Thursday, July 9, 2020

WBP Interview class-15 পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি



WBP Interview class-15
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি


পূর্ব মেদিনীপুর জেলা

১)পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের একটি জেলা। এই জেলার উত্তরে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা; পূর্বে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা রাজ্য।

  তমলুক, কাঁথি ও হলদিয়া মহকুমাগুলি নিয়ে গঠিত হয় ‘পূর্ব মেদিনীপুর’ জেলা।   কাঁথি মহকুমাটিকে ভেঙে এগরা মহকুমা গঠন করা হয়।


২) পূর্ব মেদিনীপুর জেলা সদর দপ্তর কোথায় অবস্থিত?

-তমলুক


৩) এই জেলা কত সালে তৈরি হয়েছে?

-2002 সালের 1 জানুয়ারি


৪) এই জেলায় কয়টি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?

 • লোকসভা কেন্দ্র-

কাঁথি (কাঁথি), তমলুক, ঘাটাল (আংশিকভাবে), মেদিনীপুর (আংশিকভাবে)

 • বিধানসভা আসন-16 টি

তমলুক, পাশকুরা পূর্ব, পাশকুরা, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চাঁদপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা


৫) এই জেলার যানবাহনের কোড সংখ্যা কত?

-WB 29


৬) জনসংখ্যা (২০১১) 

- ৫,৫০,০০০


৭) জনঘনত্ব

-১২০/বর্গকিমি (৩০০/বর্গমাইল)


৮) সাক্ষরতা

-৮৭.৬৬ শতাংশ


৯)  লিঙ্গানুপাত

-৯৩৬


১০) পূর্ব মেদিনীপুর জেলার থানার সংখ্যা

- GEN Police Station-21 টি
- Women Police Station-2 টি
- Coastal Police Station -5 টি
- Cyber Police Station -1 টি



১১) পূর্ব মেদিনীপুর জেলার SPএর নাম কি?

-Ms Indira Mukherjee


১২) পূর্ব মেদিনীপুর জেলার D Mএর নাম কি?

-শ্রী পার্থ ঘোষ, WBCS



১৩) প্রধান মহাসড়ক

-NH 16, NH 116, NH 116বি


১৪) এই জেলার দর্শনীয় স্থান-

-তামলুক,একটি জনপ্রিয় পিকনিক স্পট। 

*দেবী বর্গভীমা মন্দির  (১১৫০ বৎসরের প্রাচীন কালি মন্দির এবং এটি ৫১ শক্তিপিঠের মধ্যে একটি। পুরাণের মতে, সতি / পার্বতির বাম পায়ের গোরলি এখানে পড়ে ছিল।)

*তমলুকের প্রত্নতাত্ত্বিক জাদুঘর  (এখানে তাম্র (তাম্র) যুগের প্রত্নবস্তু রয়েছে এবং গ্রীক শিলালিপিগুলিতে একটি তম্রলিপ্ত সংরক্ষণ করেছে।  ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে সেই সময়ে বিপ্লবী দল অনুশিলন সমিতি এবং গুপ্ত সমিতির একটি গোপন কেন্দ্র হিসেবে এটি বিখ্যাত ছিল।)

*জগন্নাথ মন্দির

*হরি মন্দির

*মহাপ্রভু মন্দির

*রাম জী মন্দির

*রাজবাড়ী মন্দির 

*মহিষাদল  (একটি  পিকনিক স্পট)


*দীঘা (দিঘা পূর্ব মেদিনীপুর জেলার একটি সমুদ্র সৈকত শহর)

*মন্দারমনি  (মন্দারমণি হল  বঙ্গোপসাগরের তীরে একটি ছোট সমুদ্র সৈকত।  এটি একটি  ছোট মৎস বন্দর এবং একটি দ্রুত উন্নয়নশীল পর্যটক স্থান।

* হলদিয়া (একটি প্রধান বাণিজ্য বন্দর)



১৫) অর্থনীতি

পূর্ব মেদিনীপুর জেলা কৃষি ও শিল্প দুই ক্ষেত্রেই যথেষ্ট অগ্রসর। এই জেলায় অবস্থিত হলদিয়া শিল্পাঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল। এই জেলার দিঘা, মান্দারমনি, তাজপুর - সমুদ্রসৈকতগুলি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।



