ভূগোল SLST/NET/SET
MCQ- Set- 29
মানবীয় ভূগোল
Human Geography
১) মোট জনসংখ্যা কে মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করলে পাওয়া যায়-
ক) মানুষ জমি অনুপাত
খ) জনঘনত্ব✓
গ) কাম্য জনসংখ্যা
ঘ) ন্যূনতম জনসংখ্যা
২) উন্নয়নশীল দেশগুলির বয়স - লিঙ্গ পিরামিডের আকৃতি হল-
ক) তীক্ষ্ণ শীর্ষ পিরামিড✓
খ) উত্তল পিরামিড
গ) নাশপাতি আকৃতির পিরামিড
ঘ) গম্বুজ আকৃতির পিরামিড
৩) এক লক্ষ বা তার বেশি জনসংখ্যা যুক্ত পৌর বসতি কে কি বলে?
ক) শহর
খ) পলিস
গ) নগর✓
ঘ) মেট্রোপলিস
৪) আফ্রিকার জুলু উপজাতি দের বসতি-
ক) বৃত্তাকার✓
খ) চতুষ্কোনাকার
গ) নক্ষত্রা কার
ঘ) আকৃতিহীন
৫) এককেন্দ্রিক মতবাদের প্রবক্তা হলেন-
ক) বার্জেস✓
খ) হ্যারিস
গ) হোমার হাইয়ট
ঘ) উলম্যান
৬) ভারতের নগরের জনসংখ্যা নূন্যতম কত হওয়া প্রয়োজন-
ক) 5000✓
খ) 100000
গ) 10000
ঘ) 1000000
৭) 2011 খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী ভারতের কত শতাংশ মানুষ শহরবাসী?
ক) 21.78%
খ) 41.78%
গ) 31.78%✓
ঘ) 51.78%
৮) পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন-
ক) প্যাট্রিক গেডেস ✓
খ) গটম্যান
গ) মিলার
ঘ) বার্জেস
৯) নগরায়নের চরম পর্যায় হলো-
ক) পলিস
খ) এক্যুমনোপলিস
গ) টিরানোপলিস
ঘ) নেক্রপলিস✓
১০) সম্প্রতি 2016 খ্রিস্টাব্দে কোন দেশে খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে-
ক) সুদান✓
খ) দক্ষিণ আফ্রিকা
গ) মরক্কো
ঘ) মালয়েশিয়া
১১) মানব কল্যাণ অর্থনীতির জনক হলেন-
ক) অমর্ত্য সেন
খ) ডেভিড স্মিথ
গ) পি এল ভগবতী
ঘ) অ্যাডাম স্মিথ✓
১২) পৃথিবীর যে দেশটির জনঘনত্ব সবচেয়ে বেশি-
ক) বাংলাদেশ✓
খ) চীন
গ) রাশিয়া
ঘ) ভারত
১৩) ভারত জনসংখ্যা বিবর্তনের কোন ধাপে রয়েছে?
ক) প্রথম
খ) তৃতীয়✓
গ) দ্বিতীয়
ঘ) চতুর্থ
১৪) ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক?
ক) বিহার✓
খ) কেরালা
গ) পশ্চিমবঙ্গ
ঘ) মিজোরাম
১৫) বর্তমানে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি?
ক) পশ্চিমবঙ্গ
খ) বিহার
গ) রাজস্থান
ঘ) উত্তর প্রদেশ✓
১৬) 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি?
ক) 33 টি
খ) 53 টি✓
গ) 43 টি
ঘ) 63 টি
১৭) পৃথিবীর দ্বিতীয় জনবহুল মহাদেশ হলো-
ক) উত্তর আমেরিকা
খ) আফ্রিকা✓
গ) দক্ষিণ আমেরিকা
ঘ) অস্ট্রেলিয়া
১৮) পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ হলো-
ক) রাশিয়া
খ) গ্রিনল্যান্ড✓
গ) ইউক্রেন
ঘ) দক্ষিণ আফ্রিকা
১৯) পৃথিবীর যে দুটি দেশে 4350 মিটার ওপরের শহর দেখা যায়-
ক) পেরু ও বলিভিয়া✓
খ) উরুগুয়ে ও আর্জেন্টিনা
গ) ভেনিজুয়েলা ও কলম্বিয়া
ঘ) ব্রাজিল ও মেক্সিকো
২০) "পুশ ও পুল তত্ত্ব " কার সাথে জড়িত?
ক) পরিব্রাজন✓
খ) জন্মহার
গ) মৃত্যুহার
ঘ) মানুষের আয়ু
No comments:
Post a Comment