Friday, July 10, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭৪







আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭৪

১) সমুদ্রের তলদেশ কি দ্বারা গঠিত?

ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম√
খ) ম্যাগনেট ও সিলিকন 
গ) ফসফরাস ও ম্যাগনেটাইট
ঘ) সিলিকন ও অ্যালুমিনিয়াম

২) মধ্যপ্রদেশের কাটনি অঞ্চল কোন শিল্পের জন্য বিখ্যাত?

ক) কাচ শিল্পের জন্য √
খ) রেশম শিল্পের জন্য
গ) রবার শিল্পের জন্য 
ঘ) এ্যালমুনিয়াম শিল্পের জন্য

৩) ভারতের কোথায় সর্বাধিক রবার চাষ হয়?

ক)কর্ণাটক 
খ)তামিলনাড়ু 
গ)কেরালা √
ঘ)মধ্যপ্রদেশ

৪) ট্রিটন কার উপগ্রহ?

ক) বৃহস্পতি 
খ) নেপচুন√
গ) শনি
ঘ) মঙ্গল

৫) ভারতের শ্রেষ্ঠ বন্দর মুম্বাই কোন উপকূলে অবস্থিত?

ক) মালাবার 
খ) কঙ্কন উপকূল √
গ) পূর্বঘাট পর্বতমালা
ঘ) কচ্ছ উপদ্বীপ

৬) চা কোন মৃত্তিকায় জন্মায়?

ক)কৃষ্ণ মৃত্তিকা 
খ)বাদামী মৃত্তিকা √
গ)পলি মৃত্তিকা 
ঘ)লোহিত মৃত্তিকা

৭) শুক্র গ্রহের বায়ুমন্ডলে বেশি আছে-

ক) নাইট্রিক অ্যাসিড
খ) অ্যাসিটিক অ্যাসিড
গ) সালফিউরিক অ্যাসিড √
ঘ) হাইড্রোক্লোরিক এসিড

৮) নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোনটি সেভেন সিস্টার্সের অন্তর্গত?

ক)পশ্চিমবঙ্গ 
খ)ত্রিপুরা √
গ)কর্ণাটক 
ঘ)ঝাড়খন্ড

**সেভেন সিস্টার্স-   অরুণাচল প্রদেশ, আসাম মনিপুর, মেঘালয়, মিজোরাম ,নাগাল্যান্ড এবং ত্রিপুরা

৯) পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কোনটি?

ক) বস্ত্রশিল্প
খ) পাটশিল্প√
গ) চা শিল্প
ঘ) ইক্ষু শিল্প

১০) ডুয়ার্স শব্দের আক্ষরিক অর্থ কি?

ক) ভূমি 
খ) হ্রদ 
গ) দরজা √
ঘ) স্যাঁতস্যাঁতে

১১) নীচু সমতলে পলিযুক্ত জমিতে কোন চাষ ভালো হয়?

(ক) পাট√
(খ) কফি
(গ) কার্পাস
(ঘ) মিলেট

১২) পূর্ব মেদিনীপুর এর সদর দপ্তর কোথায় ?

ক)হলদিয়া
খ)মেদিনীপুর
গ)তমলুক√
ঘ)কাঁথি

১৩) মৃত্তিকার বর্ণ কিসের উপর নির্ভরশীল?

ক) গড়ন
খ) গঠন
গ) ধাতু ও জৈব পদার্থের মিশ্রণ√
ঘ) ঘনত্ব

১৪) কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ভারতের কোন রাজ্যে বেশি দেখা যায়?

ক)অন্ধপ্রদেশ 
খ)কর্ণাটক 
গ)গুজরাট
ঘ)মহারাষ্ট্র✓

১৫) উচ্চ গঙ্গা ও মধ্য গঙ্গা সমভূমির প্রাচীন পলি গঠিত অঞ্চলকে কি বলে?

ক) খাদার 
খ) ধঙ্কার
গ) বেট
ঘ) বাগর✓

১৬) কর্ণাটক মালভূমির নিচু ও ঢেউ খেলানো ভূমিকে কি বলা হয়?

ক)মালনাদ ✓
খ)ডেকান ট্রাপ 
গ)ময়দান 
ঘ)কুন্ডা

১৭) সোনালী চতুর্ভুজ ভারতের কোন চারটি মহানগরকে যুক্ত করেছে?

ক) দিল্লি, মুম্বাই ,বেঙ্গালুরু ,হায়দরাবাদ
খ) মুম্বাই ,চেন্নাই ,হায়দ্রাবাদ ,বেঙ্গালুরু
গ) দিল্লী ,মুম্বাই ,চেন্নাই ,কলকাতা✓
ঘ) দিল্লি ,কলকাতা, চেন্নাই ,আমেদাবাদ

১৮) পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা মোনাজাইট সমৃদ্ধ অঞ্চল ভারতের কোথায় অবস্থিত?

ক)কঙ্কন উপকূল 
খ)কর্ণাটক উপকূল 
গ)মালাবার উপকূল✓ 
ঘ)করমন্ডল উপকূল

১৯) গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দৈর্ঘ্য কত?

