Bengali Current Affairs 21st August, 2020
1. মেঘালয়ের রাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন?
ⓐ তথাগত রায়
ⓑ দ্রৌপদী মুর্মু
ⓒ সত্যপাল মালিক✓
ⓓ বেবি রানী মৌর্য
✎ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ 18 ই আগস্ট 2020 থেকে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে সত্যপাল মালিক কে নিযুক্ত করলেন। এর আগে সত্যপাল মালিক গোয়া রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
✎ গোয়ার রাজ্যপাল পদে নিযুক্ত হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি (additional charge)
✎ মেঘালয়ের মুখ্যমন্ত্রী -কনরাড সাংমা
2. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অটল রেংকিং ইনস্টিটিউশনস ইন ইনোভেশন অ্যাচিভমেন্টস ( ARIIA) 2020 এর তালিকায় প্রথম স্থান দখল করলো কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি(IIT)?
ⓐ IIT Delhi
ⓑ IIT Bombay
ⓒ IIT Madras✓
ⓓ IIT Kanpur
✎ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মুম্বাই ও দিল্লি আইআইটিটি
✎ 18 আগস্ট উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়াা নাইডু এই তালিকা প্রকাশ করেন
✎ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি ) চতুর্থ স্থানে রয়েছে এবং আইআইটি খড়গপুর এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
✎ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করা, উদ্যোগে উন্নতিসাধন, নতুন শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্য করণ সহ দিক গুলিকে উৎসাহিত করার বিচারে এই তালিকা তৈরি করা হয় ।
3. ভারতের কোথায় প্রথম পূর্ণাঙ্গ মেয়েদের আবাসিক ফুটবল একাডেমি চালু হলো?
ⓐ চেন্নাই
ⓑ ব্যাঙ্গালোর✓
ⓒ মুম্বাই
ⓓ ভুবনেশ্বর
✎ RFC Girls Football Academy, ভারতের প্রথম পূর্ণাঙ্গ বালিকা আবাসিক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র 17 ই আগস্ট বেঙ্গালুরুতে চালু হল
✎ মূল লক্ষ্য - বৈজ্ঞানিক প্রশিক্ষণের মাধ্যমে এই একাডেমিতে তরুণী মহিলা খেলোয়াড়দের পেশাদার ফুটবল খেলোয়াড় করে তোলা এবং তাদেরকে খেলার জীবনের ক্যারিয়ার গড়তে সহায়তা করা।
4. ভারতীয় রেলওয়ে দ্বারা মনিপুরের কোন নদীর উপর বিশ্বের সবচেয়ে লম্বা Pier bridge তৈরি হতে চলেছে?
ⓐ Khuja
ⓑ Ijai✓
ⓒ Iril
ⓓ Tuivai
✎ মণিপুরে বিশ্বের সর্বোচ্চ পিয়ার ব্রিজ (স্তম্ভের উপর নির্মিত ব্রিজ) নির্মাণ করল ভারতীয় রেল
✎ মাটি থেকে ব্রিজ টি 141 মিটার উচ্চতায় অবস্থিত
✎ এর আগে বিশ্বের সর্বোচ্চ পিয়ার ব্রিজ হিসাবে মন্টিনিগ্রোর মালা- রিজেকা ভায়াডাক্ট ব্রিজ কে ধরা হতো, যার উচ্চতা 139 মিটার
✎ মনিপুরের ননে জেলার ইজাই নদীর উপর ভারতীয় রেল এই ব্রিজটি নির্মাণ করেছে। 2022 সালে এই ব্রিজটি উদ্বোধন হবে।
5. Marine Products Export Development Authority (MPEDA) কোথায় Quality Control Lab চালু করল?
ⓐ পোরবন্দর ,গুজরাট✓
ⓑ কান্ডালা, গুজরাট
ⓒ জহরলাল নেহেরু পোর্ট, মহারাষ্ট্র
ⓓ বিশাখাপত্তনম ,অন্ধ্রপ্রদেশ
✎ Chairman of Marine Products Export Development Authority : K.S Srinivas.
✎ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রূপানি
✎ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত
6. মেয়াদ শেষ হওয়ার আগেই অশোক লাভাসা ভারতের নির্বাচন কমিশনের পদ থেকে পদত্যাগ করলেন । তিনি 2020 সালের 1 সেপ্টেম্বর থেকে কোন ব্যাংকের vice president পদের কার্যকরের দায়িত্ব নিতে চলেছেন?
