আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪০
পর্ব-৪০
১) কিউসেক হলো-
ক)নদীর জলপ্রবাহ মাপার একক√
খ) বায়ুর বেগ মাপার একক
গ)হিমবাহের গতিবেগ মাপার একক
ঘ) বরফ এর গভীরতা মাপার একক
খ) বায়ুর বেগ মাপার একক
গ)হিমবাহের গতিবেগ মাপার একক
ঘ) বরফ এর গভীরতা মাপার একক
২)"মাশরুম রক 'নামে পরিচিত-
ক) ইনসেলবার্জ
খ)প্লায়া
গ) গৌর√
ঘ)ড্রামলিন
খ)প্লায়া
গ) গৌর√
ঘ)ড্রামলিন
৩) ভরা কোটাল সর্বাধিক প্রবল হয়-
ক) অমাবস্যা তিথিতে√
খ)পূর্ণিমা তিথিতে
গ)অষ্টমী তিথিতে
ঘ)পঞ্চমী তিথিতে
খ)পূর্ণিমা তিথিতে
গ)অষ্টমী তিথিতে
ঘ)পঞ্চমী তিথিতে
৪) ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় কোথায়?
ক)আটলান্টিক মহাসাগর
খ)ভারত মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর√
ঘ)সুমেরু মহাসাগর
খ)ভারত মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর√
ঘ)সুমেরু মহাসাগর
৫)ভারতের প্রথম বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কারখানা টি কোথায় গড়ে উঠেছে?
ক) দুর্গাপুর
খ) মার্মাগাঁও
গ)বিশাখাপত্তনাম
ঘ)জামশেদপুর√
খ) মার্মাগাঁও
গ)বিশাখাপত্তনাম
ঘ)জামশেদপুর√
৬) মহাকাশ থেকে আগত উল্কা পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে?
ক)ট্রপোস্ফিয়ার
খ)স্ট্রাটোস্ফিয়ার
গ)মেসোস্ফিয়ার
ঘ) থার্মোস্ফিয়ার√
খ)স্ট্রাটোস্ফিয়ার
গ)মেসোস্ফিয়ার
ঘ) থার্মোস্ফিয়ার√
৭) সিজিগি তে চাঁদ ,সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে-
ক)120°
খ) 180° ✓
গ)90°
ঘ)140°
খ) 180° ✓
গ)90°
ঘ)140°
৮) চরম আদ্রতা পরিমাপের একক কোনটি?
ক) ডবসন
খ) গ্রাম /ঘনমিটার √
গ)মিলিবার
ঘ)সেলসিয়াস
খ) গ্রাম /ঘনমিটার √
গ)মিলিবার
ঘ)সেলসিয়াস
৯) চাঁদ পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বে অবস্থান কে কি বলে?
ক) অ্যাপোজি √
খ)পেরিজি
গ) সিজিগি
ঘ) সংযোগ
খ)পেরিজি
গ) সিজিগি
ঘ) সংযোগ
১০) মেঘাচ্ছন্নতার হিসাব করা যায় কোন এককের সাহায্যে?
ক) নিম্বো
খ) সিরো
গ)অকটা √
ঘ)অল্টো
খ) সিরো
গ)অকটা √
ঘ)অল্টো
১১) বিষুবরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত কিমি?
ক) ৪০০০০
খ)৩০৫০০
গ)১২৭৫৬√
ঘ)১০৯৮৭
খ)৩০৫০০
গ)১২৭৫৬√
ঘ)১০৯৮৭
১২) বন্দেমাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক) সমাচার দর্পণ
খ)সোমপ্রকাশ
গ) বঙ্গদর্শন√
ঘ)সমাচার চন্দ্রিকা
খ)সোমপ্রকাশ
গ) বঙ্গদর্শন√
ঘ)সমাচার চন্দ্রিকা
১৩) দিকদর্শন প্রকাশ করেন কে?
ক) মার্শম্যান√
খ) ঈশ্বর গুপ্ত
গ) রামমোহন রায়
ঘ)অগাস্টাস হিকি
খ) ঈশ্বর গুপ্ত
গ) রামমোহন রায়
ঘ)অগাস্টাস হিকি
১৪) বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি?
ক) হিকির সংবাদপত্র√
খ)পার্থেনন
গ)হিন্দু প্যাট্রিয়ট
ঘ) বঙ্গদর্শন
খ)পার্থেনন
গ)হিন্দু প্যাট্রিয়ট
ঘ) বঙ্গদর্শন
১৫) শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?
