Saturday, September 19, 2020

MOCK TEST- 5

 


MOCK TEST- 5

১) অ্যামাইনো এসিড কার প্রধান উপাদান? (WBCS main 2015)

ক) লিপিড

খ) হরমোন

গ) প্রোটিন✓

ঘ) ভিটামিন


২) ট্যাক্সোনমি কথাটি তে ট্যাক্সিস এর অর্থ কি?

ক) আইন

খ) নামকরণ

গ) বিন্যাসের বিধি✓

ঘ) বিন্যাস


৩) ছত্রাক সম্পর্কিত বিদ্যা কে কি বলে?

ক) সাইকোলজি

খ) মাইকোলজি✓

গ) ব্র্যায়োলজি

ঘ) নসোলজি


৪) শল্যচিকিৎসায় অর্থপ্লাস্টি কি?

ক) ওপেন হার্ট সার্জারি

খ) রক্ত প্রতিস্থাপন

গ) বৃক্কের প্রতিস্থাপন

ঘ) হিপ জয়েন্ট প্রতিস্থাপন✓


৫) যেটি অনুপস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তাহল - (WBCS PRE 2015)

ক) উষ্ণ শোণিত

খ) চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড

গ) ট্রাকিয়া

ঘ) মধ্যচ্ছদা✓


৬) স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত?

ক) 7✓

খ) 17

গ) 27

ঘ) 37


৭) নিচের কোনটিতে অপরিহার্য ফ্যাটি এসিড কম পাওয়া যায়?

ক) মাছের লিভার অয়েল

খ) সূর্যমুখী তেল

গ) বনস্পতি তেল

ঘ) নারকেল তেল✓


৮) নিম্নোক্ত কোনটি প্রোটোজোয়া? (Railway group D 2018)

ক) পিমোজেইক

খ) এন্টামিবা হিস্টোলাইটিকা✓

গ) ইস্ট

ঘ) ভ্যারিওলা


৯) নিম্নোক্ত কোনটি প্রোটোজোয়া নয়?

ক) হাইড্রা✓

খ) ইউগ্লিনা

গ) অ্যামিবা

ঘ) প্যারামেসিয়াম


১০) পৃথিবীতে প্রাণের সূচনা হয় যেখান থেকে সেটি হল-

ক) DNA

খ) RNA✓

গ) পলিপেপটাইড

ঘ) কনজুগেটেড প্রোটিন


১১) এন্ড্রোক্রাইনোলজি কিসের সাথে যুক্ত?

ক) হৃদপিণ্ড

খ) ত্বক

গ) গ্রন্থি✓

ঘ) দাঁত


১২) অ্যাস্ট্রোলজি কি? (Group D)

ক) ফুল সম্পর্কিত বিজ্ঞান

খ) ঘাস সম্পর্কিত বিজ্ঞান✓

গ) বাগান সম্পর্কিত বিজ্ঞান

ঘ) জল সম্পর্কিত বিজ্ঞান


১৩) এক জিন এক এঞ্জাইম তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন?

ক) মুলার

খ) মর্গ্যান

গ) বিডল ও ট্যাটাম✓

ঘ) ব্রিজেস


১৪) ইক্ষু রসের হাইড্রোলাইসিস এর জন্য অনুঘটক হলো-

ক) H+

খ) উৎসেচক

গ) অজৈব এসিড✓

ঘ) সবগুলি


১৫) খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত জৈব যৌগ যা প্রিজারভেটিভ রূপে ব্যবহৃত হয়-(WBCS main 2015)

ক) মিথাইল স্যালিসাইলেট

খ) সোডিয়াম বেনজোয়েট ✓

গ) সোডিয়াম অ্যাসিটেট

ঘ) সরবিটল


১৬) কম্বোজ প্রাণী সম্পর্কে আলোচনা কে কি বলা হয়?

ক) ম্যালাকলজি✓

খ) অনকোলজি

গ) এন্টোমলজি

ঘ) অর্নিথলজি


১৭) কার্বোহাইড্রেট কোন রূপে দেহে সঞ্চিত থাকে?

ক) গ্লুকোজ

খ) স্টার্চ

গ) গ্লাইকোজেন✓

ঘ) সুক্রোজ


১৮) আধুনিক জীব বিদ্যার জনক কে?

ক) অ্যারিস্টোটল

খ) ডারউইন✓

গ) জেনার

ঘ) থিওফ্রাস্টাস


১৯) জমজ সন্তানের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন কে কি বলে?

ক) অটোগ্রাফ্ট

খ) আইসোগ্রাফ্ট✓

গ) জেনোগ্রাফ্ট

ঘ) অ্যালোগ্রাফ্ট


২০) জীব বিদ্যা ও মেকানিক্স সহযোগে গঠিত জীব বিদ্যার শাখা কে কি বলে?

ক) বায়োনিক্স✓

খ) সাইবেরনেটি

গ) বায়োমেট্রিক

ঘ) বায়োফিজিক্স


২১) সম্প্রতি ‘US Open Title’ জয়ী Naomi Osaka, কোন দেশের টেনিস খেলোয়াড়? 

ক) অস্ট্রেলিয়া 

খ) নিউজিল্যান্ড 

গ) জাপান ✓

ঘ) বেলারুস 


২২) ভারত অস্ট্রেলিয়া ও কোন দেশের মধ্যে ত্রিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়?

ক) ফ্রান্স✓

খ) ইটালি

গ) আমেরিকা

ঘ) ইউরোপ





No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...