Monday, April 6, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৩৪



আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৩৪

১) চেন্নাইতে বছরে দুবার বৃষ্টিপাত এর কারণ কি?

ক) বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ু√
খ) আরব সাগরীয় মৌসুমী বায়ু 
গ)দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু 
ঘ)দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু

২)পৃথিবীর সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি?

ক) আমেরিকা √
খ)রাশিয়া
গ) ইরান 
ঘ)জাপান

৩)নিম্নলিখিত কোন দেশের মধ্যে দিয়ে বিষুব রেখা অতিক্রম করেছে?

ক) ব্রাজিল√ 
খ)কানাডা
গ) চীন 
ঘ)জাপান

৪) সূর্যের দৃশ্যমান পীত মণ্ডল কে কি বলা হয়?

ক) জ্যোতির্বলয় 
খ)আয়নমন্ডল 
গ)আন্তর আকাশ
ঘ)আলোক মন্ডল√

৫) পালঘাট ফাঁকের মধ্যে দিয়ে কোন বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত আভ্যন্তরীণ বাণিজ্য চলে?

ক) গোয়া
খ) ম্যাঙ্গালোর
গ) মুম্বাই
ঘ) কোচিন√

৬) ভারতে বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো-

ক) অপ্রতুলতা 
খ)ঋতু কেন্দ্রিকতা√ 
গ)আঞ্চলিকতা
ঘ)প্রতুলতা

৭) শীতল আবহাওয়ার ঋতুতে কোন কারণে বৃষ্টিপাত ঘটে?

ক) কালবৈশাখী
খ) পশ্চিমী ঝঞ্জা√
গ) হিম তরঙ্গ
ঘ) আরব সাগরে নিম্নচাপ

৮) ল্যাম্পস (LSMPS) কি?

ক) সিল্ক সমবায় 
খ)বৃহৎ বহুমুখী সমবায় সমিতি √
গ)বৃহৎ বহুমুখী প্রকল্প 
ঘ)বৃহৎ বহুমুখী বিদ্যুৎ প্রকল্প

৯) নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত?

ক) 60°
খ) 90°√
গ) 150°
ঘ) 180 °

১০) বোকারো স্টিল প্লান্ট কোথায় অবস্থিত?

ক) উড়িষ্যা 
খ)মধ্যপ্রদেশ
গ) ঝাড়খন্ড√
ঘ) রাচি


১১) দিল্লির কোন মনুমেন্ট থেকে 1857 সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করেন?

ক) হুমায়ুনের কবর√ 
খ)পুরানো কেল্লা
গ) কুতুবমিনার
ঘ) লালকেল্লা

১২) গীতগোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন কে?

ক) স্যার উইলিয়াম জোন্স √
খ)চার্লস উইলকিন্স
গ)স্যার রবার্ট চেম্বার
ঘ) h&h উইলসন

*১৭৯২ খ্রিস্টাব্দে

১৩) কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন?

ক)১৮৬১√
খ)১৮৮১
গ)১৮৭১
ঘ)১৮৯৫

১৪) নিম্নের কোন নেতা হাজারীবাগ কারাগার থেকে পালিয়ে যান এবং ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন?

ক) রাম মনোহর লোহিয়া√
খ)মিনু মাসানি
গ) জয়প্রকাশ নারায়ণ 
ঘ)এ বর্ধন

১৫) ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী" কুইক সিলভার " নামে পরিচিত ছিলেন?

ক) বাসুদেব বলবন্ত ফারকে
খ) খান আবদুল গফফর খান
গ) চন্দ্রশেখর আজাদ √
ঘ)রাসবিহারী বসু

১৬) কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন?

ক) স্যার সৈয়দ আহমেদ খান 
খ)লর্ড ডাফরিন√ 
গ)লর্ড কার্জন
ঘ) থিওডোর বেক

১৭)"গীতা রহস্য "এর লেখক কে?

ক) অরবিন্দ ঘোষ
খ) বালগঙ্গাধর তিলক √
গ)মহাত্মা গান্ধী 
ঘ)দয়ানন্দ সরস্বতী

১৮) ওরঙ্গজেব কোন হিন্দু মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন?

