Bengali Current Affairs 17th June 2020
1.‘World Wind Day’ পালন করা হয় প্রতি বছর কোন তারিখে?
ⓐ ১৫ই জুন✓
ⓑ ১৫ই মে
ⓒ ১৫ই জুলাই
ⓓ ১৫ই মার্চ
ⓑ ১৫ই মে
ⓒ ১৫ই জুলাই
ⓓ ১৫ই মার্চ
* European Wind Energy Association (EWEA) ২০০৭ সালে এই দিনটির প্রতিষ্ঠা করে
2.স্বাস্থ্যসেবা সরবরাহ শৃঙ্খল অব্যাহত রাখতে কোন ওয়েব পোর্টাল লঞ্চ করলো কেন্দ্র?
ⓐ আরোগ্য সেতু
ⓑ আরোগ্য পথ✓
ⓒ করোনা-কেয়ার
ⓓ স্বাস্থ্য-সেবা
ⓑ আরোগ্য পথ✓
ⓒ করোনা-কেয়ার
ⓓ স্বাস্থ্য-সেবা
3.‘Lockdown Liaisons’-শিরোনামে ই-বুক রিলিজ করলেন কে?
ⓐ শোভা শেখর
ⓑ শোভা দে✓
ⓒ চেতন ভগৎ
ⓓ চৈতালি সেন
ⓑ শোভা দে✓
ⓒ চেতন ভগৎ
ⓓ চৈতালি সেন
4.ভারতের অ্যাটর্নি জেনারেল Kottayan Katankot Venugopal-এর কার্যকালের মেয়াদ আরো কত বছর বৃদ্ধি করা হল?
ⓐ ৪ বছর
ⓑ ২ বছর
ⓒ ১ বছর✓
ⓓ ৩ বছর
ⓑ ২ বছর
ⓒ ১ বছর✓
ⓓ ৩ বছর
* তিনি ২০১৭ সালের ৩০শে জুন এই পদে নিযুক্ত হয়েছিলেন
* এনার আগে এই পদে বহাল ছিলেন Mukul Rohatgi(২০১৪-২০১৭)
* এনার আগে এই পদে বহাল ছিলেন Mukul Rohatgi(২০১৪-২০১৭)
5.ট্রেন যাত্রীদের শারীরিক উষ্ণতা পরীক্ষা ও নজরদারী করতে কোন নামে রোবট লঞ্চ করলো সেন্ট্রাল রেলওয়ে?
ⓐ ক্যাপ্টেন ইন্ডিয়া
ⓑ মিষ্টার রেলওয়ে
ⓒ ক্যাপ্টেন অর্জুন✓
ⓓ ক্যাপ্টেন সাহেব
ⓑ মিষ্টার রেলওয়ে
ⓒ ক্যাপ্টেন অর্জুন✓
ⓓ ক্যাপ্টেন সাহেব
6.সম্প্রতি প্রয়াত Vasant Raiji কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ফুটবল
ⓑ ক্রিকেট✓
ⓒ হকি
ⓓ দাবা
ⓑ ক্রিকেট✓
ⓒ হকি
ⓓ দাবা
*মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ১০০ বছর
*মুম্বাইয়ে Jolly Cricket Club-এর প্রতিষ্ঠায় তাঁরও অবদান ছিল
*মুম্বাইয়ে Jolly Cricket Club-এর প্রতিষ্ঠায় তাঁরও অবদান ছিল
7.Imtaiyazur Rahman কোন মিউচুয়াল ফান্ডের CEO পদে নিযুক্ত হলেন?
ⓐ ICICI Mutual Fund
ⓑ Muthoot Mutual Fund
ⓒ UTI Mutual Fund✓
ⓓ Bajaj Mutual Fund
ⓑ Muthoot Mutual Fund
ⓒ UTI Mutual Fund✓
ⓓ Bajaj Mutual Fund
8.ডিজিটাল প্লাটফর্মে শিশু যৌন অপব্যবহার রুখতে নেওয়া উদ্যোগের নাম কী?
ⓐ Project Stop
ⓑ Child Sexual Abuse Protect
ⓒ Project Protect✓
ⓓ Project 100
ⓑ Child Sexual Abuse Protect
ⓒ Project Protect✓
ⓓ Project 100
*এই প্রোজেক্টে কাজ করছে ফেসবুক, গুগল এবং মাইক্রোসফট-সহ আরো ১৫টি কোম্পানী
9.Kaizad Bharucha কোন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হচ্ছেন?
