Wednesday, April 8, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৩৬


আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩৬

১) বিশ্বের দীর্ঘতম নৌ বন্দর কোনটি?

ক) মুম্বাই
খ) সাংহাই 
গ)বস্টন 
ঘ)নিউ জার্সি√

২) জলহস্তি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?

ক) লুনি
খ) বিতস্তা 
গ)চন্দ্রভাগা√
ঘ) ইরাবতী

৩) পৃথিবীর গভীরতম জায়গা কোনটি?

ক) বৈকাল  লেক 
খ)ডেড সি
গ) প্রশান্ত মহাসাগর 
ঘ)মারিয়ানা খাত√

৪) খড়গপুরে রেল স্টেশন কবে তৈরি হয়েছিল?

ক)1890
খ)1873
গ)1900√
ঘ)1905

*প্লাটফর্মের দৈর্ঘ্য1072.5 মিটার
*3519 ফুট

৫) তসর উৎপাদন হয় কোন গাছের ছাল থেকে?

ক) মেহগনি গাছের ছাল থেকে
খ) সেগুন গাছের ছাল থেকে
গ) অর্জুন গাছের ছাল থেকে√
ঘ) চন্দন গাছের ছাল থেকে

৬) সবচেয়ে বেশি কাজু বাদাম উৎপন্ন হয় কোথায়?

ক) মহারাষ্ট্র
খ) গুজরাট √
গ)ঝাড়খন্ড
ঘ) অন্ধপ্রদেশ

৭) একমাত্র স্থলবেষ্টিত এবং সুরক্ষিত বন্দর কোনটি?

ক) তুতিকোরিন 
খ)মার্মাগাঁও 
গ)বিশাখাপত্তনম √
ঘ)হলদিয়া

৮) পূ চম্পা প্রকল্পের জন্য কোন নদী ব্যবহৃত হয়েছে?

ক) গঙ্গা 
খ)হলদি 
গ)তিস্তা 
ঘ)গোদাবরী√

৯) সুপারি ভালো হয় কোন মৃত্তিকায়?

ক)লোহিত মৃত্তিকা 
খর)বালুকাময় মৃত্তিকা 
গ)উপকূল অঞ্চলের মৃত্তিকা√ 
ঘ)ল্যাটেরাইট মৃত্তিকা

১০) ভারতের চা নিলাম এর প্রধান দুটি কেন্দ্র হল-

ক)কলকাতা ও গৌহাটি √
খ)আসাম ও পশ্চিমবঙ্গ 
গ)তামিলনাডু ও কেরালা
ঘ) আসাম ও কেরালা

১১)দশমিক সংখ্যা ব্যবস্থা এবং শূন্য সম্পর্কে ধারণা ভারতের কোন রাজবংশের আমলে আবিষ্কৃত হয়েছিল?

ক) মৌর্য বংশ 
খ)গুপ্ত বংশ√ 
গ)পাল বংশ 
ঘ)চোল বংশ

১২)সুলতান ইব্রাহিম আদিল শাহ কি আখ্যায় ভূষিত হয়েছিলেন?

ক) সীমান্ত গান্ধী
খ) জগত গুরু √
গ)জগতের আলো
ঘ) বাংলার আকবর

১৩)পাঞ্জাবে উত্তর ভারতের বিপ্লবীদের সংগঠিত করেন কে?

ক)লালা হরদয়াল 
খ)সুফি অম্বাপ্রসাদ 
গ)বসন্ত বিশ্বাস 
ঘ)রাসবিহারী বসু√

১৪)কে কংগ্রেসের অধিবেশন কে "তিনদিনের তামাশা" বলে সমালোচনা করেছেন?

ক)বিপিনচন্দ্র পাল 
খ)বারীন্দ্রকুমার ঘোষ 
গ)অশ্বিনীকুমার দত্ত√
ঘ) লালা লাজপত রায়

১৫)"বিদেশি বস্ত্র বহ্নি উৎসব" কে পালন করেছিলেন?

ক) বালগঙ্গাধর তিলক √
খ)অরবিন্দ ঘোষ 
গ)দাদাভাই নওরোজি 
ঘ)বিপিনচন্দ্র পাল


১৬) একটি হাতুড়িকে উপরে তুললে-

ক) গতিশক্তি বৃদ্ধি পায় 
খ)অভিকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পায়√
গ) বৈদ্যুতিক শক্তি সৃষ্টি হয় 
ঘ)শব্দ শক্তি সৃষ্টি হয়

১৭) পারদ ছাড়া অপর একটি তরল ধাতু হলো-

ক) প্যালাডিয়াম 
খ)গ্যালিয়াম √
গ) রেডিয়াম
ঘ) জার্মেনিয়াম

১৮) কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়?

ক) টিন 
খ)নিকেল √
গ)দস্তা
ঘ) লোহা

১৯) অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়?

ক)কার্বন মনোক্সাইড 
খ)কার্বন ডাই অক্সাইড√
গ) হাইড্রোজেন 
ঘ)সালফার-ডাই-অক্সাইড

২০) মিউরিয়েটিক এসিডের রাসায়নিক নাম কি?

