Friday, July 3, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৭২






আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৭২


৪১) রাহুল সুপর্নার ছেলে। সুপর্নার বাবা অনিল। কোয়েল অনিলের বোন। সুমিতা রাহুলের দিদিমা হলে, কোয়েলের বাবা সুমিতার কে হবেন?

ক) বাবা 
খ) কাকা 
গ) শ্বশুর✓
ঘ) দাদা

১)অক্ষরেখা বা সমাক্ষরেখা গুলি পরস্পর সমান্তরাল গ্রুপে অবস্থিত-

ক)পূর্ব -দক্ষিনে 
খ)উত্তর-দক্ষিণ 
গ)পূর্ব-পশ্চিম ✓
ঘ)দক্ষিণ-পশ্চিমে

২) হর্ন ব্লেন্ড কি?

ক)অজৈব পদার্থ 
খ)জৈব পদার্থ 
গ)রূপান্তরিত শিলা
ঘ)খনিজ পদার্থ✓

৩) বিশ্বের গভীরতম গিরিখাত হলো-

ক)ধুয়াধর
খ)দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত✓
গ)গ্র্যান্ড ক্যানিয়ন
ঘ)জটা শংকর

৪) সাবাই ঘাস ব্যবহৃত হয়-

ক)কাগজ শিল্প ✓
খ)চর্ম শিল্প 
গ)রবার শিল্প
ঘ)বস্ত্র শিল্প

৫) মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে উঠেছে-

ক)বিশাখাপত্তনম 
খ)হিন্দমোটর✓ 
গ)রিশরা 
ঘ)দুর্গাপুর

৬) বিন্ধ্যাচল অতিকায় তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?

ক)ছত্রিশগড় 
খ)মধ্যপ্রদেশ ✓
গ)উত্তর প্রদেশ 
ঘ)অন্ধ্রপ্রদেশ

৭)নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি কেরালায় অবস্থিত?

ক)তুঙ্গ ভদ্রা
খ)মেটুর 
গ)পল্লিভাসাল ✓
ঘ)কোনোটিই নয়

৮)পশ্চিমবঙ্গে হলদিয়া শিল্পাঞ্চল মূলত কোন ধরনের শিল্প গড়ে উঠেছে?

ক)লৌহ-ইস্পাত 
খ)বয়ন শিল্প 
গ)রসায়ন ও পেট্রোরসায়ন শিল্প ✓
ঘ)মৎস্য শিল্প

৯) হরিশচন্দ্র গড় কোন পর্বতমালা শৃঙ্গ?

ক)পূর্বঘাট 
খ)পশ্চিমঘাট✓ 
গ)আরাবল্লী 
ঘ)নীলগিরি

১০) নিচের কোন অঞ্চলে চা ও কফি দুই বাগিচা ফসলের চাষ হয়?

ক)কাদুর 
খ)নীলগিরি✓ 
গ)হাসান 
ঘ)কূর্গ

১১)নিচের কোন নদীটি উৎসের কাছে সাংপো নামে পরিচিত?

ক) সিন্ধু 
খ)তিস্তা  
গ)কোশি 
ঘ)ব্রহ্মপুত্র✓

১২) লন্ডন উপত্যকা কোন নদীর তীরে অবস্থিত?

ক)রাইন
খ)দানিয়ুব 
গ)ভলগা 
ঘ)টেমস✓

১৩) "নাট্যশাস্ত্র"- নিম্নলিখিত কার রচনা?

  ক)অশ্বঘোষ
  খ)বিশাখদত্ত
   গ)ভরত মুনি√
   ঘ)বরাহমিহির

    **অশ্বঘোষ এর লেখা বিখ্যাত গ্রন্থ বুদ্ধচরিত
    **বিশাখদত্তের লেখা বিখ্যাত গ্রন্থ হল মুদ্রারাক্ষস

১৪) পৃথ্বীরাজ চৌহান এর সভাকবি নাম কি?

