আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩৯
পর্ব-৩৯
১) যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায় তাকে কি বলে?
ক) বহির্জাত প্রক্রিয়া √
খ)অন্তর্জাত প্রক্রিয়া
গ) গিরিজনি আলোড়ন
ঘ) মহীভাবক আলোড়ন
খ)অন্তর্জাত প্রক্রিয়া
গ) গিরিজনি আলোড়ন
ঘ) মহীভাবক আলোড়ন
২) হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি?
ক) হাইড্রোজেন স্তর√
খ)হিলিয়াম স্তর
গ)পারমাণবিক অক্সিজেনের স্তর
ঘ) আনবিক নাইট্রোজেন স্তর
খ)হিলিয়াম স্তর
গ)পারমাণবিক অক্সিজেনের স্তর
ঘ) আনবিক নাইট্রোজেন স্তর
৩) উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল-
ক) কালবৈশাখী
খ) আধি√
গ)পশ্চিমী ঝঞ্জা
ঘ)লু
খ) আধি√
গ)পশ্চিমী ঝঞ্জা
ঘ)লু
৪) যে প্রক্রিয়া ক্ষয় ও বহন কাজের সামঞ্জস্য বিধান করে তা হল-
ক) অবরোহণ
খ)পর্যায়ন √
গ)আরোহন
ঘ) ক্ষয়ীভবন
খ)পর্যায়ন √
গ)আরোহন
ঘ) ক্ষয়ীভবন
৫) কার্পাস চাষের পক্ষে আদর্শ মৃত্তিকা হলো-
ক) কৃষ্ণ মৃত্তিকা√
খ) পলি মৃত্তিকা
গ) সিরোজেম মৃত্তিকা
ঘ)চারনোজেম মৃত্তিকা
খ) পলি মৃত্তিকা
গ) সিরোজেম মৃত্তিকা
ঘ)চারনোজেম মৃত্তিকা
৬) দামোদর উপত্যকা পরিকল্পনা ( DVC) কোন পরিকল্পনা অনুকরণে করা হয়-
ক)টেমস নদী পরিকল্পনা
খ) টেনিসি নদী পরিকল্পনা√
গ) তিস্তা নদী পরিকল্পনা
ঘ)ভাকরা নাঙ্গাল পরিকল্পনা
খ) টেনিসি নদী পরিকল্পনা√
গ) তিস্তা নদী পরিকল্পনা
ঘ)ভাকরা নাঙ্গাল পরিকল্পনা
৭) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায়-
ক) চিরহরিৎ উদ্ভিদ√
খ)পর্ণমোচী উদ্ভিদ
গ) মরু উদ্ভিদ
ঘ) লবণাম্বু উদ্ভিদ
খ)পর্ণমোচী উদ্ভিদ
গ) মরু উদ্ভিদ
ঘ) লবণাম্বু উদ্ভিদ
৮)"দুন "কথাটির অর্থ হলো-
ক) পর্বত
খ) হ্রদ
গ) দীপ
ঘ) উপত্যকা√
খ) হ্রদ
গ) দীপ
ঘ) উপত্যকা√
৯) ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়?
ক) বিকানির
খ) যোধপুর√
গ) জয়পুর
ঘ) আজমির
খ) যোধপুর√
গ) জয়পুর
ঘ) আজমির
১০) শুষ্ক অঞ্চলের গিরিখাত এর আকৃতি হয় ইংরেজি ___অক্ষরের মতো-
ক)O
খ) I√
গ)U
ঘ) V
খ) I√
গ)U
ঘ) V
১১)"সোমপ্রকাশ "পত্রিকা প্রকাশ করেন কে?
ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ √
খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ)দীনবন্ধু মিত্র
ঘ)ঈশ্বর গুপ্ত
খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ)দীনবন্ধু মিত্র
ঘ)ঈশ্বর গুপ্ত
১২) "অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন "প্রতিষ্ঠা করেন কে?
ক) রামমোহন রায়
খ) তারা চাঁদ মিত্র
গ)ডিরোজিও√
ঘ) কেশবচন্দ্র সেন
খ) তারা চাঁদ মিত্র
গ)ডিরোজিও√
ঘ) কেশবচন্দ্র সেন
১৩) বাংলা নবজাগরণ কে" তথাকথিত নবজাগরণ "কে বলেছেন?
