Saturday, June 20, 2020

SLST/ NET/SET HISTORY MCQ প্রাচীন ভারতীয় ইতিহাস Set-7





SLST/ NET/SET HISTORY MCQ
             প্রাচীন ভারতীয় ইতিহাস
                              Set-7

১) বৈদিক সভ্যতার প্রাথমিক পর্বে প্রচলিত ধর্ম কোনটি ছিল?

ক)ভক্তি 
খ)মূর্তিপূজা ও যাগ-যজ্ঞ 
গ)প্রকৃতি পূজা ও যাগ-যজ্ঞ ✓
ঘ)প্রকৃতিপূজা ও ভক্তি


২) নিম্নের কোনটি বেদাঙ্গ?

ক)স্মৃতি 
খ)শ্রুতি 
গ)সংহিতা 
ঘ)নিরুক্ত ✓

৩) "সত্যমেব জয়তে "কোন উপনিষদে র অংশ?

ক)চন্দ্র 
খ)প্রসন্ন 
গ)ইশা
ঘ)মুণ্ডক✓


৪)"নৃত্তি" সংক্রান্ত তথ্য প্রথম কোথায় বলা হয়?

ক)শতপথ ব্রাহ্মণ✓
খ)ঋকবেদ 
গ)উপনিষদ
ঘ) জবলা উপনিষদ


৫) গরুকে সম্পদ রূপে দেখা হতো কোন যুগে?

ক)ঋক বৈদিক যুগ✓
খ)প্রাক বৈদিক যুগ
গ)পরবর্তী বৈদিক যুগ 
ঘ)কোনোটিই নয়


৬) কোনটি লোকায়ত নামে পরিচিত ছিল?

ক)যামিনী 
খ)বৌদ্ধধর্ম 
গ)চার্বাক✓
ঘ)ভগবত

৭) জগতের সৃষ্টির ব্যাখ্যা কোন মন্ডলে আছে?

ক)দশম 
খ)সপ্তম 
গ)পঞ্চম 
ঘ)দ্বিতীয়✓


৮) কোন দুজন পুরোহিত ঋক বৈদিক যুগে বিশেষ ভূমিকা নেয়?

ক)বশিষ্ট ও বাল্মিকী
খ)বশিষ্ঠ ও বিশ্বামিত্র✓ 
গ)বিশ্বামিত্র ও বাল্মিকী
ঘ)বাল্মিকী ও ধ্রুবসেনা


৯) বৈদিক যুগের রাজার নির্বাচনে কে অংশ নিত?

ক)সভা
খ)সমিতি✓ 
গ)গণ 
ঘ)বিধাতা


১০) ঋকবেদে উল্লিখিত "বর্ণ " দ্বারা কিসের পার্থক্য বোঝানো হয়েছে?

ক) দস্যু ও আর্য✓
খ) ব্রাহ্মণ ও ক্ষত্রিয়
গ) বৈশ্য ও শুদ্র
ঘ) আর্য ও শুদ্র


১১) বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কি ছিল?

ক) চাল ও বার্লি
খ) চাল ও দানা শস্য✓
গ) চাল ও গম
ঘ) ফল ও দুধ


১২) নিম্নের কোনটির সঙ্গে আর্য জাতির কোন সম্পর্ক নেই বলে মনে করা হয়?

ক)পার্সি✓
খ)গ্রীক 
গ)ল্যাটিন
ঘ)চাইনিজ

১৩) "গোত্র " কথাটি প্রথম কোথায় পাওয়া যায়?

ক)ঋক বেদ ✓
খ)সাম বেদ
গ)যজুঃ বেদ
ঘ)অথর্ব বেদ

১৪) ভারতে প্রথম সংস্কৃত ব্যাকরণ এর স্রষ্টা পানিনি কোন সময়ের ছিলেন?

ক)খ্রিস্টপূর্ব হাজার শতক 
খ)খ্রিস্টপূর্ব অষ্টম থেকে সপ্তম শতক 
গ)খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতক ✓
ঘ)খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক


১৫) মহাভারতে উল্লেখিত কুরুক্ষেত্রের যুদ্ধ কত দিন চলেছিল বলে মনে করা হয়?

ক)14 দিন 
খ)18 দিন✓ 
গ)22 দিন 
ঘ)12 দিন


১৬) কে অন্য সকলের সমসাময়িক ছিলেন না?

ক)বিম্বিসার 
খ)গৌতম বুদ্ধ
গ)মিলিন্দ✓ 
ঘ)প্রসেনজিৎ


১৭) বৈদিক যুগের সম্পদ বলতে কি বোঝানো হতো?

ক)পশুচারণভূমি 
খ)ঘোড়া
গ)রথ 
ঘ)পশুচারণভূমি এবং ঘোড়া✓


১৮) বৈদিক যুগে মহিলাদের সম্পর্কে কোনটি সঠিক নয়?

ক)তারা সংঘে যেতে পারতো
খ)অবিবাহিত মহিলারা নিজেদের উৎসর্গ করতে পারত
গ)মহিলারা সংঘের প্রধান হতে পারত
ঘ)মহিলারা স্বামী নির্বাচন করতে পারত✓


১৯) উত্তর বিহারের প্রাচীন নাম কি ছিল?

ক)শুরসেন
খ)ভাজ্জি✓
গ)বৎস 
ঘ)অবন্তী


২০) ভারতের দক্ষিণতম মহাজনপদ কোনটি ছিল?

ক)বৃদ্ধি 
খ)অস্মক✓ 
গ)মল্ল  
ঘ)চেদি


২১) বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র কোনটি?

ক) লিচ্ছবি 
খ) কোলিয়া 
গ) শাক্য✓
ঘ) মল্ল


২২) তক্ষশীলা কোন নদী দ্বয়ের মধ্যে অবস্থিত?

ক) সিন্ধু ও বিতস্তা✓
খ) চন্দ্রভাগা ও ইরাবতী
গ) চন্দ্রভাগা ও বিতস্তা
ঘ) ইরাবতী ও বিপাশা


২৩) বৈশালীতে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন কে?

ক)গুপ্ত 
খ)মৌর্য 
গ)নন্দ 
ঘ)লিচ্ছবি✓


২৪) 16 টি মহাজনপদের কথা কোথা থেকে জানা যায়?

ক)মহাভারত 
খ)অঙ্গুত্তর নিকায়✓
গ)মুণ্ডক উপনিষদ 
ঘ)সমুক্ত নিকায়


২৫) পরবর্তী বৈদিক যুগে" বিশ্বাত্মা "কাদের বলা হত?

ক)রাজা ✓
খ)পুরোহিত 
গ)রাজস্ব আদায়কারী 
ঘ)বণিক

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...