Sunday, July 12, 2020

Bengali Current Affairs 12th July, 2020




Bengali Current Affairs 12th July, 2020 


1.'Eu green Building Leadership Award 2020'পেল কোন সংস্থার সদর দপ্তর?

A.WHO
B.IOC✓
C.UNO
D.WTO

*IOC এর পুরো কথা হল International Olympic Committee
*সদর দপ্তর -লোজান, সুইজারল্যান্ড
*প্রতিষ্ঠা সাল - 1894 সালের 23 শে জুন




2. Union Bank of India এর ম্যানেজিং ডিরেক্টর CEOও হিসেবে রাজকিরান রায়ের কার্যকালের মেয়াদ কত বাড়ানো হলো?

A. 6 মাস
B. 2 বছর✓
C.1বছর 
D. 3মাস

*2017 সালের 1 জুলাই থেকে তিনি এই পদে বহাল আছেন
*Union Bank of India এর সদর দপ্তর -মুম্বাই
*প্রতিষ্ঠা সাল- 1919 সালের 11 ই নভেম্বর


3. সম্প্রতি অবসরের ঘোষণা করা Raneem El Welily কোন খেলার সঙ্গে যুক্ত?

A.টেবিল টেনিস
B.স্কোয়াশ ✓
C.রাগবী
D.ক্রিকেট

*তার বর্তমান বয়স- 31 বছর
*তিন ইজিপ্টের বাসিন্দা
*ইজিপ্ট এর রাজধানী- কায়রো
*মুদ্রার নাম - ইজিপটিয়ান পাউন্ড
*বর্তমান রাষ্ট্রপতি-Abdel Fattah Al-sisi


4. সম্প্রতি প্রয়াত Amadou Gon Coulibali কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

A.ফিনল্যান্ড 
B.আইভরিকোস্ট ✓
C.কুয়েত 
D.মালাউই

*আইভরিকোস্ট এর রাজধানী -ইয়ামুশুক্র
*আইভরিকোস্ট এর মুদ্রা -ফ্রাঙ্ক 
*বর্তমান রাষ্ট্রপতি- Alassane Ouattara


5. দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের শুদ্ধতা নিশ্চিত করতে ' Pure for Sure'ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য?

A. আসাম 
B. রাজস্থান ✓
C.উত্তর প্রদেশ
D. মনিপুর

*8 জুলাই -14 জুলাই পর্যন্ত এই ক্যাম্পেইনের মাধ্যমে দুধের নমুনা পরীক্ষা করা হবে
*রাজস্থানের রাজধানী -জয়পুর 
*বর্তমান মুখ্যমন্ত্রী -অশোক গেহলট 
*বর্তমান রাজ্যপাল- কলরাজ মিশ্রা


6.Vectus Group এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কারা?

A.অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই 
B.সইফ আলি খান এবং করিনা কাপুর ✓
C.দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং
D.সালমান খান এবং আমির খান

• "Vectus-India ki waterline "নামক ক্যাম্পেইনের জন্যই তাদের নিযুক্ত করা হয়েছে


7.BCCI এর  CEO পদ থেকে পদত্যাগ করলেন কে?

A.সৌরভ গাঙ্গুলী 
B.রাহুল জোহরি ✓
C.রবি শাস্ত্রী 
D. সি.কে খান্না


*BCCI এর পুরো কথা হল- Board of Control for Cricket in India
*হেডকোয়ার্টার -মুম্বাই   *প্রতিষ্ঠা সাল -1928 ডিসেম্বর
*বর্তমান প্রেসিডেন্ট- সৌরভ গাঙ্গুলী
*বর্তমান সেক্রেটারি -জয় শাহ
*পুরুষ কোচ- রবি শাস্ত্রী
*মহিলা কোচ-W.V.Raman



8." If It Bleeds" শিরোনামে বই রিলিজ করতে চলেছেন কোন আমেরিকান লেখক?

A. Stephen king✓
B. Mark Twain
C. Toni Morrison
D. William Faulkner



9. লন্ডনে Global Humanitarian Award 2020 তে "Top Publicist "সম্মানে ভূষিত হলেন কে?

A.শচীন বন্সাল
B.শচীন আবাস্থি ✓
C.মনোজ পান্ডে 
D.সুদীপ দাস

*তিনি National media club এর প্রেসিডেন্ট
*এটি উত্তরপ্রদেশের নয়ডা তে অবস্থিত


10. ভারতের Best Police Station এর তকমা পাওয়া
নাদৌন পুলিশ স্টেশন টি কোন রাজ্যে অবস্থিত?

A. ত্রিপুরা 
B.উত্তরাখান্ড 
C.হিমাচল প্রদেশ ✓
D.ঝাড়খন্ড

*এই পুলিশ স্টেশন হিমাচল প্রদেশের হামিরপুর জেলায় অবস্থিত
*ওই থানার Director-General সঞ্জয় কুণ্ডু কে এই সার্টিফিকেট প্রদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
*রাজধানী সিমলা( গ্রীষ্মকালীন) এবং ধর্মশালা (শীতকালীন)
*বর্তমান মুখ্যমন্ত্রী- জয় রাম ঠাকুর
*বর্তমান রাজ্যপাল- Bandaru Daytatreya

No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...