ক) স্বামী বিবেকানন্দ
খ) অশোক মিত্র √
গ)দীনবন্ধু মিত্র
ঘ)তারাচাদ ব্রাহ্মণ
খ) অশোক মিত্র √
গ)দীনবন্ধু মিত্র
ঘ)তারাচাদ ব্রাহ্মণ
১৪)"লাঙ্গল যার জমি তার"-এটি কোন আন্দোলনের স্লোগান ছিল?
ক) তেভাগা আন্দোলন√
খ)তেলেঙ্গানা আন্দোলন
গ)একতা আন্দোলন
ঘ)মোপলা আন্দোলন
খ)তেলেঙ্গানা আন্দোলন
গ)একতা আন্দোলন
ঘ)মোপলা আন্দোলন
১৫)"গৌড়েশ্বর "উপাধি ধারণ করেছিলেন কে?
ক) বিজয় সেন
খ)বল্লালসেন
গ) লক্ষণ সেন√
ঘ) সামন্ত সেন
খ)বল্লালসেন
গ) লক্ষণ সেন√
ঘ) সামন্ত সেন
১৬) 1929 সালে মুসলিম সম্প্রদায়ের স্বার্থরক্ষার জন্য চৌদ্দদফা দাবি উত্থাপন করেন কে?
ক) সৈয়দ মোহাম্মদ
খ) মোহাম্মদ আলী জিন্নাহ √
গ)মৌলানা আবুল কালাম আজাদ
ঘ) বদ্রুদ্দিন ত্যাবজি
খ) মোহাম্মদ আলী জিন্নাহ √
গ)মৌলানা আবুল কালাম আজাদ
ঘ) বদ্রুদ্দিন ত্যাবজি
১৭) আকবরের মাতার নাম কি ছিল?
ক) জাহানারা
খ) সুলতানা
গ)হামিদা বানু √
ঘ)রাজিয়া
খ) সুলতানা
গ)হামিদা বানু √
ঘ)রাজিয়া
১৮) মধুবন লিপি তে কার সম্পর্কে উল্লেখ করা হয়েছে?
ক) হিউ এন সাং
খ)হর্ষবর্ধন √
গ)ধর্মপাল
ঘ) স্কন্দগুপ্ত
খ)হর্ষবর্ধন √
গ)ধর্মপাল
ঘ) স্কন্দগুপ্ত
১৯) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে?
ক) লর্ড কর্নওয়ালিস
খ)লর্ড ওয়েলেসলি√
গ)লড ডালহৌসি
ঘ)লর্ড বেন্টিং
খ)লর্ড ওয়েলেসলি√
গ)লড ডালহৌসি
ঘ)লর্ড বেন্টিং
*1800 সালের 10 জুলাই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়
২০) সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন?
ক) লর্ড ওয়েলেসলি
খ) লর্ড কর্নওয়ালিস √
গ)লর্ড কার্জন
ঘ) লর্ড বেন্টিঙ্ক
খ) লর্ড কর্নওয়ালিস √
গ)লর্ড কার্জন
ঘ) লর্ড বেন্টিঙ্ক
*সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস 1793 সালের 22 মার্চ চালু করেন। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত আইন সমষ্টির অবিচ্ছেদ্য অংশ
২১)যেসব রাশির মান ও দিক বা অভিমুখ দুই আছে তাদের কি বলে?
