Wednesday, August 19, 2020

Bengali Current Affairs 20th August, 2020

 


Bengali Current Affairs 20th August, 2020

1. BSF এর Director General পদে কে নিযুক্ত হলেন?

K.K Sharma
Rakesh Asthana✓
V. K jahri
Raman Srivastava

BSF এর প্রতিষ্ঠিত হয় - 1 ডিসেম্বর, 1965
 BSF এর সদরদপ্তর - নিউ দিল্লি
 Motto - Duty Unto Death
 Founder -  Khusro Faramurz Rustamji (খুসরো ফারামুরজ রুস্তমজী)




2. গোয়ালিয়র-চম্বল এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে  রাখা হবে কোন ব্যক্তির নামে?

ⓐ অটল বিহারী বাজপেয়ী✓
ⓑ গান্ধীজি
ⓒ লালজী ট্যান্ডন
ⓓ আব্দুল কালাম

 প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এটা ঘোষণা করেন
 অটল বিহারী বাজপাই 2015 সালে ভারতরত্ন পুরস্কার এবং 1992 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান
 মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
 বর্তমান রাজ্যপাল- Anandiben Patel


3. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর স্পেশাল অ্যাওয়ার্ড পেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন প্রধান বৈজ্ঞানিক?

ⓐ তাহিদ আহমেদ
ⓑ সৌম্য স্বামীনাথন✓
ⓒ নামানন্দ স্বামীনাথন
ⓓ সৌম্য সিদ্ধার্ত

 রাজ্যে করোনা মোকাবিলায় তাঁর উপদেশক ভূমিকার জন্যই তিনি অ্যাওয়ার্ড পেলেন
 WHO-এর পুরো কথা- World Health Organisation
 হেডকোয়াটার- জেনেভা, সুইজারল্যান্ড
 প্রতিষ্ঠা- ১৯৪৮ সালের ৭ই এপ্রিল
WHO এর ডিরেক্টর জেনারেল - Dr. Tedros Adhanom Ghebreyesus (
টেডরস আধানম ঘেব্রেইয়েসুস)
 তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
 বর্তমান মুখ্যমন্ত্রী-  Edappadi K. Palaniswami (এডাপাদি কে পলানিস্বামী )
 বর্তমান রাজ্যপাল- Banwarilal Purohit (বানওয়ারিলাল পুরোহিত)


4. ‘Full Spectrum: India’s Wars, 1972-2020’ শিরোনামে বই লিখলেন কে?

ⓐ অর্জুন সুভ্রামনিয়াম✓
ⓑ রাকেশ ভাদুরিয়া
ⓒ রঞ্জন গগৈ
ⓓ শক্তিকান্ত দাস

 তিনি ভারতের প্রাক্তন এয়ার ভাইস মার্শাল

  বিগত পাঁচ দশক ধরে সমসাময়িক ভারতের যুদ্ধ এবং সংঘর্ষের বিস্তৃত বিবরণ বইটিতে চিত্রিত হয়েছে

 Published by  - HarperCollins Publishers India Pvt limited


5. সেপ্টেম্বর মাসের শেষের দিকে উদ্বোধন হতে চলা ‘অটল টানেল’-টি কোন রাজ্যে অবস্থিত?

ⓐ মধ্যপ্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ অরুনাচল প্রদেশ

 এটি হিমাচল প্রদেশের রোটাং-এ তৈরী করা হয়েছে
 এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
 এই টানেলের দৈর্ঘ্য- ৮.৮ কিলোমিটার


6. Spanish Grand Prix শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?

ⓐ Valtteri Bottas
ⓑ Lewis Hamilton✓
ⓒ Michael Schumacher
ⓓ Max Verstappen

 তিনি ব্রিটিশ রেসিং কার ড্রাইভার
 সম্প্রতি তিনি British Grand Prix শিরোপা জিতেছেন
 দ্বিতীয় স্থানে আছেন নেদারল্যান্ডের Max Verstappen ( ম্যাক্স ভার্সটাপেন )
 তৃতীয় স্থানে আছেন ফিনল্যান্ডের Valtteri Bottas (ভালটারি বোটাস)


7. ‘Ek India Team India’-নামে ডিজিটাল ক্যাম্পেইন লঞ্চ করলো কোন দপ্তর?

