আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৪১
১)সুন্দরী গাছ কোথায় জন্মায়?
ক) চিরহরিৎ অরণ্যে
খ) সরলবর্গীয় অরণ্য
গ)পর্ণমোচী অরণ্য
ঘ)ম্যানগ্রোভ অরণ্যে√
২)পশ্চিম উপকূলের উপহ্রদ গুলি কে কি বলা হয়?
ক) তাল
খ) ধান্দ
গ) কয়াল√
ঘ) প্লায়া
৩)ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কোন কালে?
ক) গ্রীষ্মকালে
খ)বর্ষাকালে
গ)শরৎকালের
ঘ)শীতকালে√
৪)নদীর গতি বেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?
ক) 10গুণ
খ) 64গুণ√
গ) 68 গুন
ঘ) 60 গুণ
৫)একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে কি বলে?
ক) পতন রেখা
খ)প্রপাত রেখা√
গ) সমোষ্ণ রেখা
ঘ) সমপ্রেশ রেখা
৬)এশিয়ার পশ্চিম সীমানা নির্দেশ করেছে কোন পর্বত?
ক) হিমালয়
খ)ইউরাল পর্বত√
গ) কারাকোরাম
ঘ) হিন্দুকুশ
৭)ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন টি?
ক) নারুয়া উত্তর প্রদেশ
খ) তারাপুর- মহারাষ্ট্র√
গ) কোটা -রাজস্থান
ঘ) কাকড়া -পাড়া গুজরাট
৮)শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ?
ক) ক্রান্তীয় চিরহরিৎ
খ) ক্রান্তীয় পর্ণমোচী√
গ) ম্যানগ্রোভ
ঘ) সরলবর্গীয়
৯)কঙ্গো নদী কোথায় অবস্থিত ?
ক) আমেরিকা
খ)আফ্রিকা √
গ)উত্তর আমেরিকা
ঘ)চীন
১০)"গঙ্গা অ্যাকশন প্ল্যান "কত সালে তৈরি হয়?
ক) 1980
খ) 1970
গ) 1972
ঘ) 1986√
১১)ভারতের সফটওয়্যার টেকনোলজি শিল্প মোটামুটি যে দুটি শহরকে কেন্দ্র করে আবর্তিত সেই দুটি শহর হল-
ক) মুম্বাই ও দিল্লি
খ)হায়দ্রাবাদ ওব্যাঙ্গালোর√
গ) চেন্নাই ও দিল্লি
ঘ) ব্যাঙ্গালোর ও কলকাতা
১২)বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি গঠিত হয়?
ক) করি
খ)বার্খান বালিয়াড়ি√
গ) গিরিখাত
ঘ) ড্রামলিন
১৩)কোন সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ)মধুসূদন দত্ত
ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪)হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল?
ক)ধর্মতলা একাডেমী
খ) পটলডাঙ্গা একাডেমি √
গ)অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
ঘ)ডিফেন্স একাডেমী
১৫)হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক) আমেরিকা
খ)অস্ট্রিয়া √
গ)জাপান
ঘ)পোল্যান্ড
১৬)সংগীতশিল্পী তানসেন এর প্রকৃত নাম কি?
ক) রামতনু√
খ) রামকিঙ্কর
গ)রামানুজ
ঘ)রাম শেখর
১৭)"বাঙালির ইতিহাস "গ্রন্থটির লেখক কে?
ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ)দীনেশ চন্দ্র সরকার
গ)দীনেশচন্দ্র সেন
ঘ) নীহাররঞ্জন রায়√
১৮)প্রথম বাঙালি ছাত্র যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন-
ক) মধুসূদন দত্ত
খ) নীলরতন সরকার
গ) মধুসূদন গুপ্ত√
ঘ) দ্বারকানাথ গুপ্ত
১৯) জিন্দাবাদ স্লোগান প্রথম কে দিয়েছিলেন?
ক) লোকমান্য তিলক
খ) বীর সাভারকার
গ) চন্দ্রশেখর আজাদ
ঘ) ভগৎ সিং√
২০)চোল বংশীয় শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন?
ক) ব্রহ্মা
খ)বিষ্ণু
গ)মহেশ্বর√
ঘ) গণেশ
২১) নিচের কোনটি দ্রাবিড় ভাষা গোষ্ঠীর রাজ্য?
ক) উত্তর প্রদেশ
খ)পাঞ্জাব
গ)হরিয়ানা
ঘ)তামিলনাড়ু√
২২)চন্ডাশোক নামে কে পরিচিত?
