আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৮৬
৪০) সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ঘোষণা করা জরুরি অবস্থার মেয়াদ বারাবার সর্বোচ্চ সীমা কত?
ক) 6 মাস✓ খ) 3 মাস
গ) 4 মাস ঘ) 2 বছর
৪৬) ' ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট ' কোথায় অবস্থিত ?
ক)কলকাতা খ)কটক
গ)কারগিল ঘ)কানপুর√
আবগারি কনস্টেবল Mains GK
পর্ব-৮৭
১) ইউরেনাস কে আবিষ্কার করেন?
ক) স্যার আইজ্যাক নিউটন
খ) উইলিয়াম হেনরি
গ) কোপার্নিকাস
ঘ) উইলিয়াম হার্শেল✓
২) গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত?
ক) অস্ট্রেলিয়া✓
খ) ভারত
গ) মিশর
ঘ) উত্তর আফ্রিকা
৩) ভারতের বৃহত্তম বায়ু কল কোথায় অবস্থিত?
ক) তামিলনাড়ুর চেন্নাই
খ) তামিলনাড়ুর মুপান্ডাল✓
গ) সুন্দরবন
ঘ) কোনোটিই নয়
৪) ভারতের কোন শহরে প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয়?
ক) ওড়িশা
খ) ঝাড়খন্ড
গ) বেঙ্গালুরু✓
ঘ) ছত্রিশগড়
৫) সাদা কয়লা কাকে বলা হয়?
ক) গ্রাফাইট
খ) জলবিদ্যুৎ✓
গ) সৌর বিদ্যুৎ
ঘ) খনিজ তেল
৬) বৃষ্টির জলের অভাব জনিত কারণে জলসেচের উপর নির্ভরশীল কৃষি ব্যবস্থা কে কি বলা হয়?
ক) আদ্র কৃষি
খ) শুষ্ক কৃষি
গ) সেচন কৃষি✓
ঘ) কোনোটিই নয়
৭) কোন প্রকার মাটিতে বাদাম ও তৈলবীজ উৎপাদন বেশি হয়?
ক) পলিমাটি
খ) কৃষ্ণমাটি✓
গ) ল্যাটেরাইট মাটি
ঘ) কোনোটিই নয়
৮) নিম্নলিখিত পদার্থ গুলির মধ্যে কোনটির আধিক্যের কারণে লোহিত মৃত্তিকা ছিদ্র যুক্ত হয়?
ক) বালি✓
খ) কাদা
গ) জৈব পদার্থ
ঘ) কোনোটিই নয়
৯) নিম্নলিখিত মালভূমি গুলির মধ্যে কোনটি এশিয়া মাইনর নামে পরিচিত?
ক) লোয়েস মালভূমি
খ) আনাতোলিয়া মালভূমি✓
গ) মেক্সিকান মালভূমি
ঘ) লোরেন্তিয়ান মালভূমি
১০) পৃথিবীর বয়স কিসের সাহায্যে নির্ধারণ করা হয়?
ক) ইউরেনিয়াম ডেটিং✓
খ) কার্বন ডেটিং
গ) পারমাণবিক ঘড়ি
ঘ) জৈবিক ঘড়ি
১১) রাবার গাছ টি ভারতের কোন ধরনের বনাঞ্চলে দেখা যায়?
ক) পর্ণমোচী
খ) চিরহরিৎ✓
গ) তৃণভূমি
ঘ) কোনোটিই নয়
১২) গাছের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায়?
ক) ডাটা
খ) কান্ডের ছাল✓
গ) শিকর
ঘ) ফলের ত্বক
১৩) কোন বেদে প্রাচীন বৈদিক যুগের সংস্কৃতি সম্পর্কিত তথ্য চিত্রিত করা হয়েছে?
ক) ঋকবেদ✓
খ) যজুর্বেদ
গ) অথর্ববেদ
ঘ) সামবেদ
১৪) চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কোন জায়গাতে মারা গিয়েছিলেন?
ক) কলিঙ্গ ,ওড়িশা
খ) শ্রবণবেলগোলা ,কর্ণাটক✓
গ) পাটুলিপুত্র, বিহার
ঘ) রাজগৃহ, বিহার
১৫) নিচের কোন নদীটি ঋক বৈদিক যুগে
'আসকিনি ' নামে পরিচিত ছিল?
