Thursday, August 13, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৮৫

 






আবগারি কনস্টেবল Mains GK

পর্ব-৮৫

১) পশ্চিমবঙ্গের কোন স্থানটি টেরাকোটার জন্য বিখ্যাত?

ক) কামারপুকুর 

খ) মুর্শিদাবাদ 

গ) রামপুরহাট 

ঘ) বিষ্ণুপুর√

২) হিমবাহের উপরে অনেক গুলি সমান্তরাল ফাটল কে কি বলে?

ক) গ্রাবরেখা

খ) এসকার

গ) ভ্যালিট্রেন

ঘ) ক্রেভাস✓

৩) কোন শস্য খরা প্রতিরোধ করে?

ক) জোয়ার 

খ) চিনাবাদাম 

গ) বার্লি√

ঘ)বাজরা

৪) খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি?

ক) গ্যাসোলিন

খ) আলকাতরা

গ) ন্যাপথা✓

ঘ) প্রাকৃতিক গ্যাস

৫) প্রাকৃতিক গ্যাস হল একপ্রকার-

ক) ইউরোনিয়াম খনি থেকে নির্গত গ্যাস

খ) থোরিয়াম খনি থেকে নির্গত গ্যাস 

গ) পেট্রোলিয়াম খনি থেকে নির্গত গ্যাস ✓

ঘ) লোহার খনি থেকে নির্গত গ্যাস

৬) কাচি উৎপাদনের জন্য কোন স্থান বিখ্যাত?

ক) লুধিয়ানা

খ) মাদুরাই 

গ) মিরাট✓

ঘ) মুর্শিদাবাদ

৭) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা "ডানলপ ইন্ডিয়া লিমিটেডে"র প্রথম ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

ক) বেলঘড়িয়া

খ) সাহাগঞ্জ✓

গ) উত্তরপাড়া

ঘ) দুর্গাপুর

৮) লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে কোন ধরনের মাটি সৃষ্টি হয়?

ক) পলি মাটি 

খ) পডসল মাটি 

গ) কৃষ্ণ মাটি ✓

ঘ) মরু মাটি

৯) দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়?

ক) মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রজেক্ট✓

খ) রাশিয়ার লিনা প্রজেক্ট

গ) আমাজন নদী উপত্যকা প্রজেক্ট

ঘ) চীনের হোয়াংহো প্রজেক্ট

১০) "বাদা " কাকে বলা হয়?

ক) পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী বালুকাময় তটভূমি

খ) পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি অঞ্চল

গ) দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে স্থানীয় নাম

ঘ) সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমি✓

১১) 'বাসন্তিক গম' কখন বপন করা হয়?

ক) জানুয়ারি -ফেব্রুয়ারি 

খ) মার্চ -এপ্রিল √

গ) মে -জুন

ঘ) জুলাই- আগস্ট

১২) কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা  কোন গাছের বৃদ্ধিতে সাহায্য করে?

ক) পাট 

খ) ইক্ষু 

গ) চা-

ঘ) কফি√

১৩) সুন্দরবন অঞ্চলের "টাইগার প্রকল্প"এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?

ক) ক্যানিং

খ) ফরাসগঞ্জ

গ) গোসাবা√

ঘ) বাসন্তী

১৪) ভারতের সর্বোচ্চ পরিমাণে ইক্ষু উৎপাদন হয় কোন মাটিতে?

ক) ভাবর✓

খ) ভাঙ্গর

গ) রেগুর

ঘ) ল্যাটেরাইট

১৫) ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়?

ক) বিহার (সমভূমি অঞ্চল)

খ) পশ্চিমবঙ্গ ( মালভূমি অঞ্চল)

গ) তামিলনাড়ু (উপকূলীয় অঞ্চল)

ঘ) উত্তর পশ্চিম ঘাট✓

১৬) কুলু শহরটি কিসের জন্য বিখ্যাত?

ক) তামা

খ) লৌহ ও ইস্পাত

গ) জরির কাজ

ঘ) কম্বল কারখানা✓

১৭) নিম্নের কোনটির জন্য মোরাদাবাদ বিখ্যাত?