ক) স্কেলার রাশি
খ) ভেক্টর রাশি√
গ) ক এবং খ
ঘ)কোনোটিই নয়
খ) ভেক্টর রাশি√
গ) ক এবং খ
ঘ)কোনোটিই নয়
২২) কোন মৌলের পারমাণবিক গুরুত্ব হলো-
ক) মৌলের 1টি পরমাণুর ভর ÷1টি হিলিয়াম পরমাণুর ভর
খ)মৌলের 1টি পরমাণুর ভর ÷1টি অক্সিজেন পরমাণুর ভর
গ)মৌলের 1টি পরমাণুর ভর ÷1টি হাইড্রোজেন পরমাণুর ভর√
ঘ)মৌলের 1টি পরমাণুর ভর ÷1টি নাইট্রোজেন পরমাণুর ভর
খ)মৌলের 1টি পরমাণুর ভর ÷1টি অক্সিজেন পরমাণুর ভর
গ)মৌলের 1টি পরমাণুর ভর ÷1টি হাইড্রোজেন পরমাণুর ভর√
ঘ)মৌলের 1টি পরমাণুর ভর ÷1টি নাইট্রোজেন পরমাণুর ভর
২৩) সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস হল-
ক) নিউক্লিয় বিভাজন বা ফিশন
খ) নিউক্লিয় সংযোজন বা ফিউশন√
গ) তড়িৎ বিশ্লেষণ
খ) নিউক্লিয় সংযোজন বা ফিউশন√
গ) তড়িৎ বিশ্লেষণ
ঘ) আলোর প্রতিফলন
২৪) তুরপুন দিয়ে লোহা ছেদ করলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই রূপান্তর হলো-
ক) যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি√
খ)শব্দ শক্তি থেকে তাপশক্তি
গ) চৌম্বক শক্তি থেকে তাপ শক্তি
ঘ)তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
খ)শব্দ শক্তি থেকে তাপশক্তি
গ) চৌম্বক শক্তি থেকে তাপ শক্তি
ঘ)তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
২৫) লিভারের স্থির বিন্দু কে বলে-
ক) বলবাহু
খ)রোধবাহু
গ) অালম্ব√
ঘ)প্রান্তবিন্দু
খ)রোধবাহু
গ) অালম্ব√
ঘ)প্রান্তবিন্দু
২৬) কেলভিন স্কেলে উর্ধ স্থিরাঙ্ক কত?
ক)273°কেলভিন
খ)373°কেলভিন√
গ)32°কেলভিন
ঘ)212°কেলভিন
খ)373°কেলভিন√
গ)32°কেলভিন
ঘ)212°কেলভিন
২৭) তাপমাত্রা হ্রাস পেলে সুরশলাকার কম্পাঙ্ক-
ক)হ্রাস পাবে
খ) বৃদ্ধি পাবে √
গ)একই থাকবে
ঘ) পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল
খ) বৃদ্ধি পাবে √
গ)একই থাকবে
ঘ) পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল
২৮)জলাধারে বাঁধ তৈরি সময় উপর থেকে নিচের দিকে অধিকতর চওড়া করা হয় কারণ কি?
ক) জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে√
খ)জলের গভীরতা বাড়লে ঘনত্ব বাড়ে
গ)জলের তলায় জল বেশি থাকে
ঘ) ওপরের কোনোটিই নয়
খ)জলের গভীরতা বাড়লে ঘনত্ব বাড়ে
গ)জলের তলায় জল বেশি থাকে
ঘ) ওপরের কোনোটিই নয়
২৯)মাটির বাড়ি গরমে অপেক্ষাকৃত ঠান্ডা ও শীতে অপেক্ষাকৃত গরম লাগে কেন?
ক) মাটি তাপের কুপরিবাহী√
খ)মাটি তাপের সুপরিবাহী
গ)মাটিতে জল থাকে
ঘ)মাটিতে বায়ু এবং খনিজ লবণ থাকে
খ)মাটি তাপের সুপরিবাহী
গ)মাটিতে জল থাকে
ঘ)মাটিতে বায়ু এবং খনিজ লবণ থাকে
৩০) সম্পূর্ণ অন্ধকার ঘরে কোন লাল কাচকে গরম করলে কোন বর্ণ দেখাবে?
ক) সাদা দেখায়
খ) কালো দেখায়
গ) সবুজ দেখায়√
ঘ)হলুদ দেখায়
খ) কালো দেখায়
গ) সবুজ দেখায়√
ঘ)হলুদ দেখায়
৩১) যে পদার্থের মধ্য দিয়ে তাপীয় বিকিরণ যেতে পারে না তাকে কি বলে?