ক) বিন্দুসার
খ) অশোক √
গ) বিম্বিসার
ঘ) চন্দ্রগুপ্ত
২৩)যশোবর্মন কোথাকার রাজা ছিলেন?
ক) বিহার
খ) মালদ্বীপ
গ)মালব√
ঘ) মগধ
২৪) নিচের কোনটি তরল ধাতু?
ক) লিথিয়াম
খ)গ্যালিয়াম√
গ) প্লাটিনাম
ঘ) বিসমাথ
২৫)দ্রবণকে কয়টি শ্রেণীতে ভাগ করা?
ক) দুটি
খ)তিনটি √
গ)চারটি
ঘ) পাঁচটি
২৬)এসিড নীল লিটমাসকে কোন বনে রূপান্তরিত করে?
ক) সবুজ বর্ণ
খ)লালবর্ণ √
গ)হলুদ বর্ণ
ঘ)কমলা বর্ণ
২৭)নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা?
ক) কার্বন-ডাই-অক্সাইড
খ)অক্সিজেন
গ)অ্যামোনিয়া √
ঘ) ক্লোরিন
২৮)কোন ধাতুর আকরিক এর নাম গ্যালেনা?
ক) থোরিয়াম
খ) তামা
গ) সিসা√
ঘ) লোহা
২৯)আভ্যন্তরীণ কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কবে ?
ক)1962
খ)1975 √
গ)1977
ঘ) 1971
৩০)উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কর্তব্য সম্পাদন করেন-
ক)কার্যকাল শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির মৃত্যু হলে
খ)রাষ্ট্রপতি পদত্যাগ করলে
গ)অসুস্থতার কারণে রাষ্ট্রপতি ছুটি নিলে
ঘ) এর প্রত্যেকটি ক্ষেত্রেই√
৩১)একজন ব্যক্তি পার্লামেন্টের কোন কক্ষে সদস্য না হয়েও মন্ত্রিপরিষদের সদস্য নিযুক্ত হতে পারেন-
ক)ছয় মাসের জন্য√
খ) তিন মাসের জন্য
গ) এক মাসের জন্য
ঘ)এক বছরের জন্য
৩২) রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি?
ক)অন্য কোন বিলে সিদ্ধান্ত গ্রহণের অধিকার খ)অর্থবিলে সিদ্ধান্ত গ্রহণের অধিকার
গ)বিল বাতিল করার ক্ষমতা √
ঘ)কোনোটিই নয়
৩৩) সুপ্রিম কোর্টের বিচারপতিরা-
ক) প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
খ)প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন√
গ) পার্লামেন্ট বা সংসদের নির্বাচিত হন
ঘ) প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
৩৪ )বৃষ্টিপাতের পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা?
ক) হাইড্রোমিটার
খ)হাইগ্রোমিটার
গ)রেনগজ √
ঘ)পাইরোমিটার
**হাইড্রোমিটার এর দ্বারা তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়
**হাইগ্রোমিটার দ্বারা আদ্রতা পরিমাপ করা হয়ে থাকে
**পাইরোমিটার দ্বারা উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে
৩৫)ক্রিকেট খেলার নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় ?
ক) পেনাল্টি কর্নার
খ)সিলি পয়েন্ট√
গ) টি
ঘ) স্ন্যাচ
৩৬)বিখ্যাত আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
ক) শ্রীলংকা
খ)মায়ানমার
গ)ইন্দোনেশিয়া
ঘ) কম্বোডিয়া√
৩৭)কত সালে উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পুরস্কার পান?
ক) 1950
খ) 1952
গ)1953√
ঘ)1960
৩৮)একশৃঙ্গ গন্ডার কোন জাতীয় উদ্যানে দেখা যায়?
ক) গরুমারা
খ) জলদাপাড়া
গ) কাজিরাঙা √
ঘ) সুন্দরবন
৩৯)পাঞ্জাবের উট চালকদের গান কে কি বলা হয়?
ক) টপ্পা√
খ) গজল
গ) ঠুংরি
ঘ)বন্দিয়াল
৪০) কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা নাম দেওয়া হয়েছিল?
ক) সূর্য মন্দির √
খ)লিঙ্গরাজ মন্দির
গ)জগন্নাথ মন্দির
ঘ) ভুবনেশ্বর মন্দির
পর্ব-৪১
১)সুন্দরী গাছ কোথায় জন্মায়?
