Bengali Current Affairs 20th August, 2020
1. BSF এর Director General পদে কে নিযুক্ত হলেন?
ⓐ K.K Sharma
ⓑ Rakesh Asthana✓
ⓒ V. K jahri
ⓓ Raman Srivastava
✎ BSF এর প্রতিষ্ঠিত হয় - 1 ডিসেম্বর, 1965
✎ BSF এর সদরদপ্তর - নিউ দিল্লি
✎ Motto - Duty Unto Death
✎ Founder - Khusro Faramurz Rustamji (খুসরো ফারামুরজ রুস্তমজী)
2. গোয়ালিয়র-চম্বল এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে রাখা হবে কোন ব্যক্তির নামে?
ⓐ অটল বিহারী বাজপেয়ী✓
ⓑ গান্ধীজি
ⓒ লালজী ট্যান্ডন
ⓓ আব্দুল কালাম
✎ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এটা ঘোষণা করেন
✎ অটল বিহারী বাজপাই 2015 সালে ভারতরত্ন পুরস্কার এবং 1992 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান
✎ মধ্যপ্রদেশের রাজধানী- ভোপাল
✎ বর্তমান রাজ্যপাল- Anandiben Patel
3. তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর স্পেশাল অ্যাওয়ার্ড পেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোন প্রধান বৈজ্ঞানিক?
ⓐ তাহিদ আহমেদ
ⓑ সৌম্য স্বামীনাথন✓
ⓒ নামানন্দ স্বামীনাথন
ⓓ সৌম্য সিদ্ধার্ত
✎ রাজ্যে করোনা মোকাবিলায় তাঁর উপদেশক ভূমিকার জন্যই তিনি অ্যাওয়ার্ড পেলেন
✎ WHO-এর পুরো কথা- World Health Organisation
✎ হেডকোয়াটার- জেনেভা, সুইজারল্যান্ড
✎ প্রতিষ্ঠা- ১৯৪৮ সালের ৭ই এপ্রিল
✎WHO এর ডিরেক্টর জেনারেল - Dr. Tedros Adhanom Ghebreyesus (
টেডরস আধানম ঘেব্রেইয়েসুস)
✎ তামিলনাড়ুর রাজধানী- চেন্নাই
✎ বর্তমান মুখ্যমন্ত্রী- Edappadi K. Palaniswami (এডাপাদি কে পলানিস্বামী )
✎ বর্তমান রাজ্যপাল- Banwarilal Purohit (বানওয়ারিলাল পুরোহিত)
4. ‘Full Spectrum: India’s Wars, 1972-2020’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ অর্জুন সুভ্রামনিয়াম✓
ⓑ রাকেশ ভাদুরিয়া
ⓒ রঞ্জন গগৈ
ⓓ শক্তিকান্ত দাস
✎ তিনি ভারতের প্রাক্তন এয়ার ভাইস মার্শাল
✎ বিগত পাঁচ দশক ধরে সমসাময়িক ভারতের যুদ্ধ এবং সংঘর্ষের বিস্তৃত বিবরণ বইটিতে চিত্রিত হয়েছে
✎ Published by - HarperCollins Publishers India Pvt limited
5. সেপ্টেম্বর মাসের শেষের দিকে উদ্বোধন হতে চলা ‘অটল টানেল’-টি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ হিমাচল প্রদেশ✓
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ অরুনাচল প্রদেশ
✎ এটি হিমাচল প্রদেশের রোটাং-এ তৈরী করা হয়েছে
✎ এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
✎ এই টানেলের দৈর্ঘ্য- ৮.৮ কিলোমিটার
6. Spanish Grand Prix শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?
ⓐ Valtteri Bottas
ⓑ Lewis Hamilton✓
ⓒ Michael Schumacher
ⓓ Max Verstappen
✎ তিনি ব্রিটিশ রেসিং কার ড্রাইভার
✎ সম্প্রতি তিনি British Grand Prix শিরোপা জিতেছেন
✎ দ্বিতীয় স্থানে আছেন নেদারল্যান্ডের Max Verstappen ( ম্যাক্স ভার্সটাপেন )
✎ তৃতীয় স্থানে আছেন ফিনল্যান্ডের Valtteri Bottas (ভালটারি বোটাস)
7. ‘Ek India Team India’-নামে ডিজিটাল ক্যাম্পেইন লঞ্চ করলো কোন দপ্তর?
