Bengali Current Affairs 10th August, 2020
1. 2021 সালে T-20 cricket world cup কোন দেশে অনুষ্ঠিত হবে?
ⓐ ভারত✓
ⓑ অস্ট্রেলিয়া
ⓒ ইংল্যান্ড
ⓓ নিউজিল্যান্ড
❏ 2020 সালে T-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর কারণে বিশ্বকাপ স্থগিত রাখা হয়।
❏ আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী 2021 সালে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।
❏ 2022 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।
2.ICC Women World Cup 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে?
ⓐ ওয়েস্ট ইন্ডিজ
ⓑ নিউজিল্যান্ড✓
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ ভারত
❏ ICC Women World Cup 2021 নিউজিল্যান্ডে ফেব্রুয়ারি - মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী এই বিশ্বকাপ 2022 সালে অনুষ্ঠিত হবে।
❏ ICC formation -15 June 1909
❏ Headquarter - Dubai ,United Arab Emirates
❏ Membership- 104 members
❏ Official language - English
❏ Chairman - Imran Khawaja ( interim)
❏ CEO - Manu Sawhney
❏ ICC Women ODI World Cup প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1973 সালে
❏ 1973 সালে ICC Women ODI World Cup ইংল্যান্ড জয়লাভ করেছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে
❏ ইংল্যান্ড মোট চারবার বিশ্বকাপ জয় করেছে
❏ অস্ট্রেলিয়া মোট 6 বার বিশ্বকাপ জয় করেছে
❏ ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন - মিতালি রাজ
❏ ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ - Woorkeri Raman
3. কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় মিথানল কারখানার উদ্বোধন করল?
ⓐ ইজরায়েল
ⓑ ইরান✓
ⓒ কাতার
ⓓ ওমান
❏ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি 6 .8 .2020 বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলে বুশেহর প্রদেশে "কবেহ" পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ( বিশ্বের সবচেয়ে বড় মিথানল কারখানা) উদ্বোধন করেন।
❏ এই কারখানা থেকে প্রতিদিন "AA" গ্রেডের 7000 মেট্রিকটন মিথানল উৎপাদিত হবে বলে জানানো হয়েছে।
❏ বেসরকারি উদ্যোগে নির্মিত এই কারখানা স্থাপনে বিনিয়োগের পরিমাণ প্রায় 100 কোটি ডলার।
❏ এই কারখানা থেকে অপরিশোধিত জ্বালানি ব্যবহার করে বছরে প্রায় 40 কোটি ডলার মূল্যের পণ্য উৎপাদন করা সম্ভব হবে।
❏ ইরানের মুদ্রা- রিয়েল
❏ ইরানের রাজধানী- তেহরান
4. 'মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা’ ও ‘মহিলা এবং কিশোরী সম্মান যোজনা’ লঞ্চ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ পাঞ্জাব
ⓑ হরিয়ানা✓
ⓒ গুজরাট
ⓓ পশ্চিমবঙ্গ
❏ ‘মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা’-র আওতায় ১-৬ বছর বয়সের শিশুদের জন্য অঙ্গনওয়ারী সেন্টার থেকে পাউডার দুধ দেওয়া হবে
❏ ‘মহিলা এবং কিশোরী সম্মান যোজনা’-র আওতায় ১০-৪৫ বছর বয়সী দরিদ্র মহিলাদের বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন দেওয়া হবে
❏ হরিয়ানার রাজধানী- চন্ডিগড়
❏ বর্তমান মুখ্যমন্ত্রী- মনোহর লাল খট্টার
❏ বর্তমান রাজ্যপাল- সত্যদেব নারায়ন আর্য
5.আগত IPL-এ কোন চাইনিজ মোবাইল কোম্পানীর সাথে টাইটেল স্পনসরশীপ বাতিল করলো BCCI?