ক) রবি
খ) চেনাব✓
গ) বিয়াস
ঘ) ঘর্ঘরা
১৬) নিচের কোন শাসক জনসমক্ষে আইনগুলি বিভিন্ন জায়গায় খোদাই করে দিয়েছিলেন?
ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্র গুপ্ত
ঘ) অশোক✓
১৭) কোন গুপ্ত রাজা মহেন্দ্রাদিত্য উপাধি অর্জন করেছিলেন?
ক) সমুদ্র গুপ্ত
খ) প্রথম চন্দ্রগুপ্ত
গ) প্রথম কুমার গুপ্ত✓
ঘ) প্রথম স্কন্ধ গুপ্ত
১৮) একমাত্র কোন ষোড়শ মহাজনপদটি দক্ষিণ ভারতে ছিল?
ক) বৃজি
খ) অস্মক✓
গ) মৎস্য
ঘ) চেদি
১৯) তক্ষশীলা কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল?
ক) গুপ্ত
খ) মৌর্য✓
গ) কুশান
ঘ) সিন্ধু সভ্যতা
২০) ইব্রাহিম লোদীর সমাধি কোন শহরে অবস্থিত?
ক) পানিপথ✓
খ) নতুন দিল্লি
গ) হায়দ্রাবাদ
ঘ) আগ্রা
২১) চিতোরে কীর্তি স্তম্ভ (Tower of victory) কে তৈরি করেছিলেন?
ক) রানা প্রতাপ
খ) রানা কুম্ভ ✓
গ) রানা সঙ্গ
ঘ) পৃথ্বীরাজ চৌহান
২২) গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক) তাপ শক্তিতে
খ) শব্দ শক্তিতে
গ) আলোক শক্তিতে
ঘ) তড়িৎ শক্তিতে✓
২৩) আয়নন শক্তি সবচেয়ে বেশি-
ক) হ্যালোজেন মৌলের
খ) নিষ্ক্রিয় মৌলের✓
গ) ক্ষারীয় মৃত্তিকা ধাতু
ঘ) সন্ধিগত মৌলের
২৪) অ্যামালগাম এর একটি উপাদান-
ক) সোনা
খ) রুপো
গ) পারদ ✓
ঘ) লোহা
২৫) দীপন প্রাবল্যের SI একক কি?
ক) ক্যান্ডেলা✓
খ) জুল
গ) মোল
ঘ) এম্পিয়ার
২৬) রেডিও মিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়?
ক) আপেক্ষিক ঘনত্ব
খ) তড়িৎ চুম্বকীয় বিকিরণ✓
গ) বাতাসের বেগ
ঘ) রেডিও থেকে উৎপন্ন শব্দের তীব্রতা
২৭) পেট্রোল এর পরিপূরক নিচের কোন জৈব জ্বালানি টি ফারমেন্টেশন পদ্ধতিতে তৈরি করা হয়?
ক) কেরোসিন
খ) ইথানল✓
গ) ডিজেল
ঘ) মিথেন
২৮) ভারতরত্ন পুরস্কার এর সম্মানিত প্রথম মহিলা কে?
ক) মাদার টেরেসা
খ) সরোজনী নাইডু
গ) ইন্দিরা গান্ধী✓
ঘ) বিজয় লক্ষী পন্ডিত
২৯) রাষ্ট্রীয় একতা দিবস কোন দিনটিতে ভারতে পালন করা হয়?
ক) 28 অক্টোবর
খ) 29 অক্টোবর
গ) 30 অক্টোবর
ঘ) 31 অক্টোবর✓
৩০) ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত?
ক) নতুন দিল্লি
খ) বেঙ্গালুরু
গ) আমেদাবাদ
ঘ) হায়দ্রাবাদ✓
৩১) অ্যান্ডারসন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
ক) আর .কে. নারায়ান
খ) রাস্কিন বন্ড✓
গ) খুশবন্ত সিং
ঘ) সালমান রুশদি
No comments:
Post a Comment