Sunday, June 21, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৬৮





আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৬৮

২১) Book + Pen=78 হলে University=?

ক)122   খ)135   গ)163✓  ঘ)201

B+o+o+k=2+15+15+11=43
P+e+n= 16+5+14=35
43+35=78

 U+ n +I +v +e+ r +s +I +t +y
=21+14+9+22+5+18+19+9+20+25=162


২২)15,61,245,?

ক)972   খ)984   গ)981✓  ঘ)966

15*4=60+1=61
61*4=244+1=245
245*4=980+1=981


১) কোন গ্রহকে আকাশের রত্ন বলে?

ক) বুধ 
খ)শুক্র ✓
গ)মঙ্গল
ঘ) বৃহস্পতি

২) কোন গ্রহের একদিন পৃথিবীর এক বছরের চেয়েও বড়?

ক) শুক্র✓
খ) বৃহস্পতি
গ) নেপচুন
ঘ) ইউরেনাস

৩) ধ্বসজনিত কারণে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন সময়?

ক) গ্রীষ্মকালে
খ) বর্ষাকাল✓
গ) শীতকাল 
ঘ)বসন্তকাল


৪) পৃথিবীর কোন মহাসাগরের উপকূল সর্বাধিক সুনামি প্রবণ?

ক)প্রশান্ত মহাসাগর ✓
খ)আটলান্টিক মহাসাগর
গ)ভারত মহাসাগর
ঘ)সুমেরু মহাসাগর



৫)খরা হলে বার্ষিক বৃষ্টিপাতের স্বাভাবিকের তুলনায় কত কম হয়?

ক)50 % 
খ)60%
গ)75 %✓
ঘ)90 %



৬)"সাচ্চা বাদশাহ" নামে কে পরিচিত ছিলেন?

ক)নানক 
খ)হরগোবিন্দ ✓
গ)তেগ বাহাদুর 
ঘ)গুরু গোবিন্দ সিং


৭) লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন?

ক) মোহাম্মদ ঘুরি 
খ)কুতুবউদ্দিন আইবক 
গ)ইলতুৎমিস 
ঘ)বক্তিয়ার খলজি✓


৮) নিম্নলিখিত কোন গ্রন্থ বলবনের সময়কার বিবরণ বর্ণনা করে?

ক) তহকিক -ই -হিন্দ
খ) তারিখ-ই-ফিরোজশাহী✓
গ)পাদশাহনামা 
ঘউপরের কোনোটিই নয়

৯)মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামানের ব্যবহার চালু করেন?

ক) বাবর✓
খ) আকবর 
গ) হুমায়ুন 
ঘ) শাহজাহান

১০) দিল্লির আলাই দরওয়াজা কার নির্দেশে নির্মিত হয়?

ক)গিয়াসউদ্দিন তুঘলক 
খ)আলাউদ্দিন খলজি ✓
গ)মহম্মদ বিন তুঘলক 
ঘ)ফিরোজ শাহ তুঘলক


১১)বাংলার কোন অঞ্চল বস্ত্র শিল্পের জন্য খ্যাত ছিল?

ক) হাওড়া ও হুগলি 
খ) নদীয়া ও চট্টগ্রাম
গ)হুগলি ও বর্ধমান 
ঘ)ঢাকা ও মুর্শিদাবাদ✓

১২) কোনটি বৌদ্ধ সংস্কৃতির অংশ?

ক) স্তুপ
খ) চৈত্য
গ) বিহার 
ঘ) সবকটি✓

১৩) নিম্নের কোন শাসক পৃথক কৃষি দপ্তর তৈরি করেছিলেন?

ক)বলবন 
খ)আকবর 
গ)শেরশাহ
ঘ)মুহাম্মদ বিন তুঘলক✓


১৪) বাহমনী সাম্রাজ্যের রাজধানী কোনটি?

