Wednesday, September 23, 2020

Bengali Current Affairs 24th September, 2020

 



Bengali Current Affairs 24th September, 2020

1. Amazon India কোন রাজ্যে all women delivery station স্থাপন করল?

ⓐ মধ্যপ্রদেশ

ⓑ গুজরাট✓

ⓒ রাজস্থান

ⓓ মহারাষ্ট্র

Amazon CEO :Jeff bezos (জেফ বেজোস)

 Founder: Jeff bezos

 Founded :5th July 1994

 Headquarter: Washington United States

 গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি

 গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত


2.‘Blue Flag’ সার্টিফিকেশনের জন্য ভারতের মোট কয়টি সমুদ্র সৈকত মনোনীত হল?

ⓐ ৫টি

ⓑ ১০টি

ⓒ ৮টি✓

ⓓ ৬টি


3.করোনায় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত মালদ্বীপকে আর্থিক সহায়তা করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করলো কোন দেশ?

ⓐ শ্রীলংকা

ⓑ বাংলাদেশ

ⓒ ভারত✓

ⓓ চীন


 মালদ্বীপের রাজধানী- মালে

  মালদ্বীপের মুদ্রার নাম-রূফিয়া

 বর্তমান রাষ্ট্রপতি- Ibrahim Mohamed Solih(ইব্রাহিম মোহাম্মদ সোলিহ)


4.দেশের মোট কত গুলি জেলায় ‘নেশা মুক্ত ভারত অভিযান’ লঞ্চ করলো কেন্দ্র?

ⓐ ৩০০টি

ⓑ ২৫০টি

ⓒ ২৭২টি✓

ⓓ ১০০টি


5. International red panda day এবছর কোন দিন পালিত হল?

ⓐ 18 সেপ্টেম্বর

ⓑ 19 সেপ্টেম্বর✓

ⓒ 21 সেপ্টেম্বর

ⓓ 17 সেপ্টেম্বর

◍ ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালিত হয়।

 প্রথম International red panda day পালন করা হয়েছিল 2010 সালে 18 সেপ্টেম্বর


6.কোন রাজ্যে ‘মহিলা আত্মনির্ভরশীল আছানি’ প্রোগ্রাম লঞ্চ করলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক?

ⓐ পশ্চিমবঙ্গ

ⓑ আসাম✓

ⓒ ত্রিপুরা

ⓓ উড়িষ্যা

 রাজধানী- দিসপুর

 মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল

 রাজ্যপাল- জগদীশ মুখী

 SBI-এর হেডকোয়াটার- মুম্বাই

 প্রতিষ্ঠা সাল- ১৯৫৫ সালের ১লা জুলাই

 বর্তমান চেয়ারপারসন- রাজনিস কুমার

7.সম্প্রতি প্রয়াত পূর্বা দাম,কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?

ⓐ সঙ্গীত✓

ⓑ নৃত্য

ⓒ সাহিত্য

ⓓ ক্রীড়া

 তিনি কলকাতার একজন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছিলেন।

 ২০১৩ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা 'সঙ্গীত সম্মান' পুরস্কারে ভুষিত হন।

◍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৫ বছর।


8.‘Fed Cup’-এর নাম পরিবর্তন আমেরিকান কোন মহিলা টেনিস খেলোয়াড়ের নামে রাখা হবে?

ⓐ Sloane Stephens

ⓑ Billie Jean King (বিলি জিন কিং)

ⓒ Serena Williams

ⓓ Martina Navratilova

 এটির ঘোষণা করলো- International Tennis Federation

 হেডকোয়াটার- লন্ডন

 প্রতিষ্ঠা সাল- ১৯১৩ সালের ১লা মার্চ

 বর্তমান প্রেসিডেন্ট- David Haggerty (ডেভিড হ্যাগার্টি)

9. ‘World Alzheimer’s Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?

ⓐ ২০শে সেপ্টেম্বর

ⓑ ২১শে সেপ্টেম্বর✓

ⓒ ২৭শে অক্টোবর

ⓓ ২৫শে নভেম্বর

 ২০২০ সালের থিম ছিল-‘ Let’s talk about dementia’

10. শ্রীনগরে বার্ষিক Shikara Race-এর আয়োজন করলো কারা?

ⓐ ইন্ডিয়ান এয়ার ফোর্স

ⓑ ইন্ডিয়ান আর্মি✓

ⓒ বর্ডার সিকিউরিটি ফোর্স

ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ড


11. কোন ভারতীয় নেতা Medical  এর জন্য 2020 সালে Ig Nobel prizeপেতে চলেছেন?

ⓐ রামনাথ কোবিন্দ

ⓑ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি✓

ⓒ বেঙ্কাইয়া নাইডু

ⓓ নির্মলা সীতারামন

 এছাড়া এবছর এই পুরস্কার প্রাপকদের তালিকা আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জণসন এবং আরো অনেকে।

12. Italian open 2020 men's singles কে জয়লাভ করলো?

ⓐ নোভাক জোকোভিচ✓

ⓑ রাফায়েল নাদাল

ⓒ অ্যান্ডি মারে

ⓓ দিএগো শোয়ার্জ ম্যান

 সার্বিয়ার নোভাক জোকোভিচ আর্জেন্টিনার দিএগো শোয়ার্জ ম্যান কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।


13. কোন ব্যাংক গ্রাহকদের সুবিধার জন্য video KYC (know your customer ) চালু করল?

ⓐ HDFC Bank✓

ⓑ ICICI Bank

ⓒ Axis Bank

ⓓ PNB


 HDFC Bank Headquarter: Mumbai

 HDFC Bank founded: August 1994

 Managing Director : Aditya Puri



14. কোন মন্ত্রক ICT Grand challengers লঞ্চ করল?

ⓐ Ministry of Home Affairs

ⓑ Ministry of Transport

ⓒ Ministry of electronics and information technology✓

ⓓ Ministry of Defence











No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...