ⓐ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক
ⓑ Indian Olympic Association✓
ⓒ রাজ্য ক্রীড়া মন্ত্রক
ⓓ WHO

 অলিম্পিক গেমসে ভারতের অংশগ্রহনের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এটি লঞ্চ করা হয়েছে
 হেডকোয়াটার- নিউ দিল্লি
 প্রতিষ্ঠা সাল- ১৯২৭
 প্রতিষ্ঠাতা- Harry Buck (হ্যারি বাক)  Arthur Noehren (আর্থার নোহরেন)
 বর্তমান প্রেসিডেন্ট- Dr. Narinder Dhruv Batra (ডঃ নরিন্দর ধ্রুব বত্রা)
 বর্তমান সেক্রেটারী জেনারেল- Rajeev Mehta


8. কোন রাজ্য সরকার "Padhai Tuhar para " প্রকল্প লঞ্চ করল?

ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ ছত্রিশগড়✓

 ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল "Padhai Tuhar para " নামে একটি ছাত্র কেন্দ্রিক প্রকল্প চালু করার কথা ঘোষণা করল
 ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী  - ভূপেশ বাঘেল
 ছত্রিশগড়ের রাজ্যপাল- অনুসুইয়া উইকি

9. ‘Restart Meghalaya Mission’ লঞ্চ করলেন কে?

ⓐ Conrad K. Sangma✓ (কনরাড কে. সাংমা)
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ তথাগত রায়
ⓓ রামনাথ কোবিন্দ

 তিনি মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী
 রাজ্যের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতেই এই মিশন লঞ্চ করলেন তিনি
 মেঘালয়ের রাজধানী- শিলং
 বর্তমান রাজ্যপাল- তথাগত রায়


10.সম্প্রতি প্রয়াত Yadupati Singhania (যদুপতি সিংহানিয়া) কোন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন?

ⓐ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ উত্তরপ্রদেশ✓
ⓓ কেরালা

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৭ বছর
 উত্তরপ্রদেশের রাজধানী- লক্ষ্ণৌ
 বর্তমান মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
 বর্তমান রাজ্যপাল- Anandiben Patel


11. Ministry of Home Affairs  এর  Special Secretary ( Internal Security ) পদে কে নিযুক্ত হলেন?

ⓐ S Doval
ⓑ VSK Kaumudi✓
ⓒ Lokesh Kamakodi
ⓓ Atul Shankar Jha

 Ministry of Home Affairs -Minister - Amit Shah


12. All India Football Federation (AIFF) sports authority of India এর সঙ্গে যৌথ সহযোগিতায় যে web platform লঞ্চ করল তার নাম কি?

ⓐ E- pathshala✓
ⓑ L - pathshala
ⓒ Easy - pathshala
ⓓ Sport - pathshala

 Web portal এর লক্ষ্য হলো - সৃজনশীলতার স্বীকৃতি এবং ফুটবলের প্রতি আগ্রহ বিকাশ

 একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে- my football culture, my skill and my training
 AIFF founded  - 23 June, 1937
 AIFF এর হেডকোয়ার্টার - Dwarka, Delhi
 President - Praful Patel
 Vice President - Subrata Dutta


13. World Humanitarian Day কবে পালিত হয়?

ⓐ 18 আগস্ট
ⓑ 19আগস্ট✓
ⓒ 17 আগস্ট
ⓓ 16 আগস্ট

 মানবিক কাজ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং মানবহিতৈষী কাজের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এবং স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর পালন করা হয়






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...