Saturday, August 15, 2020

Bengali Current Affairs 16th August, 2020

 



Bengali Current Affairs 16th August, 2020

1.বাংলাদেশকে ৩.১ বিলিয়ন ডলার লোন দিচ্ছে কোন দেশ?

ⓐ চীন

ⓑ জাপান✓

ⓒ আমেরিকা

ⓓ ভারত


➔ বাংলাদেশের পাওয়া এটাই এখনো পর্যন্ত সবথেকে বড় অঙ্কের লোন

➔ ০.৬৫% হারে ৩০ বছরে লোন শোধ করবে বাংলাদেশ

➔ বাংলাদেশের রাজধানী- ঢাকা

➔ মুদ্রার নাম- টাকা

➔ বর্তমান প্রধানমন্ত্রী- শেখ হাসিনা

➔ জাপানের রাজধানী- টোকিও

➔ মুদ্রার নাম- জাপানিজ ইয়েন

➔ বর্তমান প্রধানমন্ত্রী- Shinzō Abe (শিনযো আবে)





2. ‘YSR Cheyutha’  স্কিম লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ অন্ধ্রপ্রদেশ✓

ⓑ গুজরাট

ⓒ মহারাষ্ট্র

ⓓ উত্তরপ্রদেশ


➔ ৪৫-৬০ বছর বয়সী তফশিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু মহিলাদের আর্থিক সহায়তা করতেই এই উদ্যোগ

➔ এই স্কিমের অন্তর্ভুক্তরা বার্ষিক ১৮,৭৫০ টাকা করে ৪ বছর পাবে

➔ অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী- জগন মোহন রেড্ডি

➔ রাজধানী-Visakhapatnam (executive), Amaravati (legislative), Kurnool (judicial)

➔ বর্তমান রাজ্যপাল- বিশ্বভূষণ হরিচন্দন





3. ‘অরুনোদয় স্কিম’-এর আওতায় মহিলাদের মাসিক ৮৩০ টাকা করে দেবে কোন রাজ্য সরকার?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ আসাম✓

ⓒ উড়িষ্যা

ⓓ ত্রিপুরা


➔ মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ১৭ লক্ষ গরীব পরিবার এই সুবিধা পাবে।

➔ এই স্কিমের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮০ কোটি টাকা।

➔ আসামের রাজধানী- দিসপুর

➔ বর্তমান মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

➔ বর্তমান রাজ্যপাল- জগদীশ মুখী





4. BharatPe কোম্পানীর গ্রুপ প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

ⓐ Sachin Bansal

ⓑ Aditya PUri

ⓒ Suhail Sameer✓

ⓓ Sameer Nigam


➔ হেডকোয়াটার- নিউ দিল্লি

➔ বর্তমান CEO হলেন- Ashneer Grover (আশ্নির গ্রোভার)





5. ‘Juventus’ Most Valuable Player of the Year Award’ জিতলেন কোন প্রখ্যাত ফুটবলার?

ⓐ লিওনেল মেসি

ⓑ রোনাল্ড✓

ⓒ নেইমার

ⓓ মারাদোনা


➔ একটি সিজনে মোট ৩৭টি গোল করে রেকর্ড করার জন্যই এই পুরস্কার তিনি জিতলেন


➔ তিনি পর্তুগিজ ফুটবলার





6.আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে কোন দেশের ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো?

ⓐ ইরান

ⓑ ইন্দোনেশিয়া

ⓒ ইউনাইটেড আরব এমিরেটস✓

ⓓ কাতার



➔ ইউনাইটেড আরব এমিরেটস President: Khalifa bin Zayed Al Nahyan (খলিফা বিন জায়েদ আল নাহিয়ান)

➔ ইউনাইটেড আরব এমিরেটস Prime Minister: Mohammed Bin Rashid Al Maktoum (মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম)

➔ ইউনাইটেড আরব এমিরেটস Currency :

UAE dirham (AED)

➔ ইউনাইটেড আরব এমিরেটস এর রাজধানী : Abu Dhabi   (আবু ধাবি)






7. ‘Sputnik V’ করোনার ভ্যাকসিনটি তৈরী ও বাজারে আনতে রাশিয়াকে সাহায্য করবে কোন দেশ?

ⓐ আমেরিকা

ⓑ ব্রাজিল✓

ⓒ জাপান

ⓓ চীন


➔ রাজধানী- ব্রাসিলিয়া

➔ মুদ্রার নাম- ব্রাজিলিয়ান রিয়েল

➔ বর্তমান রাষ্ট্রপতি- Jair Bolsonaro (যায়ের বোলসোনারো)




8. কে  Grammardaya Bondhu Mitra Puraskarপেলেন?

