Bengali Current Affairs 5 th July, 2020
1.কাদের পুনর্বাসনের জন্য ‘Dream Kerala Project’-এর ঘোষণা করলেন কেরালা সরকার?
ⓐ পথশিশু
ⓑ বিদেশ থেকে ফেরা রাজ্যবাসী✓
ⓒ ভিক্ষুক
ⓓ করোনা আক্রান্তদের
❏ এছাড়াও সমগ্র রাজ্যের বিকাশের জন্যও এটি বরাদ্দ
❏ কেরালার রাজধানী- তিরুবনন্তপুরম
❏ বর্তমান মুখ্যমন্ত্রী-Pinarayi Vijayan
❏ বর্তমান রাজ্যপাল-Arif Mohammad Khan
2.CBFC-এর CEO হিসাবে দায়ভার গ্রহণ করলেন কে?
ⓐ Anand Sharma
ⓑ Nikunj Verma
ⓒ Shekar Singh
ⓓ Ravinder Bhakar ✓
❏ CBFC-এর পুরো কথা হল- Central Board of Films Certification
❏ হেডকোয়াটার-মুম্বাই
❏ বর্তমান চেয়ারপারসন-প্রসুন জোশী
3.Hyderabad Management Association-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ অঞ্জনা মেহতা
ⓑ সঞ্জয় কাপুর✓
ⓒ সুশীল সিং সু
ⓓ ধীর দেশাই
4.‘2020 Commonwealth Short Story Prize’ জিতলো ভারতের লেখিকা?
ⓐ রেভা মালহোত্রা
ⓑ রশ্মি সিং
ⓒ কৃতিকা পান্ডে✓
ⓓ সারা আগারয়াল
❏ ‘The Great Indian Tee and Snakes’-শিরোনামে শর্টস্টোরির জন্যই এই পুরস্কার তিনি জিতেছেন
❏ এই পুরস্কারটি প্রদান করে-Commonwealth Writers organisation
❏ আঞ্চলিক বিজয়ীরা প্রত্যেকে ২৫০০ পাউন্ড এবং সামগ্রিক বিজয়ীরা প্রত্যেকে ৫০০০ পাউন্ড করে পান
5.সম্প্রতি প্রয়াত Everton Weekes কোন দেশের প্রাক্তন ক্রিকেটার ছিলেন?
ⓐ নিউজিল্যান্ড
ⓑ ওয়েস্ট ইন্ডিজ✓
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ ইংল্যান্ড
❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯৫ বছর
❏ তিনি ICC Hall of Fame-এর সদস্য ছিলেন
❏ তাঁর শেষ ম্যাচ ছিল- পাকিস্তানের বিরুদ্ধে ত্রিনিদাদে
6.IIMC-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সঞ্জীব কাপুর
ⓑ সঞ্জয় দ্বিবেদী✓
ⓒ রাবিশ কুমার
ⓓ সুধীর চৌধুরী
❏ IIMC-এর পুরো কথা হল-Indian Institute of Mass Communication
❏ IIMC প্রতিষ্ঠা হয়েছিল- ১৯৬৫ সালে
7. ‘World Sports Journalists Day’ পালন করা হয় কবে?
ⓐ ২রা জুন
ⓑ ২রা জুলাই✓
ⓒ ২রা মার্চ
ⓓ ২রা অক্টোবর
❏ ১৯৯৪ সালে International Sports Press Association (ISPA)-এর ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে এই দিনটি প্রথম পালিত হয়
❏ ISPA-এর হেডকোয়াটার- লন্ডন
❏ প্রতিষ্ঠা সাল-১৯২৪
8.‘The Future of Higher Education’ শিরোনামে বইটি রিলিজ করলেন কে?
ⓐ রামনাথ কোবিন্দ
ⓑ ভেঙ্কাইয়া নাইডু✓
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ রাজনাথ সিং
❏ তিনি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত আছেন
❏ এই বইটি লিখেছেন CA V Pattabhi Ram
9.করোনা সংক্রান্ত চিকিৎসার অবশিষ্টাংশ ফেলার জন্য কোন রঙের ডাস্টবিন ব্যবহার করছে ইন্দোর শহর কর্তৃপক্ষ?
ⓐ নীল
ⓑ হলুদ✓
ⓒ লাল
ⓓ গোলাপী
❏ করোনা সংক্রমণ ছড়ানো রুখতে এবং মানুষদের সচেতন করতে এই উদ্যোগ
❏ ইন্দোর হলো মধ্যপ্রদেশের একটি শহর
10.Karnam Sekar কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদ থেকে অবসর নিলেন?
ⓐ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ⓑ আই.সি.আই.সি.আই ব্যাঙ্ক
ⓒ ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক✓
ⓓ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
❏ Indian Overseas Bank-এর সদরদপ্তর-চেন্নাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৩৭ সালের ১০ই ফেব্রুয়ারী
❏ প্রতিষ্ঠাতা-M. Ct. M. Chidambaram Chettyar
11. চীনে নতুন এক ভাইরাসের সন্ধান মিলল শুকরের দেহে ।ভাইরাসটির নাম কি?
a.G1
b.G2
c.G3
d.G4✓
No comments:
Post a Comment