ক) পিতলের বাসন √

খ) চিরুনি 

গ) কাচের চুড়ি 

ঘ) মাদুর

১৮) খের আন্দোলনের সূচনা করেছিল কারা?

ক) ওরাও 

খ) মুন্ডা 

গ) সাঁওতাল √

ঘ) নিগ্রো

১৯) সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন?

ক) লর্ড বেন্টিং

খ) লর্ড ওয়েলেসলি

গ) লর্ড রিপন 

ঘ) লর্ড মেটকাফ√

২০) গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে?

ক) খারবেল

খ) সমুদ্র গুপ্ত

গ) শশাঙ্ক √

ঘ) রুদ্র দমন

২১) ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়?

ক) সম্রাট সমুদ্র গুপ্ত 

খ) সম্রাট বিম্বিসার

গ) সম্রাট চন্দ্রগুপ্ত

ঘ) সম্রাট অশোক✓

২২) কে প্রায় 80 হাজার স্তুপ বানিয়েছিলেন?

ক) অশোক✓

খ) পুষ্যমিত্র

গ) মিনান্দার

ঘ) কনিষ্ক

২৩) দিল্লির কোন মনুমেন্ট থেকে ১৮৫৭ সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফর কে গ্রেপ্তার করে?

ক) হুমায়ুনের কবর✓

খ) পুরানো কিলা

গ) কুতুব মিনার

ঘ) লালকেল্লা

২৪) পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য শাহজাহান কাকে নিয়োগ করেন?

ক) পিয়েত্রা ভাল্লে

খ) কর্নেল স্লিম্যান✓

গ) রালফ ফিচ

ঘ) এডওয়ার্ড জোন্স

২৫) কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়?

ক) সুরাট✓

খ) লাহোর

গ) বোম্বে

ঘ) কলকাতা

২৬) বাদামী বর্ণের প্লাস্টিড কে কি বলে?

ক) ফিওপ্লাস্ট✓

খ) ক্লোরোপ্লাস্ট 

গ) রোডোপ্লাস্ট

ঘ) এলাইওপ্লাস্ট

২৭) তীব্র ঠাণ্ডা শীতপ্রধান দেশে জলের পাইপ ফেটে যায় কেন?

ক) জল কঠিন হলে তার আয়তন বৃদ্ধি পায়√

খ) জলের পাইপ সংকুচিত হয়

গ) জলের পাইপ প্রসারিত হয়

ঘ) সবকটি

২৮) নিচের কোন তেজস্ক্রিয় রশ্মি জীব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর?

ক) আলফা রশ্মি 

খ) গামা রশ্মি✓ 

গ) নিউট্রন 

ঘ) বিটা রশ্মি

২৯) কাগজ শিল্পে কাগজের মণ্ড তৈরি জন্য কি ব্যবহৃত হয়?

ক) সালফিউরিক এসিড 

খ) নাইট্রিক অ্যাসিড

গ) হাইড্রোজেন পারঅক্সাইড √

ঘ) হাইড্রোক্লোরিক এসিড

৩০) কোন পাথরের রং লাল বা হলুদ এ পরিণত হওয়ার কারণ কি?

ক) কার্বনেশন 

খ) এক্সপ্লইটেশন 

গ) অক্সিডেশন √

ঘ) হাইড্রেশন

৩১) কোন নিউক্লিয়ার বিক্রিয়কটি শৃংখল বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে?

ক) ক্যাডমিয়াম রড✓

খ) আয়রন রড

গ) প্লাটিনাম রড

ঘ) গ্রাফাইট রড

৩২) নিচের কোনটি একটি তেজস্ক্রিয় মৌল?

ক) সালফার

খ) টেলুরিয়াম

গ) সেলেনিয়াম

ঘ) পোলোনিয়াম

৩৩) চারটি ধাতুর মিশ্রণে গঠিত একটি সংকর ধাতু হলো-

ক) পিতল

খ) কাসা

গ) জার্মান সিলভার

ঘ) ডুরালুমিন✓

৩৪) টিনের পারদ সংকর ব্যবহার করা হয়-

ক) চশমা তৈরিতে

খ) ক্যালোরি মিটার তৈরিতে

গ) আয়না তৈরিতে✓

ঘ) থার্মোমিটার তৈরিতে

 ৩৫) একটি DDT অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত?