ⓐ NABARD
ⓑ ADB✓
ⓒ AIIB
ⓓ World Bank
✎ ADB Full Form : Asian Development Bank
✎ ADB এর সদর দপ্তর : মান্দালুইয়ং শহর, মেট্রো ম্যানিলা, ফিলিপাইন
✎ ADB এর President : Masatsugu Asakawa (মাসাটসুগু আসাকাওয়া)
✎ গঠিত - ১৯ ডিসেম্বর,১৯৬৬
✎ সদস্যপদ - ৬৮ টি দেশ
✎ 62 বছর বয়সি অশোক লাভা 2018 সালের জানুয়ারি মাসে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছিলেন এবং তার মেয়াদ 2022 সালের অক্টোবর মাসে শেষ হওয়ার কথা, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করলেন।
✎ নির্বাচন কমিশনের প্রতিষ্ঠাকাল : ২৫ জানুয়ারি, ১৯৫০
✎ সদর দপ্তর - নতুন দিল্লি
✎ মুখ্য নির্বাচন কমিশনার- সুনীল অরোরা
✎ ভারতীয় সংবিধানের 324 অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা উল্লেখ আছে
✎ ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার কে নিযুক্ত করেন
7. The Railway Protection Force ( RPF) রেল পথ নিরাপত্তার উদ্দেশ্যে বড় সংখ্যক ড্রোন নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। RPF এর Director General পদে কে নিযুক্ত আছেন?
ⓐ রাজেশ রঞ্জন
ⓑ অরুণ কুমার✓
ⓒ প্রমোদ আগারওয়াল
ⓓ রাকেশ ভাদুরিয়া
✎ RPF 32 লক্ষ টাকা ব্যয়ে 9 টি ড্রোন সংগ্রহ করেছে
8. কোন কোম্পানি IPL 2020 এর টাইটেল স্পন্সর হল?
ⓐ Reliance jio
ⓑ Dream11✓
ⓒ Adani group
ⓓ Nokia
✎ IPL13 এর মূল স্পন্সর হিসেবে বেছে নেওয়া হলো Dream11
✎ সংযুক্ত আরব আমিরশাহী তে আয়োজিত হতে চলা IPL এর নতুন নাম হবে Dream11 IPL
✎ 222 কোটি টাকার চুক্তিতে এ অনলাইন গেমিং সংস্থার সঙ্গে এ বছর চুক্তি করা হয়েছে
✎ চুক্তির মেয়াদ 18 ই আগস্ট থেকে 2020 র 31 শে ডিসেম্বর পর্যন্ত
✎ Founders of Dream11 : Harsh Jain and Bhavit Sheth
✎ Headquarters : Mumbai, India
✎ ( Interim ) Chief Executive Officer of Board of Control for Cricket in India Hemang Amin
✎ President of The Board of control for cricket in India : Sourav Ganguly
9. Ibrahim Boubacar Keïta (ইব্রাহিম বউবাকার কেইটা) কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন?
ⓐ মালটা
ⓑ মালি✓
ⓒ ভিয়েতনাম
ⓓ বেলারুশ
✎ মালির রাজধানী : বামাকো
✎ মালির প্রধানমন্ত্রী : Modibo Keita (মোদিবো কেইটা)
✎ মালির মুদ্রা : CFA franc
10. কোন ব্যাংক Aadhaar authentication ভিত্তিক digital savings account "Jan Bachat khata " (JBK) লঞ্চ করল?
ⓐ Fino Payments Bank✓
ⓑ Kotak Mahindra Bank
ⓒ Karur Vysya Bank
ⓓ ICICI Bank
✎ Chairman of Fino Payments Bank : Prof Mahendra Kumar Chauhan
✎ Fino Payments Bank Established : 13 July, 2006
✎ MD & CEO of Fino Payments Bank : Rishi Gupta
✎ Headquarters of Fino Payments Bank : Mumbai ,Maharashtra
11. World photography Day পালিত হয় কবে?
ⓐ 18 আগস্ট
ⓑ 19 আগস্ট✓
ⓒ 14 আগস্ট
ⓓ 17 আগস্ট
No comments:
Post a Comment