Bengali Current Affairs 13th August, 2020
1. মাউন্ট সিনাবাং নামে আগ্নেয়গিরিটি ভয়ংকর ভাবে জেগে উঠেছে। এই আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত?
ⓐ ইন্দোনেশিয়া✓
ⓑ জাপান
ⓒ ইটালি
ⓓ মালদ্বীপ
☑ ভয়ঙ্কর ভাবে জেগে উঠেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ড সিনাবাং'
☑ আকাশে প্রায় 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় ধোয়া। চারপাশে ধ্বংসস্তূপের মত ছড়িয়ে পড়ে ছাই ।
☑ সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি 400 বছরে প্রথমবার 2010 সালে জেগে ওঠে, এরপর 2013 সালে আবার জেগে ওঠে ,তারপর থেকে এটি বেশ সক্রিয়।
☑ 2016 সালে অগ্ন্যুৎপাতের জেরে মৃত্যু হয় 7 জনের
☑ আবার সম্প্রতি সেই রূপের দেখা মিলেছে। গত সপ্তাহে দুবার ছোট দুটো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। আর 7 আগস্ট সকাল থেকে তা ভয়াবহ আকার ধারণ করে
☑ ইন্দোনেশিয়ার রাজধানী - জাকার্তা
☑ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি- জোকো উইডোডো
☑ ইন্দোনেশিয়ার মুদ্রা - ইন্দোনেশিয়ান রুপিয়া
2. ভিলেজ এমপ্লয়মেন্ট কাউন্সিলে মহিলাদের ৫০% সংরক্ষণের প্রস্তাব অনুমোদন করলো কোন রাজ্যের মন্ত্রীসভা?
ⓐ মনিপুর
ⓑ মেঘালয়✓
ⓒ আসাম
ⓓ নাগাল্যান্ড
☑ রাজধানী- শিলং
☑ বর্তমান মুখ্যমন্ত্রী- Conrad Sangma (কনরাড সাংমা)
☑ বর্তমান রাজ্যপাল- তথাগত রায়
3.সাম্প্রতিক Bloomberg Billionaires Index-এ বিশ্বে ধনী ব্যক্তির তালিকায় ভারতের মুকেশ আম্বানীর স্থান কত?
ⓐপঞ্চম
ⓑ চতুর্থ✓
ⓒ দ্বিতীয়
ⓓ তৃতীয়
☑ তাঁর সম্পত্তির পরিমান ৮০.৬ বিলিয়ন মার্কিন ডলার
☑ এই তালিকায় প্রথমস্থানে অ্যামাজনের প্রতিষ্ঠা জেফ বেজস, যাঁর সম্পত্তির পরিমান ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার
☑ দ্বিতীয় স্থানে আছে মাইক্রোসফট-এর প্রতিষ্ঠাতা বিল গেট, তাঁর সম্পত্তির পরিমান ১২১ বিলিয়ন মার্কিন ডলার
☑ এবং তৃতীয় স্থানে আছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, তার সম্পত্তির পরিমান ১০২ বিলিয়ন মার্কিন ডলার
4. JCB India-র নতুন ডেপুটি CEO এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সমীর দেশমুখ
ⓑ দীপক শেট্টি✓
ⓒ সুরেশ গুপ্ত
ⓓ গৌতম খান্দেকার
☑ JCB কোম্পানির হেডকোয়াটার- রচেস্টার,যুক্তরাজ্য
☑ প্রতিষ্ঠা সাল- ১৯৪৫ সালের ২৩শে অক্টোবর
☑ প্রতিষ্ঠাতা- Joseph Bamford (জোসেফ বামফোর্ড)
☑ বর্তমান চেয়ারম্যান-Anthony Bamford (অ্যান্টনি বামফোর্ড)
5. হাই স্পিড ইন্টারনেট পরিষেবা জন্য পোর্টব্লেয়ার কে কোন শহরের Optical Fibre Cable (OFC) এর সাথে সংযুক্ত করা হলো?
ⓐ চেন্নাই✓
ⓑ বিশাখাপত্তনম
ⓒ কোজিকোড
ⓓ মাদুরাই
☑ আন্দামানের 12টি দ্বীপে হাই স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য পোর্ট ব্লেয়ারের সঙ্গে চেন্নাই শহরের Optical Fibre Cable (OFC) এর সাথে সংযুক্ত করা হলো এটা দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
☑ ইন্টারনেট ও পর্যটন শিল্পের বিকাশের জন্যই সাবমেরিন অপটিকাল কেবল নেটওয়ার্ক স্থাপন করা হল
☑ Optical Fibre Cable (OFC) যুক্ত হলে আন্দামানের সস্তা মোবাইল সংযোগ মিলবে
☑ অনলাইন পড়াশোনা ব্যাংকিং ব্যবস্থা হবে আধুনিক
☑ মোট Optical Fibre Cable (OFC) দূরত্ব - 2300 কিলোমিটার
☑ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর-অ্যাডমিরাল ডি .কে .যোশী
6. ‘আত্মনির্ভর ভারত সপ্তাহ’ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী?