ক) 1901 খ্রিস্টাব্দ√
খ)1902 খ্রিস্টাব্দ
গ) 1903 খ্রিস্টাব্দ
ঘ) 1904 খ্রিস্টাব্দে
খ)1902 খ্রিস্টাব্দ
গ) 1903 খ্রিস্টাব্দ
ঘ) 1904 খ্রিস্টাব্দে
১৬)লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল কে ছিলেন?
ক) 1820
খ)1825
গ)1828√
ঘ)1830
খ)1825
গ)1828√
ঘ)1830
১৭) দিল্লি সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক) ইলতুৎমিস
খ) বলবন
গ)নাসিরুদ্দিন
ঘ) কুতুবউদ্দিন√
খ) বলবন
গ)নাসিরুদ্দিন
ঘ) কুতুবউদ্দিন√
১৮) সন্ধ্যাকর নন্দী হলেন-
ক)রামচরিত কাব্য রচয়িতা√
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি
গ) দোহা রচয়িতা
ঘ) চিকিৎসক
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি
গ) দোহা রচয়িতা
ঘ) চিকিৎসক
*সন্ধ্যাকর নন্দী পাল বংশের একজন বিখ্যাত কবি
*দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মধ্যে যিনি বিখ্যাত তিনি হলেন কালিদাস
*দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি মধ্যে যিনি বিখ্যাত তিনি হলেন কালিদাস
১৯)তৃতীয় পানিপথের যুদ্ধের দুই পক্ষের কে কে ছিল?
ক) মারাঠা ও আফগান√
খ) ব্রিটিশ ও রোহিলা
গ) শিখ ও জাঠ
ঘ)পাঠান ও সতনামি
গ) শিখ ও জাঠ
ঘ)পাঠান ও সতনামি
*1761
২০) সিংহলি মত অনুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল কবে?
ক) 483 খ্রিস্টপূর্ব
খ)486 খ্রিস্টপূর্ব
গ) 543 খ্রিস্টপূর্ব √
ঘ)546 খ্রিস্টপূর্ব
খ)486 খ্রিস্টপূর্ব
গ) 543 খ্রিস্টপূর্ব √
ঘ)546 খ্রিস্টপূর্ব
২১) মহাবলীপুরমের রথ মন্দির গুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে?
ক) দ্বিতীয় পুলকেশী
খ) দ্বিতীয় নরসিংহ বর্মন √
গ)রাজরাজ
ঘ)রাজেন্দ্র চোল
গ)রাজরাজ
ঘ)রাজেন্দ্র চোল
২২) ইংরেজ শাসিত ভারতবর্ষে কলকাতা কত সাল পর্যন্ত রাজধানী ছিল?
ক) 1909
খ) 1910
গ)1911√
ঘ)1912
খ) 1910
গ)1911√
ঘ)1912
২৩) ঘরের বাতাসে নিচের কোনটি থাকার জন্য পুরানো তৈলচিত্র কালো হয়ে যায়?
ক) হাইড্রোজেন সালফাইড √
খ)নাইট্রোজেন
গ)লেড অক্সাইড
ঘ)কার্বন মনোক্সাইড
খ)নাইট্রোজেন
গ)লেড অক্সাইড
ঘ)কার্বন মনোক্সাইড
২৪) নিচের কোনটি ক্লোরোফরম নামে অধিক পরিচিত?
ক) ট্রাইক্লোরো মিথেন√
খ)ট্রাইক্লোরো ইথেন
গ)ট্রাই ক্লোরো ইথানল
ঘ)ক্যালসিয়াম হাইপোক্লোরাইড
খ)ট্রাইক্লোরো ইথেন
গ)ট্রাই ক্লোরো ইথানল
ঘ)ক্যালসিয়াম হাইপোক্লোরাইড
২৫) ফরমিক এসিডের অপর নাম কি?
ক) অক্সালিক অ্যাসিড
খ) ফলিক অ্যাসিড
গ) মিথানয়িক এসিড √
ঘ)ফরমালডিহাইড
খ) ফলিক অ্যাসিড
গ) মিথানয়িক এসিড √
ঘ)ফরমালডিহাইড
২৬)"চিলি সল্টপিটার" এর রাসায়নিক নাম কি?
ক) সোডিয়াম নাইট্রেট √
খ)বেরিয়াম ক্লোরাইড
গ)পটাশিয়াম নাইট্রেট
ঘ)ফসফরাস ক্লোরাইড
খ)বেরিয়াম ক্লোরাইড
গ)পটাশিয়াম নাইট্রেট
ঘ)ফসফরাস ক্লোরাইড
*NaNO3
২৭) নিচের কোন রাসায়নিক কে কস্টিক সোডা বলা হয়?
