আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩৫
১) যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় ,বহন ও সঞ্চয় এর মধ্যে মধ্যে সামঞ্জস্য হয়-
ক) ক্ষয়ীভবন
খ) আবহবিকার
গ)নগ্নীভবন
ঘ)পর্যায়ন√
৩) সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমি রূপকে কী বলে?
ক) রসেমতানে
খ) ড্রামলিন √
গ)এসকার
ঘ) করি
৩) রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম কি?
ক) পম্পেরো√
খ) ফন
গ)চিনুক
ঘ) লু
৪) নিরক্ষীয় অঞ্চলে কোন প্রকার বৃষ্টি সর্বাধিক হয়?
ক) পরিচলন√
খ) শৈলোৎক্ষেপ
গ) ঘূর্ণবাত
ঘ) কোনোটিই নয়
৫) পৃথিবীর সর্বাধিক ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় কোনটি?
ক) টাইফুন
খ) টর্নেডো√
গ)হারিকেন
ঘ) সাইক্লোন
৬)ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদিত হয় কোথায়?
ক) তারাপুর√
খ) রাওয়াতভাতা
গ) কল্পপক্কাম
ঘ)নারোরা
৭) ভারতের কোন অংশের জলবায়ু চরমভাবাপন্ন?
ক)উত্তর ভারত√
খ) দক্ষিণ ভারত
গ) পূর্ব ভারত
ঘ) পশ্চিম ভারত
৮)ভারতের যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি হয় সেখানে কি প্রকৃতির বৃক্ষের বনভূমি সৃষ্টি হয়?
ক)চিরহরিৎ বৃক্ষের বনভূমি √
খ)মৌসুমী অরণ্য
গ)পার্বত্য সরলবর্গীয় অরণ্য
ঘ) ম্যানগ্রোভ অরণ্য
৯) পিরপাঞ্জাল পর্বতমালা কোথায় অবস্থিত?
ক) জম্মু ও কাশ্মীর √
খ)আন্দামান
গ)নিকোবর
ঘ) লাক্ষাদ্বীপ
১০)দানিয়ুব নদী জার্মানি থেকে শুরু হয়ে শেষ হয় কোথায়?
ক) বাল্টিক সাগরে
খ) ব্ল্যাক সাগরে √
গ)ভূমধ্যসাগরে
ঘ)কাস্পিয়ান সাগরে
১১)মহুয়া শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করে?
ক) শুঙ্গ যুগে
খ)সাতবাহন যুগে
গ)গুপ্ত যুগে
ঘ) কুষাণ যুগে√
১২) তাজমহলের সঙ্গে কোন মুঘল আমলের অট্টালিকার সাদৃশ্য আছে?
ক) আকবরের কবর
খ) জাহাঙ্গীরের কবর
গ)কুমায়ুনের কবর √
ঘ)বিবি কা মাকবরা
১৩) সিকান্দার শাহ এর রাজধানী কোথায় ছিল?
ক) গৌর
খ)পান্ডুয়া√
গ) ঢাকা
ঘ) মুর্শিদাবাদ
১৪) লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করে কে?
ক)কুতুব উদ্দিন
খ) গিয়াস উদ্দিন
গ)মোহাম্মদ ঘড়ি
ঘ) বক্তিয়ার খলজি√
১৫) "শেখ -উল -হিন্দ " উপাধি কাকে দেওয়া হয়েছিল?
ক) কুতুবউদ্দিন আইবক
খ) মহম্মদ বিন তুঘলক
গ) খাজা মইনুদ্দিন চিশতী√
ঘ) আমির খসরু
১৬) কার রাজত্বকালে মুঘল ও মেবারের রানার মধ্যে চিতোরের সন্ধি স্বাক্ষরিত হয়?
ক) ওরঙ্গজেব
খ)শাহজাহান
গ)জাহাঙ্গীর√
ঘ) আকবর
১৭)বাংলার বড় সোনা মসজিদ ও আদিনা মসজিদ কোন স্থাপত্য রীতির নিদর্শন?
ক) ইন্দো ইসলামীয়√
খ) ইন্দো পারসিক
গ) ইন্দো-গ্রিক
ঘ) ইন্দো-ইউরোপীয়
১৮) বাংলার তেভাগা আন্দোলন কাদের বিরুদ্ধে হয়?
