WBP Interview class-16
পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি
কালিম্পং জেলা
১) কালিম্পং জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। পশ্চিমবঙ্গের ২১তম জেলা ।
২) কালিম্পং জেলা কবে গঠিত হয়?
-১৪ ফেব্রুয়ারি ২০১৭ সালে (দার্জিলিং জেলার কালিম্পং মহকুমা পৃথক ভাবে কালিম্পং জেলা হিসাবে পরিচিত হয়। )
৩) কালিংপং দিবস
-১৪ ফেব্রুয়ারি (১৪ ফেব্রুয়ারি দিনটি পশ্চিমবঙ্গে ‘কালিম্পং দিবস' হিসেবে পালিত হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷)
৪) কালিম্পং জেলা সদর দপ্তর কোথায় অবস্থিত?
-কালিংপং
৫) সামরিক গুরুত্ব
ভারতীয় সেনাবাহিনী-র ২৭ তম মাউন্টেন ডিভিশন এখানে অবস্থিত।
৬) এই জেলা কয়টি লোকসভা এবং বিধানসভা কেন্দ্র রয়েছে?
-লোকসভা নির্বাচন এলাকা দার্জিলিং, বিধানসভা নির্বাচন এলাকা কালিংপং
৭) এই জেলার যানবাহনের কোড সংখ্যা কত?
-WB 78, WB 79
৮) জনসংখ্যা
জনসংখ্যা (২০১১) • মোট ৪৯,৪০৩
৯) জনঘনত্ব
- ৪০.৭০/বর্গকিমি (১০৫.৪/বর্গমাইল)
১০) এখানে সাক্ষরতার হার
-৭৯%
১১) এই জেলার নামের অর্থ কি?
- কালিম্পং নামের সঠিক উৎস অজ্ঞাত। সর্বজনগ্রাহ্য মত হল, তিব্বতি ভাষায় কালিম্পং মানে রাজার মন্ত্রীদের সভা (বা বেড়া)। কথাটি এসেছে কালোন (রাজার মন্ত্রী) ও পং (বেড়া) শব্দদুটি থেকে। অন্য মতে, লেপচা ভাষায় কালিম্পং শব্দটির অর্থ যে শৈলশিরায় আমরা খেলা করি।
১২) কালিম্পং জেলার প্রশাসনিক এলাকা
- কালিম্পং জেলা একটি মহুকুমা (কালিম্পং মহকুমা), কালিম্পং পুরসভা এবং কালিম্পং-১, কালিম্পং-২ ও গোরুবাথান ব্লক তিনটি নিয়ে গঠিত। কালিম্পং-১ ব্লকে একটি থানা আছে, কালিম্পং-২ ব্লকে একটিও থানা নেই, গোরুবাথান ব্লকে দুটি থানা আছে।
এই ব্লকে ৪২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতগুলি কালিম্পং-১, কালিম্পং-২ ও গোরুবাথান ব্লকের অধীনস্থ।
১৩) কালিম্পং জেলার SP এর নাম কি?
-Sri Hare krishna Pai
১৪) কালিম্পং জেলার DM এর নাম কি?
