Sunday, September 20, 2020

Bengali Current Affairs 21st September, 2020

 



Bengali Current Affairs 21st September, 2020

1.বিশ্বে প্রথম ‘Sovereign Bond’ ইস্যু করলো কোন দেশ?

ⓐ ডেনমার্ক

ⓑ মেক্সিকো✓

ⓒ ব্রাজিল

ⓓ আমেরিকা

রাজধানী- মেক্সিকো সিটি

 মুদ্রার নাম- মেক্সিকান পেসো

 রাষ্ট্রপতি- Andres Manuel Lopez Obrador (আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর)

2.‘আর্থিক স্পন্দন’-নামে ঋণ বিতরণ প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য সরকার?

ⓐ কেরালা

ⓑ কর্নাটক✓

ⓒ পশ্চিমবঙ্গ

ⓓ আসাম

 কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে 39,300 কোটি টাকা ঋণ বিতরণের আর্থিক স্পন্দন কর্মসূচি চালু করল।

 এই প্রকল্পের আওতায় 15,300 কোটি টাকা কৃষি খাতে বিতরণ করা হবে এবং 24000  কোটি টাকা বেসরকারি খাতের জন্য বরাদ্দ করা হবে।

 রাজধানী- বেঙ্গালুরু

 মুখ্যমন্ত্রী- B.S. Yediyurappa

 রাজ্যপাল- Vajubhai Vala

3. ‘Apna Ghar Dreamz’-নামে হোম লোন স্কিম লঞ্চ করলো কোন কোম্পানী?

ⓐ Paytm Payments Bank

ⓑ ICICI Home Finance✓

ⓒ House Finance Ltd

ⓓ Bajaj Home Loan

 এই যোজনার আওতায় ২লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।

4. Asia Game Changer Award 2020’ দ্বারা সম্মানিত হলেন কোন প্রখ্যাত শেফ?

ⓐ আকাশ যাদব

ⓑ বিকাশ খান্না✓

ⓒ ভবেশ কুমার

ⓓ অর্জুন সিং

 করোনা মহামারী চলাকালীন 'ফিডইন্ডিয়া' অভিযানের মাধ্যমে মানুষকে খাবার বিতরণ করার জন্যই এই পুরস্কার পেলেন।

5. MobiKwik এর co-founder and CEO পদে কে নিযুক্ত হলেন?

ⓐ প্রসূন জোশি

ⓑ চন্দন জোশি✓

ⓒ সমীর কুমার খারে

ⓓ রাজেশ খুল্লার

  MobiKwik is an Indian company  that provides a mobile phone based payment system and digital wallet

  Founded April 2009

  Headquarters - India

  Founders - Bipin Preet Singh, Upasana Taku

6. ‘Azadi’-শিরোনামে বই প্রকাশ করলেন কে?

ⓐ ঝুম্পা লাহিড়ি

ⓑ অরুন্ধতী রায়✓

ⓒ চেতন ভগৎ

ⓓ অঙ্কিত আরোরা

7. ‘World Bamboo Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ১৮ই সেপ্টেম্বর✓

ⓑ ১৭ই সেপ্টেম্বর

ⓒ ১৮ই নভেম্বর

ⓓ ১৮ই জুলাই

 ২০২০ সালের থিম ছিল-‘BAMBOO NOW’

8.রাজ্যের অপুষ্ট শিশুর পরিবার গুলিকে গরু দেওয়ার সিদ্ধান্ত নিল কোন রাজ্য?

ⓐ উত্তরপ্রদেশ✓

ⓑ গুজরাট

ⓒ মধ্যপ্রদেশ

ⓓ পাঞ্জাব

 পরিবার গুলি এই গরু থেকেই দুধের প্রয়োজনীয়তা মেটাবে

 রাজধানী- লক্ষ্ণৌ

 মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ

 রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল


9. ‘Education for All’-নামে উদ্যোগ লঞ্চ করলো কোন লার্নিং কোম্পানী?

ⓐ Unacademy

ⓑ Byju’s✓

ⓒ Vedanta

ⓓ Bankersadda

 ২০২৫ সালের মধ্যে ৫ মিলিয়ন শিশুদের ক্ষমতায়নের জন্যই এই উদ্যোগ লঞ্চ করা হয়েছে

 হেডকোয়াটার- বেঙ্গালুরু

 প্রতিষ্ঠা সাল- ২০১১

 প্রতিষ্ঠাতা- Byju Raveendran(বাইজু রাভেন্দ্রন)

10.সম্প্রতি প্রয়াত অমিতাভ ঘোষ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কততম গভর্নর ছিলেন?

ⓐ ১৫তম

ⓑ ১৬তম✓

ⓒ ২৫তম

ⓓ ২২তম

 তিনি ১৯৮৫ সালের ১৫ই জানুয়ারী থেকে ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত মোট ২০ দিন এই পদে ছিলেন

 মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৯০ বছর

 RBI-এর হেডকোয়াটার- মুম্বাই

 বর্তমান গভর্নর- শক্তিকান্ত দাস

11. কোন ভারতীয় যুবককে United Nations sustainable development goals এর একজন young leader হিসেবে ঘোষণা করা হলো?

ⓐ Udit Singhal✓

ⓑ Amit Awasthi

ⓒ Sachin pilot

ⓓ Rajesh Khullar

 কাচের বোতল থেকে বালি তৈরি করার জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

 তিনি 2018 সালের শেষের দিক থেকে শুরু করেছিলেন "Glass2Sand"প্রকল্পটি।

12. কেন্দ্রের প্রস্তাবিত কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন হর সিমরত কৌর বাদল। তার জায়গায় অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন কে?

ⓐ নরেন্দ্র সিং তোমার✓

ⓑ স্মৃতি ইরানি

ⓒ নীতিন গড়করি

ⓓ রমেশ পক্রিয়াল

 কেন্দ্রীয় কৃষিমন্ত্রী -নরেন্দ্র সিং তোমার

13. কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল CAPEX স্কিমের আওতায় "Backyard Horticulture প্রোগ্রাম লঞ্চ করল?

ⓐ গুজরাট

ⓑ ঝারখান্ড

ⓒ জম্মু-কাশ্মীর✓

ⓓ দিল্লি






No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...