ⓐ RedMi
ⓑ Vivo✓
ⓒ Oppo
ⓓ Realme
❏ ২০১৮-২০২০ সালের জন্য ২১৯০ কোটি টাকার বিনিময়ে IPL-এর টাইটেল স্পন্সরশীপ জিতেছিল Vivo
❏ BCCI-এর পুরো কথা- Board of Control for Cricket in India
❏ হেডকোয়াটার- মুম্বাই
❏ প্রতিষ্ঠা সাল- ১৯২৮ সালের ডিসেম্বর মাস
❏ বর্তমান প্রেসিডেন্ট- সৌরভ গাঙ্গুলী
❏ বর্তমান সেক্রেটারী- জয় শাহ
6.‘RAW: A History of India’s Covert Operations’-শিরোনামে বই লিখলেন কে?
ⓐ মনোহর শর্মা
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ Yatish Yadav✓
ⓓ চেতন ভগৎ
7.ভারতীয় রেলপথের প্রথমবার কোন মেশিন ট্রাক নির্মাণের জন্য ব্যবহার করল?
ⓐ Track tamping machines
ⓑ NTC machine✓
ⓒ Plassar and Theurer machine
ⓓ None of these
8. সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত শ্যামল চক্রবর্তী পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন?
ⓐ তৃনমূল কংগ্রেস
ⓑ কংগ্রেস
ⓒ সিপিআইএম✓
ⓓ বিজেপি
❏ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭৬ বছর
❏ তিনি ১৯৮২-১৯৯৬ সাল পর্যন্ত মোট ৩ বার পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী হিসাবে কাজ করেছেন
❏ এবং রাজ্য সভায় মোট ২ বার নির্বাচিত হয়েছিলেন
9.Yes Bank-এ ১০৫.৯৮ কোটি টাকার বিনিময়ে কত শতাংশ শেয়ার কিনলো LIC?
ⓐ ৫.%
ⓑ ৪.২৩%✓
ⓒ ৪.৭৫%
ⓓ ৩.০০%
❏ Yes Bank-এর হেডকোয়াটার- মুম্বাই
❏ বর্তমান CEO- প্রশান্ত কুমার
❏ LIC-এর পুরো কথা- Life Insurance Corporation
❏ প্রতিষ্ঠা সাল- ১৯৫৬ সালের ১লা সেপ্টেম্বর
❏ হেডকোয়াটার- মুম্বাই
❏ বর্তমান চেয়ারম্যান- M R Kumar
10.কোন রাজ্য সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করার জন্য Hindustan Unilever ltd, P&G ITC র সাথে Mou চুক্তি স্বাক্ষর করলো?
ⓐ অন্ধ্রপ্রদেশ✓
ⓑ উড়িষ্যা
ⓒ হরিয়ানা
ⓓ মধ্যপ্রদেশ
❏ মহিলাদের বিপণন ও প্রযুক্তিগত বিদ্যায়, অর্থনৈতিক ক্ষমতায়নে এবং স্বাবলম্বী করার জন্য অন্ধপ্রদেশ রাজ্য সরকার এই তিনটি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে
❏ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী -ওয়াই এস.জগনমোহন রেড্ডি
❏ অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল -বিশ্ব ভূষণ হরিচন্দন
11. কোন রাজ্য সরকার প্রথম রাজ্য হিসেবে রাজ্যের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা প্রদানের জন্য গুগলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো?
ⓐ মহারাষ্ট্র✓
ⓑ তামিলনাড়ু
ⓒ গুজরাট
ⓓ রাজস্থান
❏ Google Founded -4 সেপ্টেম্বর, 1998
❏ CEO - সুন্দর পিচাই
❏ হেডকোয়ার্টার- মাউন্টেইন ভিউ ,ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস
❏ ভারতের মহারাষ্ট্রের মুম্বাই এ প্রথম বিদেশি পাখির পার্ক খোলা হয়েছে
❏ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে
❏ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি
❏ মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস -1May
12. কোন মন্ত্রক My Gov এর সহযোগিতায় 'Atmanirbhar Bharat - Swatantra Bharat নিয়ে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করবে?
ⓐ Health and Family welfare ministry
ⓑ Defence ministry✓
ⓒ Chemicals and fertilizers ministry
ⓓ Skill development and entrepreneurship ministry
13. "The Pandemic Century : One Hundred Years of Panic, History and Hubris " বইটির লেখক কে?
ⓐ Ernest Hemingway
ⓑ Mark Honigsbaum ✓(মার্ক হনিগসবাউম)
ⓒ Virginia woolf
ⓓ William Faulkner
No comments:
Post a Comment