Bengali Current Affairs 13th July, 2020
1.‘বিশ্ব জনসংখ্যা দিবস’ কবে পালন করা হয়?
ⓐ ৫ই জুন
ⓑ ১১ই এপ্রিল
ⓒ ১১ই জুলাই✓
ⓓ ২২শে মে
❐ ২০২০ সালের থিম হল-"Putting the brakes on COVID-19: Safeguarding the health and rights of women and girls"
2.ব্রাজিলের ‘Amazonia-1’-নামে স্যাটেলাইটটি লঞ্চ করবে কোন মহাকাশ সংস্থা?
ⓐ ISRO✓
ⓑ NASA
ⓒ ESA
ⓓ SpaceX
❐ অ্যামাজন জঙ্গলের পর্যবেক্ষণ করতে এই স্যাটেলাইটটি লঞ্চ করা হবে
❐ ISRO-এর পুরো কথা- Indian Space Research Organization
❐ হেডকোয়াটার- বেঙ্গালুরু
❐ প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট
❐ প্রতিষ্ঠাতা- বিক্রম সারাভাই
❐ বর্তমান চেয়ারম্যান- Kailasavadivoo Sivan
❐ ব্রাজিলের রাজধানী- ব্রাসিলিয়া
❐ মুদ্রার নাম-ব্রাজিলিয়ান রিয়াল
❐ বর্তমান রাষ্ট্রপতি- Jair Bolsonaro
❐ অফিয়াল ভাষা- পর্তুগিজ
3.Hockey India-র নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Gyanendro Ningombam✓
ⓑ সম্রাট সাধু
ⓒ নিমাই প্রামানিক
ⓓ দেবাংশু মিত্র
❐ তিনি মনিপুরের বাসিন্দা
❐ এনার আগে এই পদে ছিলেন- মহম্মদ মুস্তাক আহমেদ
❐ Hockey India-র হেডকোয়াটার- নিউ দিল্লি
❐ প্রতিষ্ঠা সাল- ২০০৯ সালের ২০শে মে
4.ফসলের বৈচিত্র্যকরণ ও পুকুরের পুনর্জ্জিবিকরণের জন্য ১৫০০ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা পাচ্ছে কোন রাজ্য?
ⓐ রাজস্থান
ⓑ হরিয়ানা✓
ⓒ পাঞ্জাব
ⓓ গুজরাট
❐ হরিয়ানার রাজধানী- চন্ডিগড়
❐ বর্তমান মুখ্যমন্ত্রী- মনোহর লাল খট্টার
❐ বর্তমান রাজ্যপাল- সত্যদেব নারায়ণ আর্য
5.Baushuan Ger কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে ভারতে নিযুক্ত হলেন?
ⓐ কুয়েত
ⓑ তাইওয়ান✓
ⓒ জাপান
ⓓ সুইজারল্যান্ড
❐ রাজধানী- তাইপেই
❐ মুদ্রার নাম- নিউ তাইওয়ান ডলার
❐ বর্তমান রাষ্ট্রপতি- Tsai Ing-wen
6.Hurun-এর প্রকাশিত লেটেস্ট রিপোর্টে বিশ্বে ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানী স্থান কত?
ⓐ তৃতীয়
ⓑ পঞ্চম✓
ⓒ সপ্তম
ⓓ অষ্টম
❐ আগের মাসে তিনি অষ্টম স্থানে ছিলেন
❐ এই তালিকায় প্রথমস্থানে আমাজনের CEO জেফ বেজস, দ্বিতীয়স্থানে বিল গেটস, তৃতীয়স্থানে বার্নাড আর্নল্ড এবং চতুর্থস্থানে মার্ক জুকারবার্গ
7.সম্প্রতি প্রয়াত Jack Charlton কোন দেশের ফুটবল খেলোয়াড় ছিলেন?
ⓐ ইংল্যান্ড✓
ⓑ আর্জেন্টিনা
ⓒ ব্রাজিল
ⓓ অস্ট্রেলিয়া
❐ তিনি ১৯৬৬ সালের ইংল্যান্ডের ফুটবল ওয়ার্ল্ডকাপ হিরো
❐ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৫ বছর
❐ ইংল্যান্ডের রাজধানী- লন্ডন
❐ মুদ্রার নাম- পাউন্ড স্টারলিং
❐ বর্তমান প্রধানমন্ত্রী- Boris Johnson
8.স্থানীয় কারুকার্য ও হস্তশিল্পের প্রোমোট করতে কর্নাটক সরকারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো কোন অনলাইন প্লাটফর্ম?
ⓐ Amazon
ⓑ Flipkart✓
ⓒ Snap Deal
ⓓ Instamojo
❐ হেডকোয়াটার- বেঙ্গালুরু
❐ প্রতিষ্ঠা সাল- ২০০৭, অক্টোবর
❐ প্রতিষ্ঠাতা- Sachin Bansal, Binny Bansal
❐ বর্তমান CEO হলেন- কল্যাণ কৃষ্ণমূর্তি
❐ কর্ণাটকের রাজধানী- বেঙ্গালুরু
❐ বর্তমান মুখ্যমন্ত্রী- B. S. Yediyurappa
❐ বর্তমান রাজ্যপাল- Vajubhai Rudabhai Vala
9.বার্ষিক মালাবার নৌসেনা মহড়ার জন্য এবছর অতিরিক্ত কোন দেশকে আমন্ত্রণ করছে ভারত?
ⓐ সৌদি আরব
ⓑ জাপান
ⓒ অস্ট্রেলিয়া✓
ⓓ আমেরিকা
❐ প্রতিবছর এই নৌসেনা মহড়াটি বঙ্গোপসাগরে বার্ষিকভাবে উদযাপন করে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র
❐ অস্ট্রেলিয়ার রাজধানী- ক্যানবেরা
❐ মুদ্রার নাম- অস্ট্রেলিয়ান ডলার
❐ বর্তমান প্রধানমন্ত্রী-Scott Morrison
10.ইজিপ্টের মহিলা স্কোয়াশ খেলোয়াড় Raneem El Welily-এর অবসরের পরে ‘World’s Top-10 Squash Rankings’-এ নাম উঠলো কোন ভারতীয় মহিলা স্কোয়াশ খেলোয়াড়ের?
ⓐ দীপিকা পাল্লিকাল কার্থিক
ⓑ জোসনা চিনাপ্পা✓
ⓒ সুরভী মিশ্র
ⓓ অন্বেষা রেড্ডি
No comments:
Post a Comment