ক) ৩টি

খ) ৪টি

গ) ১টি

ঘ) ৫টি✓

৩৬) নিউক্লিয়ার বিক্রিয়াতে নিউট্রনের বেগ কমানো হয় কিসের দ্বারা?

ক) ভারী জল✓

খ) সাধারন জল 

গ) জিংক রড

ঘ)গলিত কস্টিক সোডা

৩৭) নিউক্লিয়ার বিকারক তৈরি করার জন্য কোন মৌলটি সবচেয়ে প্রয়োজনীয়?

ক) কোবাল্ট 

খ) নিকেল 

গ) জারকোনিয়াম✓

ঘ) টাংস্টেন

৩৮) হীরের মধ্যে কোন রাসায়নিক বন্ধন দেখা যায়?

ক) তড়িৎযোজী ✓

খ) আয়নীয় 

গ) সমযোজী

ঘ) ধাতব 

৩৯) নিম্নোক্ত কোনটি কৃত্রিম রবার?

ক) টেফলন

খ) নিউপ্রিন

গ) ক্লোরোফিল

ঘ) আইসোপ্রিন✓

৪০) মন্ত্রিপরিষদের নিয়োগকর্তা নিম্নের কে?

ক) প্রধানমন্ত্রী

খ) স্পিকার

গ) রাষ্ট্রপতি✓

ঘ) প্রধান বিচারপতি

৪১) অস্পৃশ্যতাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোন মৌলিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য?

ক) স্বাধীনতার অধিকার

খ) সাম্যের অধিকার✓

গ) ধর্মীয় স্বাধীনতার অধিকার

ঘ) কোনোটিই নয়

৪২) রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন?

ক) রাজ্যপাল✓

খ) মুখ্যমন্ত্রী

গ) অর্থমন্ত্রী

ঘ) প্রধানমন্ত্রী

৪৩) ব্রহ্মদেশের সরকারি ভাষা কোনটি?

ক) হিন্দি 

খ) নেপালি

গ) বর্মী √

ঘ) জাঙ্গা

৪৪) সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

ক) মধ্যপ্রদেশ 

খ) কেরালা 

গ) চেন্নাই √

ঘ) মুম্বাই

৪৫) ওয়াংগালা উৎসব কোন রাজ্যে পালিত হয়?

ক) উত্তরাঞ্চল

খ) মেঘালয়✓

গ) মিজোরাম

ঘ) নাগাল্যান্ড

৪৬) নিচের কোন ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়?

ক) প্রকাশনা

খ) ব্যবসা-বাণিজ্য

গ) স্কুল কলেজ

ঘ) ক্ষেপণাস্ত্র নিক্ষেপন✓

৪৭) Computer শব্দটি এসেছে-

ক) ইংরেজি শব্দ হতে

খ) জার্মান শব্দ হতে

গ) গ্রিক শব্দ হতে✓

ঘ) ফারসি শব্দ হতে

৪৮) কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয়-

ক) মিলি সেকেন্ডে

খ) ন্যানো সেকেন্ডে✓

গ) মাইক্রো সেকেন্ডে

ঘ) পিকো সেকেন্ডে

৪৯) মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত দুই ধরনের ফরম্যাটিং দেখা যায় । একটি হলো ক্যারেক্টার ফরমেটিং, অপরটি হল -

ক) প্যারাগ্রাফ ফরম্যাটিং ✓

খ) সেন্টেন্স ফরম্যাটিং

গ) ওয়ার্ড ফরম্যাটিং

ঘ) ফন্ট ফরম্যাটিং

৫০) MS- WORD এ " Replace" অপশনটি কোন মেনুতে থাকে?

ক) File

খ) View

গ) Insert

ঘ) Edit✓



No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...