আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩৭
১) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে কোন খাল?
ক)সুয়েজ খাল√
খ) কিয়েল খাল
গ)পানামা খাল
ঘ)ডোবার প্রণালী
২) রাঢ় অঞ্চলে কোন শ্রেণীর মৃত্তিকা দেখা যায়?
ক)পডসল মৃত্তিকা
খ) ল্যাটেরাইট মৃত্তিকা √
গ)লবণাক্ত মৃত্তিকা
ঘ)দোআঁশ মৃত্তিকা
৩)ভারতের একটি সর্বপ্রধান খনিবিদ্যা শিক্ষার কেন্দ্র-
ক) জামশেদপুর
খ)রাঁচি
গ)ধানবাদ √
ঘ)বোকারো
৪) বৃহত্তম তাম্র শোধনাগার কেন্দ্র কোথায় আছে?
ক) জামশেদপুর
খ)ঘাটশিলা √
গ)ঝরিয়া
ঘ)নেভেলি
৫) নেত্রবতি নদী কোন উপকূলের অন্তর্গত?
ক) কর্ণাটক √
খ)মালাবার
গ) কঙ্কন
ঘ)করমন্ডল
৬) কালাকোট তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যের অন্তর্গত?
ক) জম্মু ও কাশ্মীর√
খ) বিহার
গ)হরিয়ানা
ঘ)গুজরাট
৭) ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
ক)প্রশান্ত মহাসাগর
খ) আটলান্টিক মহাসাগর √
গ)ভারত মহাসাগর
ঘ) ভূমধ্যসাগর
৮) গ্রীনল্যান্ড কোন দেশের অংশ?
ক) ডেনমার্ক √
খ)কানাডা
গ)আইসল্যান্ড
ঘ)মার্কিন যুক্তরাষ্ট্র
৯) পৃথিবীর শীতলতম স্থান হল
ক) সান্দাকফু
খ) জেকোবাবাদ
গ) ভারখয়ানস্ক√
ঘ) পামির
১০) রূঢ় শিল্পাঞ্চল যে নদী উপত্যকায় অবস্থিত-
ক) ভলগা
খ)সিন
গ) দানিয়ুব
ঘ)রাইন√
১১) চন্ডাশোক নামে কে পরিচিত ছিলেন?
ক) বিন্দুসার
খ) অশোক √
গ)বিম্বিসার
ঘ) চন্দ্রগুপ্ত
১২) প্রাচীন কোন সভ্যতা প্রথম তুলা চাষ করে?
ক) চৈনিক সভ্যতা
খ সুমেরীয় সভ্যতা
গ)সিন্ধু সভ্যতা√
ঘ)মেসোপটেমিয়া
১৩) দ্বিতীয় নাগভট্ট কোন বংশের শাসক ছিলেন?
ক) রাষ্ট্রকূট
খ) নন্দ
গ)প্রতিহার√
ঘ)পল্লব
১৪) প্রথম কোন রাজা তার মুদ্রায় বুদ্ধদেবের মূর্তি খোদাই করেন?
ক) অশোক
খ)কনিষ্ক√
গ)হর্ষবর্ধন
ঘ) ধর্মপাল
১৫) জৈন সাহিত্য কোন ভাষায় লেখা?
ক) মাগধি
খ)সৌরসেনী
গ)অর্ধমাগধী √
ঘ)অর্ধ প্রাকৃত
১৬) কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন?
ক)অরবিন্দ ঘোষ
খ)চিত্তরঞ্জন দাস√
গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ঘ) প্রফুল্ল চন্দ্র রায়
১৭) কোল বিদ্রোহের একজন নেতার নাম কি?
ক) সিধু
খ) কানহু
গ) বুদ্ধ ভগৎ√
ঘ) মঙ্গল পান্ডে
১৮)'জ্ঞানযোগ' ও 'রাজ যোগ 'কার রচনা?
ক) স্বামী বিবেকানন্দ√
খ)নেতাজি সুভাষচন্দ্র বসু
গ)মহাত্মা গান্ধী
ঘ) মতিলাল নেহেরু
১৯) আকবর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক)১৫৭৫ খ্রিস্টাব্দ
খ)১৬০১ খ্রিষ্টাব্দ
গ)১৬০৩ খ্রিষ্টাব্দ
ঘ)১৬০৫ খ্রিস্টাব্দ√
২০)মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভায় অলংকৃত করেছিলেন?
ক)সমুদ্র গুপ্ত
খ)প্রথম চন্দ্রগুপ্ত
গ)অশোক
ঘ)দ্বিতীয় চন্দ্রগুপ্ত √
২১) দিল্লির কোন সুলতান গুলরুক নামে পরিচিত ছিলেন?
