Bengali Current Affairs 20th September, 2020
1. Human capital index 2020 ভারতের স্থান কত?
ⓐ 112
ⓑ 116✓
ⓒ 114
ⓓ 111
❍ 174 টি দেশের মধ্যে Human capital index 2020 তে প্রথম সিঙ্গাপুর, দ্বিতীয় হংকং এবং চীন, তৃতীয় জাপান
❍ Human Capital Index released by World Bank
❍2019 এ ভারতের স্থান ছিল 115
❍World Bank Headquarters: Washington, D.C., United States
❍World Bank President: David Malpass
❍ World Bank Founders: John Maynard Keynes (জন মেনার্ড কেইনস) , Harry Dexter White (হ্যারি ডেক্সটার হোয়াইট)
2.সম্প্রতি প্রয়াত Moussa Traore (মাউসা ট্রোর), কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
ⓐ নিউ গিনি
ⓑ মাল্টা
ⓒ মালি✓
ⓓ কুয়েত
❍ ১৯৬৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন
❍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৩ বছর
❍ মালির রাজধানী- Bamako
❍ মুদ্রার নাম- West African CFA franc
❍ বর্তমান রাষ্ট্রপতি- Ibrahim Boubacar Keïta (ইব্রাহিম বউবাকার কেতা)
❍ বর্তমাপ্রধানমন্ত্রী- Modibo Keita (মোদিবো কেইটা)
3. ‘4th Global Ayurveda Summit’ ভার্চুয়ালি উদ্বোধন করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ এম. ভেঙ্কাইয়া নাইডু✓
ⓒ ড. হর্ষবর্ধন
ⓓ রামনাথ কোবিন্দ
4.বিশ্বে প্রথম ‘5-star Anti-Covid Award’ পেল Fiumicino International Airport, এটি কোন দেশে অবস্থিত?
ⓐ ফ্রান্স
ⓑ আমেরিকা
ⓒ ইতালি✓
ⓓ জাপান
❍ রাজধানী- রোম
❍ মুদ্রার নাম- লিরা
❍ প্রধানমন্ত্রী- Giuseppe Conte (জিউসেপ কন্টে)
❍ রাষ্ট্রপতি-Sergio Mattarella (সার্জিও মাত্তেরেলা)
5.Great learning কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
ⓐ বিরাট কোহলি✓
ⓑ সৌরভ গাঙ্গুলী
ⓒ রাহুল দ্রাবিড়
ⓓ মহেন্দ্র সিং ধোনি
❍ Great learning education technology company
❍ বিরাট কোহলি 2013 সালে অর্জুন পুরস্কার পান
❍ 2017 সালে পদ্মশ্রী পুরস্কার পান
❍ 2018 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান
6.৮৬১.৯০ কোটি টাকায় ভারতের নতুন পার্লামেন্ট হাউস তৈরী করবে কোন কোম্পানী?
ⓐ Larsen and Toubro Ltd
ⓑ Tata Projects Ltd✓
ⓒ Bajaj Group
ⓓ Reliance Industries Ltd.
❍ Projects Ltd chairman পদে নিযুক্ত আছেন বনমালী আগরওয়াল
❍ নতুন সংসদ ভবনটি হবে ত্রিকোণাকৃতি
❍ বর্তমান সংসদ ভবনটি ব্রিটিশ আমলে 1921 সালে তৈরি হয়েছিল তার আকৃতি গোলাকার। ভবনটি তৈরি হতে সময় লেগেছিল ছয় বছর।
7. ‘বিশ্ব রোগী সুরক্ষা দিবস’ পালন করা হয় কবে?