১৬) নদীসমূহ

রূপনারায়ণ, হলদী, কংসাবতী, চাঁদীয়া









পশ্চিম মেদিনীপুর জেলা

১) পশ্চিম মেদিনীপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত মেদিনীপুর বিভাগের একটি জেলা। ২০০২ সালের ১লা জানুয়ারী বৃহত্তর অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুই ভাগে বিভক্ত করে এই জেলা প্রতিস্থাপিত হয়। 


২) পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তর

-মেদিনীপুর


৩) পশ্চিম মেদিনীপুর জেলা কত সালে তৈরি হয়েছে?

-২০০২ সালের ১লা জানুয়ারী বৃহত্তর অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুই ভাগে বিভক্ত করে এই জেলা প্রতিস্থাপিত হয়।


৪) পশ্চিম মেদিনীপুর জেলায় কতগুলি মহাকুমা আছে?

 এই জেলা ৩-টি মহকুমা নিয়ে গঠিত যথা, খড়গপুর, ঘাটাল, মেদিনীপুর সদর 



৫) পশ্চিম মেদিনীপুর জেলার লোকসভা এবং বিধানসভা কেন্দ্র

 •  লোকসভা কেন্দ্রগুলি-৩টি

মেদিনীপুর, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি)

 •  বিধানসভা কেন্দ্রগুলি -১৫ টি

দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাশপুর, ঘাটাল, চন্দ্রকোণা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর


৬) এই জেলার যানবাহনের কোড সংখ্যা কত?

-WB-34


৭) জনসংখ্যা (২০১১)

-৫৯,৪৩,৩০০


৮)  জনঘনত্ব

৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)


৯)  সাক্ষরতা

৭৯.০৪%


১০) লিঙ্গ অনুপাত
৯৬০



১১) প্রধান মহাসড়ক

-NH6, NH60



১২)পশ্চিম মেদিনীপুর জেলার থানার সংখ্যা কয়টি?

-GEN Police Station-20 টি
- Women Police Station-2 টি
- Cyber Police Station -1 টি



১৩) পশ্চিম মেদিনীপুর জেলার DM এর নাম কি?

-Dr.Rashmi Kamal, IAS


১৪) পশ্চিম মেদিনীপুর জেলার SP এর নাম কি?

-Sri Dinesh Kumar, IPS



১৫)উল্লেখ্য শহরসমূহ

-মেদিনীপুর সদর এই জেলার জেলা শহর। এছাড়া বাকি গুরুত্ত্বপূর্ণ শহরগুলি হলঃ খড়্গপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, বেলদা, চন্দ্রকোণা, রামজীবনপুর, গড়বেতা, বালিচক, দাঁতন, মোহনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, কেশিয়াড়ী, কেশপুর, নারায়ণগড়, সবং এবং দাসপুর



১৬) দর্শনীয় স্থানসমূহ-

*পটচিত্র গ্রাম (পিংলা থানার নয়া) (GI ট্যাগ পেয়েছে)

*চিল্কিগড়

*গোপগড় হেরিটেজ পার্ক 

*হাতিবাড়ি অরন্য ও পাখিরালয়

*গুড়্গুড়িপাল হেরিটেজ পার্ক

*গনগনি (বাংলার গ্রান্ড ক্যানিয়ন)

*রামেশ্বর মন্দির ও তপোবন 

*প্রয়াগ ফিল্ম নগরী (উদ্বোধন করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান)




১৭) এই জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নাম কি?