ক) ইব্রাহিম লোদী
খ) সিকান্দার লোদী√
গ) ইলতুৎমিস
ঘ) কুতুবুদ্দিন আইবক
২২)"শাহিনশা -ই -হিন্দুস্তান "নামে কাকে অভিহিত করা হয়েছিল?
ক) আদিল শাহ
খ)বাহাদুর শাহ জাফর√
গ)দৌলতখান
ঘ)ইব্রাহিম লোদী
২৩)কে ভারতীয় হিন্দুদের ওপর স্বত্ববিলোপ নীতি আরোপ করেন?
ক) লর্ড কর্নওয়ালিস
খ)লর্ড ওয়েলেসলি
গ) লর্ড ডালহৌসি√
ঘ)লর্ড ক্লাইভ
২৪) ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত?
ক) অশোক
খ)চাণক্য√
গ)কালিদাস
ঘ) সুশ্রুত
২৫)কেটে যাওয়া দুধে কোন ধরনের এসিড থাকে?
ক) ম্যালিক এসিড
খ) সাইট্রিক অ্যাসিড
গ) ল্যাকটিক অ্যাসিড√
ঘ) অ্যাসিটিক অ্যাসিড
২৬) চাপের এসআই একক কী?
ক) জুল
খ)নিউটন
গ)ডাইন
ঘ)পাস্কাল√
২৭) পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে আকর্ষণ বল কে কি বলা হয়?
ক) আকর্ষণ বল
খ) ত্বরণ
গ) অভিকর্ষ বল√
ঘ) চুম্বক শক্তি
২৮) প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি?
ক)তরলের চাপ বৃদ্ধি
খ)তরলের চাপ কম
গ)তরলের স্ফুটনাংক বৃদ্ধি √
ঘ)তরলের স্ফুটনাংক কম
২৯)সংসদের কোন কক্ষ থেকে প্রবীনদের কক্ষ বলা হয়?
ক) লোকসভা
খ)রাজ্যসভা √
গ)গ্রামসভা
ঘ)বিধানসভা
৩০) স্বাধীনতার অধিকার সংকুচিত করা যেতে পারে-
ক)সার্বিক নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খ)শুধুমাত্র রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে
গ)বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার স্বার্থে ঘ)উপরোক্ত সবগুলি কারণে√
৩১) একজন ব্যক্তি পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও মন্ত্রিপরিষদের সদস্য নিযুক্ত হতে পারেন কতদিনের জন্য?
ক) ছয় মাসের জন্য√
খ) তিন মাসের জন্য
গ)এক মাসের জন্য
ঘ) এক বছরের জন্য
৩২) সংবিধান অনুসারে প্রশাসনিক ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি ভোগ করল এখানে প্রকৃত ক্ষমতার অধিকারী হলো-
ক) সুপ্রিম কোর্ট
খ) মন্ত্রিপরিষদ√
গ) অধ্যক্ষ
ঘ) সংসদ
*ভারতের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী হল জনগণ
৩৩) উপরাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করান কে?
ক)ভারতের প্রধান বিচারপতি
খ) রাষ্ট্রপতি √
গ)লোকসভার অধ্যক্ষ
ঘ)অ্যাটর্নি জেনারেল
৩৪)"চুক্কার "শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
ক) সাঁতার
খ) গলফ
গ) পোলো√
ঘ) টেনিস
৩৫) "গান্ধী ইনডোর স্টেডিয়াম" কোথায় অবস্থিত?
ক) মুম্বাই
খ)নয়া দিল্লি√
গ)পুনে
ঘ)ব্যাঙ্গালোর
৩৬)"টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি "কত সালে স্থাপিত হয়?
ক)1902 খ্রিষ্টাব্দ
খ)1907খ্রিষ্টাব্দ√
গ)1905খ্রিষ্টাব্দ
ঘ)1911খ্রিষ্টাব্দ
৩৭) "পুরুষতপুমি "কোন সম্প্রদায় এর উৎসব?
ক) কুকি
খ)টোডা √
গ)টোটো
ঘ) সম্পেন
৩৮) বেসবল খেলায় এক একটি দলে কতজন খেলোয়াড় থাকে?
ক) 6জন
খ)7জন
গ) 9জন√
ঘ)11 জন
৩৯) "হাবু শর্মা "কার ছদ্মনাম?
ক) রাজশেখর বসু
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় √
গ)সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪০) "Cartography "শব্দটি নিম্নের কিসের সাথে সম্পর্কযুক্ত?
ক) হাতের লেখা বিষয়ক বিজ্ঞান
খ)মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞান √
গ)লিপি সম্পর্কিত বিজ্ঞান
ঘ)প্রাচীন গ্রন্থ সম্পর্কে বিজ্ঞান
No comments:
Post a Comment