আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩৮
১) চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন?
ক) প্রথম আদিত্য
খ) প্রথম রাজ রাজ
গ)কারিকল√
ঘ)প্রথম রাজেন্দ্র চোল
২) পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ পরাক্রমশালী রাজা কে
ছিলেন?
ক) প্রথম নরসিংহ বর্মন √
খ)মহেন্দ্র বর্মন
গ) শিব স্কন্দ বর্মন
ঘ)সিংহ বর্মন
৩) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?
ক)ভারত সভা
খ)ভারতের জাতীয় কংগ্রেস
গ)বঙ্গভাষা প্রকাশিকা সভা√
ঘ) ল্যান্ড হোল্ডার সোসাইটি
৪) ভারতে "হাফ টোন " প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে?
ক)উপেন্দ্রকিশোর রায়চৌধুরী √
খ)সুকুমার রায়
গ)পঞ্চানন কর্মকার
ঘ) চার্লস উইলকিন্স
৫) বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল-
ক) বোম্বাইয়ে
খ) পাঞ্জাবে
গ) মাদ্রাজে
ঘ) গুজরাটে√
৬)মাতঙ্গিনী হাজরা "ভারত ছাড়ো "আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে-
ক) তমলুক√
খ) সুতাহাটা
গ) বরিশাল
ঘ)পুরুলিয়া
৭)ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলি হিন্দি অনুবাদ করেন কে?
ক)খুশবন্ত সিং
খ)কৃষ্ণচন্দন
গ)মুন্সি প্রেমচাঁদ√
ঘ) সাদাত হাসান
৮) ভারতের শিক্ষা বিস্তারে এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়েছিল-
ক)1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে√
খ) 1818 খ্রিস্টাব্দে চার্টার আইনে
গ) 1835 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
ঘ) 1856 খ্রিস্টাব্দে শাসন আইনে
৯)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন?
ক)লীলা নাগ
খ)চন্দ্রমুখি বসু √
গ)কল্পনা দত্ত
ঘ)সরলা দেবী চৌধুরানী
১০)"বামাবোধিনী" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক)উমেশচন্দ্র দত্ত√
খ) শিশির কুমার ঘোষ
গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ)দ্বারকানাথ বিদ্যাভূষণ
১১) পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বড় রেনফরেস্ট অবস্থিত?
ক) আফ্রিকা
খ)অস্ট্রেলিয়া
গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
ঘ)দক্ষিণ আমেরিকা√
১২) কোয়ালা ভাল্লুক কোন দেশে পাওয়া যায়?
ক) গ্রীনল্যান্ড√
খ) এশিয়া
গ) আফ্রিকা
ঘ)ব্রাজিল
১৩) ফিজি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক) প্রশান্ত মহাসাগর √
খ)আটলান্টিক মহাসাগর
গ)ভূমধ্যসাগর
ঘ)ভারত মহাসাগর
১৪) সমুদ্রপৃষ্ঠ হতে উলম্ব দূরত্ব কে কি বলা হয়?
ক) উন্নতি
খ) অক্ষাংশ√
গ)দ্রাঘিমাংশ
ঘ)কোনোটিই নয়
১৫) এল নিনোর প্রভাব দেখা যায়-
ক) আটলান্টিক মহাসাগরে
খ)প্রশান্ত মহাসাগরে√
গ)ভারত মহাসাগরে
ঘ)সুমেরু মহাসাগর
১৬) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে?
ক) ভরা কোটাল
খ) মরা কোটাল
গ) পেরিজি জোয়ার√
ঘ) অ্যাপোজি জোয়ার
১৭) উপকূলবর্তী সংকীর্ণ উপসাগর কে কি বলা হয়?
ক) খারি√
খ) ক্রিঅল
গ) চির
ঘ) কোনোটিই নয়
১৮)ভারতের মৃত্তিকা সংরক্ষণ এ গৃহীত একটি পদ্ধতি হলো-
ক) জলসেচ
খ) ঝুম চাষ
গ) ফালি চাষ √
ঘ)পশুচারণ
১৯) সমতাপ রেখা হলো-
ক) মানচিত্রে প্রদত্ত সম বৃষ্টিপাত রেখা
খ) মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল√
গ) মানচিত্রে প্রদত্ত সূর্যকিরণ প্রাপ্ত অঞ্চল
ঘ) কোনোটিই নয়
২০)"ডিম ভর্তি ঝুড়ি" বলা হয় কাকে?
ক) এসকারকে
খ) প্লায়াকে
গ)ভ্যালিট্রেনকে
ঘ) ড্রামলিনকে√
২১) পৃথিবীর কেন্দ্রে gএর মান কত?
ক) সর্বাধিক
খ) শূন্য √
গ)ভূপৃষ্ঠের সমান
ঘ) ভূপৃষ্ঠের অর্ধেক
২২)E=mc^2 সমীকরণ এর আবিষ্কর্তা কে?
ক) আর্কিমিডিস
খ)আইনস্টাইন √
গ)নিউটন
ঘ) গ্যালিলিও
২৩)বরফ গলনের লীন তাপ কত?