-Smt. R. Vimala
১৫) এই জেলার উল্লেখযোগ্য নদ নদী
-তিস্তা ,জলঢাকা
১৬) কালিম্পং এর দর্শনীয় স্থানসমূহ-
*গৌরীপুর হাউজ (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্নকে ধারণ করে আছে বিখ্যাত গৌরিপুর হাউস। স্থানীয়ভাবে ‘চিত্রাভানু’ নামে পরিচিত।)
*রিশপ–রিম্বিক (সেরা পর্যটন কেন্দ্র)
*ডেলো পাহাড় ( কালিম্পংয়ের সবচেয়ে উঁচু পয়েন্ট। এখান থেকে কালিম্পং শহরটির শোভা সবচেয়ে ভালো দেখা যায়। )
*কালিম্পং আর্টস অ্যান্ড ক্রাফ্ট সেন্টার ( কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা ঐতিহাসিক সামগ্রী রয়েছে। )
*তিস্তা বাজার (কালিম্পংয়ে এলে প্রায় সব পর্যটকই এই বাজারে আসেন। সস্তায় নানা সামগ্রী পাওয়া যায় এখানে।)
*জ্যাং ঢোগ পালরী ফোডাং (ডুরপিন মনাষ্ট্রি নামেও এটি পরিচিত। কালিম্পং এর সবচেয়ে বড় এই মনাষ্ট্রি)
*লেপচা মিউজিয়াম (জীবন জগত ও সংস্কৃতির নানা ধরনের লিখিত নিদর্শন ও লেপচা বাদ্যযন্ত্রের সমাহার রয়েছে এখানে।)
* পাইনভিউ নার্সারী (এটি ক্যাকটাস নার্সারী নামেও পরিচিত। কালিম্পং এর পর্যটক আকর্ষণের অন্যতম জনপ্রিয় কেন্দ্র এটি।)
*হনুমান মন্দির ( হনুমান দেবতার জন্য বিখ্যাত স্থানটি। )
*গল্ফ কোর্স (কালিম্পং এর অন্যতম আকর্ষণীয় জায়গা গল্ফ কোর্স।)
কালিম্পং হস্তশিল্প কেন্দ্র
থারপা চোলিং মঠ - পুরানো ভাস্কর্য ও তথ্য সংরক্ষণালয়।
থোংসা মঠ - এলাকার সবচেয়ে পুরানো মঠ।
ধর্মোদয় বিহার - নেপালি বৌদ্ধ মন্দির।
পর্নমি মন্দির এবং মঙ্গল ধাম
দুরপিন দন্ড
লোলেগাঁও
রোমান ক্যাথলিক চার্চ
ম্যাক ফারলেন চার্চ
মর্গ্যান হাউস
সায়েন্স সিটি
উত্তর দিনাজপুর
১) উত্তর দিনাজপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা বিভাগের একটি জেলা।
২) উত্তর দিনাজপুর জেলা কবে গঠিত হয়?
-এই জেলার জন্ম হয় ১৯৯২ সালের ১লা এপ্রিল( পুর্ব্বতন দিনাজপুর জেলাকে দুটি ভাগে বিভক্ত করে।)
৩) এই জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?
-রায়গঞ্জ এই জেলার জেলাসদর৷
৪) উত্তর দিনাজপুর জেলা কয়টি মহকুমা নিয়ে গঠিত?
-এটি রায়গঞ্জ মহকুমা এবং ইসলামপুর মহকুমা নিয়ে গঠিত
৫) এই জেলার লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্র কয়টি?
• লোকসভা কেন্দ্র ১ টি , (রায়গঞ্জ)
• বিধানসভা আসন ৯ টি ( চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার,)
৬) এই জেলার যানবাহনের কোড সংখ্যা কত?
- WB 60, WB 59
৭) জেলার জনসংখ্যা
-জনসংখ্যা (২০১১) • মোট ৩০,০৭,১৩৪
• জনঘনত্ব ৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
• সাক্ষরতা ৫৯.০৭
• লিঙ্গানুপাত ৯৩৯
৮) প্রধান মহাসড়ক
-৩১ নং জাতীয় সড়ক, ৩৪ নং জাতীয় সড়ক
৯) উত্তর দিনাজপুর জেলার SP এর নাম কি?
-Sri Sumit Kumar
১০) উত্তর দিনাজপুর জেলার DM এর নাম কি?
-Shri Arvind Kumar Mina
১১) এই জেলার নামের অর্থ কি?
-জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত৷ পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিবঙ্গে যুক্ত হলে পরে তার উত্তরাংশ এবং বিহারের কিশানগঞ্জের ইসলামপুর অঞ্চলকে এক করে উত্তর দিনাজপুর জেলার আত্মপ্রকাশ ঘটে৷
১২) অর্থনীতি
উত্তর দিনাজপুর একটি কৃষিপ্রধান, এবং খনিজ অপ্রতুল জেলা৷ ধানচাষের জন্য জেলাটি স্বনামধন্য; বিগত কিছু বছর ধরে ভুট্টাচাষে উন্নতিসাধন সম্ভব হয়েছে৷ প্রতিটি ব্লকেই উন্নতমানের পাটচাষ হয়৷ পাটকে কেন্দ্র করে কিছু কুটিরশিল্পকেন্দ্র গড়ে উঠেছে৷ জেলাটির উত্তরভাগে আনারসের চাষ উৎকৃৃষ্ট, তা থেকে জেলি, আচার ইত্যাদি প্রক্রিয়া হয়৷ এছাড়াও প্লাস্টিক শিল্প, গুঁড়ো মশলা প্রস্তুতি এবং ইসলামপুর ও চোপড়াতে চা-এর বাজার উল্লেখযোগ্য৷
কৃৃষি ছাড়াও পর্যটন, ধর্মীয়ক্ষেত্র ও প্রাকৃৃতিক সৌন্দর্য জেলাটির অর্থনীতির অন্যতম উৎস৷
১৩) নদ-নদী
- -উল্লেখযোগ্য নদ নদী গুলো হল কুলিক নদী, নাগর নদী
মহানন্দা নদী, সুধানী নদী, টাঙ্গন নদী
১৪)পর্যটন ও দর্শনীয় স্থান
*উত্তর দিনাজপুর জেলা সংগ্রহশালা
*কুলিক পাখিরালয়, রায়গঞ্জ
*সাপনিকলা বনাঞ্চল, চোপড়া
*বিজোলিয়া প্রকৃতিবান্ধব পর্যটন
*ভিন্দোলে ভৈরবী মন্দির
*বুরহানা ফকিরের মসজিদ
*বয়রা কালী মন্দির, কালিয়াগঞ্জ
*কুনোরে, টেরাকোটা শিল্পখ্যাত গ্রাম
*করণজোড়া যাদুঘর ও উদ্যান
*স্বামীনাথ মন্দির
*হরি দিঘি
*বাহিন রাজবাড়ী
*রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য
১৫) ধর্মীয় উৎসব
দুর্গাপূজা,কালীপূজা,রথযাত্রা শিবরাত্রিবসন্ত পঞ্চমীমহরম
ঈদ উল ফিতরঈদুল আযহাগুরু নানক জয়ন্তীবড়দিন
১৬)বিশিষ্ট ব্যক্তিত্ব
স্বাধীনতা সংগ্রামী শিবচরণ সরকার
নিশীথ নাথ কুন্ডু
গোপাল চন্দ্র মন্ডল
চন্দ্র মোহন বন্দোপাধ্যায়
কল্যাণ কুমার গোস্বামী
মহম্মদ আফাক চৌধরী
রবীন মজুমদার
সঙ্গীতজ্ঞ কৈলাস চন্দ্র দাস
স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ চক্রবর্তী
মহারাজ জগদীশ নাথ রায়
জগজ্জীবন ঘোষাল
উত্তরবঙ্গের শিক্ষা গগনের শুকতারা শম্ভু নাথ রায়
প্রিয়রঞ্জন দাশমুন্সি
মোহিত সেনগুপ্ত
আব্দুল করিম চৌধুরী
দীপা দাশমুন্সি
অমল আচার্য্য
হামিদুর রহমান
দক্ষিণ দিনাজপুর
১) দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত একটি জেলা।
২) দক্ষিণ দিনাজপুর জেলা কবে গঠিত হয়?
- ১৯৯২ সালের ১ এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে ওই জেলার দক্ষিণাংশ নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা স্থাপিত হয়।
৩) দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত?
-বালুরঘাট এই জেলার জেলাসদর।
৪) দক্ষিণ দিনাজপুর জেলায় কয়টি মহকুমা আছে?
-বালুরঘাট ও গঙ্গারামপুর এই দুই মহকুমা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত
৫) দক্ষিণ দিনাজপুর জেলায় কয়টি লোকসভা ও বিধানসভা কেন্দ্র আছে?
- লোকসভা কেন্দ্র ১ টি -বালুরঘাট
• বিধানসভা আসন ৬ টি (কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর)
৬) জনসংখ্যা কত?