ⓐ SBI
ⓑ HDFC✓
ⓒ ICICI
ⓓ PNB
ⓑ HDFC✓
ⓒ ICICI
ⓓ PNB
*আরো ৩ বছরের জন্য তিনি পুনরায় নিযুক্ত হচ্ছেন
* HDFC ব্যাঙ্কের হেড কোয়াটার মুম্বাইয়ে অবস্থিত
*১৯৯৪ সাল থেকে CEO পদে নিযুক্ত আছেন আদিত্য পুরী
* HDFC ব্যাঙ্কের হেড কোয়াটার মুম্বাইয়ে অবস্থিত
*১৯৯৪ সাল থেকে CEO পদে নিযুক্ত আছেন আদিত্য পুরী
10.'World Elder Abuse Awareness Day’ পালন করা হয় কবে?
ⓐ ১৪ই জুন
ⓑ ১৫ই জুন✓
ⓒ ১৬ই জুন
ⓓ ১৭ই জুন
ⓑ ১৫ই জুন✓
ⓒ ১৬ই জুন
ⓓ ১৭ই জুন
*২০২০ সালের থিম হল-'Building Strong Supports for Elders'
11. কোন রাজ্য সরকার হাসপাতাল ট্রু নাট মেশিন চালু করেছে?
a. উত্তর প্রদেশ✓
b. বিহার
c. রাজস্থান
d.আসাম
b. বিহার
c. রাজস্থান
d.আসাম
*উত্তরপ্রদেশ সরকার রাজ্যের COVID-19 পরীক্ষার ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে 75 টি জেলায় সফলভাবে ট্রু নাট মেশিন ইন্সটল
করেছে
*এই মেশিনে একদিনে মোট 15 000 বেশি নমুনা সফল ভাবে পরীক্ষা করা যায়।
*রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিদিন 20000 COVID-19 পরীক্ষা চালানোর লক্ষ্যেই এই মেশিন টি ইন্সটল করেছে
করেছে
*এই মেশিনে একদিনে মোট 15 000 বেশি নমুনা সফল ভাবে পরীক্ষা করা যায়।
*রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিদিন 20000 COVID-19 পরীক্ষা চালানোর লক্ষ্যেই এই মেশিন টি ইন্সটল করেছে
12. কোন রাজ্যে ব্যবহৃত মুখোশগুলো প্রেরণের জন্য"BIN-19" এবং "UV স্পট"নামে একটি ডিভাইস চালু করা হয়েছে?
a. রাজস্থান
b.গুজরাট
c.উত্তরাখান্ড
d.কেরালা✓
b.গুজরাট
c.উত্তরাখান্ড
d.কেরালা✓
13. গ্রামীণ অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য কোন ব্যাংক" গ্রীষ্মকালীন অফার "চালু করেছে?
a. কানাডা ব্যাঙ্ক
b. HDFC ব্যাংক✓
c. YES ব্যাংক
d. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
b. HDFC ব্যাংক✓
c. YES ব্যাংক
d. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
*এই আওতায় গ্রাহকরা ছাড় নো কস্ট ইএমআই, নো ডাউন পেমেন্ট ,ক্যাশবাক, রিওয়ার্ড পয়েন্ট সহ অনেক অফার পাবেন
14. 14 ই জুন বিশ্বব্যাপী কোন দিনটি পালিত হয়?
a. বিশ্ব সেনা সুরক্ষা দিবস
b. বিশ্ব মহিলা দিবস
c. বিশ্ব রক্তদান দিবস✓
d. বিশ্ব শিশু দিবস
b. বিশ্ব মহিলা দিবস
c. বিশ্ব রক্তদান দিবস✓
d. বিশ্ব শিশু দিবস
*এই দিনটি প্রথম 2004 সালে উদযাপিত হয়েছিল
15. ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন?
a. শোভা সাগর
b.কল্যাণ নায়ক
c. বিমালা নাইন
d. সাবিত্রী রাঠোর✓
b.কল্যাণ নায়ক
c. বিমালা নাইন
d. সাবিত্রী রাঠোর✓
*এখনো উড়িষ্যা হাইকোর্টের 16 জন বিচারপতি রয়েছেন
*উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর
*উড়িষ্যার রাজ্যপাল গণেশি লাল
*উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
*উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর
*উড়িষ্যার রাজ্যপাল গণেশি লাল
*উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক
16. সম্প্রতি কোন রাজ্য সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিশুদের জন্য অনলাইন ক্লাস নিষিদ্ধ করেছে?
a. মহারাষ্ট্র সরকার
b.উড়িষ্যা সরকার
c. কর্ণাটক সরকার ✓
d.গুজরাট সরকার
b.উড়িষ্যা সরকার
c. কর্ণাটক সরকার ✓
d.গুজরাট সরকার
*এছাড়াও অনলাইন ক্লাসের নামে অতিরিক্ত ফি আদায় কারি স্কুল গুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নেওয়া হবে বলে সরকার ঘোষণা করেছে।
নেওয়া হবে বলে সরকার ঘোষণা করেছে।
No comments:
Post a Comment