Bengali Current Affairs 11 th July, 2020
1.ভারতের সবথেকে বড়ো প্রজাপতির তকমা পাওয়া 'Himalayan Golden Birdwing'-এর ডানার আকার কত?
ⓐ ১০৬ মি.মি.
ⓑ ১৯৪ মি.মি.✓
ⓒ ৮০ মি.মি.
ⓓ ১৩৫ মি.মি.
▣ এই প্রজাতির সন্ধান মিলেছে উত্তরাখন্ডের পিথরাগড় জেলার ডিডিহাট শহরে
2.আগত ঈদে বিভিন্ন ধর্মীয় পশু বিক্রি করতে ‘ডিজিটাল হাট’-নামে পোর্টাল লঞ্চ কোন দেশ?
ⓐ বাংলাদেশ✓
ⓑ পাকিস্তান
ⓒ সৌদি আরব
ⓓ আফগানিস্তান
▣ বাংলাদেশের রাজধানী- ঢাকা
▣ বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা
▣ মুদ্রার নাম- টাকা
3.আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রত্যাহার করলো কোন দেশ?
ⓐ জাপান
ⓑ চীন
ⓒ আমেরিকা✓
ⓓ ইংল্যান্ড
▣ আমেরিকার রাজধানী- ওয়াশিংটন
▣ বর্তমান রাষ্ট্রপতি- ডোনাল্ড ট্রাম্প
▣ মুদ্রার নাম- United States Dollar
▣ WHO-এর পুরো কথা - World Health Organization
▣ হেডকোয়াটার- জেনেভা, সুইজারল্যান্ড
▣ প্রতিষ্ঠা সাল- ১৯৪৮ সালের ৭ই এপ্রিল
▣ বর্তমান ডিরেক্টর-জেনারেল- Tedros Adhano
4.গুগল তার কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম পরিবর্তন করে 'Google Currents' রাখলো?
ⓐ Google Blogger
ⓑ Google Plus✓
ⓒ Google Reel
ⓓ Google Chat
▣ বিভিন্ন সংস্থা ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতেই এই উদ্যোগ
▣ গুগলের হেডকোয়াটার- মাউন্টেন ভিউ,ক্যালিফোর্নিয়া
▣ বর্তমান CEO হলেন- সুন্দর পিচাই
5.‘Mahaveer: The Soldier who never died’ শিরোনামে গল্পটির প্রেক্ষাপট কী?
ⓐ ধর্মীয় দ্বন্দ্ব
ⓑ রাজনীতি
ⓒ দেশপ্রেম✓
ⓓ অলীক কল্পনা
▣ এই গল্পটি লিখেছেন পুরস্কারজয়ী লেখক এ.কে. শ্রীকুমার এবং তাঁর স্ত্রী রূপা শ্রীকুমার
6.সম্প্রতি প্রয়াত বলিউড অভিনেতা Syed Ishtiaq Ahmed Jaffreyনিম্নের কোন সিনেমায় অভিনয় করেছেন?
ⓐ শোলে✓
ⓑ কানুন
ⓒ কহিনুর
ⓓ আপনা ঘর
▣ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮১ বছর
▣ তিনি 'Jagdeep'-নামেই বেশী পরিচিত
7.উপজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য কত জন সদস্যের একটি কমিশন গঠন করলো গুজরাট?
ⓐ ৩ জন
ⓑ ১০ জন
ⓒ ৫ জন✓
ⓓ ৭ জন
▣ Rabari, Bharwad এবং Charan-নামক জাতির অধিকার সংরক্ষণের জন্যই এই কমিশন কাজ করবে
▣ গুজরাটের রাজধানী-গান্ধীনগর
▣ বর্তমান মুখ্যমন্ত্রী- বিজয় রূপানি
▣ বর্তমান রাজ্যপাল- Acharya Devvrat
8.Yes Bank-এ কত কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক?
ⓐ ১৫০০ কোটি
ⓑ ১৭৬০ কোটি✓
ⓒ ১৭৭০ কোটি
ⓓ ৩০০০ কোটি
▣ State Bank of India-র হেডকোয়াটার- মুম্বাই
▣ প্রতিষ্ঠা সাল- ১৯৫৫ সালের ১লা জুলাই
▣ বর্তমান চেয়ারপারসন- Rajnish Kumar
▣ ট্যাগলাইন-"Pure banking, nothing else", With you- all the way” “A bank of the common man"
▣ Yes Bank-এর হেডকোয়াটার- মুম্বাই
▣ ট্যাগলাইন-Experience our Expertise
▣ প্রতিষ্ঠা সাল-২০০৪
▣ প্রতিষ্ঠাতা- রানা কাপুর
▣ বর্তমান CEO হলেন- প্রশান্ত কুমার
9.‘India Global Week 2020’ কদিন ব্যাপী পালন করা হবে?
ⓐ ৭ দিন
ⓑ ৫ দিন
ⓒ ৩ দিন✓
ⓓ ১০ দিন
▣ এবারের থিম হল- 'Be The Revival: India and a Better New World'
▣ মোট ৩০টি রাষ্ট্র থেকে ৫০০০ জন অংশ গ্রহণ করবে এই ভার্চুয়াল কনফারেন্সে
10.যুবসমাজকে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়ার জন্য NSDC কোন কোম্পানির সঙ্গে পার্টনারশীপ গড়লো?
ⓒ Microsoft✓
ⓓ IBM
▣ NSDC-এর পুরো কথা- National Skill Development Corporation
▣ হেডকোয়াটার- নিউ দিল্লি
▣ প্রতিষ্ঠা সাল- ২০০৮
▣ বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হলেন- মনিশ কুমার
▣ Microsoft-এর হেডকোয়াটার-রেডমন্ড, ওয়াশিংটন
▣ প্রতিষ্ঠাতা- Bill Gates, Paul Allen
▣ বর্তমান CEO হলেন- Satya Nadella
No comments:
Post a Comment