-জনসংখ্যা (২০১১)• মোট ১৬,৭৬,২৭৬
• জনঘনত্ব
৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
• সাক্ষরতা
৭২.৮২ %
• লিঙ্গানুপাত
৯৫৬
৭) এই জেলার প্রধান মহাসড়ক-
-৩৪ নং জাতীয় সড়ক
৮) এই জেলার যানবাহনের কোড সংখ্যা কত?
-WB 62
৯) দক্ষিণ দিনাজপুর জেলার SP এর নাম কি?
-Sri Debarshi Dutta
১০)দক্ষিণ দিনাজপুর জেলার DM এর নাম কি?
-Sri Nikhil Nirmal
১১) এই জেলার নামের অর্থ কি?
-জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত ৷ পরবর্তীতে ব্রিটিশরা রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। দেশভাগের পর দিনাজপুর জেলার পশ্চিমাংশ পশ্চিম দিনাজপুর নামে পশ্চিবঙ্গে যুক্ত হলেও তার দক্ষিণাংশ নিয়ে পরে দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয় ৷
১২) অর্থনীতি
-অর্থনীতির ক্ষেত্রে জেলাটি উন্নত নয় ৷ কৃৃষিকাজই আয়ের প্রধান উৎস যেমন ইক্ষু, পাট, তৈলবীজ ইত্যাদি ৷ বালুরঘাট শিল্পাঞ্চল ছাড়া অন্যকোনো বড়ো বা মাঝারি শিল্পাঞ্চল প্রায় নেই ফলে জেলাটি শিল্পোন্নত ও নয় ৷ কৃৃষিজ পাট ও তৈলবীজকে কেন্দ্র করে সদরগুলিতে ছোটো ও মাাঝারি শিল্প গড়ে উঠলেও তা পর্যাপ্ত নয় ৷ স্থলবন্দর হিলি ও ঐতিহাসিক স্থানের কারণে জেলাটিতে বহু পর্যটকের আগমন হয় ৷ এছাড়া ব্লকে ব্লকে পুকুর ও দীঘি থাকার দরুণ সরকারী সহযোগীতায় মৎসশিল্পে জেলাটিকে উন্নত করার পরিকল্পনা রয়েছে ৷
১৩) উল্লেখযোগ্য নদ-নদী
-আত্রাই ,পুনর্ভবা, টাঙ্গন ,ইছামতি
১৪) পর্যটন ও দর্শনীয় স্থান
দুমদুমা দুর্গ
বাণগড় প্রত্নস্থল
বাইরহট্ট প্রত্নস্থল
কীচক কুণ্ড
বালুরঘাট জেলা গ্রন্থাগার
বালুরঘাট মিউজিয়াম
মহুরকিসমৎ পঞ্চরত্ন মন্দির
আরণ্যক,
সরনবাড়ি উদ্যাণ, হিলি
রামসাগর হরিণ অভয়ারণ্য
বোল্লা কালীমন্দির
সারঙবাড়ি জঙ্গল
সন্ধ্যাকর নন্দির জন্মস্থান(বটুন)
মা বিদ্যেশ্বরী মন্দির, পাতিরাম, কুমারগঞ্জ
পাতিরাম ধাম শিবমন্দির
১৫) দিঘিসমূহ -
ডালদিঘি ,কালাদিঘি ,প্রাণসাগর ,আলতাদিঘি ,মালিয়ান দিঘি , গৌরদিঘি , মহীপালদিঘি ,তপনদিঘি
১৬) ধর্মীয় উৎসব
বাসন্তিপুজা,দুর্গাপূজা,কালীপূজা,রথযাত্রা,শিবরাত্রি,
বসন্ত পঞ্চমী,মহরম, ঈদ উল ফিতর,গুরু নানক জয়ন্তী,
বড়দিন
১৭) বিশিষ্ট ব্যক্তিবর্গ
সুধীর কান্ত অধিকারী , স্বাধীনতা সংগ্রামী
পলাল বর্মণ , বিপ্লবী সমাজতন্ত্রী
রণেন বর্মণ , বিপ্লবী সমাজতন্ত্রী
অর্পিতা ঘোষ , নাট্যশিল্পী
তাপস কুমার কুন্ডু , অণুজীববিদ
অভিজিৎ মন্ডল , ফুটবলার
No comments:
Post a Comment