Current Affairs of March
১) " 2020 ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়" পুরস্কার পেলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল
২)" Mexican open 2020 " শিরোপা জিতলেন স্প্যানিশ টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল
৩) ভারতীয় ছাত্র সংসদের দ্বারা "আদর্শ মুখ্যমন্ত্রী" পুরস্কারে সম্মানিত হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং
৪)US coronavirus Task Force এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সীমা বর্মা
৫)বিশ্বের প্রথম দেশ হিসেবে নাগরিকদের বিনামূল্যে পরিবহন পরিষেবা (বাস-ট্রেন মেট্রো ইত্যাদি )প্রদান করবে লুক্সেমবার্গ
৬) 2021 সালে প্রথম ছয় মাসের মধ্যে চন্দ্রযান 3 লঞ্চ করার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
৭) "Chronicles of Change Champions " শিরোনামে বই প্রকাশ করলেন কেন্দ্রীয় নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি
৮)" Puma " কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কারিনা কাপুর
৯) "Freedom in the world 2020 "এই রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান 83 এবং প্রথম স্থানে আছে ফিনল্যান্ড
১০) "২০১৯ নারীশক্তি পুরস্কার "পেলেন কলকাতা ধ্রুপদ সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী
১১) "Bloomberg Billionaires index"এই রিপোর্ট অনুযায়ী মুকেশ আম্বানি কে অতিক্রম করে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা অর্জন করল চিনের Jack Ma
১২) বিজু পট্টনায়ক এর জীবনীর উপর "The Adventures of the Daredevil Democrat "নামে কমিক বই লঞ্চ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
১৩) 85 রানে ভারতকে হারিয়ে " ICC women's T20 World Cup 2020 " জিতল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিম
১৪) "2019 BBC Indian Sports Women of the Year " অ্যাওয়ার্ড এর সম্মানিত হলেন পিভি সিন্ধু
১৫)"Animal protection index 2020"ভারতের স্থান দ্বিতীয়
১৬) করোনা ভাইরাস দ্বারা সংক্রামিত রোগ মহামারী হিসেবে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
১৭)IDFC FIRST Bank এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা অমিতাভ বচ্চন
১৮) World Golf Hall of Fame এ অন্তর্ভুক্ত হচ্ছেন আমেরিকার পেশাদার গলফ খেলোয়াড় টাইগার উডস
১৯) "10 Most Influential Women in Sports" তালিকায় স্থান পেলেন ভারতের নিতা আম্বানি
২০) "Inclusive Internet Index 2020 "ভারতের স্থান 46, প্রথম স্থানে আছে সুইডেন
২১) করোনাভাইরাস এর সাথে লড়তে" Break the Chain "নামে ক্যাম্পেইন লঞ্চ করল কেরালা সরকার
২২) "Iconic Cities "তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে পুরীর কোনারকের সূর্য মন্দির
২৩)বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন দেশের তকমা পেল ভারত
২৪)"COVID-19" সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে WHO এর সাথে সহযোগিতা করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া
২৫) "World Happiness Index 2020"ভারতের স্থান 144 ,প্রথম স্থানে আছে ফিনল্যান্ড
২৬) বিশ্বের সবচেয়ে প্রাচীন পাখি " Wonder Chicken "এর জীবাশ্ম খুঁজে পেল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা
২৭)কোনারকের সূর্য মন্দিরের সাথে সাথে"Iconic Tourism Sites " তালিকায় অন্তর্ভুক্ত' Statue of Unity'
২৮) প্রথম রাজ্য হিসাবে "COVID-19" ছড়ানো রুখতে সমগ্র রাজ্য জুড়ে কারফিউ জারি করল পাঞ্জাব সরকার
২৯)"Economic Freedom Index 2020 "ভারতের স্থান 120 ,শীর্ষস্থানে আছে সিঙ্গাপুর
৩০) পশ্চিমবঙ্গের আসানসোল স্টেশনে Restaurant on Wheels " লঞ্চ করল ভারতীয় রেলওয়ে
৩১) জম্মুতে" Pension Adalat "এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
৩২) ভারতে প্রথম উপজাতি মহিলা পুলিশদের নিয়ে "বিহার পুলিশ স্বভিমান বাহিনী" তৈরি করল বিহার সরকার
৩৩) জম্মুর ঐতিহাসিক "City Square" এর নাম পরিবর্তন করে রাখা হল "ভারতমাতা চক"
৩৪) দাবা খেলায় বিশ্বে প্রথম স্থান অধিকার করল ভারতীয় গ্রান্ড মাস্টার Koneru Humpy
৩৫)২০১৫-১৯ সাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানি কারক দেশ হল ভারত
৩৬) "Covid-19"রোগ ছড়ানো রুখতে'Namaste over Handshake"ক্যাম্পেইন লঞ্চ করল কর্ণাটক সরকার
৩৭) শিশুদের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে" Kids vaayu and Corona: Who wins the fight"নামে কমিক বই লঞ্চ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়
৩৮) করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে WHO এর 'Safe Hands Challenge' এ অংশগ্রহণ করলেন শচীন টেন্ডুলকার
৩৯)"Abel Prize2020" দ্বারা সম্মানিত হলেন দুই প্রখ্যাত গণিতজ্ঞ হিলেল ফুর্স্তেনবার্গ এবং গ্রেগরি মারগুলিস
৪০) ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন বি .পি কানুনগো
৪১)"The Death of Jesus"শিরোনামে বই প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকান নোবেলজয়ী (2003) জণ মাক্সওয়েল কোয়েটজী
৪২) "COVID-19" প্রতিরোধে মানুষের শরীরে প্রথম "MRNA-1273"টিকার প্রায়োগিক পরীক্ষা শুরু করল যুক্তরাষ্ট্র
৪৩) মিউজিক বিভাগে গুগলে সর্বাধিক সার্চ করা মহিলার নাম হল আমেরিকান সংগীতশিল্পী টেইলর সুইফট
৪৪) বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হলো "জয় বাংলা"
No comments:
Post a Comment