ⓐ Sudha Murthy

ⓑ Rajiv Bajaj

ⓒ Sivakumar Surampudi

ⓓ a & c✓



➔ Sudha Murthy Infosys Foundation Chairperson পদে নিযুক্ত আছে

➔ Sivakumar Surampudi Agri and IT Business of ITC Ltd এর group head পদে নিযুক্ত আছেন

➔ এরা দুজনেই Grammardaya Bondhu Mitra Puraskarপেলেন





9.সম্প্রতি প্রয়াত জি.কে. মেনন কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন?

ⓐ অভিনয়

ⓑ স্পোর্টস জার্নালিজম✓

ⓒ সঙ্গীত

ⓓ লেখালেখি


➔ তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টাইমস অফ ইন্ডিয়াতে কাজ করেছেন


➔ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯৩ বছর





10. ‘কর্মসাথী প্রকল্প’ লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?

ⓐ পশ্চিমবঙ্গ✓

ⓑ আসাম

ⓒ উড়িষ্যা

ⓓ ত্রিপুরা


➔ ১ লক্ষ বেকার যুবক-যুবতীদের লোন প্রদান করতেই এই প্রকল্প চালু করা হল

➔ পশ্চিমবঙ্গের রাজধানী- কলকাতা

➔ বর্তমান মূখ্যমন্ত্রী- মমতা ব্যানার্জী

➔ বর্তমান রাজ্যপাল- জগদীপ ধনকর




11. World organ donation day কবে পালিত হয়?

ⓐ 14 আগস্ট

ⓑ 13 আগস্ট✓

ⓒ 15 আগস্ট

ⓓ 12 আগস্ট


➔ অঙ্গ দানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং মৃত্যুর পর লোকদের অঙ্গ দান করতে অনুপ্রাণিত করতে দিবসটি পালিত হয়।





12. কোন কেন্দ্রীয় মন্ত্রক "Fit India Freedom Run" পরিচালনা করতে চলেছে?

ⓐ Ministry of Health and Family Welfare

ⓑ Ministry of youth affairs and sports✓

ⓒ Ministry of education

ⓓ Ministry of defence


➔ Ministry of youth affairs and sports মন্ত্রক 2020 সালের 15 ই আগস্ট অর্থাৎ ভারতের 74 তম স্বাধীনতা দিবসের দিন থেকে 2020 সালের 2 অক্টোবর অর্থাৎ মহাত্মা গান্ধীর 151তম জন্মবার্ষিকী পর্যন্ত "Fit India Freedom Run" এই চলবে।


➔ Ministry of Youth Affairs and Sports : কিরেন রিজিযু






13. কোন দেশ সফলভাবে "Arrow-2" Ballistic Missile Interceptor পরীক্ষা করলো?

ⓐ ইরাক

ⓑ ইরান

ⓒ ইজরায়েল✓

ⓓ ইন্দোনেশিয়া


➔ এই মিসাইলটি Israeli Air Force এবং Israel Aerospace Industries সহ আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা পরীক্ষাটি পরিচালনা করেছে।


➔ Missile manufactured by Israel Aerospace Industries and Boeing - US based industry.


➔ এই মিসাইলটি Long range surface to surface missile

➔ ইজরায়েলের রাষ্ট্রপতি - রিউভেন রিভলিন

➔ ইসরাইলের প্রধানমন্ত্রী - বেঞ্জামিন নেতানিয়াহু

➔ ইজরায়েলের রাজধানী -জেরুজালেম

➔ ইজরায়েলের আইন-সভা - নেসেট

➔ ইজরায়েলের মুদ্রা - ইসরায়েলি শেকেল




14. Indiabulls housing Finance (IBH) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

ⓐ Sameer Gahlot

ⓑ Subhash Sheoratan Mundra✓

ⓒ Pramod Roy

ⓓ Soma Mondal


➔ Subhash Sheoratan Mundra Reserve Bank of India এর প্রাক্তন ডেপুটি গভর্নর পদে নিযুক্ত ছিলেন।

➔ Non - Executive , Non - Independent Director Indiabulls Housing Finance limited (IBHFL)- Sameer Gahlot

➔ Indiabulls Housing Finance limited Headquarter- Gurugram

➔ Indiabulls Housing Finance limited Founded: 2005




15. 2020 সালের 15 ই আগস্ট ভারত কততম স্বাধীনতা দিবস উদযাপন করলো?

ⓐ 72 তম

ⓑ 73 তম

ⓒ 74 তম✓

ⓓ 75 কম


➔ স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস

 

➔ 1947 সালের 15  আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটি স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছর 15 ই আগস্ট তারিখ টি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।


➔ প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।


➔ জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে স্বাধীনতা দিবস পালন করা হয়।




No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...