ক)বানভট্ট 
খ)চাঁদ বরদই√
গ)রাজ শেখর
 ঘ)ভারবি
  
   মনে রাখবে
 **বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি
**ভারবি ছিলেন পল্লব  সিংহ বিষ্ণুর সভাকবি **রাজ শেখর ছিলেন প্রথম মহীপালের সভাকবি

 ১৫) গ্রিক রোমান আর্ট কোথায় খুঁজে পাওয়া গেছে?

  ক)ইলোরা 
  খ)গান্ধার √
  গ)কলিঙ্গ 
   ঘ)বৌদ্ধ শিল্প

১৬) কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন রচনা করেছিলেন?

   ক)1911√
   খ)1912
    গ)1943
    ঘ)1949

১৭) প্রথম জাতীয় সংগীত ইংরেজিতে কে অনুবাদ করেন?

  ক) অরবিন্দ ঘোষ√
  খ) মোহাম্মদ আলী
  গ) মোহাম্মদ খান
  ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১৮) প্রথম জাতীয় সংগীত উর্দু ভাষায় কে অনুবাদ করেন?

  ক) অরবিন্দ ঘোষ
  খ) আরিফ মহাম্মদ খান
  গ) আবিদ আলিি√
  ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
                
১৯) 1857 সালের মহাবিদ্রোহের সময় মঙ্গল পান্ডে প্রথম গুলি চালান কোথায়?

   ক)ব্যারাকপুর √
   খ)মিরাট 
   গ)কানপুর 
   ঘ)ঝানসি

২০) কুতুবমিনার সর্বশেষ কে পুনঃ নির্মাণ করেছিলেন?

  ক) কুতুবউদ্দিন আইবক
  খ) ইলতুৎমিস
  গ)ফিরোজ শাহ তুঘলক √
  ঘ)বলবান

           মনে রাখবে
           **কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক
           **কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন ইলতুৎমিস
           **কুতুবমিনার পুনঃ নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুঘলক

২১) খিলাফত আন্দোলন শুরু হয় কার আমলে?

 ক)লর্ড মাউন্টব্যাটেন
 খ)লর্ড ডালহৌসি 
 গ)লর্ড চেমসফোর্ড √
 ঘ)লর্ড কার্জন

২২)গান্ধীজী বিদেশি দ্রব্য বর্জনের ডাক দিয়েছিলেন কিসের লক্ষ্যে?

  ক) পূর্ণ স্বাধীনতা
  খ) ব্রিটিশ বিরোধী আবেগ তৈরীর জন্য
  গ) সামাজিক সুরক্ষার জন্য
  ঘ) দেশীয় শিল্পের বিস্তার ঘটানোর জন্য√

২৩) জার্মেনিয়াম পদার্থটি হলো তড়িৎ এর-

ক) সুপরিবাহী 
খ)পরিবাহী 
গ)অতিপরিবাহী 
ঘ)অর্ধপরিবাহী√

২৪) আর্থ তারের রং কি রূপ?

ক)কাল বা সবুজ 
খ)সবুজ বা হলুদ√
গ)হলুদ বা নীল 
ঘ)হলুদ বা কালো

২৫) নিচের কোনটি একটি পৃষ্ঠ প্রপঞ্চ (surface phenomenon)?

ক) জমে যাওয়া 
খ) গলে যাওয়া 
গ) ফোটা 
ঘ) বাষ্পীয় ভবন√

২৬) একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাস এর মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ?

ক) সদ ও শীর্ষ
খ) অসদ ও অবশীর্ষ
গ) সদ ও সমশীর্ষ
ঘ) অসদ ও সমশীর্ষ√

২৭) শক্তির একক এর সাথে কার একক একই?

ক)ক্ষমতা 
খ)বল 
গ)ত্বরণ 
ঘ)কার্য√

*শক্তি এবং কার্যের একক জুল

২৮) চকচকে স্টিলের চামচ এর ভেতরের পৃষ্ঠ কিসের মত আচরণ করে?

ক) উত্তল দর্পণ
খ) অবতল দর্পণ√ 
গ) সমতল দর্পণ 
ঘ) অবতল লেন্স

২৯) সৌরকোষের জন্য কোন অর্ধপরিবাহী পদার্থ ব্যবহৃত হয়?

