Sunday, August 16, 2020

আবগারি কনস্টেবল Mains GK পর্ব-৮৬

 





আবগারি কনস্টেবল Mains GK

পর্ব-৮৬

১) ঝারখান্ড পশ্চিমবঙ্গের সঙ্গে কত কিলোমিটার দৈর্ঘ্যের রাজ্য সীমানা অধিকার করে আছে?

ক) 592 কিমি√                       

খ) 432 কিমি

গ) 530 কিমি                         

ঘ) 430কিমি

২) ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়?

ক) কৃষ্ণা                             

খ) গোদাবরী√

গ) কাবেরী                           

ঘ) দামোদর

৩) ভারতের তরল সোনার রাজ্য -

ক) অসম                     

খ) বিহার

গ) মহারাষ্ট্র√                

ঘ) গুজরাট

৪) পিরামিডের ন্যায় দেখতে বালিয়াড়ি কে কি বলে?

ক) নক্ষত্র বালিয়াড়ি✓

খ) রোডস বালিয়াড়ি

গ) মস্তক বালিয়াড়ি

ঘ) পুচ্ছ বালিয়াড়ি

৫) ড্রামলিন দেখতে কেমন?

ক) ত্রিভুজাকৃতি

খ) উল্টানো নৌকার মত ✓

গ) শৈলশিরার মত

ঘ) পাখির পায়ের মতো

৬) নিম্নলিখিত কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়?

ক) বুধ

খ) বৃহস্পতি

গ) শুক্র

ঘ) প্লুটো✓

৭) জাপানের সহায়তায় পাইথন hydro-electric প্রকল্পটি সম্পন্ন হয়েছে কোন নদীতে?

ক) গঙ্গা

খ) মহানদী

গ) নর্মদা

ঘ) গোদাবরী✓

৮) নিচের কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে?

ক) সুটলেজ✓

খ) ঘাগড়া

গ) বেতোয়া

ঘ) তাপ্তি

৯) অন্ধ্রপ্রদেশে অনন্তপুর কিসের জন্য বিখ্যাত?

ক) তামা

খ) সোনা✓

গ) অভ্র

ঘ) জিংক

১০) নিচের কোনটি কে তামাটে কয়লা বলা হয়?

ক) বিটুমিনাস

খ) অ্যানথ্রাসাইট

গ) পিট

ঘ) লিগনাইট✓

১১) আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত?

ক) অ্যানড্রোমিডা

খ) ট্রায়াঙ্গুলাম

গ) মিল্কিওয়ে✓

ঘ) কোনোটিই নয়

১২) নিচের কোন গ্রহটির উপগ্রহের নাম গ্যানিমিড?

ক) বৃহস্পতি✓

খ) শনি

গ) মঙ্গল

ঘ) শুক্র

১৩) জল দূষণ প্রতিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়?

ক)1955

খ)1974√

গ)1980

ঘ)1965

১৪) বায়ু দূষণ প্রতিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়?

ক)1980

খ)1981√

গ)1975

ঘ)1978

১৫) কত সালে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয়?

ক)1981

খ)1977

গ)1978

ঘ)1986√

১৬) বিঠলস্বামী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ?

ক) কৃষ্ণদেব রায়  √                

খ) রানা কুম্ভ       

গ) রাজেন্দ্র চোল              

ঘ) প্রথম রাজরাজচোল 

১৭) নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত?

ক) খাজুরাহো✓

খ) তিরুপতি

গ) রামেশ্বরম

ঘ) বদ্রিনাথ

*খাজুরাহো মন্দির টি মধ্য প্রদেশে অবস্থিত।85 টি মন্দির নির্মাণ করা হয়ে থাকলেও বর্তমানে খাজুরাহতে মাত্র 25 টি মন্দির বেঁচে রয়েছে।এতে বিশ্বাস করা হয় যে প্রত্যেক চান্ডিল্য রাজা একটি করে মন্দির খাজুরাহতে বানিয়েছিল।

১৮) বর্গী (নিয়মিত) ও (শিলাদার) অনিয়মিত এ দুটি ভাগ শিবাজী কোন ক্ষেত্রে চালু করেন?

ক) অশ্বারোহী সেনার ক্ষেত্রে✓ 

খ) পদাতিক সৈনের ক্ষেত্রে

গ) রাজস্বের ক্ষেত্রে

ঘ) দপ্তর বণ্টনের ক্ষেত্রে

১৯) পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

ক) নানা ফড়নবিশ

খ) রঘুনাথ রাও

গ) বালাজি বিশ্বনাথ✓

ঘ) বালাজি বাজিরাও

২০) ওরঙ্গজেব ও মুরাদ একত্রে সামুগড়ের যুদ্ধ কাকে পরাজিত করেছিলেন?

