Bengali Current Affairs 14th July, 2020
1.আগামী বছর অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভায় অংশগ্রহনের আমন্ত্রণ পেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ উড়িষ্যা
ⓑ পশ্চিমবঙ্গ✓
ⓒ কেরালা
ⓓ মহারাষ্ট্র
ⓑ পশ্চিমবঙ্গ✓
ⓒ কেরালা
ⓓ মহারাষ্ট্র
◕ ভারতের প্রথম মহিলা হিসাবে এই সভায় অংশ গ্রহণ করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী
◕ ১৯৯৮ সালের ১লা জানুয়ারী তিনি All India Trinamool Congress-এর প্রতিষ্ঠা করেছিলেন
◕ হেডকোয়াটার-হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা
◕ এই দলের নিজস্ব সংবাদ পত্রের নাম- জাগো বাংলা
◕ ১৯৯৮ সালের ১লা জানুয়ারী তিনি All India Trinamool Congress-এর প্রতিষ্ঠা করেছিলেন
◕ হেডকোয়াটার-হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা
◕ এই দলের নিজস্ব সংবাদ পত্রের নাম- জাগো বাংলা
2.Lee Hsien Loong কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচন জিতলেন?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ হংকং
ⓒ সিঙ্গাপুর✓
ⓓ মালেশিয়া
ⓑ হংকং
ⓒ সিঙ্গাপুর✓
ⓓ মালেশিয়া
◕ তিনি সিঙ্গাপুরের তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে ২০০৪ সাল থেকে এই পদে আছেন
◕ তিনি People's Action Party-র নেতা
◕ রাজধানী- সিঙ্গাপুর শহর
◕ মুদ্রার নাম-সিঙ্গাপুর ডলার
◕ বর্তমান রাষ্ট্রপতি-Halimah Yacob
◕ তিনি People's Action Party-র নেতা
◕ রাজধানী- সিঙ্গাপুর শহর
◕ মুদ্রার নাম-সিঙ্গাপুর ডলার
◕ বর্তমান রাষ্ট্রপতি-Halimah Yacob
3.NIFA-এর অ্যাক্টিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ অনুরাগ প্রধান
ⓑ পরাগ চিতনিস✓
ⓒ অভিমুন্যু শর্মা
ⓓ রাজীব শাহ
ⓑ পরাগ চিতনিস✓
ⓒ অভিমুন্যু শর্মা
ⓓ রাজীব শাহ
◕ NIFA-এর পুরো কথা- National Institute of Food and Agriculture
◕ হেডকোয়াটার- ওয়াশিংটন
◕ প্রতিষ্ঠা সাল- ২০০৮
◕ প্রতিষ্ঠাতা- রাজীব শাহ
◕ হেডকোয়াটার- ওয়াশিংটন
◕ প্রতিষ্ঠা সাল- ২০০৮
◕ প্রতিষ্ঠাতা- রাজীব শাহ
4.‘Cancer preparedness in Asia-Pacific’ তালিকায় ভারতের স্থান কত?
ⓐ সপ্তম
ⓑ অষ্টম✓
ⓒ নবম
ⓓ দশম
ⓑ অষ্টম✓
ⓒ নবম
ⓓ দশম
◕ এই তালিকায় প্রথমস্থানে আছে- অস্ট্রেলিয়া
◕ এই রিপোর্ট প্রকাশ করেছে The Economist Intelligence Unit (EIU)
◕ এই রিপোর্ট প্রকাশ করেছে The Economist Intelligence Unit (EIU)
5.রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ২০২০-২১ আর্থিক বছরে দেশে বিভিন্ন রাজ্যের ঋণ গ্রহনের তালিকায় শীর্ষস্থানে কোন রাজ্য?
ⓐ মহারাষ্ট্র
ⓑ কেরালা
ⓒ তামিলনাড়ু✓
ⓓ পশ্চিমবঙ্গ
ⓑ কেরালা
ⓒ তামিলনাড়ু✓
ⓓ পশ্চিমবঙ্গ
◕ যার ঋণ গ্রহনের পরিমান- ৩০,৫০০ কোটি টাকা
6.Sustainable Development Goal (SDG) Index 2020-তে ভারতের স্থান কত?
ⓐ ১৯০
ⓑ ১১৭✓
ⓒ ১১২
ⓓ ১১৫
ⓑ ১১৭✓
ⓒ ১১২
ⓓ ১১৫
◕ এই তালিকার শীর্ষস্থানে আছে- সুইডেন
◕ সুইডেনের রাজধানী- স্টকহোম
◕ মুদ্রার নাম- সুইডিশ ক্রোনা
◕ বর্তমান প্রধানমন্ত্রী- Stefan Löfven
◕ সুইডেনের রাজধানী- স্টকহোম
◕ মুদ্রার নাম- সুইডিশ ক্রোনা
◕ বর্তমান প্রধানমন্ত্রী- Stefan Löfven
7.সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সুরেশ আমনকার কোন বিভাগের প্রাক্তন মন্ত্রী ছিলেন?