ক)2600 কিলোমিটার
খ)3200 কিলোমিটার 
গ)2700 কিলোমিটার 
ঘ)2400 কিলোমিটার√

২০) তুলুগমা যুদ্ধের পদ্ধতি  ভারতে কে প্রবর্তন করেন?

ক) বাবর√
খ) চেঙ্গিস খান 
গ) মুহাম্মদ বিন তুঘলক
ঘ) সুলতান মাহমুদ

২১) আব্দুল লতিফ কোন সম্রাটের শিক্ষক ছিলেন?

ক)বাবর
খ)শেরশাহ 
গ)আকবর√
ঘ)জাহাঙ্গীর

২২) মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর√
খ) রাজেন্দ্রলাল মল্লিক 
গ) মহাত্মা গান্ধী 
ঘ) আব্রাহাম লিংকন

*রবীন্দ্রনাথ প্রেক্ষাগৃহের নামকরণ করেন ‘মহাজাতি সদন’। শান্তিনিকেতনের বিশিষ্ট স্থপতি সুরেন্দ্রনাথ কর মহাজাতি সদনের নকশা তৈরির দায়িত্ব পান। সুভাষচন্দ্র রবীন্দ্রনাথকেই এই প্রেক্ষাগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুরোধ জানান। ১৯৩৯ সালের ১৯ অগস্ট সুভাষচন্দ্র প্রমুখ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে রবীন্দ্রনাথ মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

২৩) "মনসবদার "শব্দের অর্থ কি?

ক) আত্মসম্মান
খ) মালিকানা 
গ) পদমর্যাদা √
ঘ) উপাধি

২৪) তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন?

ক) অজয় মুখার্জি
খ) সুশীল ধাড়া
গ) সতীশচন্দ্র সামন্ত√
ঘ) বীরেন্দ্রনাথ শাসমল

২৫) সিন্ধু সভ্যতার অন্যতম কেন্দ্র আলমগীর পুর কোন নদীর তীরে অবস্থিত?

ক)শতদ্রু 
খ)হিন্দন √
গ)ঘর্ঘরা 
ঘ)রবি

২৬) কে বাংলায় পর্তুগীজদের দমন করেন?

ক)শাহজাহান √
খ)হুমায়ুন 
গ)বাবর 
ঘ)মোহাম্মদ শাহ

২৭) পল্লব রাজাদের রথ মন্দির গুলো কোথায় অবস্থিত?

ক)ওদন্তপুরী
খ)সোমপুরি
গ)বিক্রমশিলা 
ঘ)মহাবলী পুরম√

২৮) ইবাদৎখানা কে প্রতিষ্ঠা করেছিলেন?

ক)বাবর 
খ)হুমায়ুন 
গ)আকবর√
ঘ)শাহজাহান

২৯) কোন বড়লাটের সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?

ক) লর্ড হেস্টিংস
খ) লর্ড ডালহৌসি
গ) ওয়ারেন হেস্টিংস
ঘ) উইলিয়াম বেন্টিঙ্ক√

**কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে

৩০) কে অরবিন্দ ঘোষ কে বলেছিলেন - "জাতীয়তাবাদের প্রচারক ও দেশপ্রেমিক কবি"?

ক)রবীন্দ্রনাথ ঠাকুর 
খ)গান্ধীজী 
গ)চিত্তরঞ্জন✓ 
ঘ)সুভাষচন্দ্র

৩১) খিলাফত আন্দোলনে গান্ধীর যোগদান কে সমর্থন করেনি?

ক)আবুল কালাম আজাদ
খ)গফফর খান
 গ)ফজলুল হক
 ঘ)জিন্না✓

৩২) বিজ্ঞানের কোন শাখায় মাটি সম্বন্ধীয় আলোচনা করা হয়?

ক) ইকোলজি
খ) হাইড্রোপনিক্স
গ) পেডোলজি√
ঘ) জিওলজি

৩৩) ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

ক) অক্সিন
খ) জিব্বেরেলিন
গ) ইথিলিন√
ঘ) সাইটোকাইনিন

৩৪) চক্ষু দানের জন্য দাতার চোখের কোন অংশের প্রয়োজন হয়?

ক)আইরিশ 
খ)রেটিনা 
গ)কর্নিয়া √
ঘ)লেন্স

৩৫) একটি আদর্শ অসমাঙ্গ ফুলের উদাহরণ কি?

ক) অপরাজিতা√
খ) ধুতুরা
গ) সরিষা 
ঘ) জবা

৩৬) মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির উপর গঠিত-

ক)পাস্কাল এর সূত্র√
খ)বার্নোলির সূত্র 
গ)নিউটনের সূত্র
ঘ)কোনোটিই নয়

৩৭) নিচের কোন দ্রবণটি জীবাণুনাশক হিসেবে কাজ করে?

ক)সালফার √
খ)হাইড্রোজেন
গ)পটাশিয়াম 
ঘ)সোডিয়াম

৩৮) নিম্নোক্ত কোন পদার্থটি তাপের একান্ত কুপরিবাহী?

