Bengali Current Affairs 14th August, 2020
1. বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন সফলভাবে তৈরী করলো কোন দেশ?
ⓐ চীন
ⓑ রাশিয়া✓
ⓒ আমেরিকা
ⓓ ভারত
▶ এই ভ্যাকসিনটি বাজারে আসবে 'স্পুটনিক-৫' নামে
▶ এই ভ্যাকসিনটি বানিয়েছে মস্কোর Gamaleya Institute
▶ রাশিয়ার রাজধানী- মস্কো
▶ বর্তমান প্রধানমন্ত্রী- Mikhail Mishustin (মিখাইল মিশুস্তিন)
▶ বর্তমান রাষ্ট্রপতি- Vladimir Putin (ভ্লাদিমির পুতিন)
▶ মুদ্রার নাম- রাশিয়ান রুবেল
▶প্রতিযোগিতায় সব দেশকে পিছনে ফেলে মঙ্গলবার মানবদেহে সেই ভ্যাকসিন প্রয়োগ এর পূর্ণ ছাড়পত্র দিলেন রাষ্ট্রপতি Vladimir Putin
▶দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এই টিকা
▶এই সাফল্যকে রুশ-মার্কিন ঠান্ডা লড়াই এর সময়কার মহাকাশ অভিযানের প্রতিযোগিতার সঙ্গে তুলনা করছে মস্কো। সেই কারণেই এই টিকার নাম দেয়া হয়েছে 'স্পুটনিক-৫'
▶1957 সালে মহাকাশে পাঠানো বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের কথা মাথায় রেখেই এই নামকরণ করেছে রাশিয়া।
▶ তবে মাত্র আড়াই মাসে হিউম্যান ট্রায়ালের পর ছাড়পত্র পাওয়ার এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা এখনো বাকি । এই দফায় কয়েক হাজার মানুষের উপর 'স্পুটনিক-৫' প্রয়োগ করা হবে।
▶বিশ্বের ২০ টি দেশ থেকে প্রাথমিকভাবে 100 কোটি ডোজ সরবরাহের অনুরোধ পেয়েছে রাশিয়া
▶ সেপ্টেম্বরে শুরু হবে উৎপাদন। অক্টোবরের শুরুতেই টিকাকরণ চালু করা সম্ভব হবে।
2.Walter Roger Martos Ruiz ( ওয়াল্টার রজার মার্তোস রুইজ) কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ গুয়েনা
ⓑ নিউ গিনি
ⓒ পেরু✓
ⓓ ভেনেজুয়েলা
▶ রাজধানী- লিমা
▶ মুদ্রার নাম- পেরুভিয়ান সোল
▶ বর্তমান রাষ্ট্রপতি- Martín Vizcarra (মার্টিন ভিজকারা)
3. বেলারুসের রাষ্ট্রপতি হিসাবে Alexander Lukashenko ( আলেকজান্ডার লুকাশেঙ্কো) কতবার নির্বাচন জিতলেন?
ⓐ ৫ বার
ⓑ ৬ বার✓
ⓒ ৩ বার
ⓓ ২ বার
▶ বেলারুসের রাজধানী- Minsk (মিন্স্ক)
▶ মুদ্রার নাম- বেলারুশিয়ান রুবেল
▶ বর্তমান প্রধানমন্ত্রী- Siarhiej Rumas (সিয়ারহিজ রুমাস)
4. 70th Anniversary Grand Prix শিরোপা জিতলেন কে?
ⓐ Lewis Hamilton
ⓑ Max Verstappen✓ (ম্যাক্স ভার্সটাপেন )
ⓒ Valtteri Bottas
ⓓ Charles Leclerc
▶ তিনি বেলজিয়ামের বাসিন্দা
5. Khadi-র প্রথম সিল্ক ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার স্থাপিত হতে চলেছে কোথায়?
ⓐ হিমাচল প্রদেশ
ⓑ অরুনাচল প্রদেশ✓
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ বিহার
▶ অরুনাচল প্রদেশের সাঁওতালি বসতি গ্রাম Chullyu-তে এটি স্থাপিত হবে
▶ রাজধানী- ইটানগর
▶ বর্তমান মুখ্যমন্ত্রী- পেমা খান্ডু
▶ বর্তমান রাজ্যপাল- বি. ডি. মিশ্র
▶ Khadi and Village Industries Commission (KVIC)-এর হেডকোয়াটার- মুম্বাই
▶ বর্তমান চেয়ারম্যান- Vinai Kumar Saxena
6.সম্প্রতি প্রয়াত James Harris (জেমস হ্যারিস) কোন দেশের WWE প্লেয়ার?
ⓐ ফ্রান্স
ⓑ জাপান
ⓒ আমেরিকা✓
ⓓ অস্ট্রেলিয়া
▶ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৭০ বছর
▶ তিনি 'Kamala'-নামেই বেশী পরিচিত
▶ WWE-এর পুরো কথা- World Wrestling Entertainment
▶ হেডকোয়াটার- স্ট্যামফোর্ড, যুক্তরাষ্ট্র
▶ বর্তমান CEO হলেন- Vince McMahon (ভিন্স ম্যাকমাহন)
7. . Union Minister of agriculture and farmers welfare" Krishi Megh " লঞ্চ করল। Ministry of agriculture and farmers welfare মন্ত্রী পদে কে নিযুক্ত আছেন?