ক) গোবিন্দ দেব মন্দির
খ) সোমেশ্বর মন্দির √
গ)লিঙ্গরাজ মন্দির 
ঘ)কোনারকের মন্দির

১৯) লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?

ক) শৈব
খ) বৈষ্ণব √
গ)জৈন 
ঘ)বৌদ্ধ

২০) নিম্নলিখিত কোন মুঘল স্থাপত্যটি দৈর্ঘ্য ও প্রস্থ সমান?

ক) আগ্রা দুর্গ
খ) তাজমহল√ 
গ)বুলন্দ দরওয়াজা 
ঘ)লালকেল্লা

২১) ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে ভারতীয় বিজাতীয় কংগ্রেস বলে উল্লেখ করেছিলেন?

ক) লালা লাজপত রায় 
খ)অশ্বিনী কুমার দত্ত 
গ)অরবিন্দ ঘোষ √
ঘ)বিপিনচন্দ্র পাল

২২)একটি পাত্রে কিছুটা গরম জল রাখা আছে। এই জল সর্বাপেক্ষা দ্রুত শীতল হবে যদি পাত্রটির বাইরে তল-

ক) সাদা ও অমসৃণ হয় 
খ)সাদা ও মসৃণ হয় 
গ)কালো ও অমসৃণ হয় 
ঘ)কালো ও মসৃণ হয় √

২৩) একটি ফিউজ তারের-

ক) রোধ বেশি ও গলনাংক বেশি
খ) রোধ বেশি, গলনাঙ্ক কম√
গ) রোধ কম, গলনাংক বেশি
ঘ) রোধ কম ,গলনাঙ্ক কম

২৪) শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয়?

ক) তরঙ্গ দৈর্ঘ্য √
খ)কম্পাঙ্ক 
গ)বিস্তার
ঘ) তীব্রতা

২৫) নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়?

ক) ত্বরণ
খ) বল √
গ)ভরবেগ 
ঘ)কৌণিক ভরবেগ

২৬)যখন এক টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে ডুবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হওয়ার কারণ কি?

ক) তামার বিজারন এর জন্য
খ) তামার জারণ এর জন্য√ 
গ)দ্রব্য জটিল যৌগ গঠনের জন্য
ঘ) রুপার জারণ এর জন্য

২৭) নদীর জলের পরিছন্নতা মাপা হয় নিম্নের কোনটি দ্বারা?

ক) প্রতিফলন 
খ)বিচ্ছুরণ
গ) প্রতিসরণ√ 
ঘ)বিকিরণ

২৮) পারমাণবিক যুদ্ধাস্ত্র ব্যবহৃত হয় কোনটি?

ক)ইউরেনিয়াম 
খ)থোরিয়াম 
গ)প্লুটোনিয়াম
ঘ) ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম√

২৯)নিচের কোনটি দূষণের বিরুদ্ধে বায়ো রিফাইনারি হিসেবে কাজ করে?

ক) বিসমাথ 
খ)অ্যালকোহল
গ)ইথানল√
ঘ) বেনজিন

৩০) ধানক্ষেত থেকে যে পরিবেশ দূষণকারী গ্যাস নির্গত হয় তাহল

ক) মিথেন√
খ) নাইট্রাস অক্সাইড
গ) ক্লোরোফ্লোরো 
ঘ)কার্বন কার্বন ডাই অক্সাইড

৩১) ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন?

ক) রাষ্ট্রপতি √
খ)উপরাষ্ট্রপতি 
গ)মুখ্যমন্ত্রী 
ঘ)সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

৩২) রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে?

ক) রাষ্ট্রপতি 
খ)উপরাষ্ট্রপতি √
গ)মুখ্যমন্ত্রী 
ঘ)রাজ্যপাল

৩৩)ভারতের রাষ্ট্রপতি কে শপথ বাক্য কে পাঠ করান?

ক) উপরাষ্ট্রপতি 
খ)প্রধানমন্ত্রী 
গ)প্রধান বিচারপতি√ 
ঘ)প্রাক্তন রাষ্ট্রপতি

৩৪)পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই লোকসভাকে ভেঙে দিতে পারেন কে?