ক) ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতাকামীদের খ)জমিদারদের বিরুদ্ধে বর্গাদারদের √
গ)ট্রেড ইউনিয়ন আন্দোলন
ঘ) বৃটিশের বিরুদ্ধে
১৯) শিয়ালকোটে কার রাজধানী ছিল?
ক) স্কন্দগুপ্ত
খ) মিহিরকুল √
গ)হর্ষবর্ধন
ঘ)তোরমান
২০)"শুদ্ধি আন্দোলন" শুরু করেন কে?
ক)মহাদেব গোবিন্দ রানাডে
খ)কেশবচন্দ্র সেন
গ)স্বামী দয়ানন্দ সরস্বতী √
ঘ)আত্মারাম পান্ডু রঙ্গ
২১) যান্ত্রিক সুবিধা সবসময় 1 এর কম হয় যে যন্ত্রটিতে সেটি হল-
ক) প্রথম শ্রেণীর লিভার
খ)দ্বিতীয় শ্রেণীর লিভার
গ) তৃতীয় শ্রেণীর লিভার √
ঘ)আনত তল
২২) ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরমালডিহাইডের সাথে কার বিক্রিয়ায়?
ক) ক্লোরোফরম
খ)বেনজিন
গ) ফেনল √
ঘ)ন্যাপথলিন
২৩) রেকটিফাইড স্পিরিট কি?
ক)1:2 অনুপাতে জল ও অ্যালকোহলের মিশ্রণ
খ)90% ইথাইল অ্যালকোহল ও 10% জলের মিশ্রণ
গ)95% ইথাইল অ্যালকোহল ও 5 %জলের মিশ্রণ√
ঘ)2:1 অনুপাতে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ
২৪)যদি কোন একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগ এর কি পরিবর্তন হয়?
ক) বৃদ্ধি পায়√
খ) হ্রাস পায়
গ)অপরিবর্তিত থাকে
ঘ)প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়
২৫) এমোনিয়া কে শুষ্ক করা যায় কিভাবে?
ক) গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে
খ) গলিত CaCl2 দিয়ে
গ) পোড়া চুন দিয়ে√
গ) ফসফরাস পেন্টাঅক্সাইড দিয়ে
২৬) পারসেক এককটি দিয়ে কি মাপা হয়?
ক) নক্ষত্র দের ঘনত্ব
খ)মহাকাশের দূরত্ব √
গ) মহাকাশের বস্তুর উজ্জলতা
ঘ) নক্ষত্রদের কক্ষ গতিবেগ
২৭) চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়?
ক) পিউপিল
খ) আইরিস√
গ) কর্নিয়া
ঘ) কোরয়েড
২৮) স্থির অবস্থায় একটি বস্তুর থাকে-
ক) দ্রুতি
খ) বেগ
গ)ভরবেগ
ঘ) শক্তি√
২৯) একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোন বস্তুকে নীচে ফেলা হলো। যাত্রার অর্ধ পথে বস্তুটির থাকবে-
ক)শুধুমাত্র গতিশক্তি
খ)শুধুমাত্র স্থিতিশক্তি
গ)গতিশক্তি এবং স্মৃতিশক্তি উভয়ই√
ঘ) কোনোটিই নয়
৩০) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তাপের নিকৃষ্ট পরিবাহক?
ক) কাঠ √
খ)সোনা
গ) তামা
ঘ) লোহা
৩১) জল যখন ফুটতে থাকে তখন উষ্ণতার কি পরিবর্তন হয়?
ক) বাড়তে থাকে
খ)কমতে থাকে
গ)একই থাকে √
ঘ)কমবেশি হয়
৩২)উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদত্যাগ পত্র কাকে দেন?
ক) প্রধান বিচারপতি
খ)রাজ্যসভার চেয়ারম্যান
গ)স্পিকার√
ঘ)প্রধানমন্ত্রী
৩৩) লোকসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত হতে হবে?
ক) 25 বছর√
খ) 30 বৎসর
গ) 35 বছর
ঘ)40 বছর
*প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স 25 বছর
৩৪) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়োগ করেন কে?