ক)সালফিউরিক এসিড 
খ)নাইট্রিক অ্যাসিড
গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড √
ঘ)কোনোটিই নয়

২১) দর্পণের প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়?

ক) সিলভার নাইট্রেট √
খ)জিংক নাইট্রেট 
গ)সিলভার অক্সাইড
ঘ)পিচব্লেন্ড

২২)স্ট্রাটোস্ফিয়ার এ কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়?

ক) মিথেন 
খ)সূর্যালোক √
গ)ক্লোরোফ্লোরো কার্বন 
ঘ)কোনোটিই নয়

২৩)নিম্নলিখিত মৌল গুলির মধ্যে কোনটি এসিডের একটি অপরিহার্য উপাদান?

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন √
ঘ)ক্লোরিন


২৪) উষ্ণতা বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোনটি রোধ হ্রাস পায় ?

ক) তামা
খ) লোহা 
গ)সিলিকন √
ঘ)পারদ

২৫)সোডা জল তৈরি করতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

ক)কার্বন ডাই অক্সাইড √
খ)কার্বন মনোক্সাইড
গ) হাইড্রোজেন সালফাইট
ঘ) মিথেন


২৬) সামাজিক নিরাপত্তা কোন তালিকার অন্তর্ভুক্ত?

ক) কেন্দ্র
খ)রাজ্য
গ) যুগ্ম√ 
ঘ)qকোনোটিই নয়

২৭)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সকলেই সমান?

ক)14 নং√
খ) 15 নং 
গ)16 নং 
ঘ)12 নং

২৮) কত তম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারের পরিণত হয়েছে?

ক) 42 তম 
খ)56 তম 
গ)76 তম
ঘ) 86 তম√

২৯)আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা ভারতীয় সংবিধানে কোথায় ঘোষণা করা হয়েছে?

ক)প্রস্তাবনা
খ) মৌলিক অধিকার 
গ)নির্দেশমূলক নীতি√
ঘ) মৌলিক কর্তব্য

৩০)সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত তথ্য প্রস্তাব করে কোন মামলায়?

ক)গোলকনাথ মামলা 
খ)মিনার্ভা মিল মামলা 
গ)কেশব আনন্দ ভারতী মামলা √
ঘ)সুজন সিং মামলা


৩১) তেরাতলী ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য?

ক) মধ্যপ্রদেশ
খ) মধ্যপ্রদেশ
গ) ঝাড়খন্ড
ঘ) রাজস্থান√

৩২) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?

ক) 22 মার্চ 
খ)23 মার্চ
গ) 24 মার্চ
ঘ) 7 এপ্রিল√

*22 মার্চ বিশ্ব জল দিবস
*23 মার্চ বিশ্ব আবহাওয়া দিবস
*24 মার্চ বিশ্ব যক্ষা দিবস

৩৩) মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) বক্সিং 
খ)শুটিং 
গ)টেবিল টেনিস√ 
ঘ)ব্যাডমিন্টন

৩৪)"চামেলি দেবি'' পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে?

ক) সাহিত্য
খ) সাংবাদিকতা √
গ)ক্রীড়াক্ষেত্র
ঘ)সঙ্গীত

৩৫) "ন্যাশনাল স্কুল ফর ড্রামা "কোথায় অবস্থিত?

ক) পুনে 
খ)নতুন দিল্লি √
গ)রাজস্থান 
ঘ)পাটনা

৩৬)"বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে"-উক্তিটি কার?

ক) গিরিশ ঘোষ 
খ)স্বামী বিবেকানন্দ
গ) অরবিন্দ ঘোষ 
ঘ)সঞ্জীব চট্টোপাধ্যায়√

*গিরিশ ঘোষের বিখ্যাত উক্তি" আমার সাজানো বাগান শুকিয়ে গেল"
*স্বামী বিবেকানন্দের উক্তি "গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো"
*অরবিন্দ ঘোষের উক্তি "দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী"

৩৭) দাদা ঠাকুর কার ছদ্মনাম?

ক) মহেন্দ্রনাথ গুপ্ত 
খ)রবীন্দ্রনাথ ঠাকুর 
গ্র)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়√
ঘ) মধুসূদন দত্ত

৩৮) "ডা সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া "কোথায় অবস্থিত?

ক) মুম্বাই 
খ)লখনও √
গ)পুনে 
ঘ)বেঙ্গালুরু

৩৯) সালারজং জাদুঘর কোথায় অবস্থিত?

ক) হায়দ্রাবাদ √
খ)সেকেন্দ্রাবাদ
গ) আমেদাবাদ
ঘ) চেন্নাই

৪০)"ত্যাগ যাত্রা "উৎসব কোন রাজ্যের?

ক) মহারাষ্ট্র 
খ)রাজস্থান 
গ)তামিলনাড়ু √
ঘ)ঝারখান্ড

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...