*ক্ষুদিরাম বসু (জন্ম 1889,3 ডিসেম্বর মৌবনি গ্রাম)

*ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (জন্ম 1820, 26 শে সেপ্টেম্বর বীরসিংহ গ্রাম )

*মাতঙ্গিনী হাজরা
*ব্যোমকেশ চক্রবর্তী
*নরসিংহ মল্লদেব
*মানবেন্দ্রনাথ রায়



১৮)পর্যটন স্থল

খড়গেশ্বর শিব মন্দির, ঊমাপতি শিব মন্দির, মালেশ্বর মহাদেব মন্দির, নবরত্ন মন্দির, খালসা শিব মন্দির, গড়বেতা মন্দির, কোনোরেশ্বর মন্দির, রাধাবল্লভজিউ মন্দির, কর্ণগড় মন্দির, কালী মন্দির, পীর লোহানি বাবার সমাধি, জোড়া মসজিদ ইত্যাদি।



১৯) অর্থনীতি

-এই জেলা মূলত কৃষিভিত্তিক জেলা যেখানে ধান, তুঁত, আম, পেয়ারা, লেবু, কাজু বাদাম, কলা এবং কাঁঠালর চাষ হয়।


২০) নদ-নদী

-সুবর্ণরেখা ,কসাই










ঝাড়্গ্রাম জেলা 

১) ঝাড়গ্রাম জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি পশ্চিমবঙ্গের ২২তম জেলা


২) ঝাড়্গ্রাম জেলা সদর দপ্তর কোথায় অবস্থিত?

- ঝাড়গ্রাম 


৩) এই জেলা কত সালে তৈরি হয়েছে?

-২০১৭ সালের ৪ এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলাটি গঠিত হয়।


৪) এই জেলায় কয়টি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র আছে?

 • লোকসভা কেন্দ্র ১ টি -ঝাড়গ্রাম

 • বিধানসভা আসন ৪ টি - ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর


৫)জনসংখ্যা (২০১১)

-১১,৩৭,১৬৩

 ৬) সাক্ষরতা
৭০.৯২%


৭) প্রধান মহাসড়ক

৬ নং জাতীয় সড়ক, ৫ নং রাজ্য সড়ক, ৯ নং জাতীয় সড়ক


৮) প্রশাসনিক বিভাগ -

ঝাড়গ্রাম জেলা ১০টি থানা, ৮টি সমষ্টি উন্নয়ন ব্লক, ৮টি পঞ্চায়েত সমিতি, ৭৯টি গ্রাম পঞ্চায়েত, ২,৯৯৬টি মৌজা, ২৫১৩টি গ্রাম, ১টি পুরসভা ও ১টি জনগণনা নগর নিয়ে গঠিত। এই জেলার একমাত্র পুরসভাটি হল জেলাসদর ঝাড়গ্রাম ।


৯) ঝাড়গ্রাম জেলার SP এর নাম কি?

-অমিত কুমার  রাথোড, IPS



১০) ঝাড়গ্রাম জেলার DM এর নাম কি?

-আয়েশা রানী এ., IAS


১১) অর্থনীতি -

এই এলাকার প্রধান অর্থনীতি ব্যবসা ও চাষ। কিছু লোক সরকারি কর্মচারী, স্কুল শিক্ষক এবং অন্যান্য বেসরকারী খাতে চাকরি করে।


১২) সংস্কৃতি-

ঝাড়গ্রাম উপজাতীয় নৃত্যের স্বর্ণ কোষাগার।
উপজাতীয় সংস্কৃতির পাশাপাশি নিয়মিত বাঙালির উৎসব যেমন দুর্গা পূজা, সরস্বতী পূজা এবং কালী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া শীতলা,মনসা, দোলযাত্রা, রাস যাত্রা, জন্মাষ্টমি, ভীম পূজা, জগন্নাথের রথযাত্রা প্রভৃতি পূজায় সাথে অন্যান্য সাধারণ পূজাও সংঘটিত হয়।

ঝাড়গ্রামে অনেক মেলা এবং সভাযাত্রা স্থান পায়। ঝাড়গ্রামের বিখ্যাত মেলা হল জঙ্গলমহল উৎসব, ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব, রঙ্গ মাটি মনুষ, শ্রাবনী মেলা, বৈশাখী মেলা, মিলান মেলা।



১৩) ঝাড়গ্রাম জেলার পর্যটন স্থান

-বাঁদর ভুলা সংগ্রহশালা,
তপবন
দেউলবারের রামেশ্বর মন্দির
ঝিল্লি পাখিরালয়
হাতিবাড়ি
ডিয়ার পার্ক
সাবিত্রী মন্দির
ঝাড়গ্রাম রাজবাড়ি


No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...