ক)প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি তাঁর ইচ্ছামত
গ) পার্লামেন্টের সুপারিশ মত রাষ্ট্রপতি
ঘ)প্রধানমন্ত্রীর সুপারিশ মতো রাষ্ট্রপতি√
৩৫)মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন-
ক)নিজের ইচ্ছামত
খ) লোকসভা এবং রাজ্যসভার সুপারিশ করলে গ)লোকসভা সুপারিশ করলে
ঘ)প্রধানমন্ত্রী পরামর্শ দিলে√
৩৬)পার্লামেন্টের অধিবেশন মুলতবি করার ক্ষমতা কার?
ক)রাষ্ট্রপতি
খ) স্পিকার
গ) প্রধানমন্ত্রী পরামর্শক্রমে
ঘ)প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতির√
৩৭)"হফম্যান কাপ" কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) ফুটবল
খ) টেনিস√
গ) ক্রিকেট
ঘ)গলফ
৩৮) প্রথম কোন মহিলা ভারতরত্ন পান?
ক) মাদারটেরেজা
খ) ইন্দিরা গান্ধী √
গ)লতা মঙ্গেসকার
ঘ) সরোজনী নাইডু
*ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার পান 1971 খ্রিস্টাব্দে
*মাদার টেরিজা ভারতরত্ন পুরস্কার পান 1980 খ্রিস্টাব্দে
*ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় 1954 সাল থেকে
*প্রথমবার ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন কে
*কেবল ভারতের ব্যক্তিকে নয় বিদেশি ব্যক্তি যেমন খান আবদুল গফফর খান (পাকিস্তান), নেলসন ম্যান্ডেলা( দক্ষিণ আফ্রিকার) এই সম্মানে ভূষিত করা হয়েছে।
৩৯) প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক পেয়েছেন?
ক) পি টি ঊষা
খ) ঊষা সচদেব
গ)কর্ণম মলেস্বরি√
ঘ) অশ্বিনী চিনাপ্পা
৪০) "আন্নাকালী পাকড়াশী "কার ছদ্মনাম?
ক) চারুচন্দ্র চক্রবর্তী
খ)রবীন্দ্রনাথ ঠাকুর√
গ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গ) মোহিতলাল মজুমদার
৪১)"The Idea of justice" বইটির লেখক কে?
ক) অমিতাভ মিত্র
খ)শশী থারুর
গ) অমর্ত্য সেন√
ঘ) সালমান রুশদি
৪২) নিম্নের কোন ক্ষেত্রে সফলতার জন্য কলিঙ্গ পুরস্কার দেয়া হয়?
ক) বিজ্ঞানের জনপ্রিয়তা √
খ)সাংবাদিকতা
গ) শিক্ষকতা
ঘ)সাহিত্য
*কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো থেকে দেওয়া হয়
৪৩) "চৈত্র যাত্রা "উৎসব কোন রাজ্য পালন করে?
ক) মহারাষ্ট্র
খ) গুজরাট
গ) উড়িষ্যা√
ঘ)পাঞ্জাব
*উৎসবটি চৈত্র মাসে পালন করা হয়। তবে এই বছর করোনা ভাইরাস এর কারণে উৎসবটি পালন করা হয়নি
৪৪) "World Sparrow Day "কোন দিন পালন করা হয়?
ক) 20 জানুয়ারি
খ)20 ফেব্রুয়ারি
গ)20মার্চ√
ঘ) 20এপ্রিল
৪৫) ভারতের কোন ব্যাঙ্ক প্রথম ISO শংসাপত্র পায়?
ক) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
খ)এলাহাবাদ ব্যাংক
গ) কানারা ব্যাঙ্ক√
ঘ) বিজয়া ব্যাঙ্ক
৪৬) জল সংরক্ষণ করার জন্য কোন রাজ্য প্রথম জল নীতি চালু করল?
ক) উড়িষ্যা
খ)সিকিম
গ)মেঘালয় √
ঘ)রাজস্থান
৪৭) সম্প্রতি কোন রাজ্যে ধানি ব্যাঙ নামে ব্যাঙ এর একটি নতুন প্রজাতি পাওয়া গেছে?
ক) ত্রিপুরা
খ) মহারাষ্ট্র
গ) আসাম√
ঘ)ছত্রিশগড়
৪৮) কম্পিউটারে ISDNবলতে কী বোঝানো হয়?
-ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক
৪৯) কম্পিউটার মাউসের গতি মাপা হয় কোন এককে?
-মিকি
৫০)HTML এর পুরো নাম কি?
-হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ
No comments:
Post a Comment