Bengali Current Affairs 24th September, 2020
1. Amazon India কোন রাজ্যে all women delivery station স্থাপন করল?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ গুজরাট✓
ⓒ রাজস্থান
ⓓ মহারাষ্ট্র
◍ Amazon CEO :Jeff bezos (জেফ বেজোস)
◍ Founder: Jeff bezos
◍ Founded :5th July 1994
◍ Headquarter: Washington United States
◍ গুজরাটের মুখ্যমন্ত্রী : বিজয় রুপানি
◍ গুজরাটের রাজ্যপাল : আচার্য দেবব্রত
2.‘Blue Flag’ সার্টিফিকেশনের জন্য ভারতের মোট কয়টি সমুদ্র সৈকত মনোনীত হল?
ⓐ ৫টি
ⓑ ১০টি
ⓒ ৮টি✓
ⓓ ৬টি
3.করোনায় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত মালদ্বীপকে আর্থিক সহায়তা করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করলো কোন দেশ?
ⓐ শ্রীলংকা
ⓑ বাংলাদেশ
ⓒ ভারত✓
ⓓ চীন
◍ মালদ্বীপের রাজধানী- মালে
◍ মালদ্বীপের মুদ্রার নাম-রূফিয়া
◍ বর্তমান রাষ্ট্রপতি- Ibrahim Mohamed Solih(ইব্রাহিম মোহাম্মদ সোলিহ)
4.দেশের মোট কত গুলি জেলায় ‘নেশা মুক্ত ভারত অভিযান’ লঞ্চ করলো কেন্দ্র?
ⓐ ৩০০টি
ⓑ ২৫০টি
ⓒ ২৭২টি✓
ⓓ ১০০টি
5. International red panda day এবছর কোন দিন পালিত হল?
ⓐ 18 সেপ্টেম্বর
ⓑ 19 সেপ্টেম্বর✓
ⓒ 21 সেপ্টেম্বর
ⓓ 17 সেপ্টেম্বর
◍ ইন্টারন্যাশনাল রেড পান্ডা ডে প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালিত হয়।
◍ প্রথম International red panda day পালন করা হয়েছিল 2010 সালে 18 সেপ্টেম্বর
6.কোন রাজ্যে ‘মহিলা আত্মনির্ভরশীল আছানি’ প্রোগ্রাম লঞ্চ করলো ভারতীয় স্টেট ব্যাঙ্ক?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ আসাম✓
ⓒ ত্রিপুরা
ⓓ উড়িষ্যা
◍ রাজধানী- দিসপুর
◍ মুখ্যমন্ত্রী- সর্বানন্দ সনোয়াল
◍ রাজ্যপাল- জগদীশ মুখী
◍ SBI-এর হেডকোয়াটার- মুম্বাই
◍ প্রতিষ্ঠা সাল- ১৯৫৫ সালের ১লা জুলাই
◍ বর্তমান চেয়ারপারসন- রাজনিস কুমার
7.সম্প্রতি প্রয়াত পূর্বা দাম,কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ সঙ্গীত✓
ⓑ নৃত্য
ⓒ সাহিত্য
ⓓ ক্রীড়া
◍ তিনি কলকাতার একজন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী ছিলেন।
◍ ২০১৩ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা 'সঙ্গীত সম্মান' পুরস্কারে ভুষিত হন।
◍ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ৮৫ বছর।
8.‘Fed Cup’-এর নাম পরিবর্তন আমেরিকান কোন মহিলা টেনিস খেলোয়াড়ের নামে রাখা হবে?
ⓐ Sloane Stephens
ⓑ Billie Jean King (বিলি জিন কিং)✓
ⓒ Serena Williams
ⓓ Martina Navratilova
◍ এটির ঘোষণা করলো- International Tennis Federation
◍ হেডকোয়াটার- লন্ডন
◍ প্রতিষ্ঠা সাল- ১৯১৩ সালের ১লা মার্চ
◍ বর্তমান প্রেসিডেন্ট- David Haggerty (ডেভিড হ্যাগার্টি)
9. ‘World Alzheimer’s Day’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ২০শে সেপ্টেম্বর
ⓑ ২১শে সেপ্টেম্বর✓
ⓒ ২৭শে অক্টোবর
ⓓ ২৫শে নভেম্বর
◍ ২০২০ সালের থিম ছিল-‘ Let’s talk about dementia’
10. শ্রীনগরে বার্ষিক Shikara Race-এর আয়োজন করলো কারা?
ⓐ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓑ ইন্ডিয়ান আর্মি✓
ⓒ বর্ডার সিকিউরিটি ফোর্স
ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ড
11. কোন ভারতীয় নেতা Medical এর জন্য 2020 সালে Ig Nobel prizeপেতে চলেছেন?
ⓐ রামনাথ কোবিন্দ
ⓑ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি✓
ⓒ বেঙ্কাইয়া নাইডু
ⓓ নির্মলা সীতারামন
◍ এছাড়া এবছর এই পুরস্কার প্রাপকদের তালিকা আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জণসন এবং আরো অনেকে।
12. Italian open 2020 men's singles কে জয়লাভ করলো?
ⓐ নোভাক জোকোভিচ✓
ⓑ রাফায়েল নাদাল
ⓒ অ্যান্ডি মারে
ⓓ দিএগো শোয়ার্জ ম্যান
◍ সার্বিয়ার নোভাক জোকোভিচ আর্জেন্টিনার দিএগো শোয়ার্জ ম্যান কে হারিয়ে এই খেতাব অর্জন করলেন।
13. কোন ব্যাংক গ্রাহকদের সুবিধার জন্য video KYC (know your customer ) চালু করল?
ⓐ HDFC Bank✓
ⓑ ICICI Bank
ⓒ Axis Bank
ⓓ PNB
◍ HDFC Bank Headquarter: Mumbai
◍ HDFC Bank founded: August 1994
◍ Managing Director : Aditya Puri
14. কোন মন্ত্রক ICT Grand challengers লঞ্চ করল?
ⓐ Ministry of Home Affairs
ⓑ Ministry of Transport
ⓒ Ministry of electronics and information technology✓
ⓓ Ministry of Defence
No comments:
Post a Comment