ক)সোডিয়াম হাইড্রোক্সাইড √
খ)সোডিয়াম সালফেট
গ)সোডিয়াম বাই কার্বনেট
ঘ)সোডিয়াম ক্লোরাইড
খ)সোডিয়াম সালফেট
গ)সোডিয়াম বাই কার্বনেট
ঘ)সোডিয়াম ক্লোরাইড
*NaOH
২৮) সম আয়তনের কার্বন-মনোক্সাইড ও হাইড্রোজেন এর মিশ্রণে কি উৎপন্ন হয়?
ক) কার্বনিক অ্যাসিড
খ)সোডিয়াম বাই কার্বনেট
গ) লেমোনেড
ঘ)ওয়াটার গ্যাস√
খ)সোডিয়াম বাই কার্বনেট
গ) লেমোনেড
ঘ)ওয়াটার গ্যাস√
২৯) নিচের কোন কারণে লোহাতে মরচে ধরে?
ক)অক্সিজেনের সংযুক্তিকরণ √
খ)অক্সিজেনের বিযুক্তিকরণ
গ) হাইড্রোজেনের সংযুক্তিকরণ
ঘ)হাইড্রোজেনের বিযুক্তিকরণ
গ) হাইড্রোজেনের সংযুক্তিকরণ
ঘ)হাইড্রোজেনের বিযুক্তিকরণ
৩০) নিচের কোন যৌগটি সাধারণ নাম ফসজিন?
ক) ফসফরাস অক্সিক্লোরাইড
খ)ফসফিন
গ) ফসফরাস ট্রাই ক্লোরাইড
ঘ)কার্বনিল ক্লোরাইড√
খ)ফসফিন
গ) ফসফরাস ট্রাই ক্লোরাইড
ঘ)কার্বনিল ক্লোরাইড√
৩১) জলের রাসায়নিক নাম কি?
ক) হাইড্রোজেন পার অক্সাইড
খ) ডি হাইড্রোজেন মনোক্সাইড √
গ)হাইড্রোজেন ডাই অক্সাইড
ঘ)হাইড্রোক্সিল আয়ন
খ) ডি হাইড্রোজেন মনোক্সাইড √
গ)হাইড্রোজেন ডাই অক্সাইড
ঘ)হাইড্রোক্সিল আয়ন
৩২) কার্বন ডাই অক্সাইড - 78.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌছলে কী নামে পরিচিত হয়?
ক) কার্বন-মনোক্সাইড
খ) শুষ্ক বরফ √
গ)কার্বন ব্ল্যাক
ঘ)কার্বলিক অ্যাসিড
গ)কার্বন ব্ল্যাক
ঘ)কার্বলিক অ্যাসিড
৩৩)ভারতের সংবিধানে সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা-
ক) 368√
খ) 358
গ) 340
ঘ) 357
খ) 358
গ) 340
ঘ) 357
৩৪) ভারতের সংবিধানের প্রস্তাবনায় চারটি নীতি কথা যেভাবে বলা হয়েছে-
ক) ন্যায়, স্বাধীনতা, সাম্য ,সৌভ্রাতৃত্ব√
খ) সাম্য ,স্বাধীনতা ,ন্যায় ,সৌভ্রাতৃত্ব
গ) স্বাধীনতা ,ন্যায় ,সৌভ্রাতৃত্ব ,সাম্য
ঘ) সৌভ্রাতৃত্ব ,সাম্য ,ন্যায় ,স্বাধীনতা
খ) সাম্য ,স্বাধীনতা ,ন্যায় ,সৌভ্রাতৃত্ব
গ) স্বাধীনতা ,ন্যায় ,সৌভ্রাতৃত্ব ,সাম্য
ঘ) সৌভ্রাতৃত্ব ,সাম্য ,ন্যায় ,স্বাধীনতা
৩৫)ভারতের সংবিধানের কেন্দ্রীয় সরকারের কার্যনির্বাহী ক্ষমতা কোথায় ন্যাস্ত করা হয়েছে?
ক)রাষ্ট্রপতির কাছে√
খ) প্রধানমন্ত্রীর কাছে
গ) মন্ত্রিপরিষদের কাছে
ঘ) সংসদের কাছে
খ) প্রধানমন্ত্রীর কাছে
গ) মন্ত্রিপরিষদের কাছে
ঘ) সংসদের কাছে
৩৬) লোকসভা মুলতুবি রাখার ক্ষমতা আছে কার?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি √
গ)স্পিকার
ঘ) সংসদের Rules Committee
খ) রাষ্ট্রপতি √
গ)স্পিকার
ঘ) সংসদের Rules Committee
৩৭)নিচের কোন সংবিধান সংশোধনীতে বলা হয় সংবিধানের একটি ক্ষুদ্র সংস্করণ?