ক)রাষ্ট্রপতি
খ) স্পিকার এর পরামর্শ মতো রাষ্ট্রপতি
গ) প্রধানমন্ত্রী
ঘ) প্রধানমন্ত্রী পরামর্শমতো রাষ্ট্রপতি√

৩৫)ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে ঘোষণা করা হয়?

ক)1962 সালের অক্টোবর মাসে√
খ) 1962 সালের নভেম্বর মাসে 
গ)1960 সালের অক্টোবর মাসে
ঘ) 1971 সালের অক্টোবর মাসে

৩৬)জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি লোকসভায় আয়ু বাড়িয়ে দিতে পারেন-

ক)  3মাস
খ)1মাস
গ)1 বছর √
ঘ)6 মাস

৩৭)রাষ্ট্রপতি কি ধরনের ভোটের মাধ্যমে নির্বাচিত হন?

ক)একটি করে হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে√ খ)ক্রমবর্ধিষ্ণু ভোটের মাধ্যমে 
গ)তালিকা পদ্ধতি ভোটের মাধ্যমে
ঘ) একটি অহস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে

৩৮)আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা ভারতীয় সংবিধানে কোথায় ঘোষণা করা হয়েছে?

ক) প্রস্তাবনায় 
খ)মৌলিক অধিকার
গ) নির্দেশমূলক নীতি √
ঘ)মৌলিক কর্তব্য

৩৯) রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন-

ক)রাজ্যপাল দ্বারা
খ) বিশেষভাবে গঠিত একটি নির্বাচকমন্ডলীর দ্বারা গ)প্রত্যক্ষ ভাবে সেই রাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে√ 
ঘ)স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলির সদস্যের ভোটে


৪০)"রিলায়েন্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

ক) টেনিস
খ) ফুটবল
গ) ক্রিকেট√
ঘ) হকি

৪১) "Indian Naval Academy" কোথায় অবস্থিত?

ক) কোচিন √
খ)বিশাখাপত্তনম 
গ)গুরগাঁও 
ঘ)মুম্বাই

৪২)"Zulle'কোথাকার প্রজাতি?

ক) নিউজিল্যান্ড
খ) দক্ষিণ আফ্রিকা √
গ)আর্জেন্টিনা 
ঘ)ব্রাজিল

৪৩) সাদা হাতির দেশ বলা হয় কোন  দেশকে?

ক) মালয়েশিয়া 
খ)সাউথ আফ্রিকা 
গ)থাইল্যান্ড√
ঘ) ইন্দোনেশিয়া

৪৪) সেন্ট্রাল টিউবর ক্রপস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) কলকাতা 
খ)চেন্নাই 
গ)তিরুবনন্তপুরম√ 
ঘ)মুম্বাই

৪৫) তুরস্কের রাজধানীর নাম কি?

ক) আঙ্কারা √
খ)অসলো 
গ)ব্রাসেলস 
ঘ)রাবাত

*অসলো নরওয়ের রাজধানী
*ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী
*রাবাত মরক্কোর রাজধানী

৪৬) ট্রাইকোলজি কি?

ক)চুল সম্পর্কিত বিজ্ঞান√
খ) হাড় সম্পর্কিত বিজ্ঞান
গ)স্নায়ু সম্পর্কিত বিজ্ঞান
 ঘ) চর্ম সম্পর্কিত বিজ্ঞান

৪৭) কোন শহরকে "গার্ডেন অফ ইংল্যান্ড" বলা হয়?

ক) কেন্ট√
খ) সামারসেট 
গ)লুইস
ঘ) সুয়েন

৪৮)" থাউজেন্ড লাইট "মসজিদ কোথায় অবস্থিত?

ক) চেন্নাই√
খ) পুনা
গ) ইন্দোর
ঘ) কানপুর

৪৯) C-প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আবিষ্কার করেন কে?

ক) চার্লস ব্যাবেজ 
খ)ল্যারি ওয়াল 
গ)জেমস গোস্টলিং
ঘ)ডেনিস রিচি√

৫০) জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে আবিষ্কার করেন?

ক) চার্লস ব্যাবেজ 
খ)ল্যারি ওয়াল 
গ)জেমস গোস্টলিং√
ঘ)ডেনিস রিচি

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...