ক) 80 ক্যালোরি /গ্রাম √
খ)540 ক্যালোরি /গ্রাম
গ)1ক্যালোরি /গ্রাম
ঘ)কোনোটিই নয়
২৪) সিনেমার পর্দা কিরূপ হওয়া উচিত?
ক) সাদা ও মসৃণ
খ) রঙিন ও অমসৃণ
গ)সাদা ও অমসৃণ√
ঘ)রঙিন ও মসৃণ
২৫) ম্যাক সংখ্যা কি?
ক)নির্দিষ্ট উষ্ণতায় শব্দের বেগ
খ)তরল ও কঠিন শব্দের বেগের অনুপাত
গ) কোন বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাত √
ঘ)শব্দ ও শব্দ উৎসের গতিবেগের অনুপাত
২৬) কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল-
ক) খর জল
খ)মৃদু জল √
গ)বিশুদ্ধ জল
ঘ)পাতিত জল
২৭) বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে -এর প্রবক্তা কে?
ক) গ্যালিলিও
খ)আইনস্টাইন
গ) নিউটন√
ঘ)কেপলার
২৮) খনিজ ও শিলার ভিতরে সবচেয়ে বেশি আছে কোন উপাদান?
ক) অ্যালুমিনিয়াম
খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন
ঘ)সিলিকন√
২৯) বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন?
ক)লাল আলোর বিক্ষেপণ কম √
খ)লাল আলো কম বিচ্যুত হয়
গ)অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না
ঘ) সব কটি ঠিক
৩০) তড়িৎ প্রবাহ মাত্রার একক কি?
ক) কেলভিন
খ) মোল
গ)এম্পিয়ার √
ঘ)ক্যান্ডেলা
৩১) ভারতীয় সংবিধান সংশোধনী আইন প্রণীত হয় কত সালে?
ক) 1953
খ)1952
গ)1951 √
ঘ)1950
৩২) সংবিধান অনুযায়ী Discretionary Power কে ভোগ করেন?
ক) রাষ্ট্রপতি
খ)প্রধানমন্ত্রী
গ)মুখ্যমন্ত্রী
ঘ)রাজ্যপাল√
৩৩)সাংবিধানিক রীতি অনুসারে রাষ্ট্রপতিকে কোন রাজ্যের রাজ্যপাল নিয়োগ করার আগে পরামর্শ করতে হয়-
ক)সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে √
খ)ভারতের প্রধান বিচারপতির সঙ্গে
গ) সেই রাজ্যের আইন সভার স্পিকারের সঙ্গে ঘ)উপরাষ্ট্রপতির সঙ্গে
৩৪) রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করেন-
ক) রাজ্য আইনসভা
খ) মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল
গ)মুখ্যমন্ত্রী √
ঘ)রাজ্যপাল নিজের ইচ্ছামত
*রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী
৩৫) ভারতীয় নাগরিকদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হলো-
ক)সাম্যের অধিকার
খ)সাংবিধানিক প্রতিকারের অধিকার√
গ)শোষণের বিরুদ্ধে অধিকার
ঘ)কোনোটিই নয়
৩৬) সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
ক) মহারাষ্ট্র
খ) গুজরাট √
গ)অন্ধ্রপ্রদেশ
ঘ)হায়দ্রাবাদ
৩৭) উমেদ ভবন প্রাসাদ ভারতের কোন শহরে অবস্থিত?
ক) আজমির
খ)জয়পুর
গ)যোধপুর√
ঘ)জয়সালমীর
৩৮) কোন খেলায় "কন স্মিথ ট্রফি "দেওয়া হয়?
ক) টেনিস
খ) হকি√
গ) ক্রিকেট
ঘ) দাবা
৩৯)"শিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না"- এ কথাটি কে বলেছেন?
ক) জগদীশচন্দ্র বসু
খ)রবীন্দ্রনাথ ঠাকুর
গ) স্বামী বিবেকানন্দ√
ঘ)রামমোহন রায়
৪০)"দি গ্লাস প্যালেস "কার লেখা?
ক) অরুন্ধতী রায়
খ)অমিতাভ ঘোষ √
গ)এপিজে আবদুল কালাম
ঘ)নেলসন ম্যান্ডেলা
৪১)"কৃষক দিবস "পালিত হয় কবে?
ক)23 নভেম্বর
খ)23 ডিসেম্বর√
গ)23 জানুয়ারি
ঘ)23 ফেব্রুয়ারি
৪২) "অঙ্গামি" উপজাতি কোন রাজ্যে বসবাস করে?
ক) ঝারখান্ড
খ)সিকিম
গ)নাগাল্যান্ড √
ঘ)অরুণাচল প্রদেশ
৪৩)ROM এর সম্পূর্ণ নাম কি?
-Read Only Memory
৪৪) Information Super Highway বলা হয় কাকে?
-Internet কে
৪৫) Web page আসলে কি?
- সার্ভারে রাখা ফাইল
No comments:
Post a Comment