ক) সুজা

খ) শাহজাহান

গ) ঝুজর সিং

ঘ) দারাশিকো✓

২১) ত্রয়োদশ শতাব্দীতে ভারত ভ্রমন কারী পর্যটক মার্কোপোলো কোন দেশ থেকে এসেছিল?

ক) উজবেকিস্তান

খ) ইটালি✓

গ) পর্তুগাল

ঘ) ফ্রান্স

মার্কোপোলোর ভারত ভ্রমণ ইতিহাস তাঁর লেখা বই " The Travels of Marco Polo " তে পাওয়া যায়

২২) রানা সঙ্গ  1527 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে বাবর এর কাছে পরাজিত হয়েছিলেন?

ক) পানিপথ

খ) হলদিঘাট

গ) চৌসা

ঘ) খানুয়া✓

২৩) কোন পল্লব শাসক "রাজ সিংহ "নামে পরিচিত?

ক) প্রথম মহেন্দ্র বর্মন

খ) দ্বিতীয় নরসিংহ বর্মন✓

গ) পরমেশ্বর বর্মন

ঘ) নন্দী বর্মন

২৪) অপরিশোধিত জল কে পানীয় জলের রূপান্তরিত করার পদ্ধতি হলো-

ক)ক্ষার 

খ)ফসফেট

গ)সালফেট

ঘ)ফিল্ট্রেশন√

২৫) কোনটি অচল সন্ধি?

ক)পিভট সন্ধি

খ)কব্জি সন্ধি

গ)সাইনোভিয়াল সন্ধি

ঘ)করোটি সন্ধি✓

*সন্ধি বলতে বোঝায় কিন্তু হাড়ের সংযোগস্থল কে। পিভট সন্ধি হলো পা এবং কোমরের সংযোগস্থল।

কব্জি সন্ধি হলো হাতের কব্জি সন্ধি মানে হাত এবং হাতের চেটো তার সংযোগস্থলের যে সন্ধি। সাইনোভিয়াল সন্ধি হল মাথা এবং ঘাড়ের সংযোগস্থল। এই তিনটি মুভমেন্ট হয় ।কিন্তু করোটির সন্ধি মানে খুলির ভেতরে যে হাড়ের সংযোগস্থল সেগুলোর কখনো মুভমেন্ট হয়না তাই করোটি সন্ধি হলো অচল সন্ধি।

২৬) লজ্জাবতী পাতা মুড়ে যাওয়া কোন প্রকার চলন?

ক) ফটনাস্টিক

খ) কেমন্যস্টিক

গ) সিসমোন্যাস্টিক√

 ঘ) ট্রপিক

২৭) কনজাংটিভাইটিস কি?

ক) চোখের রোগ√

খ) কানের রোগ 

 গ) দাঁতের রোগ 

 ঘ) হাড়ের রোগ

২৮) একটি ক্যামেরার উপর ফোকাস নির্ভর করে-

ক) আলোর পরিমাণের ওপর

খ) লেন্স থেকে বস্তুর দূরত্ব

গ) ফিল্ম থেকে লেন্স এর দূরত্ব✓

ঘ) শাটারের গতিবেগ

২৯) বাদুড় অন্ধকারে কোনকিছু তে ধাক্কা না লেগে উড়তে পারে। এর কারণ কি?

ক) এরা উড়ন্ত স্তন্যপায়ী প্রাণী

খ) এদের রাতে দৃষ্টিশক্তি প্রখর

গ) এরা নিজেদের তৈরি আল্ট্রাসনিক তরঙ্গ কে অনুসরণ করে✓

ঘ) কোন নির্দিষ্ট কারণ

৩০) যদি কোন অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে কোন একটি বস্তুর ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে চুম্বকত্ব ক্ষমতা-

ক) বাড়বে✓

খ) কমবে

গ) একই থাকবে

ঘ) ধারণা করা সম্ভব নয় 

৩১) কোন কোন গাড়িতে একটি অতিরিক্ত হলুদ রঙের হেডলাইট থাকে কারণ কি?

ক) হলুদ রঙের আলোতে শক্তির খরচ কম

খ) হলুদ রঙের আলো চোখে পড়লে পথিকের চোখ ধাঁধায় না

গ) হলুদ রঙের আলো কুয়াশার মধ্যে প্রবেশ করতে পারে, তাই কুয়াশা যুক্ত রাতে রাস্তা ভালোভাবে আলোকিত করতে পারে✓

ঘ) হলুদ রংয়ের হেডলাইটে গাড়িটি দর্শনীয় হয়ে ওঠে

৩২)  ছায়ার উৎপত্তি প্রমাণ করে যে-

ক) আলোকের অপবর্তন ঘটে

খ) আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

গ) আলোক মোটামুটি সরলরেখায় চলে✓

ঘ) আলোক একপ্রকার কণিকা

৩৩) লাল রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ কি?

