Saturday, September 19, 2020

Bengali Current Affairs 20th September, 2020

 




Bengali Current Affairs 20th September, 2020

1. Human capital index 2020 ভারতের স্থান কত?

ⓐ 112
ⓑ 116✓
ⓒ 114
ⓓ 111

174 টি দেশের মধ্যে Human capital index 2020 তে প্রথম  সিঙ্গাপুর, দ্বিতীয়  হংকং এবং চীন, তৃতীয়  জাপান

Human Capital Index released by World Bank
2019 এ ভারতের স্থান ছিল 115
World Bank Headquarters: Washington, D.C., United States
World Bank President: David Malpass
  World Bank Founders: John Maynard Keynes (জন মেনার্ড কেইনস) , Harry Dexter White (হ্যারি ডেক্সটার হোয়াইট)

2.সম্প্রতি প্রয়াত Moussa Traore (মাউসা ট্রোর), কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?

ⓐ নিউ গিনি
ⓑ মাল্টা
ⓒ মালি✓
ⓓ কুয়েত

 ১৯৬৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন
 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৩ বছর
 মালির রাজধানী- Bamako
 মুদ্রার নাম- West African CFA franc
 বর্তমান রাষ্ট্রপতি- Ibrahim Boubacar Keïta (ইব্রাহিম বউবাকার কেতা)
 বর্তমাপ্রধানমন্ত্রী- Modibo Keita (মোদিবো কেইটা)

3. ‘4th Global Ayurveda Summit’ ভার্চুয়ালি উদ্বোধন করলেন কে?

ⓐ নরেন্দ্র মোদী
ⓑ এম. ভেঙ্কাইয়া নাইডু✓
ⓒ ড. হর্ষবর্ধন
ⓓ রামনাথ কোবিন্দ

4.বিশ্বে প্রথম ‘5-star Anti-Covid Award’ পেল Fiumicino International Airport, এটি কোন দেশে অবস্থিত?

ⓐ ফ্রান্স
ⓑ আমেরিকা
ⓒ ইতালি✓
ⓓ জাপান

 রাজধানী- রোম
 মুদ্রার নাম- লিরা
 প্রধানমন্ত্রী- Giuseppe Conte (জিউসেপ কন্টে)
 রাষ্ট্রপতি-Sergio Mattarella (সার্জিও মাত্তেরেলা)

5.Great learning কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?

ⓐ বিরাট কোহলি✓
ⓑ সৌরভ গাঙ্গুলী
ⓒ রাহুল দ্রাবিড়
ⓓ মহেন্দ্র সিং ধোনি

 Great learning education technology company
 বিরাট কোহলি 2013 সালে অর্জুন পুরস্কার পান
 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পান
 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান

6.৮৬১.৯০ কোটি টাকায় ভারতের নতুন পার্লামেন্ট হাউস তৈরী করবে কোন কোম্পানী?

ⓐ Larsen and Toubro Ltd
ⓑ Tata Projects Ltd✓
ⓒ Bajaj Group
ⓓ Reliance Industries Ltd.

 Projects Ltd chairmanদে নিযুক্ত আছেন বনমালী আগরওয়াল

 নতুন সংসদ ভবনটি হবে ত্রিকোণাকৃতি
 বর্তমান সংসদ ভবনটি ব্রিটিশ আমলে 1921 সালে তৈরি হয়েছিল তার আকৃতি গোলাকার। ভবনটি তৈরি হতে সময় লেগেছিল ছয় বছর।

7. ‘বিশ্ব রোগী সুরক্ষা দিবস’ পালন করা হয় কবে?

ⓐ ১৭ই সেপ্টেম্বর✓
ⓑ ১৭ই অক্টোবর
ⓒ ১৫ই জুলাই
ⓓ ৫ই আগস্ট

 প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস উদযাপন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সমাবেশ অনুমোদন দেয় ২০১৯ সালের মে মাসে, তাই এই বছর প্রথম বিশ্ব রোগী সুরক্ষা দিবস উদযাপিত হচ্ছে।

 এই দিবসের উদ্দেশ্য হল জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী রোগী সুরক্ষা সম্পর্কে সংহতি স্থাপন  ও কার্যসাধন।
 প্রথম রোগী সুরক্ষা দিবসের মূল বার্তা বা থিম হল,“রোগী সুরক্ষাঃ একটি বিশ্ব স্বাস্থ্য অগ্রাধিকার” এবং স্লোগান হল “রোগী সুরক্ষায় সরব হন।“

8.World Bank’s 2020 Human Capital Index-এ ভারতের স্থান কত?

ⓐ ১১৫
ⓑ ১১৬✓
ⓒ ১১২
ⓓ ১১০

 ২০১৯  সালে ভারতের স্থান ছিল ১১৫

9.‘Poshan Sarkar’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ হরিয়ানা
ⓓ মধ্যপ্রদেশ✓

 রাজধানী- ভোপাল
 মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল

10.India Happiness Report 2020-তে প্রথমস্থানে কোন রাজ্য?

ⓐ মিজোরাম✓
ⓑ পাঞ্জাব
ⓒ হরিয়ানা
ⓓ নাগাল্যান্ড

 দ্বিতীয়স্থানে পাঞ্জাব এবং তৃতীয়স্থানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

11. কোন দেশে বিশ্বের প্রথম ভাসমান Apple Store খোলা হল?

ⓐ জাপান
ⓑ চীন
ⓒ সিঙ্গাপুর✓
ⓓ লন্ডন

 সিঙ্গাপুর রাজধানী :সিঙ্গাপুর
 সিঙ্গাপুরের রাষ্ট্রপতি : হালিমা ইয়াকুব
 সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী : লি সিয়েন লুং
 সিঙ্গাপুরের আইন-সভা : সংসদ
 সিঙ্গাপুরের মুদ্রা : সিঙ্গাপুর ডলার
 Apple CEO: Tim Cook (24 Aug 2011–)
 Founded: 1 April 1976, Cupertino,   California, United States
 Headquarters: Cupertino, California, United States
 Founders: Steve Jobs (স্টিভ জবস), Steve Wozniak (স্টিভ ওয়াজনিয়াক), Ronald Wayne (রোনাল্ড ওয়েন)

12. IMD's Global smart City index 2020 এ প্রথম স্থানে আছে কোন শহর?

ⓐ সিঙ্গাপুর✓
ⓑ হেলসিংকি
ⓒ জুরিখ
ⓓ চেন্নাই

 109 টি শহরের মধ্যে প্রথম স্থানে আছে সিঙ্গাপুর
 দ্বিতীয় স্থানে হেলসিংকি
 তৃতীয় স্থানে জুরিখ
 ভারতের হায়দ্রাবাদ শহর 85 তম, দিল্লি 86 তম, মুম্বাই 93 তম, বেঙ্গালুরু 95 তম স্থানে আছে

13. Advertising standards council of India এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন?

ⓐ রোহিত গুপ্তা✓
ⓑ শ্যামল সিনহা
ⓒ অশোক ঘোষ
ⓓ বিকাশ সিনহা

 Advertising standards council of India founded :1985
 headquarter  : Mumbai

14. কোন দেশ 10 তম East Asia Summit Foreign Minister meet এ অংশগ্রহণ করলো?

ⓐ ভারত✓
ⓑ জাপান
ⓒ ইতালি
ⓓ ফ্রান্স










No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...