়ের জীবনী কারের নাম কি?
ক) মেরি কার্পেন্টার √
খ)উইলিয়াম অ্যাডামস
গ)জর্জ থমসন
ঘ) রামমোহন স্বয়ং
২২) ভারতের প্রথম আই সি এস অফিসার কে?
ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
খ)দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর√
ঘ) আনন্দমোহন বসু
২৩) "ম্যাগনাকার্টা অফ ইংলিশ এডুকেশন "কোন আইনে বলা হয়?
ক) পিটের আইন
খ) উডের ডেসপ্যাচ√
গ)মেকলে মিনিট
ঘ)মর্লেমিন্টো আইন
২৪) হিন্দু কলেজের নাম বদলে কবে প্রেসিডেন্সি করা হয়?
ক)1825
খ)1835
গ)1854
ঘ)1855√
২৫) ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়?
ক) বোম্বে
খ) রূরকি√
গ) এলাবাদ
ঘ)কলকাতা
২৬) ভারতে প্রথম P.W.Dপ্রবর্তন করেন কে?
ক) কর্নওয়ালিস
খ) ডালহৌসি√
গ)ক্যানিং
ঘ) রিপন
২৭) ভারতের কোথায় প্রথম ডাকটিকিট চালু হয়?
ক) কলকাতা
খ) লাহোর√
গ) বোম্বে
ঘ) দিল্লি
২৮) মনিরাম দেওয়ান কোন অঞ্চলে মহা বিদ্রোহের নেতৃত্ব দেন?
ক) বিহার
খ)বেরেলী
গ) আসাম√
ঘ)গোয়ালিয়র
২৯) স্বত্ববিলোপ নীতি অবলুপ্ত হয় কত সালে?
ক)1857
খ)1858√
গ)1859
ঘ)1861
৩০) বিষ্ণুচরন ও দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের সূচনা করে?
ক) বাংলায় মহাবিদ্রোহ
খ) সন্ন্যাসী বিদ্রোহ
গ)নীল বিদ্রোহ√
ঘ) কোল বিদ্রোহ
No comments:
Post a Comment