ক) চিরহরিৎ অরণ্যে
খ) সরলবর্গীয় অরণ্য
গ)পর্ণমোচী অরণ্য
ঘ)ম্যানগ্রোভ অরণ্যে√
২)পশ্চিম উপকূলের উপহ্রদ গুলি কে কি বলা হয়?
ক) তাল
খ) ধান্দ
গ) কয়াল√
ঘ) প্লায়া
৩)ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কোন কালে?
ক) গ্রীষ্মকালে
খ)বর্ষাকালে
গ)শরৎকালের
ঘ)শীতকালে√
৪)নদীর গতি বেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?
ক) 10গুণ
খ) 64গুণ√
গ) 68 গুন
ঘ) 60 গুণ
৫)একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে সেই রেখাকে কি বলে?
ক) পতন রেখা
খ)প্রপাত রেখা√
গ) সমোষ্ণ রেখা
ঘ) সমপ্রেশ রেখা
৬)এশিয়ার পশ্চিম সীমানা নির্দেশ করেছে কোন পর্বত?
ক) হিমালয়
খ)ইউরাল পর্বত√
গ) কারাকোরাম
ঘ) হিন্দুকুশ
৭)ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন টি?
ক) নারুয়া উত্তর প্রদেশ
খ) তারাপুর- মহারাষ্ট্র√
গ) কোটা -রাজস্থান
ঘ) কাকড়া -পাড়া গুজরাট
৮)শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ?
ক) ক্রান্তীয় চিরহরিৎ
খ) ক্রান্তীয় পর্ণমোচী√
গ) ম্যানগ্রোভ
ঘ) সরলবর্গীয়
৯)কঙ্গো নদী কোথায় অবস্থিত ?
ক) আমেরিকা
খ)আফ্রিকা √
গ)উত্তর আমেরিকা
ঘ)চীন
১০)"গঙ্গা অ্যাকশন প্ল্যান "কত সালে তৈরি হয়?
ক) 1980
খ) 1970
গ) 1972
ঘ) 1986√
১১)ভারতের সফটওয়্যার টেকনোলজি শিল্প মোটামুটি যে দুটি শহরকে কেন্দ্র করে আবর্তিত সেই দুটি শহর হল-
ক) মুম্বাই ও দিল্লি
খ)হায়দ্রাবাদ ওব্যাঙ্গালোর√
গ) চেন্নাই ও দিল্লি
ঘ) ব্যাঙ্গালোর ও কলকাতা
১২)বায়ুর সঞ্চয় কার্যের ফলে কি গঠিত হয়?
ক) করি
খ)বার্খান বালিয়াড়ি√
গ) গিরিখাত
ঘ) ড্রামলিন
১৩)কোন সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়√
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ)মধুসূদন দত্ত
ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪)হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল?
ক)ধর্মতলা একাডেমী
খ) পটলডাঙ্গা একাডেমি √
গ)অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
ঘ)ডিফেন্স একাডেমী
১৫)হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক) আমেরিকা
খ)অস্ট্রিয়া √
গ)জাপান
ঘ)পোল্যান্ড
১৬)সংগীতশিল্পী তানসেন এর প্রকৃত নাম কি?
ক) রামতনু√
খ) রামকিঙ্কর
গ)রামানুজ
ঘ)রাম শেখর
১৭)"বাঙালির ইতিহাস "গ্রন্থটির লেখক কে?
ক) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
খ)দীনেশ চন্দ্র সরকার
গ)দীনেশচন্দ্র সেন
ঘ) নীহাররঞ্জন রায়√
১৮)প্রথম বাঙালি ছাত্র যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন-
ক) মধুসূদন দত্ত
খ) নীলরতন সরকার
গ) মধুসূদন গুপ্ত√
ঘ) দ্বারকানাথ গুপ্ত
১৯) জিন্দাবাদ স্লোগান প্রথম কে দিয়েছিলেন?
ক) লোকমান্য তিলক
খ) বীর সাভারকার
গ) চন্দ্রশেখর আজাদ
ঘ) ভগৎ সিং√
২০)চোল বংশীয় শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন?
ক) ব্রহ্মা
খ)বিষ্ণু
গ)মহেশ্বর√
ঘ) গণেশ
২১) নিচের কোনটি দ্রাবিড় ভাষা গোষ্ঠীর রাজ্য?
ক) উত্তর প্রদেশ
খ)পাঞ্জাব
গ)হরিয়ানা
ঘ)তামিলনাড়ু√
২২)চন্ডাশোক নামে কে পরিচিত?
