Sunday, June 21, 2020

Bengali Current Affairs 22ndJune 2020






Bengali Current Affairs 22ndJune 2020

1.‘World Refugee Day’ পালন করা হয় কবে?

ⓐ ২০শে মার্চ
ⓑ ২০শে জুন✓
ⓒ ২১শে জুন
ⓓ ১৫ই সেপ্টেম্বর

* ২০২০ সালের থিম ছিল- 'Every action counts'

2.ভারতের প্রথম ফার্ম হিসাবে ১১ ট্রিলিয়ন বাজার মূল্য স্পর্শ করলো কোন কোম্পানি?

ⓐ Reliance✓
ⓑ Bajaj
ⓒ TATA
ⓓ Epson

* Reliance কোম্পানির CEO হলেন-মুকেশ আম্বানী

* হেডকোয়াটার- মুম্বাই

3.NIPFP-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হচ্ছেন কে?

ⓐ শক্তিকান্ত দাস
ⓑ রঘুরাম রাজন
ⓒ উর্জিত প্যাটেল✓
ⓓ ডি. সুব্বারাও

* NIPFP-এর পুরো কথা হল-National Institute of Public Finance and Policy
* এর আগে এই পদে ছিলেন-Vijay Kelkar (২০১৪ সাল থেকে)
* ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২৪তম প্রাক্তন গভর্নর ছিলেন-উর্জিত প্যাটেল
* তাঁর কার্যকালের মেয়াদ ছিল-৪ঠা সেপ্টেম্বর ২০১৬ - ১১ই ডিসেম্বর ২০১৮
* রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর হলেন- শক্তিকান্ত দাস

4.কোন সিমেন্ট কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী এবং সুনীল ছেত্রী?

ⓐ JSW Cement✓
ⓑ Ambuja Cement
ⓒ Nagarjuna Cement
ⓓ Dalmia Cement

* এই কোম্পানির 'Leader’s Choice'ক্যাম্পেইনের জন্য এনাদের নিয়োগ করা হয়েছে
* সৌরভ গাঙ্গুলী বর্তমানে Board of Control for Cricket in India (BCCI)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন
* এবং সুনীল ছেত্রী ভারতের জাতীয় ফুটবল দলের এবং ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাবের ক্যাপ্টেন হিসাবে যুক্ত আছেন
* JSW Cement কোম্পানির বর্তমান চেয়ারম্যান-Sajjan Jindal
* হেডকোয়াটার-মুম্বাই

5. Vikram Pawah কোন কোম্পানীর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ Mahindra
ⓑ Ashok Layland
ⓒ BMW India✓
ⓓ Maruti

* এর আগে এই পদে ছিলেন-Rudratej Singh
* BMW-এর সদর দপ্তর- জার্মানীর মিউনিখ শহরে
* প্রতিষ্ঠা- ১৯১৬ সালের ৭ই মার্চ

6.Vijay Khanduja কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?

ⓐ কেনিয়া
ⓑ জিম্বাবোয়ে✓
ⓒ নিউজিল্যান্ড
ⓓ ইরান

* বিজয় খান্দুজা বর্তমানে Ministry of External Affairs (MEA)-এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত আছেন
* জিম্বাবোয়ের রাজধানী-Harare
* মুদ্রার নাম-আমেরিকান ডলার


7.ভারতীয় ক্রিকেটারদের সম্মান জানাতে বিরাট কোহলি, শচীন তেন্ডুলকর এবং কপিল দেবের নামে রাস্তার নামকরন করছে কোন দেশ?

ⓐ অস্ট্রেলিয়া✓
ⓑ পাকিস্তান
ⓒ নিউজিল্যান্ড
ⓓ ইংল্যান্ড

* রাস্তা গুলির নাম হলো-Tendulkar Drive, Kohli Crescent এবং Dev Terrace
* এছাড়া পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন ওয়াসিম আক্রামের নামে রাস্তার নাম হল-Akram Way


8.গরিব কল্যাণ রোজগার অভিযানের জন্য কত তহবিল বরাদ্দ করা হয়েছে?

a.50 হাজার কোটি✓
b.30হাজার কোটি
c.25 হাজার কোটি
d.40 হাজার কোটি

9.‘A Burning’-শিরোনামে নোভেল রিলিজ করলো কে?

ⓐ মেঘা মজুমদার✓
ⓑ কিরণ মজুমদার সাউ
ⓒ শশী থারুর
ⓓ অনিতা দেশাই

* এই বইটি New York Times Best selling হয়েছে
* উপন্যাসটিতে এমন এক মহিলার গল্প বলা হয়েছে যিনি ট্রেনে সন্ত্রাসবাদী হামলার মুখোমুখি হয়েছিলেন

10.করোনা মোকাবিলার জন্য ভারতকে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে কোন ব্যাঙ্ক?

ⓐ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
ⓑ বিশ্ব ব্যাঙ্ক
ⓒ Asian Infrastructure Investment Bank✓
ⓓ Bank of America (BAC)
* হেডকোয়াটার-বেজিং, চীন
11. কোন ব্যাংক তার কার্যক্রমকে পুরোপুরি ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে?

a .ব্যাঙ্ক অফ বরোদা✓
b.পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
c. কানাডা ব্যাঙ্ক
d.স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

*ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক ,ব্যাঙ্ক অফ বরোদা কৃষি, বাড়ি ,অটো এবং ব্যক্তিগত লোন সহ বিভিন্ন ক্রিয়া-কলাপ কে পুরোপুরি ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে। দুই মাসের মধ্যেই ডিজিটাল বিভাগ স্থাপনের পরিকল্পনা চলছে।
12. সম্প্রতি গুলজার দেহলভী মারা গেছেন ।তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?

a. লেখক
b.গায়ক
c. রাজনীতিবিদ
d.মুক্তিযোদ্ধা✓

*1975 সালের উর্দুতে প্রকাশিত একমাত্র বিজ্ঞান ম্যাগাজিন "বিজ্ঞান কি দুনিয়া " এর সম্পাদক ছিলেন তিনি
এছাড়া সারা ভারতজুড়ে উর্দু স্কুল স্থাপনের কৃতিত্ব তার ছিল । স্কুলে অধ্যায়নের সাথে সাথে স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন

13. জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশনের একটি বিশেষ উদ্যোগ "সহকার মিত্র: ইন্টার্নশিপ স্কিম" কে চালু করেছিলেন?

a. প্রশান্ত ভাহিয়া
b. পীযূষ গোয়েল
c. কপিল সিবাল
d. নরেন্দ্র সিং তমার✓

*এই প্রকল্পের আওতায় তরুণ পেশাদাররা সমবায় সমিতির বেতনভুক্ত ইন্টার্ন হিসেবে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন এবং শেখার সুযোগ পাবেন।
14. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কয়েকটি কয়লা খনির নিলাম চালু করবে?

a. 40
b.41✓
c.42
d.43



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...