ⓐ স্মৃতি ইরানি
ⓑ রমেশ পক্রিয়াল
ⓒ নরেন্দ্র সিং তোমার✓
ⓓ ডক্টর হর্ষবর্ধন
8. Steel Authority of India Ltd (SAIL)-র নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?
ⓐ সোহিনী দত্ত
ⓑ সোমা মন্ডল✓
ⓒ নির্মলা সিথারামন
ⓓ সোমা অধিকারী
▶ SAIL-এর হেডকোয়াটার- নিউ দিল্লি
▶ প্রতিষ্ঠা সাল- ১৯৫৪ সালের ১৯শে জানুয়ারী
▶ বর্তমান CEO হলেন- অনিল কুমার চৌধুরী
9. ‘Corona Kavithakal’-শিরোনামে বই লিখলেন PS Sreedharan Pillai (পিএস শ্রীধরণ পিল্লাই) , তিনি কোন রাজ্যের রাজ্যপাল?
ⓐ মেঘালয়
ⓑ মনিপুর
ⓒ মিজোরাম ✓
ⓓ আসাম
▶ রাজধানী- আইজল
▶ বর্তমান মুখ্যমন্ত্রী- Zoramthanga (জোরামথাঙ্গা)
10. Mohammed Ould Bilal (মোহাম্মদ ওউলদ বিলাল) কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?
ⓐ Mauritius
ⓑ Malta
ⓒ Indonesia
ⓓ Mauritania✓
▶Mauritania President -Mohamed Ould Ghazouani (মোহাম্মদ ওউলদ গাজৌনী)
▶ Mauritania Prime Minister -Mohammed Ould Bilal (মোহাম্মদ ওউলদ বিলাল)
▶Mauritania Capital - Nouakchott (নোঅকচোট্ট)
▶Currency of Mauritania - Mauritanian Ouguiya
11. Capital India Finance এর executive chairman পদে কে নিযুক্ত হলেন?
ⓐ রাজেশ ভূষণ
ⓑ ভগৎ ভূষণ
ⓒ হর্স কুমার ভানওয়ালা ✓
ⓓ অনিল বানসাল
▶Capital India Finance limited Managing Director : Keshav Porwal
▶Capital India Finance limited Head Office : Mumbai , Maharashtra
12. অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার কোথায় IT কোম্পানি তৈরি করার জন্য US Based IT Farm "Boston Group " এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো?
ⓐ নেল্লোর
ⓑ বিশাখাপত্তনম✓
ⓒ গুন্টুর
ⓓ বিজয়ওয়াড়া
▶Chairman of the Boston group - Sobu Kota
▶Chief Minister of Andhra Pradesh : Y.S Jagan Mohan Reddy
▶Governor : Bishwa Bhushan Harichandan
▶অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী Y.S jaganmohan Reddy সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিনটি রাজধানী প্রতিষ্ঠা করলেন- Executive capital Visakhapatnam, Legislative capital- Amaravathi , Judicial capital - Kurnool
▶ অন্ধপ্রদেশ রাজ্য সরকার " E - Raksha Bandhan" নামে একটি উদ্ভাবনী ভার্চুয়াল সাইবারক্রাইম সচেতনতা কর্মসূচি লঞ্চ করল।
13. কোন রাজ্য সরকার Mukhya Mantri Kishan Sahay Yojana ঘোষণা করল?
ⓐ গুজরাট✓
ⓑ মহারাষ্ট্র
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ উত্তর প্রদেশ
▶ গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি চলতি খারিফ মৌসুমের জন্য এই Mukhya Mantri Kishan Sahay Yojana ঘোষণা করল। এর ফলে রাজ্যের সমস্ত কৃষক এই প্রকল্পের আওতায় আসবে।
▶গুজরাট রাজ্যের মহি সাগর ঝিলের পাশে প্রথম ডাইনোসর পার্ক খোলা হয়েছে।
▶ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত
▶ গুজরাট হাই কোর্টের মুখ্য বিচারপতি: বিক্রম নাথ
▶ভারতে এখন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর গুজরাটের রাজ্যসভার সংসদ
▶সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত
▶তাপ্তি নদীর উপর বাঁধ পরিকল্পনা- উকাই বাঁধ পরিকল্পনা
14 . National infrastructure pipeline online dashboard কে লঞ্চ করলেন?
ⓐ নীতিন গড়করি
ⓑ ধর্মেন্দ্র প্রধান
ⓒ অমিত শাহ
ⓓ নির্মলা সীতারামন✓
15. সম্প্রতি কোন ভারতীয় আম্পায়ার ICC'S আন্তর্জাতিক আম্পায়ারদের প্যানেলে অন্তর্ভুক্ত হলো?
ⓐ নীতিন মেনন
ⓑ কে এম অনন্তপদমানা✓
ⓒ রবি উল্লাহ খান
ⓓ অতুল নায়ের
▶CEO of ICC : Manu Sawhney
▶Headquarters of ICC : Dubai ,United Arab Emirates
▶ Chairman of ICC : Imran Khawaja (interim)
16 . World elephant day কবে পালিত হয়?
ⓐ 12 আগস্ট✓
ⓑ 11 আগস্ট
ⓒ 10 আগস্ট
ⓓ 9 আগস্ট
▶ শান্তস্বভাবের প্রাণী হাতি সংরক্ষণে জনগণকে সচেতন করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।
▶ হাতি ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল
No comments:
Post a Comment