ক) বিন্দুসার
খ) অশোক √
গ) বিম্বিসার
ঘ) চন্দ্রগুপ্ত
২৩)যশোবর্মন কোথাকার রাজা ছিলেন?
ক) বিহার
খ) মালদ্বীপ
গ)মালব√
ঘ) মগধ
২৪) নিচের কোনটি তরল ধাতু?
ক) লিথিয়াম
খ)গ্যালিয়াম√
গ) প্লাটিনাম
ঘ) বিসমাথ
২৫)দ্রবণকে কয়টি শ্রেণীতে ভাগ করা?
ক) দুটি
খ)তিনটি √
গ)চারটি
ঘ) পাঁচটি
২৬)এসিড নীল লিটমাসকে কোন বনে রূপান্তরিত করে?
ক) সবুজ বর্ণ
খ)লালবর্ণ √
গ)হলুদ বর্ণ
ঘ)কমলা বর্ণ
২৭)নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা?
ক) কার্বন-ডাই-অক্সাইড
খ)অক্সিজেন
গ)অ্যামোনিয়া √
ঘ) ক্লোরিন
২৮)কোন ধাতুর আকরিক এর নাম গ্যালেনা?
ক) থোরিয়াম
খ) তামা
গ) সিসা√
ঘ) লোহা
২৯)আভ্যন্তরীণ কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল কবে ?
ক)1962
খ)1975 √
গ)1977
ঘ) 1971
৩০)উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কর্তব্য সম্পাদন করেন-
ক)কার্যকাল শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির মৃত্যু হলে
খ)রাষ্ট্রপতি পদত্যাগ করলে
গ)অসুস্থতার কারণে রাষ্ট্রপতি ছুটি নিলে
ঘ) এর প্রত্যেকটি ক্ষেত্রেই√
৩১)একজন ব্যক্তি পার্লামেন্টের কোন কক্ষে সদস্য না হয়েও মন্ত্রিপরিষদের সদস্য নিযুক্ত হতে পারেন-
ক)ছয় মাসের জন্য√
খ) তিন মাসের জন্য
গ) এক মাসের জন্য
ঘ)এক বছরের জন্য
৩২) রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি?
ক)অন্য কোন বিলে সিদ্ধান্ত গ্রহণের অধিকার খ)অর্থবিলে সিদ্ধান্ত গ্রহণের অধিকার
গ)বিল বাতিল করার ক্ষমতা √
ঘ)কোনোটিই নয়
৩৩) সুপ্রিম কোর্টের বিচারপতিরা-
ক) প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
খ)প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন√
গ) পার্লামেন্ট বা সংসদের নির্বাচিত হন
ঘ) প্রধানমন্ত্রীর পরামর্শ মতো রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন
৩৪ )বৃষ্টিপাতের পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা?
ক) হাইড্রোমিটার
খ)হাইগ্রোমিটার
গ)রেনগজ √
ঘ)পাইরোমিটার
**হাইড্রোমিটার এর দ্বারা তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয়
**হাইগ্রোমিটার দ্বারা আদ্রতা পরিমাপ করা হয়ে থাকে
**পাইরোমিটার দ্বারা উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে
৩৫)ক্রিকেট খেলার নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় ?
ক) পেনাল্টি কর্নার
খ)সিলি পয়েন্ট√
গ) টি
ঘ) স্ন্যাচ
৩৬)বিখ্যাত আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত?
ক) শ্রীলংকা
খ)মায়ানমার
গ)ইন্দোনেশিয়া
ঘ) কম্বোডিয়া√
৩৭)কত সালে উইনস্টন চার্চিল সাহিত্যে নোবেল পুরস্কার পান?
ক) 1950
খ) 1952
গ)1953√
ঘ)1960
৩৮)একশৃঙ্গ গন্ডার কোন জাতীয় উদ্যানে দেখা যায়?
ক) গরুমারা
খ) জলদাপাড়া
গ) কাজিরাঙা √
ঘ) সুন্দরবন
৩৯)পাঞ্জাবের উট চালকদের গান কে কি বলা হয়?
ক) টপ্পা√
খ) গজল
গ) ঠুংরি
ঘ)বন্দিয়াল
৪০) কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা নাম দেওয়া হয়েছিল?
ক) সূর্য মন্দির √
খ)লিঙ্গরাজ মন্দির
গ)জগন্নাথ মন্দির
ঘ) ভুবনেশ্বর মন্দির
No comments:
Post a Comment