ক)কুপরিবাহী বস্তু
খ)স্বচ্ছ বস্তু
গ)তাপ অভেদ্য বস্তু√
ঘ) তাপ ভেদ্য বস্তু
খ)স্বচ্ছ বস্তু
গ)তাপ অভেদ্য বস্তু√
ঘ) তাপ ভেদ্য বস্তু
৩২) গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সদস্য ছিলেন-
ক) সোমনাথ লাহিড়ী √
খ)প্রফুল্ল ঘোষ
গ)জ্যোতি বসু
ঘ)এস এ ডাংগি
খ)প্রফুল্ল ঘোষ
গ)জ্যোতি বসু
ঘ)এস এ ডাংগি
৩৩) ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিমকোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে?
ক)110
খ)124√
গ)75
ঘ)280
খ)124√
গ)75
ঘ)280
৩৪) কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন-
ক)লোকসভার স্পিকার
খ)রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মতো√
গ) রাষ্ট্রপতি তার পছন্দমতো
ঘ)প্রধানমন্ত্রী
খ)রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মতো√
গ) রাষ্ট্রপতি তার পছন্দমতো
ঘ)প্রধানমন্ত্রী
*ভারতের প্রধানমন্ত্রী সরকারের প্রধান
৩৫) ভারতের সংবিধানের মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেওয়ার অধিকার একমাত্র আছে কার?
ক) রাজ্যপালের
খ)প্রধানমন্ত্রীর
গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
ঘ)রাষ্ট্রপতির√
খ)প্রধানমন্ত্রীর
গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
ঘ)রাষ্ট্রপতির√
৩৬) কোন একটি বিষয়ে রাজ্য এবং কেন্দ্রীয় আইন থাকলে বলবৎ হবে কোন আইনটি?
ক) রাজ্যে আইন
খ)কেন্দ্রের আইন √
গ)যে আইন প্রথম রচিত হয়েছে
ঘ) উভয় আইন
খ)কেন্দ্রের আইন √
গ)যে আইন প্রথম রচিত হয়েছে
ঘ) উভয় আইন
৩৭) সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী সর্বাধিনায়ক কে?
ক) প্রধানমন্ত্রী
খ) প্রধান বিচারপতি
গ) রাষ্ট্রপতি√
ঘ)রাজ্যপাল
খ) প্রধান বিচারপতি
গ) রাষ্ট্রপতি√
ঘ)রাজ্যপাল
৩৮) ফেডারেশন কাপ কোনটির সাথে সম্পর্কিত?
ক) ক্রিকেট
খ)ফুটবল √
গ)হকি
ঘ)দাবা
খ)ফুটবল √
গ)হকি
ঘ)দাবা
৩৯) দাদরা ও নগর হাভেলির রাজধানী কোনটি?
ক) দমন
খ)কাভারাত্তি
গ)সিলভাসা√
ঘ)পোর্ট ব্লেয়ার
খ)কাভারাত্তি
গ)সিলভাসা√
ঘ)পোর্ট ব্লেয়ার
৪০) দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সাথে যুক্ত?
ক) দাবা√
খ) হকি
গ) গলফ
ঘ)বিলিয়ার্ড
খ) হকি
গ) গলফ
ঘ)বিলিয়ার্ড
৪১) ডুডুমা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
ক)মহারাষ্ট্র
খ) অন্ধপ্রদেশ
গ) ঝাড়খন্ড
ঘ) উড়িষ্যা√
খ) অন্ধপ্রদেশ
গ) ঝাড়খন্ড
ঘ) উড়িষ্যা√
*মাচকুন্দ নদীতে
৪২) সিপাহী জলা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
ক) উড়িষ্যা
খ)মধ্যপ্রদেশ
গ) ত্রিপুরা√
ঘ) রাজস্থান
খ)মধ্যপ্রদেশ
গ) ত্রিপুরা√
ঘ) রাজস্থান
*১৯৭২ সালে অভয়ারণ্যটি তৈরি হয়েছে
৪৩) কম্পিউটারের চিপস তৈরির প্রধান উপাদান কোনটি?
- সিলিকন
৪৪) এবাকাস এর উৎস কোথায় ?
-চীন দেশ
৪৫)OCR এর পুরো কথা কি?
-Optical Character Recognition
No comments:
Post a Comment