ভূগোল SLST/NET/SET
MCQ- Set- 30
মানবীয় ভূগোল
Human Geography
১) আর্দ্র বিন্দু জনবসতি ( Wet point settlement) গড়ে ওঠে-
ক) কুয়ো, প্রস্রবণ ,পুকুর ও মরুদ্দ্যান সংলগ্ন✓ অঞ্চলে
খ) স্বাভাবিক বাঁধ ও উপকূলীয় অঞ্চলে
গ) বন্যা প্রবণ অঞ্চল
ঘ) পার্বত্য উপত্যকা
২) জুলু উপজাতি পাওয়া যায়-
ক) নিউজিল্যান্ড
খ) অস্ট্রেলিয়া
গ) মরক্কো
ঘ) দক্ষিণ আফ্রিকা✓
৩) যখন পরিব্রাজন বিশাল আকারে হয় তখন তাকে বলে-
ক) ইমিগ্রেশন
খ) ইমাইগ্রেশন
গ) মাইগ্রেশন স্ট্রিম✓
ঘ) কোনোটিই নয়
৪) ক্রান্তীয় তৃণভূমির একটি উপজাতি হল-
ক) হটেনটট
খ) বুশম্যান
গ) কিরঘিজ
ঘ) কাজা খাস✓
৫) ভারতের একটি দ্বৈত নগর (যমজ শহর) হল-
ক) কলকাতা -হাওড়া
খ) তিরুচিরাপল্লী- কোয়েম্বাটুর
গ) দিল্লি- মুরাদাবাদ
ঘ) সবগুলি✓
৬) পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হলো-
ক) চীন✓
খ) ব্রাজিল
গ) ভারত
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
৭) 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব হলো-
ক) 352 জন /বর্গ কিমি
খ) 362 জন /বর্গ কিমি
গ) 372 জন /বর্গ কিমি
ঘ) 382 জন/ বর্গ কিমি✓
৮) 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব সবচেয়ে কম কোন রাজ্যে?
ক) অরুণাচল প্রদেশ✓
খ) সিকিম
গ) দিল্লি
ঘ) বিহার
৯) মৌজা হলো-
ক) গ্রামের প্রশাসনিক একক✓
খ) গ্রামের পোশাকি নাম
গ) রাজস্ব কেন্দ্রিক গ্রাম
ঘ) অনেকগুলি গ্রামের সমন্বয়
১০) জনসংখ্যা ভূগোল কোন ভূগোলের শাখা?
ক) সামাজিক ভূগোল
খ) সাংস্কৃতিক ভূগোল
গ) মানবীয় ভূগোল✓
ঘ) রাজনৈতিক ভূগোল
১১) আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম-
ক) হোমো হ্যাবিলিস
খ) হোমো ইরেকটাস
গ) হোমো রামাপিথেকাস
ঘ) হোমো স্যাপিয়েন্স ✓
১২) পৃথিবীর সর্বাধিক ঘনত্ব পূর্ণ দেশ হলো-
ক) ভারত
খ) বাংলাদেশ✓
গ) চীন
ঘ) পাকিস্তান
১৩) পৃথিবীর সর্বাপেক্ষা বিরল বসতিপূর্ণ দেশ হলো-
ক) যুক্তরাজ্য
খ) অস্ট্রেলিয়া✓
গ) আমেরিকা যুক্তরাষ্ট্র
ঘ) জার্মানি
১৪) পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ হলো-
ক) আফ্রিকা
খ) উত্তর আমেরিকা
গ) এশিয়া✓
ঘ) দক্ষিণ আমেরিকা
১৫) জনঘনত্ব সম্পর্কিত কোন ধারণা সঠিক নয়?
ক) জনঘনত্বে মানুষ ও জমির পরিমাণ কত সম্পর্ক বোঝা যায়
খ) জনঘনত্ব থেকে দেশে জনসংখ্যার চাপ সম্পর্কে ধারণা লাভ করা যায়
গ) জনঘনত্ব থেকে কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায়✓
ঘ) জনঘনত্ব একটি দ্বিমাত্রিক চিন্তা
১৬) জনঘনত্ব বলতে কী বোঝায়?
ক) কোন অঞ্চলে মানুষের বন্টন গত তারতম্যের সূচক
খ) কোন অঞ্চলে যতসংখ্যক জনসংখ্যা থাকে
গ)ব্যবহারযোগ্য জমির সঙ্গে মানুষের অনুপাত✓
ঘ) মোট কর্মক্ষম মানুষের সংখ্যাবদ্ধ
১৭) জনাকীর্ণতা বলতে কী বোঝায়?
ক) কোন অঞ্চলে সর্বাধিক জনসংখ্যার পরিমাণ
খ) কোন অঞ্চল বা দেশে জনসংখ্যা র সর্বাধিক বৃদ্ধি
গ) কোন দেশ বা অঞ্চলের মোট সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি✓
ঘ) সম্পদের সঙ্গতি রেখে জনসংখ্যা বৃদ্ধি
১৮) জনস্বল্পতা সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়?
ক) মনুষ্য শক্তির অভাবে উন্নয়ন যথাযথ হয় না✓
খ) দেশের আশানুরূপ উন্নয়ন হয় না
গ) সম্পদ উৎপাদনের জন্য মনুষ্য শক্তির অভাব ঘটে
ঘ) সবগুলি সঠিক
১৯) পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতে বাস করে?
ক) 19.18%
খ) 10.46%
গ) 17.14%✓
ঘ) 7.76%
২০) কোন দশকে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়েছে?
ক) 1901-1911
খ) 1921-1931
গ) 1911-1921✓
ঘ) 1931-1941
No comments:
Post a Comment