Bengali Current Affairs 15th August, 2020
1. ‘eBikeGO’ কোম্পানীর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?
ⓐ রাহুল দ্রাবিড়
ⓑ হরভজন সিং✓
ⓒ মহেন্দ্র সিং ধোনী
ⓓ বিরাট কোহলী
2.Hassan Diab (হাসান দিয়াব ) কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?
ⓐ আইভরিকোস্ট
ⓑ লেবানন✓
ⓒ ইজিপ্ট
ⓓ ইরাক
▣ বেইরুটে গ্যাস দুর্ঘটনার পরেই তিনি এবং তাঁর পুরো সরকার পদত্যাগ করেন
▣ এই দুর্ঘটনায় প্রায় ১৬০ জন মারা গেছেন
▣ লেবাননের রাজধানী- বেইরুট
▣ মুদ্রার নাম- লেবানিজ পাউন্ড
▣ রাষ্ট্রপতি- Michel Aoun (মিশেল আউন)
3. Forbes magazine রিপোর্ট অনুযায়ী "The Highest-Paid Actors of 2020"তালিকায় অক্ষয় কুমারের স্থান কত?
ⓐ 5th
ⓑ 6th✓
ⓒ 7th
ⓓ 8th
▣ 1. Dwayne Johnson (ডোয়াইন জনসন)
▣ 2. Ryan Reynolds (রায়ান রেনল্ডস)
▣ 3. Mark Wahlberg (মার্ক ওয়াহলবার্গ)
▣ 4. Ben Affleck (বেন অ্যাফ্লেক)
▣ 5. Vin Diesel (ভিন ডিজেল)
▣ 6. Akshay Kumar (অক্ষয় কুমার)
4. ‘Indian Achievers Award 2020’ জিতলেন কে?
ⓐ Akshat Malik✓
ⓑ Samir Prabhu
ⓒ Akash Advani
ⓓ Akshay Kumar
▣ তিনি 'ClickOnCare' কোম্পানির প্রতিষ্ঠাতা
5. ‘Our Only Home: A Climate Appeal to the World’-শিরোনামে বই লিখলেন কে?
ⓐ গৌর গোপাল দাস
ⓑ দালাই লামা✓
ⓒ বিবেক বিদ্রা
ⓓ সোনু শর্মা
▣ তিনি তিব্বতীয় বৌদ্ধ ধর্মগুরু
▣ এই বইটি জলবায়ু পরিবর্তনের উপর রচিত
6. Indian Council for Research on International Economic Relations ( ICRI ER) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হন?
ⓐ Praveen Singh
ⓑ Pramod Bhasin✓
ⓒ Tuhin Roy
ⓓ Prashant Kumar
▣ Director and Chief Executive of ICRI ER : Dr Rajat kathuria
▣ Headquarter of ICRI ER : New Delhi
7. মুম্বাইয়ে ইনকাম ট্যাক্সের প্রিন্সিপাল চিফ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ শ্রীমতি পদ্মজা
ⓑ পতঞ্জলি ঝা✓
ⓒ রাকেশ গুপ্ত
ⓓ পতঞ্জলি গাঙ্গুলী
8. সম্প্রতি প্রয়াত Rahat Indori, কোন ভাষায় লেখালেখি করতেন?
ⓐ তামিল
ⓑ উর্দু✓
ⓒ মালায়ালম
ⓓ হিন্দি
▣ তিনি সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন
▣ মৃত্যুকালীন তাঁর বয়স- ৭০ বছর
▣ এই বছর তাঁর লেখা কবিতা 'বুলাতি হ্যায় মাগার যানেকা নেহি' সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল।
9.স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী উপজাতি সম্প্রদায়ের আত্মবলীদানকে শ্রদ্ধা জানাতে মোট কয়টি ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম স্থাপন করছে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রালয়?
ⓐ ৭টি
ⓑ ৯টি✓
ⓒ ১০টি
ⓓ ৮টি
▣ ৯টির মধ্যে ২টি প্রায় সম্পুর্নের পথে আর বাকি ৭টির কাজ চলছে।
▣ ২০১৬ সালের ১৫ই আগস্ট এই মিউজিয়াম স্থাপনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
▣ বর্তমান কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী- অর্জুন মুন্ডা।
10. ‘International Lefthanders Day’ পালন করা হয় কবে?
ⓐ ১২ই আগস্ট
ⓑ ১৩ই আগস্ট✓
ⓒ ১৫ই আগস্ট
ⓓ ১৩ই এপ্রিল
▣ ১৯৭৬ সালে এই দিনটি প্রথম পালন করেন Dean R. Campbell (ডিন আর ক্যাম্পবেল)
11. কে Swachh Bharat Mission Academy লঞ্চ করল?
Ⓐ Jal Shakti Minister Gajendra Singh Shekhawat✓
ⓑ Prime Minister Narendra Modi
ⓒ Home Affairs Minister Amit Shah
ⓓ Defence Minister Rajnath Singh
▣ 11 আগস্ট 2020 সালে নিউ দিল্লি তে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী Gajendra Singh Shekhawat Swachh Bharat Mission (SBM) Academyলঞ্চ করলেন।
▣ স্বচ্ছ ভারত মিশন একাডেমী তার মোবাইল- ভিত্তিক প্রযুক্তির সাহায্যে স্বেচ্ছাগগ্রাহী দের পাশাপাশি সম্প্রদায়ভিত্তিক সংস্থাগুলি এবং মিশনের দ্বিতীয় পর্বের সাথে যুক্ত অন্যান্যদের প্রশিক্ষণের সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
12. কে দেশজুড়ে Transparent Taxation - Honouring the Honest অর্থাৎ 'স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান 'প্রকল্প লঞ্চ করল?
ⓐ অমিত শাহ
ⓑ নরেন্দ্র মোদি✓
ⓒ নীতিন গড়করি
ⓓ নির্মলা সীতারামন
▣ দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে স্বাধীনতা দিবস এর আগে বৃহস্পতিবার (13th August) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
▣ দেশজুড়ে চালু হলো Transparent Taxation - Honouring the Honest অর্থাৎ 'স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান 'প্রকল্প ।
▣ মূল লক্ষ্য দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা এনে সৎ করদাতারা যাতে উপযুক্ত সম্মান পায় এবং তাদের কোনো রকম হয়রানি বা জটিলতার মধ্যে না পড়তে হয় তা নিশ্চিত করা।
No comments:
Post a Comment