ক) লিথিয়াম
খ) নাইট্রোজেন√
গ) ক্লোরিন 
ঘ) সোডিয়াম

৩৯) স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন?

ক) উচ্চ প্রাবল্য 
খ) উচ্চ তীক্ষ্ণতা
গ) উচ্চ কম্পাঙ্ক√
ঘ) উচ্চ সুর

৪০) রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

ক)কার্বন ডাই অক্সাইড
খ)সোডিয়াম √
গ)হাইড্রোজেন 
ঘ)নাইট্রোজেন

৪১) অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোন সমস্যা হয় না কেন?

ক) ডানা দেহের ভারসাম্য রক্ষা করে
খ) তাদের অতিরিক্ত বায়ু থলি থাকে√
গ) অতিরিক্ত ফুসফুস থাকে
ঘ) কোনোটিই নয়

৪২) নিম্নলিখিত কোনটি রকেটের জ্বালানি?

ক) প্যারাফিন
খ) তরল অ্যামোনিয়া √
গ) পেট্রোল 
ঘ) ডিজেল

৪৩) ইউরেনিয়ামের পারমাণবিক শক্তি ও তার জন্য বিয়োজনের ফলে উৎপন্ন সর্বশেষ মৌল হলো-

ক) সিসা√
খ) থোরিয়াম
গ) রেডিয়াম
ঘ) পোলোনিয়াম

৪৪) দৌড় প্রতিযোগিতা তাৎক্ষণিক শক্তি পায় কার মাধ্যমে?

ক) ফ্যাট
খ) প্রোটিন
গ) কার্বোহাইড্রেট√
ঘ) ক্যালসিয়াম

৪৫) ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে?

ক)  হরিলাল জে কানিয়া√
খ) বিজন কুমার মুখার্জি
গ) এম শাস্ত্রী
গ) এস ত্রিপাঠী

৪৬) ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি কে ছিলেন?

ক) জ্ঞানী জৈল সিং√
খ) মনমোহন সিং
গ) পরম জিৎ সিং 
ঘ) আনোয়ার সিং

৪৭) বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে?

ক)11টি√
খ)6টি 
গ)8টি 
ঘ)10টি

৪৮) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়?

ক)মৌলিক অধিকার 
খ)নির্দেশাত্মক নীতি 
গ) প্রস্তাবনা
ঘ) সাংবিধানিক অধিকার√

৪৯) কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়?

ক)আমেরিকা 
খ)ইংল্যান্ড 
গ)আয়ারল্যান্ড 
ঘ)রাশিয়া✓

৫০) সংসদের পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান কে নিয়োগ করে থাকেন?

ক)প্রধানমন্ত্রী 
খ)রাষ্ট্রপতি 
গ)লোকসভার অধ্যক্ষ✓ 
ঘ)অর্থমন্ত্রী

৫১) "পুতুল নাচের ইতিকথা" কার লেখা?

ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ) মানিক বন্দোপাধ্যায়√
গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫২) দুমুখো ঈগল কোন দেশের প্রতীক?

ক) মালয়েশিয়া 
খ) জার্মান 
গ) অস্ট্রিয়া
ঘ) রাশিয়া√

৫৩) পাতরাতু তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

ক) ঝাড়খন্ড 
খ) মধ্য প্রদেশ
গ) বিহার ✓
ঘ) তামিলনাডু

৫৪) ভারতের কোথায় সারিস্কা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত?

ক) উত্তর প্রদেশ 
খ) রাজস্থান√
গ) উড়িষ্যা
ঘ) কর্ণাটক

৫৫) বিখ্যাত আন্তর্জাতিক পুস্তক" মিল্ক মেন"কে লিখেছেন?

ক) আনা বার্নস√
খ) গীতা মিত্তাল
গ) অরুন্ধতী রায়
ঘ) মহাশ্বেতা দেবী

৫৬) চরণ সিং বিমানবন্দর নিচের কোন শহরে অবস্থিত?

ক)আমেদাবাদ 
খ)নাগপুর 
গ)যোধপুর 
ঘ)লখনও√

৫৭) পিংক সিটি এক্সপ্রেসের শুরু ও শেষের স্টেশন দুটির নাম কি?

ক) জয়পুর ও হাওড়া
খ) নিউ দিল্লি ও জয়পুর√
গ) জয়পুর ও ঝাঁসি
ঘ) জয়পুর ও  মুম্বাই

৫৮) গামা রশ্মি কে আবিষ্কার করেন?

ক) রাদারফোর্ড 
খ) লুই পাস্তুর 
গ) হেনরি বেকরেল√
ঘ) পারকিনজি

৫৯) Cricket : LBW  : : Hockey : ?

ক)Smash
খ)Birdie
গ)Checkmate
ঘ)Stroke✓

৬০) Pride : Lion : : Shoal : ?

ক) Cow
খ) Monkey
গ) Bird
ঘ) Fish✓

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...