Bengali Current Affairs 7th July, 2020
1.ভারতের প্রথম দেশীয় সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপের নাম কী?
ⓐ Mitron
ⓑ Elyments✓
ⓒ IndoFace
ⓓ Roposo
ⓑ Elyments✓
ⓒ IndoFace
ⓓ Roposo
2.কুকুরের মাংস আমদানী, বিক্রি ও ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য?
ⓐ আসাম
ⓑ নাগাল্যান্ড✓
ⓒ মনিপুর
ⓓ মেঘালয়
ⓑ নাগাল্যান্ড✓
ⓒ মনিপুর
ⓓ মেঘালয়
◉ মার্চ মাসে মিজোরাম সরকারও এই সিদ্ধান্ত নিয়েছে
◉ Food Safety and Standard (Food Products Standard and Additives) Regulation, 2011 আইনের দ্বারা ভারতে কুকুরের মাংস খাওয়া নিষেধ করা হয়েছে
◉ নাগাল্যান্ড-এর রাজধানী- কোহিমা
◉ বর্তমান মুখ্যমন্ত্রী-Neiphiu Rio
◉ বর্তমান রাজ্যপাল-RN Ravi
◉ Food Safety and Standard (Food Products Standard and Additives) Regulation, 2011 আইনের দ্বারা ভারতে কুকুরের মাংস খাওয়া নিষেধ করা হয়েছে
◉ নাগাল্যান্ড-এর রাজধানী- কোহিমা
◉ বর্তমান মুখ্যমন্ত্রী-Neiphiu Rio
◉ বর্তমান রাজ্যপাল-RN Ravi
3.‘মোবাইল মাষ্টারজী’-নামে ভার্চুয়াল ক্লাসরুম সিস্টেম তৈরী করলো কোন ইউনিভার্সিটি?
ⓐ IIT Bombay
ⓑ IIT Kanpur✓
ⓒ IIT Madras
ⓓ IIT Kharagpur
ⓑ IIT Kanpur✓
ⓒ IIT Madras
ⓓ IIT Kharagpur
◉ এটি উত্তরপ্রদেশে অবস্থিত
ⓐ Microsoft
ⓑ IBM
ⓒ Intel Capital✓
ⓓ ASUS
ⓑ IBM
ⓒ Intel Capital✓
ⓓ ASUS
◉ হেডকোয়াটার- আমেরিকা যুক্তরাষ্ট্র
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৯১
◉ প্রতিষ্ঠাতা- Avram Miller
◉ বর্তমান প্রেসিডেন্ট-Wendell Brooks
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৯১
◉ প্রতিষ্ঠাতা- Avram Miller
◉ বর্তমান প্রেসিডেন্ট-Wendell Brooks
5.রত্নাকর মাতকারী-কে মরণোত্তর ‘Natvarya Prabhakar Panshikar Award’ প্রদান করছে কোন রাজ্য?
ⓐ পাঞ্জাব
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ গুজরাট
ⓓ উড়িষ্যা
ⓑ মহারাষ্ট্র✓
ⓒ গুজরাট
ⓓ উড়িষ্যা
◉ রত্নাকর মাতকারী হলেন প্রখ্যাত মারাঠী লেখক এবং নাট্যকার
◉ এই পুরস্কার স্বরূপ তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবে
◉ এই পুরস্কার স্বরূপ তাঁর পরিবার ৫ লক্ষ টাকা পাবে
6.প্রোগ্রামিং এবং ডেটা সাইন্সে বিশ্বে প্রথম অনলাইন বি.এসসি ডিগ্রি কোর্স লঞ্চ করলো কোন ইউনিভার্সিটি?
ⓐ IIT Madras✓
ⓑ IIT Kharagpur
ⓒ IIT Delhi
ⓓ IIT Roorkee
ⓑ IIT Kharagpur
ⓒ IIT Delhi
ⓓ IIT Roorkee
7.‘প্রধান মন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’-র সময়সীমা বাড়ালো কোন মাস পর্যন্ত?
ⓐ জুলাই
ⓑ নভেম্বর✓
ⓒ ডিসেম্বর
ⓓ আগস্ট
ⓑ নভেম্বর✓
ⓒ ডিসেম্বর
ⓓ আগস্ট
◉ এই যোজনার আওতায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাবে
8.কোন ব্যাঙ্কের সহায়তায় ‘Swiggy Money’-নামে ডিজিটাল ওয়ালেট লঞ্চ Swiggy কোম্পানী?
ⓐ Axis Bank
ⓑ ICICI Bank✓
ⓒ HDFC Bank
ⓓ United Bank
ⓑ ICICI Bank✓
ⓒ HDFC Bank
ⓓ United Bank
◉ হেডকোয়াটার- মুম্বাই
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের জুন মাস
◉ বর্তমান CEO হলেন- সন্দীপ বক্সী
◉ Swiggy-এর হেডকোয়াটার- বেঙ্গালুরু
◉ প্রতিষ্ঠা সাল- ২০১৪
◉ প্রতিষ্ঠাতাগণ- Rahul Jaimini, Nandan Reddy, Sriharsha Majety
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৯৪ সালের জুন মাস
◉ বর্তমান CEO হলেন- সন্দীপ বক্সী
◉ Swiggy-এর হেডকোয়াটার- বেঙ্গালুরু
◉ প্রতিষ্ঠা সাল- ২০১৪
◉ প্রতিষ্ঠাতাগণ- Rahul Jaimini, Nandan Reddy, Sriharsha Majety
9.গঙ্গা নদীর দূষণরোধ এবং পুনরুজ্জীবিকরনের জন্য ভারতকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে কোন সংস্থা?
ⓐ IMF
ⓑ World Bank✓
ⓒ United Nation
ⓓ WTO
ⓑ World Bank✓
ⓒ United Nation
ⓓ WTO
◉ হেডকোয়াটার- ওয়াশিংটন
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৪৪ সালের জুলাই মাস
◉ প্রতিষ্ঠাতা- John Maynard Keynes, Harry Dexter White
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৪৪ সালের জুলাই মাস
◉ প্রতিষ্ঠাতা- John Maynard Keynes, Harry Dexter White
10.ভারতের সবথেকে দীর্ঘ ‘শেশনাগ’-নামে ট্রেনটির দৈর্ঘ্য কত?
ⓐ ২ কিমি
ⓑ ২.৫ কিমি
ⓒ ২.৮ কিমি✓
ⓓ ৩ কিমি
ⓑ ২.৫ কিমি
ⓒ ২.৮ কিমি✓
ⓓ ৩ কিমি
◉ এই ট্রেনটিতে মোট ২৫১টি ওয়াগন রয়েছে
11. বিশ্বের সবচেয়ে বড় ই-বর্জ্য উৎপাদনকারী দেশ কোনটি?
a. চীন✓
b. জাপান
c. ভারত
d.আমেরিকা
b. জাপান
c. ভারত
d.আমেরিকা
No comments:
Post a Comment