ক) ওয়ারঙ্গল
খ) দেবগিরি
গ) ইলিচপুর 
ঘ) গুলবর্গা✓

১৫)আকাশকে নীল দেখায় বায়ুমন্ডলের কোন উপাদান এর উপস্থিতির জন্য?

ক)অক্সিজেন 
খ)জলীয়বাষ্প 
গ)ধূলিকণা✓ 
ঘ)কার্বন-ডাই-অক্সাইড


১৬) সৌরতাপ বণ্টনে বায়ুমন্ডলে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?

ক) নাইট্রোজেন 
খ)অক্সিজেন 
গ)কার্বন ডাই অক্সাইড✓ 
ঘ)হাইড্রোজেন


১৭)"বোসন কণা " এর সাথে কোন বিজ্ঞানীর নাম জড়িত?

ক)জগদীশচন্দ্র বসু 
খ)সুভাষচন্দ্র বসু 
গ)সত্যেন্দ্রনাথ বসু ✓
ঘ)কোনাটিই নয়

১৮) সোডিয়াম থায়োসালফেট কি প্রকৃতির?

ক)জারক✓
খ)অনুঘটক 
গ)বিজারক 
ঘ)উপরের কোনোটিই নয়

১৯)নীচের জোড়গুলির কোনটিতে একটি ধাতুকল্প আছে ?

 ক) জিঙ্ক ও অ্যালুমিনিয়াম 
 খ) আয়রন ও কপার  
 গ) টিন ও আরসেনিক✓  
 ঘ) ক্যাডমিয়াম ও মারকারি  



২০)কোন ধাতুটি অ্যাসিড ও ক্ষার উভয়ের সহিত বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে সেটি হল :

 ক) সোডিয়াম  
 খ) ম্যাগনেসিয়াম  
 গ) জিঙ্ক  ✓
 ঘ) লৌহ


২১) নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার রূপে স্বীকৃত নয়?

ক)সাম্যের অধিকার
খ)শোষণের বিরুদ্ধে অধিকার 
গ)যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার✓ ঘ)স্বাধীনতার অধিকার


২২) অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে?

ক)পার্লামেন্টের যে কোন কক্ষে 
খ)লোকসভা ✓
গ)রাজ্যসভা 
ঘ)ওপরের কোনোটিই নয়

২৩)সংবিধানের কত নম্বর ধারায় বিনা পারিশ্রমিকে  শ্রমদান নিষিদ্ধ করা হয়েছে?

ক) 21 নং
খ) 22 নং
গ) 23 নং✓ 
ঘ) 24 নং


২৪)সংবিধানের কোন ধারা অনুযায়ী মৌলিক অধিকার বিরোধী কোন আইন বাতিল হয়ে যায়?

ক)12 নং 
খ)13 নং✓
গ)14 নং 
ঘ)15 নং


২৫) "বক্সা টাইগার রিজার্ভ "কোন রাজ্যে অবস্থিত?

ক)পশ্চিমবঙ্গ✓
খ)উড়িষ্যা 
গ)বিহার 
ঘ)ঝাড়খন্ড

২৬) "পোস্টিং আপ" কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?

ক)ক্রিকেট
খ)ফুটবল 
গ)বাস্কেটবল ✓
ঘ)ব্যাডমিন্টন

২৭) ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত?

ক) পশ্চিমবঙ্গ
খ) কর্ণাটক
গ) কেরালা ✓
ঘ) গুজরাট

২৮) তারাশঙ্করের কোন উপন্যাসে" নীরা " চরিত্রটি আছে?

ক) চৈতালি ঘূর্ণি
খ) নব দিগন্ত
গ) মহাশ্বেতা √
ঘ) কবি


২৯) 25,125,130,?,655,3275

ক)715
খ)650✓
গ)600
ঘ)581


৩০) লালকেল্লা : ভারত : : আইফেল টাওয়ার : ?

ক) ইতালি 
খ)জাপান 
গ)যুক্তরাজ্য 
ঘ)ফ্রান্স✓

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...