ⓐ স্বাস্থ্য✓
ⓑ শিক্ষা
ⓒ বিদ্যুৎ
ⓓ খাদ্য
ⓑ শিক্ষা
ⓒ বিদ্যুৎ
ⓓ খাদ্য
◕ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৮ বছর
◕ গোয়ার রাজধানী- পানাজি
◕ বর্তমান মুখ্যমন্ত্রী- Pramod Sawant
◕ বর্তমান রাজ্যপাল- সত্যপাল মালিক
◕ গোয়ার রাজধানী- পানাজি
◕ বর্তমান মুখ্যমন্ত্রী- Pramod Sawant
◕ বর্তমান রাজ্যপাল- সত্যপাল মালিক
8.আগামী ২০২৩ সালের মধ্যে হাম এবং রুবেলা রোগ সম্পূর্ণরূপে নির্মূল করার উদ্যোগ নিলো কোন দুটি দেশ?
ⓐ শ্রীলংকা ও বাংলাদেশ
ⓑ ভারত ও বাংলাদেশ
ⓒ শ্রীলংকা ও মালদ্বীপ✓
ⓓ মালদ্বীপ ও ইন্দোনেশিয়া
ⓑ ভারত ও বাংলাদেশ
ⓒ শ্রীলংকা ও মালদ্বীপ✓
ⓓ মালদ্বীপ ও ইন্দোনেশিয়া
◕ শ্রীলংকার রাজধানী- কলম্বো
◕ মুদ্রার নাম- শ্রীলংকান রুপী
◕ বর্তমান প্রধানমন্ত্রী- Mahinda Rajapaksa
◕ বর্তমান রাষ্ট্রপতি-Gotabaya Rajapaksa
◕ মালদ্বীপের রাজধানী- ম্যালে
◕ মুদ্রার নাম-মালদ্বীপিয়ান রূফিয়া
◕ মুদ্রার নাম- শ্রীলংকান রুপী
◕ বর্তমান প্রধানমন্ত্রী- Mahinda Rajapaksa
◕ বর্তমান রাষ্ট্রপতি-Gotabaya Rajapaksa
◕ মালদ্বীপের রাজধানী- ম্যালে
◕ মুদ্রার নাম-মালদ্বীপিয়ান রূফিয়া
◕ বর্তমান রাষ্ট্রপতি- Ibrahim Mohamed Solih
9.ভারতের প্রথম ‘e-Lok Adalat’-এর ব্যবস্থা করলো কোন রাজ্য?
ⓐ নিউ দিল্লি
ⓑ ছত্তিশগড়✓
ⓒ কর্নাটক
ⓓ অন্ধ্রপ্রদেশ
ⓑ ছত্তিশগড়✓
ⓒ কর্নাটক
ⓓ অন্ধ্রপ্রদেশ
◕ রাজধানী- রায়পুর
◕ বর্তমান মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল
◕ বর্তমান রাজ্যপাল-Anusuiya Uikey
◕ বর্তমান মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল
◕ বর্তমান রাজ্যপাল-Anusuiya Uikey
10.‘মালালা দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ১২ই জুন
ⓑ ১২ই জুলাই✓
ⓒ ১৫ই আগস্ট
ⓓ ২৬শে সেপ্টেম্বর
ⓑ ১২ই জুলাই✓
ⓒ ১৫ই আগস্ট
ⓓ ২৬শে সেপ্টেম্বর
◕ পাকিস্তানী শিক্ষা ও সমাজকর্মী মালালা ইউসফজাই-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়
◕ তার জন্ম তারিখ হলো- ১৯৯৭ সালের ১২ই জুলাই
◕ তালিবান মেয়েদের বিদ্যালয় শিক্ষালাভের জন্য সে আন্দোলন করেছিল
◕ ২০১২ সালে পাকিস্তান সরকার তাকে 'National Youth Peace Prize'-এ সম্মানিত করে
◕ ২০১৩ সালের ১২ই জুলাই জাতিসংঘের হেড'কোয়াটারে শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ সমতার ব্যাপারে ভাষণ দেয়
◕ ২০১৪ সালে বিশ্বে কনিষ্ঠতম নোবেলজয়ী হিসাবে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পায়
◕ তার আত্মজীবনীর নাম- 'I Am Malala'
◕ তার জন্ম তারিখ হলো- ১৯৯৭ সালের ১২ই জুলাই
◕ তালিবান মেয়েদের বিদ্যালয় শিক্ষালাভের জন্য সে আন্দোলন করেছিল
◕ ২০১২ সালে পাকিস্তান সরকার তাকে 'National Youth Peace Prize'-এ সম্মানিত করে
◕ ২০১৩ সালের ১২ই জুলাই জাতিসংঘের হেড'কোয়াটারে শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ সমতার ব্যাপারে ভাষণ দেয়
◕ ২০১৪ সালে বিশ্বে কনিষ্ঠতম নোবেলজয়ী হিসাবে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পায়
◕ তার আত্মজীবনীর নাম- 'I Am Malala'
No comments:
Post a Comment