ক)জার্মেনিয়াম 
খ)সিলিকন √
গ)অ্যালুমিনিয়াম 
ঘ)গ্রাফাইট

৩০) কোনটির যান্ত্রিক সুবিধা 1 হয়?

ক) ঢেঁকি
খ) এক চাকার হাত গাড়ি 
গ) চিমটা
ঘ) সাধারণ তুলা যন্ত্র√

৩১) সূর্য বা নক্ষত্রে পদার্থ কোন অবস্থায় থাকে?

ক) কঠিন 
খ) তরল
গ) গ্যাসীয় 
ঘ) প্লাজমা√

৩২) চলন্ত ট্রেন গাড়ি থেকে হকাররা কিভাবে নামে?

ক) সামনের দিকে হেলে
খ) পিছনদিকে হেলে√
গ) সোজা হয়ে 
ঘ) বাঁকা হয়ে

৩৩)লোকসভা ভেঙে দিতে পারে কে?

ক) প্রধানমন্ত্রী 
খ)লোকসভার স্পিকার 
গ)ভারতের রাষ্ট্রপতি√
ঘ) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

*প্রধানমন্ত্রীর পরামর্শ ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে

৩৪)ভারতের রাজ্যগুলির রাজ্যপাল  নিযুক্ত হন কার দ্বারা ?

ক)রাজ্য আইনসভার সদস্য বৃন্দ 
খ)লোকসভার স্পিকার 
গ)ভারতের রাষ্ট্রপতি√
ঘ)রাজ্যের মুখ্যমন্ত্রী

**সংবিধানে 155 নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল কে নিযুক্ত করেন

৩৫) ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে?

ক) 33
খ) 14
গ) 37 
ঘ) 300 A√

**বর্তমানে এটি আইনগত অধিকার, মৌলিক অধিকার নয় ।(44 তম সংবিধান সংশোধন 1978 )
                
৩৬)রানা প্রতাপ সাগর ড্যাম্প কোন নদীতে গঠন করা হয়েছে?

  ক)সুটলেজ 
  খ)চম্বল √
  গ)নর্মদা 
  ঘ)গণ্ডক

 **রানা প্রতাপ সাগর ড্যাম ইন্দিরা গান্ধির আমলে 1970 সালে open হয়
                
৩৭) ভারতের ধান অনুসন্ধান কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

  ক)বিহার 
  খ)উড়িষ্যা √                  * কটক
  গ)গুজরাট 
  ঘ)কেরালা

     মনে রাখবে
     International rice Research centre : ম্যানিলা ,ফিলিপাইন

৩৮) বৈশাখী উৎসব কোন সম্প্রদায়ের উৎসব?

   ক)জৈন
   খ)হিন্দু 
   গ)শিখ √
   ঘ)ক্রিস্টান

৩৯) ভারতীয় রেল দিবস কবে পালন করা হয়?

  ক) 16 এপ্রিল√
  খ) 19 নভেম্বর
  গ) 2 অক্টোবর
  ঘ) 22 এপ্রিল

             মনে রাখবে
             **19 নভেম্বর বিশ্ব শৌচালয় দিবস
             **2 অক্টোবর বিশ্ব অহিংসা দিবস
             **22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস
                
৪০) বিশ্বের সবচেয়ে পুরানো জাতীয় গান কোনটি?

  ক) বন্দেমাতরম
  খ) জন গন মন
  গ) আমার সোনার বাংলা
  ঘ) গড  সেভ দ্যা কিং√

        **এটি বৃটেনের জাতীয় গান।১৮২৫সালে বৃটেনের জাতীয় গান হিসেবে স্বীকৃতি পায়।
                  
৪১) রিমিকে দেখিয়ে দীপ বলল,"মেয়েটির মায়ের একমাত্র ভাই হয় আমার বাবার একমাত্র পুত্র। মেয়েটি দীপের কে হয়?

ক) মামা 
খ)বাবা 
গ)ভাই 
ঘ)ভাগ্নি✓

৪২)কোনটি বেমানান

ক) পারদ✓
খ) কপার
গ) অ্যালুমিনিয়াম
ঘ) জিংক

*পারদ একমাত্র তরল বাকিরা কঠিন



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...