ⓐ স্মৃতি ইরানী
ⓑ রাজনাথ সিং✓
ⓒ ড. হর্ষ বর্ধন
ⓓ নরেন্দ্র মোদী
☑ তিনি বর্তমানে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী
☑ দেশীয় পদ্ধতিতে প্রতিরক্ষামূলক যন্ত্রপতি তৈরীতে প্রাধান্য দিতেই এই উদ্যোগ
7. ‘Indira Van Mitan’ যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ গুজরাট
ⓑ মিজোরাম
ⓒ ছত্তিশগড়✓
ⓓ রাজস্থান
☑ এই যোজনার আওতায় বনাঞ্চলের নিকট গ্রাম গুলি স্বনির্ভর হতে পারবে
☑ ছত্তিশগড়ের রাজধানী- রায়পুর
☑ বর্তমান মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল
☑ বর্তমান রাজ্যপাল- Anusuiya Uikey
8.আন্তর্জাতিক যাত্রীদের জন্য ‘Air Suvidha’-নামে অনলাইন পোর্টাল লঞ্চ করলো কোন এয়ারপোর্ট?
ⓐ মুম্বাই এয়ারপোর্ট
ⓑ কলকাতা এয়ারপোর্ট
ⓒ দিল্লি এয়ারপোর্ট✓
ⓓ হায়দ্রাবাদ এয়ারপোর্ট
☑ Union Minister of Health and Family Welfare - Dr Harsh Vardhan
☑ Union Minister of External Affairs - Dr Subrahmanyam Jaishankar
9. ভারতীয় আর্মি কোন দেশের আর্মিকে ১০টি ভেন্টিলেটর উপহার দিল?
ⓐ ভুটান
ⓑ মায়ানমার
ⓒ নেপাল✓
ⓓ পাকিস্তান
☑ রাজধানী ও বৃহত্তর শহর - কাঠমান্ডু
☑ বর্তমান রাষ্ট্রপতি- Bidhya Devi Bhandari (বিদ্যা দেবী ভান্ডারী)
☑ বর্তমান প্রধানমন্ত্রী- K. P. Sharma Oli ( খড়্গ প্রসাদ শর্মা অলি)
☑ মুদ্রার নাম- নেপালিজ রুপী
☑ সরকারি ভাষা -নেপালি
☑ আইন-সভা - ফেডারেল পার্লামেন্ট
☑ উচ্চকক্ষ - ন্যাশনাল অ্যাসেম্বলি
☑ নিম্নকক্ষ - হাউস অব রিপ্রেজনটেটিভস
☑ স্পিকার - অগ্নি প্রশাদ সাপকোটা
10. সম্প্রতি ‘Industrial Development Policy 2020-23’ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ দিল্লি
ⓒ মহারাষ্ট্র
ⓓ অন্ধ্রপ্রদেশ✓
☑ এটি লঞ্চ করলেন অন্ধ্রপ্রদেশের শিল্প মন্ত্রী- গৌতম রেড্ডি
☑ বর্তমান রাজ্যপাল- জগমোহন রেড্ডি
☑ বর্তমান মুখ্যমন্ত্রী- বিশ্বভূষণ হরিচন্দ্রন
11. কোন IIT Imperial College London এর যৌথ সহযোগিতায় nanoparticle ' meta-grid 'তৈরি করল?
ⓐ IIT Bombay
ⓑ IIT Kanpur
ⓒ IIT Guwahati✓
ⓓ IIT Delhi
☑ এটা light - emitting diodes ( LED )কে উজ্জ্বল শক্তিশালী , দক্ষ এবং টেকসই করে তোলে।
12. ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের জন্য কত ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ও যন্ত্রাদি আমদানি বন্ধের কথা ঘোষণা করল?
ⓐ 110
ⓑ 105
ⓒ 101✓
ⓓ 90
☑ তিন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত প্রধানের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রয়াত্ত সমরাস্ত্র উৎপাদন গবেষণা সংস্থা DRDO এই যন্ত্রাদি উৎপাদনের জন্য সংস্থাগুলোকে সাহায্য করবে।
☑ যেসব সরঞ্জাম আমদানি করা বন্ধ হচ্ছে তার মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবস্থা , অ্যাসল্ট রাইফেল , ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, লাইট কমব্যাট হেলিকপ্টার , রেডার এবং আরো অন্যান্য সরঞ্জাম।
13. International Youth Day কবে পালিত হয়?
ⓐ 12 আগস্ট✓
ⓑ 11 আগস্ট
ⓒ 10 আগস্ট
ⓓ 9 আগস্ট
☑ সাংস্কৃতিক ও আইনী বিষয়ে যুব সম্প্রদায়ের মধ্যে আগ্রহ তৈরি করতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।
☑ 1999 সালের 17 ডিসেম্বর ইউনাইটেড নেশন 54 /120 রেজোলিউশন সংযোজনের মাধ্যমে দিনটি পালনের উদ্যোগ নেয়।
☑ International Youth Day 2020 Theme- "youth engagement for Global Action" .
14. কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী, মানব - হাতির সংঘাতের জন্য "সুরক্ষা " নামে জাতীয় পোর্টাল লঞ্চ করল। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী কে?
ⓐ প্রকাশ জাভাদেকার✓
ⓑ ডক্টর হর্ষবর্ধন
ⓒ নীতিন গড়করি
ⓓ নরেন্দ্র সিং তোমার
No comments:
Post a Comment