ⓐ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক
ⓑ Indian Olympic Association✓
ⓒ রাজ্য ক্রীড়া মন্ত্রক
ⓓ WHO
✎ অলিম্পিক গেমসে ভারতের অংশগ্রহনের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এটি লঞ্চ করা হয়েছে
✎ হেডকোয়াটার- নিউ দিল্লি
✎ প্রতিষ্ঠা সাল- ১৯২৭
✎ প্রতিষ্ঠাতা- Harry Buck (হ্যারি বাক) Arthur Noehren (আর্থার নোহরেন)
✎ বর্তমান প্রেসিডেন্ট- Dr. Narinder Dhruv Batra (ডঃ নরিন্দর ধ্রুব বত্রা)
✎ বর্তমান সেক্রেটারী জেনারেল- Rajeev Mehta
8. কোন রাজ্য সরকার "Padhai Tuhar para " প্রকল্প লঞ্চ করল?
ⓐ রাজস্থান
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ ছত্রিশগড়✓
✎ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল "Padhai Tuhar para " নামে একটি ছাত্র কেন্দ্রিক প্রকল্প চালু করার কথা ঘোষণা করল
✎ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী - ভূপেশ বাঘেল
✎ ছত্রিশগড়ের রাজ্যপাল- অনুসুইয়া উইকি
9. ‘Restart Meghalaya Mission’ লঞ্চ করলেন কে?
ⓐ Conrad K. Sangma✓ (কনরাড কে. সাংমা)
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ তথাগত রায়
ⓓ রামনাথ কোবিন্দ
✎ তিনি মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী
✎ রাজ্যের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতেই এই মিশন লঞ্চ করলেন তিনি
✎ মেঘালয়ের রাজধানী- শিলং
✎ বর্তমান রাজ্যপাল- তথাগত রায়
10.সম্প্রতি প্রয়াত Yadupati Singhania (যদুপতি সিংহানিয়া) কোন রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন?
ⓐ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ উত্তরপ্রদেশ✓
ⓓ কেরালা
✎ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৬৭ বছর
✎ উত্তরপ্রদেশের রাজধানী- লক্ষ্ণৌ
✎ বর্তমান মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
✎ বর্তমান রাজ্যপাল- Anandiben Patel
11. Ministry of Home Affairs এর Special Secretary ( Internal Security ) পদে কে নিযুক্ত হলেন?
ⓐ S Doval
ⓑ VSK Kaumudi✓
ⓒ Lokesh Kamakodi
ⓓ Atul Shankar Jha
✎ Ministry of Home Affairs -Minister - Amit Shah
12. All India Football Federation (AIFF) sports authority of India এর সঙ্গে যৌথ সহযোগিতায় যে web platform লঞ্চ করল তার নাম কি?
ⓐ E- pathshala✓
ⓑ L - pathshala
ⓒ Easy - pathshala
ⓓ Sport - pathshala
✎ Web portal এর লক্ষ্য হলো - সৃজনশীলতার স্বীকৃতি এবং ফুটবলের প্রতি আগ্রহ বিকাশ
✎ একে তিনটি ভাগে ভাগ করা হয়েছে- my football culture, my skill and my training
✎ AIFF founded - 23 June, 1937
✎ AIFF এর হেডকোয়ার্টার - Dwarka, Delhi
✎ President - Praful Patel
✎ Vice President - Subrata Dutta
13. World Humanitarian Day কবে পালিত হয়?
ⓐ 18 আগস্ট
ⓑ 19আগস্ট✓
ⓒ 17 আগস্ট
ⓓ 16 আগস্ট
✎ মানবিক কাজ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে এবং মানবহিতৈষী কাজের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এবং স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর পালন করা হয়
No comments:
Post a Comment