ক) লাল রং চকচকে

খ) লাল রং চোখের ক্ষেত্রে সুখকর

গ) লাল রং সহজলভ্য

ঘ) বাতাসের অনু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত হয়✓

৩৪) মোটর গাড়ির ভিউফাইন্ডার হলো -

ক) একটি সমতল দর্পণ

খ) অবতল দর্পণ

গ) উত্তল দর্পণ✓

ঘ) উত্তল লেন্স

৩৫) কম্পাউন্ড মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সঠিক?

ক) অতিবেগুনি রশ্মির প্রয়োজন

খ) শুধুমাত্র মৃত জীব দেখার জন্য ব্যবহার

গ) বৃহৎ জায়গার প্রয়োজন

ঘ) দুটি লেন্স✓

৩৭) ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন?

ক) আর্টিকেল 12

খ) আর্টিকেল 85✓

গ) আর্টিকেল 92

ঘ) আর্টিকেল 109

৩৮) ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয়?

ক) 1 বছর

খ) 2'বছর

গ) 3 বছর✓

ঘ)  4বছর

৩৯) কোন মৌলিক অধিকার টি শুধুমাত্র সংখ্যালঘু শ্রেণী স্বার্থেই প্রদত্ত হয়েছে?

ক) ধর্মীয় স্বাধীনতার অধিকার

খ) সাম্যের অধিকার

গ) স্বাধীনতার অধিকার

ঘ) সংস্কৃতি ও শিক্ষার অধিকার✓

৪০) সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বারাবার সর্বোচ্চ সীমা কত?

ক) 6 মাস

খ) 3 মাস✓

গ) 4 মাস

ঘ) 2 বছর

৪১) রাজ্যসভার কোন সদস্য তার ইস্তফা পত্র কাকে জমা দেন?

ক) স্পিকার

খ) রাজ্যসভার সভাপতি✓

গ) দলীয় প্রধান

ঘ) বিচারপতি

৪২) নিম্নলিখিতকোন যন্ত্রের সাহায্যে আদ্রতা পরিমাপ করা হয়?

ক) কাটা থার্মোমিটার               

খ) অ্যানিমোমিটার

গ) স্লিং সাইক্রোমিটার√      

ঘ) ডাক্তারি থার্মোমিটার 

৪৩) বৎসোয়ানার মুদ্রার নাম কি ?

ক)বাট

খ)ক্রোনার

গ)পুলা√

ঘ)লিরা

৪৪) " খোন্ড  "কোন অঞ্চলের উপজাতি?

ক) কোচবিহার

খ) উড়িষ্যা√

গ) সিকিম

ঘ) ঝাড়খন্ড

৪৫) রাশিলা কোন রাজ্যের প্রচলিত নৃত্য?

ক) ত্রিপুরা                            

খ) কেরল

গ) গুজরাট√                         

ঘ) গোয়া

৪৬) ' ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট ' কোথায় অবস্থিত ?

ক)কলকাতা                          

খ)কটক

গ)কারগিল                           

ঘ)কানপুর√

৪৭) ওয়েব পেজ গুলি লেখার জন্য নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয়?

ক) URL

খ) FTP

গ) HTML✓

ঘ) HTTP

HTML (HyperText Markup Language) 

৪৮) নিম্নলিখিত কোন ইনপুট ডিভাইস আলোক অনুভব করতে পারে এবং একটি ভিডিও স্কিনের দাগ গুলিতে নির্দেশ করতে ব্যবহৃত হয়?

ক) মাউস

খ) জয়স্টিক

গ) প্লটার

ঘ) লাইট পেন✓

৪৯) নিম্নলিখিত কোন কমান্ড টেক্সট ফন্ট কে প্রভাবিত করে না?

ক) বর্ডার✓

খ) ইটালিকস

গ) আন্ডার লাইন

ঘ)  বোল্ড

৫০) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রাম এর উদাহরণ?

ক) এন্টিভাইরাস সফটওয়্যার

খ) নেটওয়ার্ক ম্যানেজার

গ) ফাইল কম্প্রেশন

ঘ) সব কয়টি✓

৫১) কম্পিউটার থেকে তথ্যকে কাগজে চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়?

ক) কার্ড পাঞ্চ(card punch)

খ) প্লটার (plotter)✓

গ) কীবোর্ড (keyboard)

ঘ) টাচ প্যানেল (Touch Panel)








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...