ক)42 তম সংশোধনী √
খ)44 তম সংশোধনী
গ)52 তম সংশোধনী
ঘ)39 তম সংশোধনী
খ)44 তম সংশোধনী
গ)52 তম সংশোধনী
ঘ)39 তম সংশোধনী
৩৮)"ধন্বন্তরি পুরস্কার" দেওয়া হয় কোন ক্ষেত্রে?
ক) সাম্প্রদায়িক সম্প্রীতি
খ) খেলাধুলা
গ)চিকিৎসাবিজ্ঞান√
ঘ) বিজ্ঞানের গবেষণা
খ) খেলাধুলা
গ)চিকিৎসাবিজ্ঞান√
ঘ) বিজ্ঞানের গবেষণা
*1971 সাল থেকে চিকিৎসাবিজ্ঞানে ধন্বন্তরি পুরস্কার দেওয়া শুরু হয়
*কবির সম্মান দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে
*অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায়( 1961 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়)
*বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় 1958 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়েছে
*কবির সম্মান দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে
*অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায়( 1961 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়)
*বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় 1958 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়েছে
৩৯) বন বিহার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
ক) মধ্যপ্রদেশ√
খ) ওড়িশা
গ)গুজরাট
ঘ)পশ্চিমবঙ্গ
খ) ওড়িশা
গ)গুজরাট
ঘ)পশ্চিমবঙ্গ
*গুজরাট গির অরণ্য
*উড়িষ্যা ভিতরকণিকা এবং সিমলিপাল অভয়ারণ্য
*পশ্চিমবঙ্গ বক্সা, গরুমারা, নেওরা উপত্যকা সুন্দরবন
*উড়িষ্যা ভিতরকণিকা এবং সিমলিপাল অভয়ারণ্য
*পশ্চিমবঙ্গ বক্সা, গরুমারা, নেওরা উপত্যকা সুন্দরবন
৪০) সেমা উপজাতি কোথায় বসবাস করে?
ক) ত্রিপুরা
খ) নাগাল্যান্ড √
গ) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
ঘ)তামিলনাড়ু
খ) নাগাল্যান্ড √
গ) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
ঘ)তামিলনাড়ু
*ত্রিপুরায় বসবাসকারী লুসাই উপজাতি
*আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বসবাসকারী সেন্টিনেল, সম্পেন উপজাতি
*তামিলনাড়ু তে বসবাস করে টোডা উপজাতি
*আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বসবাসকারী সেন্টিনেল, সম্পেন উপজাতি
*তামিলনাড়ু তে বসবাস করে টোডা উপজাতি
৪১) জাহাজ মহল কোথায় অবস্থিত?
ক) ভুবনেশ্বর
খ) মান্ডু ,মধ্যপ্রদেশ√
গ) ব্যাঙ্গালোর
ঘ) অন্ধ্রপ্রদেশ
খ) মান্ডু ,মধ্যপ্রদেশ√
গ) ব্যাঙ্গালোর
ঘ) অন্ধ্রপ্রদেশ
*ভুবনেশ্বরে আছে লিঙ্গরাজ মন্দির
*ব্যাঙ্গালোরে আছে লালবাগ
*অন্ধ্রপ্রদেশ আছে তিরুপতি মন্দির
*ব্যাঙ্গালোরে আছে লালবাগ
*অন্ধ্রপ্রদেশ আছে তিরুপতি মন্দির
৪২) তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্রের নাম কি?
ক) ল্যাকটোমিটার
খ)টেনসিওমিটার√
গ) হাইড্রোফোন
ঘ)ক্যালরিমিটার
খ)টেনসিওমিটার√
গ) হাইড্রোফোন
ঘ)ক্যালরিমিটার
*ল্যাকটোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণায়ক
*হাইড্রোফোন জলের তলায় শব্দ নিরূপণ যন্ত্র
*ক্যালরিমিটার তাপ পরিমাপক যন্ত্র
*হাইড্রোফোন জলের তলায় শব্দ নিরূপণ যন্ত্র
*ক্যালরিমিটার তাপ পরিমাপক যন্ত্র
৪৩) অমৃত ধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
ক) ছত্তিশগড়√
খ) কর্ণাটক
গ)গুজরাট
ঘ)জম্মু-কাশ্মীর
খ) কর্ণাটক
গ)গুজরাট
ঘ)জম্মু-কাশ্মীর
*চিত্রকূট জলপ্রপাত: ছত্রিশগড়
৪৪) কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না?
-ফ্লপি ডিস্ক
-ফ্লপি ডিস্ক
৪৫)Desktop কি?
- মনিটরের ব্যাকগ্রাউন্ড এরিয়া হলো Desktop
৪৬) কম্পিউটারের মূল অংশ গুলোর নাম কী?
- Input Unit , CPU Unit , Output Unit
No comments:
Post a Comment