ⓐ ১৭ই সেপ্টেম্বর✓
ⓑ ১৭ই অক্টোবর
ⓒ ১৫ই জুলাই
ⓓ ৫ই আগস্ট
❍ প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস উদযাপন করার জন্য বিশ্ব স্বাস্থ্য সমাবেশ অনুমোদন দেয় ২০১৯ সালের মে মাসে, তাই এই বছর প্রথম বিশ্ব রোগী সুরক্ষা দিবস উদযাপিত হচ্ছে।
❍ এই দিবসের উদ্দেশ্য হল জনসচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী রোগী সুরক্ষা সম্পর্কে সংহতি স্থাপন ও কার্যসাধন।
❍ প্রথম রোগী সুরক্ষা দিবসের মূল বার্তা বা থিম হল,“রোগী সুরক্ষাঃ একটি বিশ্ব স্বাস্থ্য অগ্রাধিকার” এবং স্লোগান হল “রোগী সুরক্ষায় সরব হন।“
8.World Bank’s 2020 Human Capital Index-এ ভারতের স্থান কত?
ⓐ ১১৫
ⓑ ১১৬✓
ⓒ ১১২
ⓓ ১১০
❍ ২০১৯ সালে ভারতের স্থান ছিল ১১৫
9.‘Poshan Sarkar’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
ⓐ গুজরাট
ⓑ মহারাষ্ট্র
ⓒ হরিয়ানা
ⓓ মধ্যপ্রদেশ✓
❍ রাজধানী- ভোপাল
❍ মুখ্যমন্ত্রী- শিবরাজ সিং চৌহান
❍ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
10.India Happiness Report 2020-তে প্রথমস্থানে কোন রাজ্য?
ⓐ মিজোরাম✓
ⓑ পাঞ্জাব
ⓒ হরিয়ানা
ⓓ নাগাল্যান্ড
❍ দ্বিতীয়স্থানে পাঞ্জাব এবং তৃতীয়স্থানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
11. কোন দেশে বিশ্বের প্রথম ভাসমান Apple Store খোলা হল?
ⓐ জাপান
ⓑ চীন
ⓒ সিঙ্গাপুর✓
ⓓ লন্ডন
❍ সিঙ্গাপুর রাজধানী :সিঙ্গাপুর
❍ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি : হালিমা ইয়াকুব
❍ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী : লি সিয়েন লুং
❍ সিঙ্গাপুরের আইন-সভা : সংসদ
❍ সিঙ্গাপুরের মুদ্রা : সিঙ্গাপুর ডলার
❍ Apple CEO: Tim Cook (24 Aug 2011–)
❍ Founded: 1 April 1976, Cupertino, California, United States
❍ Headquarters: Cupertino, California, United States
❍ Founders: Steve Jobs (স্টিভ জবস), Steve Wozniak (স্টিভ ওয়াজনিয়াক), Ronald Wayne (রোনাল্ড ওয়েন)
12. IMD's Global smart City index 2020 এ প্রথম স্থানে আছে কোন শহর?
ⓐ সিঙ্গাপুর✓
ⓑ হেলসিংকি
ⓒ জুরিখ
ⓓ চেন্নাই
❍ 109 টি শহরের মধ্যে প্রথম স্থানে আছে সিঙ্গাপুর
❍ দ্বিতীয় স্থানে হেলসিংকি
❍ তৃতীয় স্থানে জুরিখ
❍ ভারতের হায়দ্রাবাদ শহর 85 তম, দিল্লি 86 তম, মুম্বাই 93 তম, বেঙ্গালুরু 95 তম স্থানে আছে
13. Advertising standards council of India এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন?
ⓐ রোহিত গুপ্তা✓
ⓑ শ্যামল সিনহা
ⓒ অশোক ঘোষ
ⓓ বিকাশ সিনহা
❍ Advertising standards council of India founded :1985
❍ headquarter : Mumbai
14. কোন দেশ 10 তম East Asia Summit Foreign Minister meet এ অংশগ্রহণ করলো?
ⓐ ভারত✓
ⓑ জাপান
ⓒ ইতালি
ⓓ ফ্রান্স
No comments:
Post a Comment